নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় গীতিকার, লেখক। তড়িৎ কৌশল পড়া বাদ দিয়ে একদিন গীতিকার হব বলে বেড়িয়ে পড়েছিলাম শব্দের তালাশে। ইদানিং আবার বেড়িয়ে পড়তে ইচ্ছে হয়। এবার এই অন্তর্জাল থেকে। নস্টালজিক এর নাম শেখ রানা। নিজেকে চেনার পর হাতে বেশী সময় থাকে না।

নস্টালজিক

রেখে গেলাম সে সব কথা ভুবন চিলের সাঁঝ/ দেখুক সবাই নগর পথে বিষাদ কারুকাজ/আমি কোথাও থাকবো না তাই/ শব্দ সাজাই আজ

নস্টালজিক › বিস্তারিত পোস্টঃ

প্রথম বইয়ের গান

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:০৯




আমার লেখা প্রথম বই- আজ তোমার মন খারাপ মেয়ে।

২০০৯ এ দেশে ফিরে ব্লগে লিরিকের পেছনের গল্প লেখা শুরু করি। শুরুতে খানিক দ্বিধা ছিল, জড়তা ছিল। এর আগে কখনো মগ্ন হয়ে আমি গদ্য লিখি নি। কিন্তু লিখতে বসে দেখি লিরিক বা গান ধরে কত কত গল্প এসে হাতে জমা হচ্ছে। আমার নিজের জীবনের নানা বাঁক নিয়ে উপন্যাসের আদল গড়ে উঠছে একা একাই।

আমি রাত করে লিখতে বসি। একটা দুটো করে লেখা প্রকাশ পায় অন্তর্জালে। আর দারুণ সব মন্তব্য আসতে থাকে। মনের মুকুরে এক ধরণের সেরেনিটি আমাকে দোলা দিয়ে যায়। লিরিকের গল্পে উঠে আসে সেই ছোট্ট মেয়েকে নিয়ে নাটোরের লালপুরে বসে লেখা 'পরী', হাইকোর্ট কম্পাউন্ডের আমার অনেক কথা শোনা কড়ই গাছ নিয়ে 'খোলা আকাশ একটি গাছ', আলগোছে লিখে ফেলা 'বৃষ্টি পড়ে' অথবা দারুণ আত্মবিশ্বাসে ক্রিকেট ভালোবেসে 'মার ঘুরিয়ে'র গল্প। একই সময়ে লিখতে শুরু করি আনকোরা কিছু নতুন লিরিকও।

প্রথম সংস্করণ মেলায় আসে ২০১২ একুশে বইমেলায় অন্বেষা প্রকাশনী থেকে। এই বই প্রকাশে অন্যতম ভূমিকা ছিল ওয়াহিদ ইবনে রেজা বাপ্পীর। বাপ্পী প্রবল আগ্রহে আমার সমস্ত যোগাযোগের সেতুবন্ধন হয়ে যায় নিজেই। আমি আসলে তখন বই এর কথা ভাবিনি। এ সবই আমার ভবিতব্য ছিল, সময়টাও নির্ধারিত ছিল। ফলাফল- অন্বেষা প্রকাশনী থেকে আয়োজন করে বইটা প্রকাশ পায়। তখন প্রচ্ছদ করেছিল আমার প্রিয় চিত্রকর, মুরাদ।

২০১৯ এর ডিসেম্বরে আজ তোমার মন খারাপ মেয়ে-র পরিমার্জিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ নিয়ে আসে বর্ষাদুপুর প্রকাশনী। এই সংস্করণে আমি পরী, বৃষ্টি পড়ে, ফিরে পেতে চাই, একটি গাছ- গানের পেছনের গল্প নতুন করে লিখেছি। কিছু লিরিক বাদ দিয়েছি। আর প্রচ্ছদ করে দিয়েছে প্রিয় নির্ঝর নৈঃশব্দ।

আজ তোমার মন খারাপ মেয়ে বইটার পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ এবারও বইমেলায় থাকছে। পাওয়া যাবে টি এস সি গেট সংলগ্ন বর্ষাদুপুর স্টলে। স্টল নাম্বার- ৫৭০ এ।

বইমেলা ছাড়াও সারা বছর ধরেই রকমারীতে বইটা পাবেন। রকমারীর লিংক দিয়ে রাখছি-
রকমারীতে বইটি পাবেন সারা বছর

বইয়ের ফ্ল্যাপের লেখাটা দিয়ে শেষ করছি। এই লেখাটা জানিনা কেন, আমার খুব প্রিয়। প্রথম সংস্করণ উৎসর্গ করেছিলাম খোলা আকাশ, একটি গাছ আর পরীকে। দ্বিতীয় সংস্করণ করেছি বাপ্পা ভাইকে। কিন্তু ফ্ল্যাপের লেখাটা আর বদলাতে ইচ্ছে করেনি পরে। মনে হলো এ রকমই থাক।

'রেখে গেলাম সে সব কথা
ভূবন চিলের সাঁঝ
দেখুক সবাই নগর পথে
বিষাদ কারুকাজ
আমি কোথাও থাকবো না তাই
শব্দ সাজাই আজ'


আজ তোমার মন খারাপ মেয়ে- পাঠকের হাতে থাকুক।
শুভেচ্ছা নিরন্তর।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
ইন্জিনিয়ারিং শেষ করেছিলেন?

