নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার অবসর ঃ পিলখানা ট্র্যাজেডি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

"নয়নটা আজো ভিজেনা, সব জল শুকিয়ে গেছে
জানো , চাঁপা আর্তনাদ ও কথা কয়না !
শুধুই হুহু করে কাঁদে
সেই দিনটি কি ভুলা যায় !
আমি অচেতন হয়ে যাই তখন
যখন সেই মাটি চাপা লাশগুলো কিংবা ম্যানহোলে ভেসে আসা মানুষগুলোর মুখ নয়নে ভাসে ।
আমি ডুকরিয়ে কাঁদছি কিন্তু জানো কেউই দেখছেনা !
আমার অশ্রুগুলো হয়তো আজ অবসরে গিয়েছে !!!!!!!!!!!!!!!!

আজ পিলখানা ট্র্যাজেডি দিবস । ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭১জন মেধাবী মুখকে এই ধরা থেকে বিদায় নিতে হয়েছিল কিছু উদ্ভট বিডিআর জওয়ানের নগ্ন অস্ত্র খেলায় । ২০০৮ সালের ঘটনা এটা । মনে পড়লে আর কেন যেন ভালো লাগেনা ! রন্ধ্রহীন প্রকোষ্ঠে থাকা কোন এক বাসিন্দা মনে হয় নিজেকে ।

রাঘব-বোয়ালরা কিন্তু এখনো ধরা পড়েনি ! কে বা কারা ছিল এই নৃশংস হত্যাকান্ডের নাটের গুরু তা আমরা আজও জানতে পারলামনা ! কয়েকজনকে নাকি শাস্তি দেয়া হয়েছে ! কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার কথা সবাই জানে !
পুরোই সাজানো এক আলয় !
পুরো ঘটনার তদন্তের শেষটা কবে আসবে তা আমরা জানিনা !
শুধু এটুকু গ্যারান্টি দিতে পারি যে হত্যাকান্ডের মূল হোতা কখনোই আলোতে আসবেনা !

একটা সরকার আসতে না আসতেই ঘটনাটি ঘটল ! দোষটি কিন্তু সেই সময়কার সরকারের উপর বর্তায় !
আমি অন্য দিকে যেতে চাচ্ছিনা ! শুধু বলব এই দিনটিকে যাতে "পিলখানা ট্র্যাজেডি দিবস" হিসেবে সরকারীভাবে ঘোষণা করা হয় ।

ঐ দিনের সকল শহীদদের রূহের আত্মার মাগফেরাত কামনা করছি । আল্লাহ যাতে তাদের সকলকে জান্নাত দান করেন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

শাহাদাত হোসেন বলেছেন: এই দিনটা ভুলার নয়।

ঐ দিনের সকল
শহীদদের রূহের
আত্মার মাগফেরাত
কামনা করছি ।
আল্লাহ যাতে তাদের
সকলকে জান্নাত দান
করেন ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

অদৃশ্য প্রতিভা বলেছেন: সত্যি বলেছেন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.