নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন যাযাবর বেদুঈন

মোহাম্মদ আবির মাহমুদ

পৃথিবীটা দেখবো বলে কবিতার কাছে যাই!কবিতার কাছে আমি জীবন খুঁজে পাই

মোহাম্মদ আবির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্যে

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৩

তোমার জন্যে সন্ধ্যা তারা জোনাকপোকাও পাগলপারা
তোমার প্রেমেই পড়ে আমি হচ্ছি শুধু ছন্নছাড়া।

তুমি যদি জানতে সখি তোমার জন্যে হচ্চি দুঃখি
মনের মাঝে তোমার ছবি সন্ধ্যা-রাতে দিচ্ছে উঁকি।

তোমার জন্যে বিহঙ্গেরা ডাকছে শুধু করছে সাড়া
দিনপাখিরাও জাগছে রাতে দেখছে তোমার চুলের ছড়া।

তোমায় নিয়ে গড়ছি কত ঘর-বাড়ি মোর কল্পনাতে
মধ্যরাতে আসো তুমি কোথায় যে যাও রোজ প্রভাতে!

তোমায় নিয়ে পালিয়ে যাবো রাজ্যহারা রাজা হবো
দিগ্বিজয়ী বেশে আমি তোমার কাছে প্রজা হবো।

তোমার জন্যে হিংস্র হবো নিজের ভেতর চুপসে রবো
তোমার খোপায় রক্তজবা রুপা মাখা চন্দ্র দেবো।

জোনাকগুলো মারবো আমি এই দু'পায়ে পিশে
সাধ্যতো নেই রাতপাখিরও তোমার গায়ে ঘেসে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:৩১

মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ তো !!
কে ই বা চায় প্রেয়সীর ভাগ দিতে!!!
আপনার লেখার সমৃদ্ধি কামনা করছি :)

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৬

মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.