নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

অবশেষে ডিস লাইন ওয়ালাদের একচেটিয়া দৌরাত্ত্বের অবসান হচ্ছে

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৭





অবশেষে ডিস লাইন ওয়ালাদের একচেটিয়া দৌরাত্ত্বের অবসান হতে চলছে।

সরকার গত বছর কেবল অপারেটরদের ব্যাপক বাধা সত্ত্বেও দেশের দুটি বড় কম্পানীকে DTH সেবার অনুমতি দিয়েছিল।

সেই অনুযায়ী প্রথম ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) কোম্পানি চালুর ঘোষণা দিলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো।

নতুন এ কোম্পানিতে বেক্সিমকোর অংশীদার হয়েছে রাশিয়ার অন্যতম বৃহৎ বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠান জিএস গ্রুপ। বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড নামের এ যৌথ প্রকল্প জিএস গ্রুপের সমন্বিত প্রযুক্তি সেবা দেবে বাংলাদেশের গ্রাহকদের।



জানা গেছে, ২০১৪ সালের শেষ দিকে বাণিজ্যিকভাবে ডিটিএইচ’র কার্যক্রম শুরু হবে এবং ২০১৫ সালের মধ্যে ৩ লাখ গ্রাহককে এই সেবা প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করেছে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড। এরপর প্রতিবছর ৪ লাখ নতুন গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর প্রাথমিক লক্ষ্য ঠিক করেছে কোম্পানিটি। যৌথ উদ্যোগে গৃহীত এই কার্যক্রমের আওতায় স্থানীয় বাংলা ও শীর্ষ আন্তর্জাতিক চ্যানেলগুলো উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা।

উল্লেখ, ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে টিভি দর্শক তার বাড়িতে একটি ছোট ডিস ও রিসিভারের মাধ্যমে সরাসরি সিগন্যাল গ্রহণ করতে পারবেন। ডিস লাইন ওয়ালাদের মত আলাদা তারের মাধ্যমে প্রতিটি টিভি সেটে কেবল সংযোগ দেয়ার প্রয়োজন পড়বে না।

বাংলাদেশে বর্তমানে কোন বৈধ ডিটিএইচ অপারেটর নেই। টিভি দর্শকদের কয়েকটি ক্যাবল অপারেটর ও টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল বিটিভির ওপর নির্ভর করতে হয়। ব্যক্তিগত ডিস ব্যাবহারকারিরা অল্প কয়েকটি ফ্রি চ্যানেল দেখতে পারে। ভারতীয় অপারেটররা দর্শকদের কোন স্থানীয় বাংলা টিভি না দিয়ে সরকারকে কোন কর না দিয়ে অবৈধভাবে উচ্চমুল্যে ডিটিএইচ ব্যাবসা করছে।

জিএস গ্রুপের রুশ প্রকল্প পরিচালক সের্গেই দোলগোপোলস্কি বলেছেন, বালাদেশে প্রথমবারের মতো ডিটিএইচ চালুর পথ মসৃণ করতে ২০১৪ সালে ‘হেড-এন্ড’ ও ‘আপ-লিঙ্ক’ ইন্সটল করা হবে। তিনি বলেন, সারা বাংলাদেশেই আমাদের নেটওয়ার্ক পাওয়া যাবে।



একনজরে DTH পদ্ধতি:



ডিটিএইচ সেবার মাধ্যমে একটি স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে সরাসরি গ্রাহকের বাসায় টিভি সিগন্যাল পৌঁছে দিয়ে মাল্টি-চ্যানেল টিভি প্রোগ্রাম দেখার সুযোগ করে দেয়া হবে। ডিটিএইচ সংযোগ দিতে ব্রডকাস্টিং কোম্পানি গ্রাহককে একটি ছোট ডিশ ও রিসিভার সেট প্রদান করবে যা, ডিশের মাধ্যমে সিগন্যাল গ্রহণ করে রিসিভিং সেটের সাহায্যে দর্শকরা টিভিতে বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন। ওই সেটের মাধ্যমেই শুধু গ্রাহকেরা কাঙিক্ষত চ্যানেলগুলো দেখার সুযোগ পাবেন। ডিটিএইচ’র অনেকগুলো সুবিধার একটি হচ্ছে গ্রাহকরা নিজেরাই পছন্দনীয় চ্যানেলগুলো বাছাই করতে পারবে। কেবল অপারেটরের বেধেদেয়া চ্যানেল দেখতে হবে না। গ্রাহক হাজার হাজার চ্যানেল থেকে তার পছন্দমতো চ্যানেলগুলো ক্রয় করে মাসিক খরচের পরিমাণও কমিয়ে আনতে পারবেন।



