নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

হলুদ মিথ্যাচারের রাজারা এখন জোট বেধে মাঠে

২৭ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫৪

মিথ্যাচারের রাজারা এখন জোট বেধে মাঠে।
দিনের পর দিন মলম পার্টির ছিনতাইকারির মত হলুদ মিডিয়া চোখে মলম লাগিয়ে চলছে আর মলমের জালায় র্নিবোধ কিছু নাগরিক অনুসন্ধান, সুত্র কিছুই বিবেচনা না করে উদ্ভ্রান্তের মত দৌড়াদৌড়ী করছে।
বিভ্রান্তির বেড়াজাল সৃষ্টি করে শয়তান। দেশে পত্রিকা টিভি নিউজ পোর্টালগুলোও যেনো সেই কর্মেই ব্যস্ত। পরিকল্পিতভাবে ধর্মপ্রাণ জাতিটিকে বিভ্রান্ত করতে তারা একের পর এক মিথ্যার জাল বুনেই চলেছে।
আর এদেশের আলহামদুলিল্লা .. আমিন বলা ধর্মান্ধ মানুষের সংখ্যা আগেও অনেক . তো ক্রমেই বেড়ে চলেছে, যারা সত্যমিথ্যা যাছাই না করেই হামলে পড়েন। আর এক শিক্ষিত শ্রেণী এই সুযোগে উম্মাদের মত সরকারের পিন্ডি চটকাতে ব্যস্ত হয়ে পড়েন।

মাহামুদুরের পুর্ব ইতিহাস বাদই দিলাম।
কিন্তু একটা ঢিল লাগলে মানুষজবাইর সমান রক্ত?
পত্রিকা টিভি মিডিয়া সার্বজনিন নীতি হচ্ছে বিভৎসতা ও রক্তাক্ত ছবি দেখানো যাবে না। সেটা এক্সিডেন্ট হোক বা গুলিতে আহত-নিহত হোক। রক্তাক্ত অংশ ব্লার করে বা ঢেকে দিতে হয়। দিতে হবে।
এই নীতি ৩ যুগ ধরে চলে আসছে।
কিন্তু মাদার োদ মাহামুদুরের বেলায় এই নীতি উলংগ ভাবে ব্যত্যয় হলো।

একটা ঢিল লাগছে গালে তাতে এত রক্ত? সালারপুতে খোকার মত ব্লাডব্যাগ পকেটে নিয়ে ঘুরে নাতো?



কুষ্টিয়ায় ঘটনাস্থলে কপাল পরিষ্কার। ঢাকায় ইউনাইটেডে পৌছে কপাল রক্তে ল্যাপ্টানো।



যশোর এয়ারপোর্টেও কপালে রক্ত নেই


নইলে হামলার পর কুষ্টিয়ার কোন হাসপাতালে বা ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা না নিয়ে লোক জড় করে গলা ফাটিয়ে সংবাদ সম্মেলন।
এইভাবে রক্ত গড়ায়ে পরলেতো আধা ঘন্টায় রক্তশুন্যতায় মইরা যাওয়ার কথা।
মাথার পিছনে একটু রক্ত লেপ্টে আছে বা খত দেখানো হইছে, কিন্তু কোন রক্ত বেয়ে পরছে না শার্টের পিছনে কোন রক্ত নেই।
সাংবাদিক সম্মেলনে পেছনে কোন সাংবাদিক বা ক্যামেরা থাকে না, তাই শার্টের পিছনেও রক্ত গড়ানো দরকার হয় না।
এরপর কোন চিকিৎসা ব্যান্ডেজ না লাগিয়ে গাড়ীতে শত কিলোমিটার দুরে যশোর বিমানবন্দর। পথে কোন হাসপাতালে বা ফার্মেসিতেও গেলেন না,

হাসপাতালে গেলেতো ফাইস্যা যাবে, কিন্তু ফার্মেসিতেও ব্যান্ডেজ করা যায়, কিছুই না করে সরাসরি যশোর বিমানবন্দরে গেলেন, আবার যশোরীদের নিয়ে বিমানবন্দরেই প্রেসকনফারেন্স উইদাউট ব্যান্ডেজ, প্লাস সেই রক্তাক্ত জামা। কুষ্টিয়া বা যশোরের ফুটপাতে মনে হয় কোন জামা গেঞ্জি পায় নি।
হয়তো দিল্লির কুকুররা আগেই সব জামা গেঞ্জি লুকায় ফেলছিল।

৮-৯ ঘটা পর সেই ইউনাইটেড হাসপাতাল।
যে ইউনাইটেড হাসপাতাল। ম্যাডামেরও পছন্দের সেই হাসপাতাল। প্যারাডাইস পেপারে অফশোর একাউন্টে পাচার করে যারা টাকার পাহাড় বানায়। মোরশেদ খান, আবদুলআউয়াল মিন্টুদের সাথে ইউনাইটেডগ্রুপ মালিকের নামও এসেছিল।

ইউনাইটেড হাসপাতালে এসেও চিকিৎসা নিলেন না।
কুষ্টিয়ায় আহত মাহমুদুরের কপাল পরিষ্কার থাকলেও ঢাকায় কপালে রক্ত মাখা। সে অবস্থায়ই ঢাকার সাংঘাতিকদের নিয়ে আবার সম্মেলন!

