নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মম বিকশিত করো/ অন্তরতর হে/ নির্মল করো, উজ্জ্বল করো,/ সুন্দর কর হে

মহান অতন্দ্র

কবিতার মত মেয়ে

মহান অতন্দ্র › বিস্তারিত পোস্টঃ

ফিলিং বিয়ের পরে প্রেম বলে কিছু নেই কিছু নেই কিছু নেই............

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৫

তখন আমরা সবে পৃথিবীর প্রেমিক প্রেমিকার খাতায় নাম লিখিয়েছি। বিয়েও ঠিক হয়ে গেছে । তবে কেউ কাউকে সরাসরি দেখিনি। সম্পর্কের বয়স ১ মাস সাতদিন।



ভ্যালেন্টাইনসের দিন আসল। যেদিন প্রেমিক প্রেমিকাদের অবশ্যই কিছু করতে হয়। নিজেকে বড় প্রেমিক প্রমাণ করার মোক্ষম সুযোগ নাকি এইদিনই থাকে। সেও সুযোগ হাত ছাড়া করল না। আমাকে সারমাটি সহ ফুল পাঠালো। চকোলেট পাঠালো সাথে ডায়মন্ডের আংটি, সেফায়ারের নেকলেস।



বিয়ের পর আমরা দুজন দুজনার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করছি। সে তার গভীর দুঃখের কথা জানালো। এতগুলো গিফট কিনতে তার কতটা কষ্ট হয়েছে। বন্ধুদের কাছে কতটা ধার করতে হয়েছে। কিছু কিছু ধার তো এখনও শোধ করতেই পারেনি।



ফুল কিনতে কত লেগেছে জিগ্যেস করে জানলাম ৮৫ ডলার। আহারে ধার করে এত কিছু দিয়েছে! কৃতজ্ঞতায় আর ভালবাসায় চোখে জল চলে আসলো। মনে হল ভুবন খ্যাত প্রেমিক, এক জীবন্ত ফরহাদের সাথেই আমার বিয়ে হয়েছে।



বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে।

আমরা দোকান পাটে ঘুরছি। ভ্যালেন্টাইনস গিফট দিয়ে দোকানপাট ভরা। আমরা ঘুরে ঘুরে সব দেখছি। সে যে জিনিষই দেখছে আমাকে বারবারই বলছে তুমি কি চাও? তুমি কি সত্যিই চাও এটা? তুমি না চাইলে, আমি কিন্তু দেব না । শুধু শুধু বাজে খরচ করার তো কোন মানে হয় না।



আমি মুখে বলছি চাই না কিন্তু মনে মনে ঠিকই একটা সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি। বিয়ের পর সারপ্রাইজ অবশ্য আমাকে আগে সে একবার দিয়েছে।



বিয়ের পরে প্রথম ঈদ ছিল সেটা । একটা পার্সেল এসেছে । আমি খুব আগ্রহ নিয়ে পার্সেল খুলছি। সে বলেছে আমার ঈদের সারপ্রাইজ গিফট এটা। মুখে বলছি এসবের কি দরকার তবে মনে মনে বেজায় খুশি। স্বামীর প্রথম ঈদ উপহার। কি আছে ওতে? উত্তেজনায়ও ভীষণ অস্থির আমি।



আমি পার্সেল খুললাম। পার্সেল খুলে আমার সব উত্তেজনা একেবারে ঊবে গেল। এ কি দেখছি আমি! বড় সাইজের বারোটি কাঁচের বয়াম। এরকম গিফট কি কেউ কাউকে কখনও দিতে পারে! তাহলে নিশ্চয়ই ভুলে কারো জিনিশ চলে এসেছে।



কিন্তু নিশ্চিত হলাম যখন সে বলল কি খুশি হওনি? রোল ব্যাকে পেয়েছি। কেমন বুদ্ধি করে দিয়েছি বল? শাড়ি – চুড়ি তো তোমার অনেক আছেই। আর এসবের পিছনে বাজে খরচ করে কি লাভ? বড়জোর ফেসবুকে একটা ছবিই তো আপলোড দেবে। তাই ভাবলাম কাজের জিনিষ দেই। এগুলোতে তুমি হলুদ, মরিচ, কিসমিস, বাদাম সবই রাখতে পারবে।



তার এরকম কর্মকাণ্ডে মাঝেই মাঝেই আমার খুব রাগ হয়। একদিন খুব রেগে গিয়েছি আমি। রেগে গিয়েছি অবশ্য চা বানানো শুরুর পর । দু কাপ চা বানিয়েছি । আমি খাচ্ছি না। সে বলল তুমি খাবে না? যেহেতু আমি রেগে গিয়েছি । রাগটা বোঝাতে হবে, তাই আমি বললাম, খাব না। তুমিই খাও।



ওমা! সে দু কাপ চা ই খেয়ে ফেলল!