তবে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের মালিক 'দরবেশ বাবা' মুল্যের কথা কিছু বললেন না।



আমার সাজেশন -

ভারতীয় চ্যানেলগুলো বাধ্যতামুলক ভাবে বাদ দিতে হবে স্পোর্টস ও দুএকটি নিউজ ও দুএকটি মুভি চ্যানেল বাদে।

মুল্য - কেবল অপারেটরদের চেয়ে মাসিক চার্জ কম বা সমান রাখতে হবে।

মন্তব্য ৭২ টি রেটিং +২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪২

সুমন কর বলেছেন: অপেক্ষায় আছি!!

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
তবে বেশী মুনাফার আশায় দাম হাকাইলে দেশের কোন উপকারে আসবে না।

২| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল প্রযুক্তি, তবে একসাথে ১০টা বড় কোম্পানীকে লাইসেন্স দিয়ে সরকার কমিশোন খেয়ে ভাল যাত্রা শুরু করতে পারে। রাস্তা ঘাটের কারেন্টের খাম্বায় তার আর ভাল লাগে না!

২৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ছেচড়ার মত কমিশনের পিছনে দৌড়াইলে আখেরে ক্ষতিই হয়।

১৯৯৭ এ ৩টি বেসরকারি টিভি কে লাইসেন্স দেয়া হয় বিনা লাইসেন্স ফিতে একটি টেরিষ্ট্রিয়াল (ETV) ও ২টি সেটেলাইট চ্যানেল (channel I ও ATN bangla )

সিটিসেলের মনপলি ভেঙ্গে উম্মুক্ত করে দিয়ে ৩টি বেসরকারি মোবাইল কম্পানিকে লাইসেন্স দেয়া হয়। গ্রামিন ফোন, একটেল (বর্তমানে রবি) ও সেবা (বর্তমানে বাংলালিঙ্ক) বিনা লাইসেন্স ফিতে।
এরা সবাই আওয়ামী বিরোধি হওয়া সত্ত্বেও বিনামুল্যে লাইসেন্স দেয়া হয়েছিল যোগ্যতার ভিত্তিতে, সেবা ও একটেল মালিক ছিল যথাক্রমে বিএনপি নেতা ও মন্ত্রী।
ইউনুস নিজে বলেছে তার গ্রামিন ফোন পেতে ঘুষ তো দুরের কথা এককাপ চা ও খাওয়াতে হয় নাই।

এরপর বিরক্তিকর টেলি জোন ভেঙ্গে একটি ন্যাসানাল জোন করার পারমিশন দেয়া হল। আগে জোনের কারনে দিনাজপুর থেকে কক্সবাজার ফোন করতে ৬০ টাকা লাগতো যার বর্তমান মানি ভ্যালু ১৬০ টাকা! (এখন লাগে ২৫ পয়শা।)

মোবাইল টেলিকম উম্মুক্ত করা, ৩টি বেসরকারি টিভি কে অপারেট করার অনুমতি দেয়া ও কমপিউটার সরঞ্জাম শুল্কমুক্ত করা এই কটি সিদ্ধান্ত নেয়ার কারনে দেশের চেহারা আমুল পাল্টে গিয়েছিল।

মাত্র ৩ টি সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তিতে ১ কোটির বেশী লোকের কর্মসংস্থান হয়েছিল।

৩| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫১

কোবিদ বলেছেন:

শুৃভ উদ্দ্যোগ
তবে কবে এর প্রয়োগ হবে
সেটা দেখার বিষয়

২৯ শে মে, ২০১৪ দুপুর ১:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ভাই।
এ বছরের শেষ দিকে বাণিজ্যিকভাবে ডিটিএইচ’ এর কার্যক্রম শুরু হবে।

৪| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৩

অ্যামাটার বলেছেন: সম্ভবত গতবছর বা তার আগে লাইসেন্স দেয়া হয়েছিল। কেবল অপারেটরের ব্যাবসা করে অনেক শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যাবস্থা হয়েছিল, তারা আবারও পথে বসবে। লাভ কী হল?