তারপর অনেক্ষন পর দেখাগেল পুরা মাথা ব্যান্ডেজ। চোখবন্ধ করে শুয়ে আছে। ডাক্তার বলেছে গুরুতর আহত।


*** *** ***

"এইবার দেশে স্বীকৃতি পেলো লিভ টুগেদার"

হঠাৎই চোখে পড়লো একটি নিউজ শিরোনাম। বেশ আগে ভারতের কোর্টে রায় হওয়া একটি খবরে আমাদের সুপ্রিম কোর্টের ছবি দিয়ে শিরোনাম করেছে "এইবার বাংলাদেশে স্বীকৃতি পেলো লিভিং টুগেদার"।
ব্যাস..... হাজার হাজার শেয়ার কমেন্ট! কেহই খবরটি সম্পুর্ন পড়ছে না, শিরনাম দেখেই। .. কোথাকার খবর? নিউজের অথেনটিক সোর্স যাচাই করছে না!
মলমের জালায় প্রায় সবাই ধরেই নিয়েছে এটা আমাদের দেশের কোর্টের রায়!
এমনকি তারা লাগাতার শেয়ার দিচ্ছে .. কমেন্টে নাস্তিক সরকার, বিনা ভোটের ইসলাম বহির্ভূত জালিম সরকার .. এইবার দেশের সব শেষ করে দিলো!

*** *** ***

প্লাসটিকের ডিম

কদিন আগে কথিত প্লাসটিকের ডিমের গুজব ছড়িয়ে হাজার হাজার দরিদ্র পোলট্রি খামারিদের দেউলিয়া করে পথে বসিয়ে দিয়েছিল এইসব সাংঘাতিকরা।
কিন্তু কেউ একটাও প্লাসটিকের ডিম বা প্রমান জমা দিতে পারে নাই।
জনগনও প্রমান চায়ও নি। শুধু আমিন! ! আমিন! বলতে বলতে চোখে মলম লাগিয়ে দেয়া অন্ধের মত শেয়ার করে গেছে।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:২৯

সিগন্যাস বলেছেন: আমিন বললে যদি সবকিছু হয়ে যেত তাহলে আজ আমেরিকানরা বাংলাদেশে কামলা কাটতো । যে জাতি ক্যানসারের চিকিৎসা পানি পড়া দিয়ে করে তাদের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন?

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:

ধন্যবাদ। আমিও সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।

২| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৪

বিষন্ন পথিক বলেছেন: যেমন আমাদের ষ্ট্যান্ডার্ড তেমন আমাদের অনলাইন পোর্টাল, তেমনই তাদের খবর, চিলে কান নিয়েছে শুনবে, চিলের খোজ নাই, কানেরও খোজ নাই, দৌড়াবো কাকরে চিল ভেবে কাকের পিছে

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
শুধু অনলাইন পোর্টালই না।
বড় মিডিয়া জায়েন্ট প্রথমআলোও তো কম জায় না।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৯

সনেট কবি বলেছেন: মিথ্যাচার জাতির অবনতির প্রধান কারণ।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
মিথ্যাচারের রাজারা এখন জোট বেধে মাঠে।
দিনের পর দিন মলম পার্টির ছিনতাইকারির মত হলুদ মিডিয়া মানুষের চোখে মলম লাগিয়ে চলছে আর মলমের জালায় র্নিবোধ কিছু নাগরিক অনুসন্ধান, সুত্র কিছুই বিবেচনা না করে উদ্ভ্রান্তের মত দৌড়াদৌড়ী করছে।
বিভ্রান্তির বেড়াজাল সৃষ্টি করে শয়তান।

৪| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



কেহ যদি আসামী হিসেবে কোর্টে যায়, তাকে কেন কেহ মারবে? যে মারলো, তার কি বিচার হওয়ার দরকার নেই?

