নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন যাযাবর বেদুঈন

মোহাম্মদ আবির মাহমুদ

পৃথিবীটা দেখবো বলে কবিতার কাছে যাই!কবিতার কাছে আমি জীবন খুঁজে পাই

মোহাম্মদ আবির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

রাজকীয় মৃত্যু!

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

একদিন আমার মৃত্যু হবে।
রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে সপ্তাহজুড়ে
ময়দানে-ময়দানে পড়া হবে গায়েবানা জানাজা।
গায়েবী জানাজার ফাতওয়া নিয়ে ঝগড়া করবে দু'দল।

খুশি হবে তুমি!
হও খুশি;জীবিতরা খুশি হলে মৃতের কি আসে যায়?

একদিন আমার মৃত্যু হবে।
একে একে শোকপ্রকাশ করবে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।
সরকারী ভবনের সামনে পতপত করে উড়বে কালো পতাকা।
একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হবে।
সকল শ্রেণীপেশার মানুষ বুকে হাত রেখে শোক প্রকাশ করবে।

খুশি হবে তুমি!
হও খুশি;জীবিতরা খুশি হলে মৃতের কি আসে যায়?

একদিন আমার মৃত্যু হবে।
হাসপাতাল ভাঙচুর করবে বিক্ষুব্ধ জনতা।
প্লাটুনে-প্লাটুনে মোতায়েন করা হবে বিজিবি।
আহত হবে পুরুষেরা;অশ্রু ঝরাবে নারীকুল।
জনতার ঢল সামলাতে ছোড়া হবে কাঁদুনে গ্যাস।

তুমি খুশি হবে!
হও খুশি;জীবিতরা খুশি হলে মৃতের কি আসে যায়?

একদিন আমার মৃত্যু হবে।
দেশের সকল প্রমিকেরা মামলা ঠুকবে তোমার বিরুদ্ধে।
মামলা লিখে ক্লান্ত হবে পুলিশ;উকিলরা হবে ফেরারি।
দেশে শুরু হবে নারী-পুরুষ গৃহযুদ্ধ।
দেশে সৃষ্টি হবে অরাজকতা;নাস্তানাবুদ হবে দেশের রাজনৈতিক অবস্থা।

একজন প্রেমিকের মৃত্যুতে সারাদেশব্যপী ক্রন্দনরোল পড়ে যাবে।

খুশি হবে তুমি!
হও খুশি;জীবিতরা খুশি হলে মৃতের কি আসে যায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.