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
কেবল অপারেটরের ব্যাবসা করে অনেক বেকারের কর্মসংস্থানের ব্যাবস্থা হয়েছিল সত্য।
তবে একচেটিয়া ব্যবসায় অনেক কাঁচাটাকা থাকায় পাড়ার বখাটে গুন্ডারা এর দখল নিয়েছিল। পাড়ার নতুন ভাড়াটিয়াদের কাছ থেকে ৫০০ টাকার বেশী চার্জ করত। কানেক্টেড থাকলেও অকারন কানেক্সান ফি নিত ১০০০। এতে মুল অপারেটর কম্পানির সামান্যই লাভ হত।

৫| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:০১

মাথা ঠান্ডা বলেছেন: দেখা যাক কি হয়।

৩১ শে মে, ২০১৪ রাত ১২:১২

হাসান কালবৈশাখী বলেছেন: দেখা যাক

৬| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৬

শফিক আলম বলেছেন: এককালীন বেশ কিছু টাকা ইনভেসট করতে হবে, ডিশ এবং ডিকোডার জাতীয় ইকুইপমেন্টের জন্য। সব বাড়িঘরে ফিক্স করা যাবে বলে মনে হয় না, যেহেতু ঘনবহুল বসতি। যে বাড়িতে একাধিক টিভি আছে তাদের জন্য আলাদা হাব বা ঐ জাতীয় কিছু প্রয়োজন হবে। ঘনবহুল উঁচু দালান-কোঠার জন্য রিসেপশনের সমস্যা হতে পারে।

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি ঠিকই বলেছেন।
ঢাকার গা ঘেঁষা বহুতল ফ্ল্যাটবাড়ীগুলোর নীচতালার বাসিন্দাদের মাইক্রোওয়েভ সিগন্যাল না পাওয়ারই কথা।
তবে গ্রামগঞ্জে বা রিমোট এলাকার জন্য অনেক সুবিধা হবে।

০২ রা জুন, ২০১৪ সকাল ৯:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
ডিশ এবং রিসিভিং ইকুইপমেন্টের জন্য মাত্র ৩ বা ৪ হাজার টাকা লাগতে পারে, মাসে ৩০০ টাকার বেশী হলে ক্রেতা এখনি খুব একটা পাওয়া যাবে না।

৭| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৩৬

মদন বলেছেন: Good news

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন: Yes its Good news!

৮| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৫

সবুজ স্বপ্ন বলেছেন: ১) উঁচু দালানের জন্য কন সমস্যা হয় না
২) বর্তমানে টাটা স্কাই /ডিস টিভি এদেশে চলছে অবৈধ ভাবে তবে সবার কাছেই শুনেছি পারফর্মেন্স ভাল
৩)এখন যারা ক্যাবল অপারেটর তারাই এ সার্ভিসের লোকাল ডিলার হবে তাই তারা কেন আন্দলন করছে সেতা বোধগম্য না

৩০ শে মে, ২০১৪ রাত ১২:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
উঁচু দালানের বাসিন্দাদের জন্য সমস্যা হয় না।
ঢাকার কিছু গা ঘেঁষাঘেষি উঁচু দালানগুলোর নীচের দিকের বাসিন্দাদের জন্য সমস্যা হতে পারে।

৯| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৫

ভুলনা আমায় বলেছেন: মনে হয় আমরা ডিজিটাল হতে আর বেশি দূর নয় ।
ভালো উদ্দোগ ।

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:২৭

হাসান কালবৈশাখী বলেছেন: আমরা ডিজিটাল হতে দেরি আছে।

টেকনলজি চেইঞ্জ হচ্ছে।
একসময় উচ্চগতির ইন্টারনেট বিনা মুল্যেই সবাই পাবে। তখন মানুষের পকেটেই হাজার চ্যানেল থাকবে, প্রচলিত টিভি সিস্টেম প্রাকৃতিক নিয়মেই বিলুপ্ত হবে।

১০| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৪

মুজিব রহমান বলেছেন: এতোদিন বহুলোক এ পেশায় ছিল। আবার বেক্সিমকোকে সুযোগ দেয়া হল লুটের। সবার পকেটের টাকা তারা একাই কাটবে!

