নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় গীতিকার, লেখক। তড়িৎ কৌশল পড়া বাদ দিয়ে একদিন গীতিকার হব বলে বেড়িয়ে পড়েছিলাম শব্দের তালাশে। ইদানিং আবার বেড়িয়ে পড়তে ইচ্ছে হয়। এবার এই অন্তর্জাল থেকে। নস্টালজিক এর নাম শেখ রানা। নিজেকে চেনার পর হাতে বেশী সময় থাকে না।

নস্টালজিক

রেখে গেলাম সে সব কথা ভুবন চিলের সাঁঝ/ দেখুক সবাই নগর পথে বিষাদ কারুকাজ/আমি কোথাও থাকবো না তাই/ শব্দ সাজাই আজ

নস্টালজিক › বিস্তারিত পোস্টঃ

চিলেকোঠার গান

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৬




বুকের চিলেকোঠায়
শব্দ শুনি নীরব
নীরবতাই ভালো।

ভালো উচল ঢেউ
শান্ত হয়ে কেউ
শুনছে অনেক দূর।

তার কাছে রোদ্দুর
ছায়াপাখির গ্রাম
আলসিতে বিশ্রাম।

বিশ্রামে কোন জন
অলস তাহার মন
আকাশ উজান চোখ।

চোখের কোলে মেঘ
মেঘের কোলাহল
আরশীনগর চল।

আরশীতে সেই মুখ
আজন্ম আশ্রয়
আলো অপার্থিব।

আলোয় থেকে যাও
দুঃখটা কুড়াও
নীরবতাই ঠিক। 

বুকের চিলেকোঠায়
শব্দ শুনি নীরব
নীরবতাই ভালো।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৮

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: নীরবতাই যেহেতু ভালো, তাই আর কিছু বললাম না!

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪০

নস্টালজিক বলেছেন: আইডিটা পছন্দ হয়েছে বেশ। না বলতে চাইলেও বলে ফেললেন কিন্তু!

২| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪৪

সাজিদ! বলেছেন: চমৎকার। এই গানটা একটু শুনে দেখবেন। গানের কথাগুলো কেমন লাগলো জানাবেন? অনভিযোগ

২৬ শে আগস্ট, ২০২১ ভোর ৫:৫২

নস্টালজিক বলেছেন: শুনলাম গানটা। গানটা ভালো লেগেছে আমার কাছে।

৩| ২৬ শে আগস্ট, ২০২১ ভোর ৬:১৫

খায়রুল আহসান বলেছেন: 'চিলেকোঠার গান' টি ভালো লেগেছে।

২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৯

নস্টালজিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৫

আহমেদ জী এস বলেছেন: নস্টালজিক,




চিলেকোঠার নিরবতা ভেঙে এতোদিন পরে গান ধরলেন। :|

ব্লগের আরশীতে এই মুখখানি দেখে আশ্বস্ত। ভালো ছিলেন তো ?
সুস্থ্য থাকুন, থাকুন নিরাপদে।

২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

নস্টালজিক বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো ছিলাম আহমেদ। আপনিও ভালো ছিলেন আশা করি।
এমনিতে লেখায় থাকি নিয়মিত, ব্লগে নীরবতা ভাঙলাম।
শুভেচ্ছা রইলো।

৫| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতায় গভীরতা পেলাম যা বর্তমান সময়ে বড় অভাব। তবে মাত্র দুটি পোস্ট দেখে অবাক হলাম।কমেন্টিং বা ব্লগটি দেখার সংখ্যা যদিও একজন জনপ্রিয় ব্লগারের প্রমাণ দিচ্ছে। হয়তো কোনো কারণে পোস্ট draft এ নিয়ে গেছেন। আপনার কাছে অনুরোধ রইলো আবার নিয়মিত হবার ও এমন সুন্দর গীতি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

২৮ শে আগস্ট, ২০২১ ভোর ৬:৪৮

নস্টালজিক বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, পোস্টগুলো নেই আর। বই, নিজের ওয়েবসাইট এ লিরিক-এইসব মিলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু পুরোনো প্ল্যাটফর্ম। হয়তো মাঝে মাঝে ফিরে আসব।

শুভেচ্ছা, পদাতিক। ভালো থাকবেন।

৬| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

নস্টালজিক বলেছেন: রাজীব, ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: এই চিলেকোঠা বুকের চিলেকোঠা!

বাহ বাহ বাহ !

এইটাও অনেক সুন্দর একটা গান হবে! :)

৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫০

নস্টালজিক বলেছেন: হ্যাঁ, শামা! লেখাটাই সুরে আছে। সুরকারের জন্য সহজ হবে। আমিও ধারণা করি, সুর পেলে একটা ভালো গান হবে।

শুভেচ্ছা জেনো।

৮| ৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০১

মিরোরডডল বলেছেন:



রানা অনেকদিন পর ।
লিরিক সুন্দর হয়েছে ।
আই উইশ সুন্দর একটা গান হবে ।
কে সুর করবে ?

বাপ্পার কণ্ঠে রানার লেখা বৃষ্টি গানটা আমার যে কি ভীষণ প্রিয় !!!




৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৮

নস্টালজিক বলেছেন: হ্যাঁ, অনেকদিন পর মিরর।
এখনও কাউকে দেইনি। ভাববো কাকে দেয়া যায়। খুব সম্ভবত বাপ্পা ভাই/ পার্থদা অথবা এহসান রাহিকে দেব সুরের জন্য।

বৃষ্টি পড়ে আমারও ভীষণ পছন্দের গান।

বহুদিন পর! এত চেনা তবু চিনতে পারছিনা আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.