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৬

নস্টালজিক বলেছেন: ধন্যবাদ।

নাহ, শেষ করিনি আর। ইচ্ছেও করেনি আমার!

২| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো। সংগ্রহ করবো।

২৪ শে মার্চ, ২০২১ রাত ১:৪৭

নস্টালজিক বলেছেন: রাজীব, শুভেচ্ছা। ভালো থাকবেন।

৩| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ৮:২৩

ইসিয়াক বলেছেন: অভিনন্দন ।

২৫ শে মার্চ, ২০২১ ভোর ৪:৩৬

নস্টালজিক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫২

পদ্মপুকুর বলেছেন: অনেকদিন পর আপনার লেখা দেখলাম। সব ঠিকঠাক আছে আশা করি...

২৫ শে মার্চ, ২০২১ ভোর ৪:৩৭

নস্টালজিক বলেছেন: আলহামদুলিল্লাহ, ঠিক আছে সব। ভালো থাকবেন, পদ্ম পুকুর।

৫| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: নস্টালজিক,




আগে এই বইয়ের কথা জানা ছিলোনা।
অনেকদিন পরে আপনি এই লেখাটি দিলেন বলে জানতে পারলুম।
সাফল্য কামনায় ..............

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৭

নস্টালজিক বলেছেন: অনেক দিন পর ফিরে এলাম।

আমি বইমেলার বইগুলো নিয়ে একটা পোস্ট দিব, ইচ্ছে আছে।

শুভেচ্ছা, আহমেদ।

৬| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:০২

সিগনেচার নসিব বলেছেন: অভিনন্দন ! আজ তোমার মন খারাপ মেয়ে” পাঠকপ্রিয় হোক এই প্রত্যাশা।

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৭

নস্টালজিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মনে হচ্ছিল যে প্রথম সংস্করণের খুব সম্ভবত ২টা বই কিনেছিলাম, কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না। এখানে গিয়ে নিশ্চিত হলাম। একুশে বইমেলা পরিভ্রমণ - ১৭ ফেব্রুয়ারি ২০১২ - আমার বই - সতীর্থদের বই কেনা। ২য়টা গিফ্‌ট দিয়েছি, কাকে দিয়েছি মনে নেই।

২য় সংস্করণ বের হয়েছে জেনে ভালো লাগলো। আশা করছি এটারও ২টা বই কিনবো, ২য়টা এক বন্ধুকে গিফ্‌ট করবো।

কিন্তু, আপনার সবগুলো পোস্ট গায়েব কেন?

২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৮

নস্টালজিক বলেছেন: আমারও মনে পড়লো। আপনার পোস্ট দেখে। সেবারই লিটিল ম্যাগ চত্বরে আপনার বই এ ব্লগারদের কিছু লিখতে বলেছিলেন। লিখে এসেছিলাম, আমার মনে আছে।

খুব নির্দিষ্ট কারণ নেই। গত বছরের মার্চে ভেবেছিলাম অন্তর্জাল থেকে একেবারে নিজেকে গুটিয়ে নেব। সেটা আর হয়নি। কিন্তু পোস্টগুলো আর ফিরিয়ে আনা যায় নি। সে নিয়ে আর এখন আক্ষেপও নেই।

শুভেচ্ছা নিরন্তর। ভালো থাকবেন, ভাই।

৮| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৭

শায়মা বলেছেন: এই প্রথম বইটাই সবচেয়ে মনে রাখার মত। পরেরগুলাও অনেক অনেক ভালো বিশেষ করে ম্যরাডোনা ভীষন ভালো লেগেছিলো।

কত কত গান আর লেখা ছিলো এই ব্লগে আজ দেখলাম কিছুই নেই শুধু একটাই আছে।

২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:০৪

নস্টালজিক বলেছেন: হ্যাঁ, অনেক লেখা ছিল নস্টালজিকের। আমিও খুব মাঝেমাঝে ঘুরে যেতাম, ভালো লাগতো। তারপর কেমন করে যেন সব ফুরিয়ে গেলো, সবাই ফিরে এলো নিজস্ব ঠিকানায়। সমস্বরে আর কথা শোনা গেল না কোথাও।

শুভেচ্ছা, শায়মা।

৯| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১১:২৩

শায়মা বলেছেন: নস্টালজিক...... এই নিকটাও হারিয়ে গেছে......

মাঝে মাঝে আসে.......

যাইহোক ১ম গেলো ২য় গেলো আর ৩য় টা কাকে উৎসর্গ করা হবে! :)

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৪

নস্টালজিক বলেছেন: আবার নস্টালজিক ফিরবে, আশা করছি।

তা তো জানিনা। কাকে করা যায় বলো দেখি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.