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এতোদিন বহুলোক না বহু গুন্ডাপান্ডা এ পেশায় ছিল।

তবে চিন্তার কিছু নেই। দুটি DTH কম্পানি ফুলস্কেলে চালু হলেও ডিস লাইনগুলো আরো বহুবছর থাকবে। তবে প্রতিযোগিতামুলক বাজারে মান্তলি চার্জ কমে যাবে। এছাড়া সবাই এখনই ৫-৬ হাজার টাকা দিয়ে DTH রিসিভার কিনবে না।

ইতিমধ্যেই বিপুল ইনভেষ্ট করা বেক্সিমকোর লুট করা এত সহজ হবে না, কম্পানি আরেকটা আছে। বেশী চার্জ করলে গ্রাহক বিকল্প মাধ্যম বেছে নিবে।

১১| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:২৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমাদের বাসায় এয়ারটেলের ডিটিএইচ ইউজ করি আমরা। হাইডেফিনেশন ছবি এতো পরিস্কার হয়, কেউ একবার ডিটিএইচে অভ্যস্ত হলে সাধারন কেবল লাইনের ছবিই দেখবেনা আর। সমস্যা একটাই, বৃস্টির সময় বা আকাশে খুব ঘন কালো মেঘ থাকলে ছবি আসেনা, সিগন্যাল পায়না, এটা অবশ্য খুব অল্প সময়ের জন্যই হয়।

৩০ শে মে, ২০১৪ রাত ২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা, আমিও অনেক স্থানে এগুলোর ব্যাবহার দেখেছি

এই বেআইনি ভারতীয় ডিটিএইচ এর মান্তলি চার্জ কোন মাধ্যমে পেমেন্ট করেন?
কত টাকা?

১২| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৫

এহসান সাবির বলেছেন: এই টা আমি বছর দশেক আগে ইউরোপে দেখেছিলাম। খুব ভালো।

আপনার সাজেশন -
ভারতীয় চ্যানেলগুলো বাধ্যতামুলক ভাবে বাদ দিতে হবে স্পোর্টস ও দুএকটি নিউজ ও দুএকটি মুভি চ্যানেল বাদে।

১০০% সহমত।

৩০ শে মে, ২০১৪ সকাল ৮:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ইউরোপ আমেরিকায় DTH বহুবছর আগে থেকেই চালুছিল। আমাদের দেশে চালু হয়ে ভালই হল, কোনকিছুই একচেটিয়া ভাল না, গ্রাহকদের একাধিক অপশন থাকা উচিত।


আর আমার সাজেশনে সহমত জানানোর জন্য ধন্যবাদ।

১৩| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৮

হৃদয় রিয়াজ বলেছেন: দরবেশ বাবা তো সুবিধার পাবলিক না। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। ব্যাপারটা দৃষ্টিগোছর করার জন্য আপনাকে ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৪ সকাল ১০:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
কোন বাবাই সুবিধার না, সুযোগ পাইলে কেউই ছাড়েনা।

১৪| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৫০

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: ডিরেক্ট টু হোম টেকনোলজি তে গ্রাহক বিভিন্ন প্যাকেজের আওতায় সংযোগ পাবে। বিভিন্ন প্যাকেজে ভিন্ন ভিন্ন চ্যানেল থাকবে যার যেটা পছন্দ সেটা সে দেখতে পারবে। সবচেয়ে বড় কথা টেলিভিশন সম্প্রচারে ডিজিটাল যুগ শুরু হবে বাংলাদেশে, এখন অনেক চ্যানেল হাইডেফিনেশন হলেও গ্রাহক পর্যায়ে তা পৌছানো যাচ্ছিলনা এনালগ ডিসলাইনের জন্য...তবে খরচ বাড়বে কিন্তু ছবির মান অনেক ভাল হবে।

৩০ শে মে, ২০১৪ সকাল ১১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ডিরেক্ট টু হোম টেকনোলজিতে বাংলাদেশ বেশ পিছিয়ে।
১০ বছর আগেই এই টেকনলজি আসা উচিত ছিল। তবে বেআইনি ভাবে ইন্ডিয়ান DTH গুলো চলছিল কমবেশী

১৫| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৪

হেডস্যার বলেছেন:
সকালেই খব্রটা পড়ছিলাম।
আপনার পোষ্ট আর পোষ্টের কমেন্টগুলো পড়ে ক্লিয়ার হইলাম। +

৩০ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন: Thanks.