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
মাইর খাওয়ার কথা ছিল না।
ভিডিওতে যা দেখলাম
আদালতে জামিন পাওয়ার পর সে ও অন্যান্নরা গাড়িতে উঠে।
বাইরে দাঁড়ানো কোর্টে উকিলরা ও কিছু লোক ড্রাইভারকে বলছিল - "কোনদিক না তাকাইয়া সোজা টান দে"
ড্রাইভারের ভেতর দেখলাম অসিম ঢিলামি .. ২ মিনিট যায়গা টানই দেয় না।
আবার একটা চিৎকার শোনা গেল "টান দে .. টান দে"
একটু টানে আবার থামে। আবার আস্তে একটু চলে আবার থামে। ততক্ষনে দিল্লির কুকুররা পেছন থেকে দৌড়ে এসে গাড়ী ভাংচুর করে... তাকে ডাইরেক্ট কেউ পিটায় নি। গাড়ীর কাচের টুকরা লেগে বা ইট লেগে গাল কাটে।

৫| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৭

টারজান০০০০৭ বলেছেন: বাঙালি আবাল ঠিক আছে ! না হইলে আবাল মিডিয়া আর ছাম্বাদিক বাঙালিরে চিরতার রসে গুড় মিশাইয়া খাওয়াইতে পারিত না ! কিন্তু আপনার মতন স্কলার খাঁজকাটা কুমিরের গল্প লিখিবে ইহা বিষ্ময়কর বটে !

কাহুর মতন আপনারও বিম্পি প্রেমের শেষ নাই !

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মতন স্কলার? বিম্পি প্রেম?
কি কন উলটাপালটা? আপনার আইডি হ্যাক হইলো নাকি? চেক করেন।


লিভিং টুগেদার নিয়া এখনো শেয়ারি কমেন্টিং চলিতেছে ...

৬| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশে আবালের সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বাড়ছে। এরা যা পায় তা নিয়েই নাচনকোঁদন শুরু কইরা দেয়।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশে আবালের সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বাড়ছে।
সেই হারে ইদুরের মত বংশবৃদ্ধি হচ্ছে এই সব আবালদের খাদ্য সরবরাহকারি তথা "ফটোশপ-ভিডিওশপ প্রকৌশলীদের" সংখা।

৭| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: কিছুই বলার নেই, বাঙালীরা হুজুগে জাতি, কিছু একটাতো পেতে হবে মেতে থাকার জন্য এই আর কি।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন: হ্যা সেটাই।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

আলোর_পথিক বলেছেন: ভাই, আমরা সাধারণ মানুষগুলো বড্ড ঝামেলায় পড়ে যায়! সত্যাচার আর মিথ্যাচারের মধ্যে সঠিকাচার খুঁজে পায়না!

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা সেটাই।
তবে লাইক-শেয়ারের আগে একটু যাচাই, ঘটনার সাম্ভাব্যতা বিবেচনা করে দেখতে হবে। প্রয়জনে অন্য ভেরিফাইড সোর্স (যেমন পৃন্টেড পত্রিকা সাইট ও বিডিনিউজ২৪, বাংলানিউজ, বড় টিভি চ্যানেল ও সাইট ইত্যাদি) থেকে যাচাই করে দেখা যেতে পারে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: উদ্ভুত উঠের পিঠে চলছে স্বদেশ।

এরকম কিছুটা কবি বলে গেছেন।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

হাসান কালবৈশাখী বলেছেন: - কবি সামসুর রহমান।

১০| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: - কবি সামসুর রহমান।

ধন্যবাদ।

১১| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:



হাসান ভাই, আপনার লেখার প্রথম অংশটি রাজনৈতিক তাই এ বিষয় নিয়ে কিছু বলবো না। দ্বিতীয় অংশটি আসলেই হাস্যকর; এ বিষয়ে ব্লগেও একটি পোস্ট দেখেছি। অনেক সময় কান কথায় গুজব ছড়ায়; কিন্তু ব্লগাররাও যদি তথ্য যাচাই না করে লেখেন তাহলে বিষয়টি খারাপ লাগে। আর প্লাস্টিকের ডিম বিষয়ক সংবাদ আমি বিশ্বাস করি না; এগুলো গুজব।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ কাওসার ভাই।

ডিম। গরিবের একমাত্র কমদামি কিন্তু উচ্চমান পুষ্টি।
কিছু সাংঘাতিক কি কারনে এর পিছে লাগে বুঝি না।

নকলবাজরা সাধারনত দামী জিনিস নকল/ভেজাল করে। ডিম সারা পৃথিবীতেই সস্তা। আমেরিকার বাজারে ১ডজন ডিম মাত্র ৬৩ সেন্ট। বাংলাদেশী টাকায় মাত্র ১৭ টাকা হালি। এতসস্তা জিনিষ নকল করতে কে মেশিন বানাতে ইনভেষ্ট করবে?

