নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মম বিকশিত করো/ অন্তরতর হে/ নির্মল করো, উজ্জ্বল করো,/ সুন্দর কর হে

মহান অতন্দ্র

কবিতার মত মেয়ে

মহান অতন্দ্র › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে বইটির আপডেট (ফেসবুক পেজ)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬



প্রথম বই। তাই ঠিক জানি না, বিরক্ত না করে কিভাবে সবাইকে জানানো যায়।



“এই শোন আমার না একটি বই বেরুচ্ছে। বইটি কিন্তু কিনবে আর তোমার পরিচিত সবাইকে বলবে কিনতে”



না সেরকম কিছু বলছি না।



আমার কলমের ধার খুব বেশি নয় যে সবার হৃদয় চিরে একেবারে ভিতরে ঢুকে যাব। তবে ভাবতে মন্দ লাগে না যখন মনে হয়, খুব মনোযোগ দিয়ে একটি ছেলে বা মেয়ে আমার বইটি পড়ছে। তার মা তাকে বার বার খেতে ডাকছে তবুও সে উঠছে না।



আমার বাবা-মা বইটি পড়ছে আর চশমার ফাঁক দিয়ে প্রতি মুহূর্তে ভাবছে “কি যে লেখছে মেয়েডা, এই লাইনডা আরও ভাল করন যাইত। আমারে দিয়া এডিট করাইলে ফাইন বই হইত”।



এরকম একটি লোভী, নির্লজ্জ সপ্ন আমার প্রায়ই হয়। যদিও লেখালেখি আমার পেশা নয়। তবে সেই নির্লজ্জ লোভীদের দলে যে আমি নই তা নয়।



কিন্তু একটি বই প্রকাশের যে এত হাঙ্গামা। এর যে এত অলি গলি। নবীন লেখক হিসাবে এর কিছুই জানা ছিল না। আসলে নবীনদের বই কেউ সহজেই ছাপতে চায় না। তাই প্রকাশককে নির্লজ্জের মত বলতে হয়, “ভাই একটু পড়ে দেখেন না প্লিজ, বিরাট বই লিখেছি। বলতে পারেন সাহিত্যের মাইল ফলক”।



ক্ষুদ্র আমি জেগে আছে ক্ষুধা লয়ে তার,

করিছে আমার হায় অস্থিচর্ম সার।



কবি গুরু যেন উপরের লাইন দুটিতে আমার কথাই লিখেছেন। এই ক্ষুদ্র আমি, বইয়ের চিন্তায় সত্যি অনেকটা অস্থিচর্ম সার। পাঠক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।



তাই অবশেষে নির্লজ্জ বিজ্ঞাপন ফেসবুক পেজ

প্রকাশকঃ বাংলাদেশ রাইটার্স গিল্ড

ডিস্ট্রিবিউটরঃ জ্যোতি প্রকাশ ( সাইনবোর্ড থাকবে জ্যোতি প্রকাশ এর)

স্টল নাম্বারঃ ১৩, ১৪ ( সোহরাওয়ার্দী উদ্যানে)

বইটির মুল্যঃ ২০০ টাকা (বই মেলায় ২৫% কমিশনে ১৫০টাকায় পাওয়া যাবে)

বইটি পাওয়া যাবেঃ ফেব্রুয়ারী ৬ থেকে বইমেলা ও রকমারি ডট কমে।

রকমারির লিঙ্ক পরে জানিয়ে দেওয়া হবে। দেশের বাইরে থেকেও বইটি শুধুমাত্র রকমারি থেকে অর্ডার করতে পারবেন।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

ভেজাল মানুষ বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
অনলাইনে কিভাবে অর্ডার করবো, বিস্তারিত জানাবেন। বই টি হাতে পাওয়ার অপেক্ষায় রইলাম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

মহান অতন্দ্র বলেছেন: ঠিক আছে ভাইয়া। ফেসবুক পেইজটিতে জানিয়ে দিব।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

যোগী বলেছেন:
আপনার প্রবাসে লেখাগুলা পড়েছি। আপনার বইটা যদি পাঠকের কাছে ঠিক মত পৌঁছায় তারা পড়ে বেশ আরাম পাবে বলে মনে করি। সুযোগ পাইলে এক কপি কিনবো :)
বই এর নামটা কে সিলেক্ট করেছে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

মহান অতন্দ্র বলেছেন: আমিই করেছি। একটু বেশি সহজ নাম হয়ে গেছে। আসলে কঠিন কিছু মনে আসছিল নাতো তাই :P

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: হুম। আমি বইটি সংগ্রহ করবো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

মহান অতন্দ্র বলেছেন: জেনে খুশি হলাম। আপনার রিভিউ এর অপেক্ষায় থাকলাম।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

তুষার কাব্য বলেছেন: আপনার প্রবাস জীবনের লেখা প্রতিটা পর্বেই সাথে ছিলাম,পড়েছি জেনেছি আপনার অভিজ্ঞতার গল্প..
শুভেচ্ছা ও শুভকামনা থাকলো আপনার জন্য ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

মহান অতন্দ্র বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনার জন্য ধন্যবাদ। পুরো বইটি পড়ে দেখতে পারেন। অনেক অনেক ভাল থাকবেন।শুভকামনা আপনাকেও।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯

আরজু পনি বলেছেন:

পাঠকের হাতে পৌঁছাতে বইয়ের প্রচারের গুরুত্ব অনেক ।

আপনার এই পোস্টটি পাঠকের সুবিধার্থে আমার এই পোস্টে আপডেট করে দিলাম ।

অনেক শুভকামনা রইল ।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩

মহান অতন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপডেট এর জন্য ধন্যবাদ অতন্দ্র। আবারও শুভ কামনা রইলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৪

মহান অতন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৮

জাফরুল মবীন বলেছেন: বই ও লেখক উভয়ের জন্যই আন্তরিক শুভকামনা রইলো।

আপনার পেজটি ঘুরে আসলাম এবং পছন্দও হলো (মানে লাইক দিলাম :) )

ভাল থাকুন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩

মহান অতন্দ্র বলেছেন: হা হা সে আমি দেখেছি ভাইয়া। ধন্যবাদ।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

সোহানী বলেছেন: হুম সাথে আছি.......

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

মহান অতন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০১

অবিবাহিত ছেলে বলেছেন: আপা কি বই মেলায় আসতে পারবেন ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫

মহান অতন্দ্র বলেছেন: না ভাইয়া আমি তো দেশের বাইরে থাকি। আসা হবে না।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

ভেজাল মানুষ বলেছেন: অবশেষে বইখানা হাতে পেলাম :D

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

ভেজাল মানুষ বলেছেন: অবশেষে বইখানা হাতে পেলাম :D

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৩

মহান অতন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। পড়ে কেমন লেগেছে জানিয়েন।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুভ কামনা... :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২

মহান অতন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.