১৬| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৮

শফিক আলম বলেছেন: এই প্রযুক্তি আফ্রিকার মত মহাদেশের অনেক উন্নয়নশীল দেশেও অনেক আগেই চলে গেছে। কোন আন্দোলনও হয়নি কখনো। আর আমাদের দেশে আসছে এতদিন পর, ওদিকে আন্দোলনও হচ্ছে!

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
তেমন কোন শক্ত আন্দোলন বা বাধা আসবে বলে মনে হয় না।

১৭| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার সাজেশনের সাথে সহমত পোষণ করছি।

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ।

ইন্ডিয়ান ভাইরাস পর্যায়ক্রমে মায়নাস করতে হবে।

১৮| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

সিস্টেম অ্যাডমিন বলেছেন: ডিস লাইন ওয়ালাদের বিকল্প হতে পারে ডিজিটাল অ্যাক্সেসএবেল কেব্‌ল টিভি সিস্টেম । এই সিস্টেম এ সাধারণ অ্যানালগ কেব্‌ল সিগন্যাল কে ডিজিটাল এসটিবি এর মাধ্যমে ডিজিটাল পিকচার এবং সাউন্ড এ পরিণত করা সম্ভব । তাই আপনি এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ কেব্‌ল সিগন্যাল কে অতি উচ্চমানের হাই ডেফিনেসন এ পরিণত করতে পারে , এই প্রযুক্তির মাধ্যমে আপনি ডিটিএইচ এর চেয়ে কম খরচে ডিজিটাল কেব্‌ল পরিষেবা পেতে পারেন। বর্তমানে সমস্ত উন্নত এবং উন্নয়নশীল বিশ্বে এই প্রযুক্তিতে কেব্‌ল পরিষেবা প্রদান করা হয় । এর মাধ্যমে একদিকে গুনগত মান যেমন বজায় থাকে তেমনই সচ্ছতাও বজায় থাকে । অর্থাৎ এর মাধ্যমে কেব্‌ল ওলারা কোন মতেই সরকার কে ফাঁকি দিতে পারবে না । আর আপনিও আপনার খুশী মত পরিষেবা পেতে পারেন। এই বিষয়ে উল্লেখ করা যেতে পারে যে আপনাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষে বেশ কয়েক বছর যাবত এই প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাল কেব্‌ল পরিষেবা দেওয়া হচ্ছে, এবং নির্দেশ অনুসারে ২০১৫ সালের মধ্যেই সমস্ত দেশে এই প্রক্রিয়া বাধ্যতামূলক করা হবে। যার ফলে কেবল মাত্র ডিটিএইচ এবং ডিজিটাল কেব্‌ল ছাড়া অন্যকোন মধ্যমে চ্যানেল সম্প্রচার সম্পূর্ণ রুপে বন্ধ হচ্ছে।

৩০ শে মে, ২০১৪ বিকাল ৫:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশেও হবে,

তবে দর্শকদের বিকল্প আর কএকটি মাধ্যম থাকা উচিত।

১৯| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ইসপাত কঠিন বলেছেন: ডিশ ব্যাবসার সাথে জড়িতদের একটা বিশাল অংশ আসলেই ক্রিমিনাল রেকর্ডের অধিকারী। ভালোভাবে হলে এই মাফিয়া সিন্ডিকেটের হাত থেকে রেহাই পাবো। আমার এখানে মূর্খগুলো ন্যাশনাল জিওগ্রাফি বন্দ্ধ করে দিয়েছে। X(

৩০ শে মে, ২০১৪ রাত ১:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি ঠিকই বলেছেন।
কুমিল্লা ও সিলেটেও দেখলাম একই অবস্থা, সবকিছুই বখাটে ক্রিমিনালদের নিয়ন্ত্রনে।

সিলেটের একটি এলাকায় দেখলাম BBC, CNN নেই, আলজাজিরাও নেই কিন্তু একগাদা ভিন্নভাষার ইসলামি চ্যানেল চলছে। প্রায় পর্নের মত বাংলা, সাউতইন্ডিয়ান মুভিও চলছে লোকাল চ্যানেলে।

২০| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

হাসিব০৭ বলেছেন: এখন ওয়্যারলেস ইন্টারনেট চালাই কয়েকদিন পরে ওয়্যারলেস ডিস :P :P :P কিন্তু ৩জি এর মত হইলে বর্তমানটাই ভাল দামের দিক থেকে

৩০ শে মে, ২০১৪ দুপুর ১:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
হিসেব করে দেখলাম আগের ২জির চেয়ে বর্তমান 3G কিছুটা সস্তা!