১২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাহমুদুরের রক্ত, সাদেক হোসেন খোকার রক্ত নিয়ে এসব কথা হানিফ, ইনু, হাসান মাহমুদকে মানায় - আপনার মত সচেতন ব্লগারকে নয়।
পরের দুইটা বিষয় হলো হুজুগে বাঙালীর(বাংলাদেশী) চিরকালে স্বভাব। কিছুদিন আগেই তো হুদাই লাফাইলো অর্থমন্ত্রী নাকি রেমিট্যান্সের উপর ট্যাক্স বসাইছে...

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ভাই।

আমি মাহামুদুরের রাজনীতি, রাজনৌতিক ও সাম্প্রদায়ীক উষ্কানিমুলোক বক্তব্যগুলো নিয়ে অনেককিছু বলার থাকলেও এভয়েড করে গেছি।
মিডিয়া কেন রক্তাক্ত ছবি দেখাবে? শুধু সেটাই প্রশ্ন তুলেছি।


বিভৎসতা ও রক্তাক্ত ছবি দেখানো যাবে না। সেটা এক্সিডেন্ট হোক বা গুলিতে আহত-নিহত হোক। রক্তাক্ত অংশ ব্লার করে বা ঢেকে দিতে হয়। দিতে হবে।
এই অলিখিত/লিখিত নীতি শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই।
কদিন আগে ফ্রান্সে, বা রিসেন্ট আমেরিকায় গুলিতে কত মানুষ মারা গেল, গাড়ী এক্সিডেন্টে যুক্তরাষ্ট্র প্রতি বছর কমবেশী ৪০ হাজার মানুষ মারা যায়।
মার্কিন বা বিশ্বের মিডিয়াতে এজাবৎ কোন রক্তাক্ত ছবি এসেছে? বা দেহের আহত কোন অংশের ক্ষত?
কেউ দেখাবে না। এটাই সার্বজনিন নীতি। সোশাল মিডিয়াতে অনেকে দেয়। কিন্তু কতৃপক্ষ জানতে পারলে মুছে দেয়।
এই নীতি বহু যুগ ধরে চলে আসছে।
মাহামুদুরের বেলায় এই নীতি উলংগ ভাবে ব্যত্যয় হলো। আমি সেটাই বলতে চেয়েছি।

১৩| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৯

অনল চৌধুরী বলেছেন: প্রবাদই আছে,হুজুগে বাঙ্গালী।এরা কিছু যাচাই-করতে জানে না,যা শোনে তাই বিশ্বাস করে।

১৪| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: মাহমুদুর রহমান বাংলা সিনেমার মতো স্মৃতী হারা হোননি তো ? আমি কে - আমি কোথায় - আপনারা কে ? ডাক্তার সাহেব ঘোষনা দেবেন মাহমুদুর রহমান স্মৃতী হারিয়েছেন - আবার একটি যথাস্থানে ঢিল খেলে স্মৃতী ফিরে আসতেও পারে এই জন্য আগামী তিন ঘন্টা সিনেমাটি দেখতে হবে !!!



ছবি: গুগল

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:



স্মৃতি যাতে না হারায় এজন্য উনি শার্টিটি এখনো খুলেন নি।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৭:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
গুজব কিভাবে ছড়ায় খেয়াল করছেন??
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি ২৯ জুলাই পানিতে ডুবে মারা গেছে সে কোটা আন্দোলনের সাথে কোন কালে ও জড়িত ছিলো না!
অথচ নাসির আহমেদ নামের সেই তথাকথিত শিক্ষক গুজব ছড়িয়ে দিলেন যে, কোটা আন্দোলনের যুগ্ম আহবায়ক আরিফ গুম হওয়ার পর পানিতে ডুবা অবস্থায় মৃত লাশ উদ্ধার! তাকে হত্যা করা হয়েছে!

একটু পরেই তার পরিচিত ছাত্রছাত্রী রা জানালেন আরিফ কোটার কোন আন্দোলনে জড়িত ছিলেন না! যুগ্ম আহবায়ক হওয়ার তো প্রশ্নই উঠে না! তাছাড়া তার বড় ভাই নিশ্চিত করেছেন সে সাতার জানতো না!"

কিন্তু ইতিমধ্যে তা কালেরকন্ঠ সহ আরো কিছু পত্রিকায় সেই স্যারের পোষ্টের লিঙ্ক ধরে প্রচার ও হয়ে গেছে।
সুদূর আমেরিকার নাক লম্বা ব্লগার ও পোষ্ট দিয়েছেন 'কোটা সংস্কারের যুগ্ম আহবায়ক কে হত্যা করা হয়েছে'!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.