নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় গীতিকার, লেখক। তড়িৎ কৌশল পড়া বাদ দিয়ে একদিন গীতিকার হব বলে বেড়িয়ে পড়েছিলাম শব্দের তালাশে। ইদানিং আবার বেড়িয়ে পড়তে ইচ্ছে হয়। এবার এই অন্তর্জাল থেকে। নস্টালজিক এর নাম শেখ রানা। নিজেকে চেনার পর হাতে বেশী সময় থাকে না।

নস্টালজিক

রেখে গেলাম সে সব কথা ভুবন চিলের সাঁঝ/ দেখুক সবাই নগর পথে বিষাদ কারুকাজ/আমি কোথাও থাকবো না তাই/ শব্দ সাজাই আজ

নস্টালজিক › বিস্তারিত পোস্টঃ

সুখের মতো গল্প, পথের মতো দিন...

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:০৩



শহর থেকে গ্রাম
পাটের গন্ধ পথে
আমরা দুজন ট্রেন যাতায়াত
থামছি কোনোমতে।

ট্রেন থেকে পথঘাট
পথের মানুষ হাঁটে
হাঁটাপথে দৃশ্য তখন
রোদের আলো বাটে।

আমরা দুজন যাই
নাম জানি না, দূর
পাটের গন্ধে পথের ধারে
দুপুর বেলার সুর।

পুকুর ঘাটের শান
ধানের ক্ষেতে হাওয়া
আমাদেরও মনের উজান
কখন, কোথায় ধাওয়া!

সেসব জেনে যাই
অলীক আশাবরী
গ্রামের পথে দু'দণ্ড সুখ
কেনাবেচা করি।


নিউক্যাসেল
ত্রিশ। আগস্ট।২২

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৪

অপ্‌সরা বলেছেন: জানতান বাংলাদেশ থেকে ঘুরে যাবার পর এমন অনেক গান আর কাব্য আসবে মনে।

গ্রামের ছবি আসলেও সুন্দর!

নিজেই একটা গান.....

তবে পাটের গন্ধ আমি জানি!!!!!!

ইয়া খোদা তখনও কি কাব্য আসে!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:১৮

নস্টালজিক বলেছেন: পাাটের গন্ধ মাখা একটা সকাল ধরে এগিয়ে যেতে যেতে দৃশ্য, গন্ধ সব মনে গেঁথে গিয়েছিল। লিখেছি ফিরে এসে, কার্ডিফ থেকে নিউক্যাসেল গিয়ে। হোটেলে বসে।

শুভেচ্ছা, অপসরা। ভালো থেকো।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৬

আহমেদ জী এস বলেছেন: নস্টালজিক,




কবিতায় সুখের মতোই কিছু গল্প বলে গেছেন যা মনের পথ বেয়ে পাটগন্ধী গ্রামের দিকেই গেছে ধেঁয়ে।
অপ্‌সরা সুন্দর বলেছেন - গ্রামের ছবি আসলেও সুন্দর! নিজেই একটা গান.....
আমি্ও বলি তা-ই!

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২২

নস্টালজিক বলেছেন: মনের পথ বেয়ে পাটগন্ধী গ্রাম...বাহ! ভালো বলেছেন।

শুভেচ্ছা জানবেন, আহমেদ। ভালো থাকবেন।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনে হলো পড়তে বসলাম আর শেষ হয়ে গেল। অনেক মিষ্টি একটি কবিতা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৯

নস্টালজিক বলেছেন: শুভেচ্ছা নিরন্তর, লায়লা।

ভালো থাকবেন।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর গীতিকাব্য। ছোটবেলায় গ্রামের পথ বেয়ে হাঁটার সময় পঁচা পাটের গন্ধটা যেন নাকে এসে লাগল। তবে সোনালী আঁশের সেই গন্ধটা কিন্তু খারাপ লাগতো না। পাটের আঁশগুলো খুলে নেবার পর রোদে শুকানোর উদ্দেশ্যে দাঁড় করিয়ে রাখা পাটখড়ির লটগুলো আমাদের নানারকমের খেলার বস্তুতে পরিণত হতো।
নস্টালজিক এর কবিতা পড়ে নস্টালজিক হয়ে গেলাম! + +

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২১

নস্টালজিক বলেছেন: স্টেশনে নেমে নরম রোদ আর পাটের গন্ধ সাথে করে যখন গ্রামের দিকে যাচ্ছিলাম-সে দৃশ্য অনির্বচনীয় ছি। এমনিতে পাটের গন্ধ তীব্র, ঝাঁঝালো বোধ করি। কিন্তু সব মিলে এক অদ্ভুত নিবিড়তা এনে দিয়েছিল অন্তরে।

শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন নিরন্তর।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: নস্টালজিক ভাই কবিতা দারুণ লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৮

নস্টালজিক বলেছেন: শুভেচ্ছা, গোফরান।

ভালো থাকুন নিরন্তর।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৭

মিরোরডডল বলেছেন:




রানাকে দেখছি অনেকদিন পর ।

যেমন সুন্দর ছবিটা,
ঠিক সেরকম হয়েছে লেখাটা ।

এটা কি গান হবে ?

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪০

নস্টালজিক বলেছেন: কেমন আছেন? বহুদিন পর!

ছবিটা গুগল থেকে নিয়েছি। লেখাটা শেষ করেছি নিউক্যাসেল শহরের এক হোটেলে বসে।

সম্ভবত না। এখন আর কবিতা ঢঙে গান করতে চায় না কেউ। সহজ কথার লিরিক চায়। সহজেই শ্রোতার কানে পৌঁছাতে চায়। আমিও কবিতার পোস্টকার্ড সিরিজ ধরে লিখেছি। আবার যদি কবিতার বই করি, এই লেখাটা রাখব।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লাগলো রানা ভাই। এলেন অনেকদিন পর ঢুঁ দিতে, আবার কবে আসবেন, কে জানে!

দু'দিন আগে লেখা শুরু করেছিলাম, আর ধরতে পারি নি :

ডাকছে আমায় হাতছানিতে
আমার সবুজ গাঁ
পথের ধারে অধীর চোখে
দাঁড়িয়ে আমার মা।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৩

নস্টালজিক বলেছেন: ধন্যবাদ জানবেন, খলিল ভাই। আমার ইচ্ছে আছে আগের মত নিয়মিত হব ব্লগে।

লেখা শেষ করেন। ভালো হচ্ছে।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.