২১| ২৯ শে মে, ২০১৪ রাত ৮:০২

জাফরুল মবীন বলেছেন: আর্থিক দিক বিবেচনায় সাধারণ মানুষ উপকৃত হবে কি না সংশয় রয়েই গেল।

৩০ শে মে, ২০১৪ রাত ১১:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আর্থিক দিক বিবেচনায় সাধারণ মানুষ তাৎক্ষনিক উপকৃত না হলেও দর্শকদের বারতি একটি অপশন খোলা থাকলো ..

২২| ২৯ শে মে, ২০১৪ রাত ৮:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ডেইলি স্টারে খবরটা পড়ে সত্যিই ভালো লাগলো...

কিন্তু দরবেশ বাবা’র সেবার মূল্য কত হবে...
এবং কীভাবে তা শুরু হবে... দেশের বিদ্যমান কেবল অপারেটররা বিষয়টি কীভাবে গ্রহণ করবে... ইত্যাদি অনিশ্চয়তা থেকেই গেলো!

ভালো সংবাদটির জন্য ধন্যবাদ আপনাকে, হাসান কালবৈশাখী :)

৩০ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ভাই।

২৩| ২৯ শে মে, ২০১৪ রাত ৮:০৬

জনাব মাহাবুব বলেছেন: ভালো খবর।

অপেক্ষায় রইলাম।

এলাকার চোর-ছ্যাচ্চর ডিস ব্যবসায়ীদের হাত থেকে রেহাই পাবো।

০১ লা জুন, ২০১৪ রাত ১:০১

হাসান কালবৈশাখী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

২৪| ২৯ শে মে, ২০১৪ রাত ৯:৫৫

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: আমার কোন লাভ নাই। সিলেটে এসসিএইচ ওয়ালারা কাউকে ঢুকতে দিবে বলে মনেহয় না। আগের মতই জিম্মি হয়ে থাকবো।

৩০ শে মে, ২০১৪ রাত ২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
ঢুকতে দেয়া না দেয়ার তো কিছু নেই।

আপনার রিসিভারে আপনি ইউজ করবেন, কয়েক মাস ডিসওয়ালাদের মাসিক চার্জ না দিলে ওরা সুধু লাইন কেটে দিবে। বা ওদেরকে আগেই রিপোর্ট করবেন লাইন আর নিবেন না।
ওরা আপনার বাসায় ঢুকে DTH রিসিভার বন্ধ করে দিবে! এমন দূর্দিন দেশে এখনো আসেনি।

২৫| ২৯ শে মে, ২০১৪ রাত ৯:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব ভালো তার, দরবেশ ভালো যার।

০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
দরবেশ ব্যাবসাটা বোঝে ভাল, রক্তচোষা হলেও হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে।

২৬| ৩০ শে মে, ২০১৪ ভোর ৫:০৭

নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন:
উঁচু দালানের বাসিন্দাদের জন্য সমস্যা হয় না।
ঢাকার কিছু গা ঘেঁষাঘেষি উঁচু দালানগুলোর নীচের দিকের বাসিন্দাদের জন্য সমস্যা হতে পারে।


ছোট ডিশ এন্টেনাটা ছাদে রাখলে সমস্যা হবে না মনে হয়।

৩১ শে মে, ২০১৪ ভোর ৬:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
ছোট ডিশ এন্টেনাটা ছাদে রাখলে সমস্যা হতে পারে।

লম্বা কেবলে সিগন্যাল রিডিউস হয়ে রিসিভিং দুর্বল হতে পারে। আর এলাকায় চোরের উপদ্রব থাকলে তো কথাই নেই।

২৭| ৩০ শে মে, ২০১৪ ভোর ৬:৪২

সকাল হাসান বলেছেন: এইটা বাধ্যতামূলক করলে+ভারতীয় বাংলা সিরিয়াল চ্যানেল গুলো বাদ দিলে, সবচেয়ে বেশি ভাল হয়।

৩১ শে মে, ২০১৪ সকাল ৮:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ভারতীয় চ্যানেলগুলো আসলেই ভাইরাস।
ভারতীয় বাংলা চ্যানেলগুলো আরো মারাত্ত্বক ভাইরাস।

এসব বাদ দিতে সবাইকে সোচ্চার হতে হবে।

২৮| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:২৮

অযাচিত বলেছেন: "তবে চিন্তার কিছু নেই। দুটি DTH কম্পানি ফুলস্কেলে চালু হলেও ডিস লাইনগুলো আরো বহুবছর থাকবে। তবে প্রতিযোগিতামুলক বাজারে মান্তলি চার্জ কমে যাবে।"

দুই কোম্পানি নিজেরা মিলে কার্টেল তৈরি করবে আর তখন তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে না। কেউই তখন াম কমাবে না। আমাদের দেশে এভাবেই ব্যবসা হয়ে থাকে।

০১ লা জুন, ২০১৪ রাত ১২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
দুটি DTH কম্পানি ফুলস্কেলে চালু হলে আরো দুএকটিকে দেয়া হতে পারে।
নতুন কম্পানী ব্যাবসা ধরতে এগ্রেসিভ মার্কেটিং পলিসি চালাবে।

মোবাইল কম্পানিরাও একসময় সিন্ডিকেট করেছিল ৫ টাকার নীচে নামবে না, কিন্তু শেষপর্যন্ত ২৫ পয়শায় নেমেছে।

২৯| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এলাকার চোর-ছ্যাচ্চর বদমাইশ ডিস ব্যবসায়ীদের হাত থেকে কিছুটা রেহাই পাবো।

০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ঠিক বলেছেন। চোর-ছ্যাচ্চর বদমাইশ ডিস ব্যবসায়ীদের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।

৩০| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সামুস কিং বলেছেন: অযাচিত বলেছেন: "তবে চিন্তার কিছু নেই। দুটি DTH কম্পানি ফুলস্কেলে চালু হলেও ডিস লাইনগুলো আরো বহুবছর থাকবে। তবে প্রতিযোগিতামুলক বাজারে মান্তলি চার্জ কমে যাবে।"

দুই কোম্পানি নিজেরা মিলে কার্টেল তৈরি করবে আর তখন তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে না। কেউই তখন াম কমাবে না। আমাদের দেশে এভাবেই ব্যবসা হয়ে থাকে।

০১ লা জুন, ২০১৪ সকাল ১০:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
মোবাইল কম্পানিরাও একসময় সিন্ডিকেট করেছিল ৫ টাকার নীচে নামবে না, কিন্তু শেষপর্যন্ত ২৫ পয়শায় নেমেছে।

৩১| ০১ লা জুন, ২০১৪ রাত ১:৩৩

দি সুফি বলেছেন: সময় আসছে ভারতীয় চ্যানেলগুলা নিষিদ্ধ করার X(( X((
মনোপলি ব্যাবসায় ডিটিএইচের খরচ কম হবে বলে মনে হচ্ছে না।

০১ লা জুন, ২০১৪ রাত ২:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন: দ্বিতীয়টি না আসা পর্যন্ত ডিটিএইচের মুল্য কম হবে বলে মনে হয় না

৩২| ০১ লা জুন, ২০১৪ রাত ২:৩৪

নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন:
ছোট ডিশ এন্টেনাটা ছাদে রাখলে সমস্যা হতে পারে।

লম্বা কেবলে সিগন্যাল রিডিউস হয়ে রিসিভিং দুর্বল হতে পারে। আর এলাকায় চোরের উপদ্রব থাকলে তো কথাই নেই।


নেট ঘেটে দেখলাম অনেকে ৩০০ ফুটের ক্যাবল পর্যন্ত ইউজ করছে। ইন্ডিয়ার কোন কোন কোম্পানি এক্সট্রা চার্জ নিয়ে ৮০ মিটারের ক্যাবল পর্যন্ত দেয়। সেক্ষেত্রে সম্ভবত এমপ্লিফায়ার ইউজ করা লাগতে পারে।
তাছাড়া এক বাড়িতে একাধিক ডিটিএইচ ইউজার থাকলে সবাই একটা কমন এন্টেনা ইউজ করতে পারে। কমন এন্টেনার সাইজ তুলনামূলক একটু বড় হয় কিন্তু সিগনাল রিসিভিং পাওয়ার বেটার।

চোরের উপদ্রব থাকলে অন্য কথা। শুধু এন্টেনা কতদামে বিক্রি করতে পারবে সেটার উপরও চুরি হওয়া নির্ভর করছে।

০১ লা জুন, ২০১৪ সকাল ১১:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
You are right.

৩৩| ০১ লা জুন, ২০১৪ রাত ২:৫০

নষ্ট ছেলে বলেছেন: বেক্সিমকোর মার্কেটিং পলিসি খারাপ হবে বলে মনে হয় না। অন্তত ওয়াইম্যাক্সের মত ফাউল হবে না। আগে আগে মার্কেট ধরার জন্য দাম খুব একটা বেশি নাও হতে পারে।
আর যাই হোক দরবেশ বাবা ব্যবসাটা ভালই বুঝে।

০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:

বেক্সিমকোর সার্ভিস ও মার্কেটিং পলিসি খারাপ হবে না,
তবে ২য় কম্পানীটি বাজারে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

সার্ভিস ওয়াইম্যাক্সের প্রভাইডারদের মত ফাউল হবে না।

৩৪| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:২১

শাহ আজিজ বলেছেন: আপনার সাজেশনে এসে ধাক্কা খেলাম । দর্শককে পছন্দ করতে দিন নিজ চ্যানেল । ডি টি এইচ পদ্ধতি ১৯৮৫/৮৬তে হংকং ও বেইজিঙের এক পাইলটের বাড়িতে দেখেছিলাম । চীনে তখন এসব নিষিদ্ধ পন্য । কালে এটার উন্নতি হয়েছে । তবুও এসেছে তো ! ভারতে ১৫ বছর আগে এটার প্রবেশ । আমাদের দেশের উপরে একটা স্যাটেলাইট যে কি দরকার ছিল বলে বোঝানো যাবে না । হবে , আরও ১৫ বছর পর ।

০১ লা জুন, ২০১৪ রাত ৯:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ধাক্কা খাওয়ার কিছু নেই।
দর্শকদের সবসময় পছন্দ করতে দেয়া যায় না। দেশটি এখনো ১০০% শিক্ষিত হয়নি।
সাংস্কৃতিক আগ্রাসন ঠ্যাকাতে সবদেশেই কমবেশী ব্যাবস্থা নেয়।

চীনে CNN, BBC, MTV গুগল, ফেসবুক নিষিদ্ধ।
মালয়েশিয়াতে ইন্দোনেশীয়ান চ্যানেল নিষিদ্ধ, অনুরুপ ভাবে ইন্দোনেশীয়াতে মালয়ী।
ভারতে পাকিস্তানি, লঙ্কান, বাংলাদেশি চ্যানেল সেলফ ইম্পোজড ব্যান।

এদেশের ড্রইংরুমে হিন্দি ও বাংলা-ঘটি আগ্রাসন ঠ্যাকাতে শক্ত ব্যাবস্থা নেয়ার সময় এসেছে, বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালচনা হওয়াতে ইতিমধ্যেই হিন্দি ডরেমন বন্ধ করা হয়েছে।
দুএকটি স্পোর্টস ও দুএকটি নিউজ ও দুএকটি মুভি চ্যানেল ও MTVর মত দুএকটি বাদে ভারতীয় চ্যানেলগুলো বাধ্যতামুলক ভাবে বাদ দিতে হবে, ডিসলাইন থেকেও।

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:

আমাদের দেশের মাথার উপরে একটা স্যাটেলাইট আসছে।

বঙ্গবন্ধু কমুনিকেশন স্যাটেলাইট আসছে এবছর শেষে বা আগামি বছর।
একটি টিভি চ্যানেলের স্যাটেলাইট ভাড়া ৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের ৩০-৩৫টি চ্যানেলের ১০০ মিলিয়ন $ ভাড়া বাংলাদেশেই থাকবে. এছাড়া BTCL এর ব্যায়বহুল মাইক্রোওয়েভ লিঙ্ক আর চালাতে হবে না। টিভি রিপোর্টাররা উচ্চমানের ভিডিও প্রতিবেদন পাঠাতে পারবে।
এছাড়াও সমগ্র বাংলাদেশ উপজেলা পর্যন্ত ফাইবারঅপটিক নেটওয়ার্ক প্রায় শেষ পর্যায়।

৩৫| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দরবেশ বাবা তো সুবিধার পাবলিক না। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। ব্যাপারটা দৃষ্টিগোছর করার জন্য আপনাকে ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৪ রাত ১০:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
যেকোন ব্যাবসায়ী জায়েন্টের মত দরবেশ বাবাও মুনাফার জন্য পারে না এমন কাজ নেই। , তবে রক্তচোষা হলেও ব্যাটা হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে। GDP বাড়াচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.