পরে রাগ কমলে বললাম, তুমি কি করে দু কাপ চা ই খেয়ে ফেললে? তোমার কি উচিৎ ছিল না অন্তত একবার আমার রাগ ভাঙ্গানোর চেষ্টা করা। উত্তরে সে বলল, ও তুমি রেগে গিয়েছিলে। আমাকে আগে বলবে তো।



আর একটি ঘটনা শেয়ার করি।



আমাদের প্রেম হয়েছে একজন আর একজনের ছাইপাশ লেখা পড়ে। আমরা দুজন দুজনের লেখা বিনিময় করছি। সে আমাকে তার সবচেয়ে সুন্দর কবিতাটা পড়তে দিল। তখন একটা ২০১২ এর কিস্তি লিখছিল সে। চমৎকার বর্ণনা শৈলী। সে লেখা পড়ে আমি রীতিমত মুগ্ধ। তার একটি পরিচয় পেলাম সে একজন ব্লগার । ব্লগিং জিনিষটা আমি তখনও শুরু করিনি। ব্লগার মানে তখন আমার কাছে অন্য কাতারের কিছু । প্রকৌশলী তো অনেকেই হয় কিন্তু ব্লগার তো হাতে গোনা।



তার লেখা পড়ে আমি তাকে বললাম তুমি এত ভাল লেখ। আমার মন্তব্যে তাকে খুব খুশী মনে হল। খুব গর্বিত ভঙ্গিতে বলল তুমি আমার ফেসবুক নোটস এ যেতে পারো। আমার আরও লেখা আছে সেখানে।



আমি গেলাম। দেখি অসংখ্য নোটস লেখা। মনে হল আমি তো এ জীবনে কিছুই লিখতে পারিনি। এত বড় বিরাট সাহিত্যিক আমাকে ভালবাসে যার জীবনের অধিকাংশ সময় যে কিনা ফেসবুকে নোটস লিখে কাটিয়েছে! আর দুটি লেখা তো পড়েছিই। নিশ্চয়ই বাকিগুলোও অসাধারণ। কিন্তু ডিফেন্স নিয়ে ব্যস্ত থাকায় বাকিগুলো আর পড়ে দেখা হল না।



বিয়ের পর হাতে তখন বেশ সময়। আমি আমার সাহিত্যিক স্বামীর নোটস খুলে বসলাম । মুগ্ধের মত পড়ছি । পড়া শেষে দেখি নিচে লেখা সংগৃহীত।



আমি আরেকটি খুললাম । সেটিও সংগৃহীত।



আরে যেটি পড়ছি সেটিই সংগৃহীত।



আমি হতাশ হলাম। ভীষণ হতাশ।



আজকে কোন সারপ্রাইজ না পেয়ে তাকে সারপ্রাইজ দিতে আমি কিছু রান্না করেছিলাম। সুস্বাদুগুলো সে খেল আর যেগুলো খারাপ ছুঁয়েও দেখল না। বাড়ির গিন্নী আমি। সংসারের অন্ন ফেলি কি করে সে যত বিস্বাদই হোক।



যাই হোক সামারি অফ দ্যা ডে আমার ভ্যালেন্টাইন ডে কাটছে সব বিস্বাদ খাবার খেয়ে। ৮৫ ডলার তো দুরের কথা ৮৫ সেন্টের ফুলও কারো কাছ থেকে পেলাম না ।



ফিলিং বিয়ের পরে প্রেম বলে কিছু নেই কিছু নেই কিছু নেই............

মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা ব্যাপারটা সব সময় এমন না। আমার বিয়ের ১৫+ চলছে তার আগে ৩ বছর রিলেশন ছিল। মন মালিন্য হলে ভাব দেখাই ভুলে গেছি আর গিফট দিলেও ছুয়ে দেখি না।
আপনি কি দিলেন ভাইয়া কে??

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১০

মহান অতন্দ্র বলেছেন: আমিও কিছু দিইনি আপু। শুধু শুধু বাজে খরচ করে কি লাভ :P
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। আপনাদের সম্পর্ক আরও দীর্ঘজীবী হোক। ভালো থাকবেন।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২২

চলতে চলতে বলেছেন: 'রোল ব্যাকে পেয়েছি' কথাটা শুনে মজা পাইসি :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

মহান অতন্দ্র বলেছেন: :P

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৮

তোমোদাচি বলেছেন: :|| :|| :||

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

মহান অতন্দ্র বলেছেন: :(

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রকৌশলী হয়েও জায়গায় মতো কৌশলী হতে পারেন নাই। বিয়েটা না করে প্রেমের মধ্যেই ঝুলে থাকা দরকার ছিল। তাতে জীবনের সাধ আহ্লাদগুলো নিশ্চয়ই এতদিনে কিছুটা হলেও পূর্ণতা পেতো। :P :P
ভীষণ মজা পেয়েছি। আপনি বেশ রসিক বটে!
আপনাদের দু'জনের জন্যই অনেক অনেক ভালোবাসা রইলো অতন্দ্র।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১২

মহান অতন্দ্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে। মজা পেয়েছেন জেনে ভাল লাগলো। অনেক শুভ কামনা রইলো। ভাল থাকবেন ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯

জাফরুল মবীন বলেছেন: আপনার অনুভূত বিষয়টির একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা আমি আপনার ফেসবুক শেয়ারে উল্লেখ করেছি।

আপনাদের উভয়েরই জন্য রইলো শুভকামনা।

ভাল থাকবেন। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

মহান অতন্দ্র বলেছেন: দেখেছি ভাইয়া। চমৎকার ব্যাখ্যা। ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭

নিজাম১৪৩ বলেছেন: রোল ব্যাকে পেয়েছ, হাহাহাহা। বিষয়টা ভালো লাগলো। আপনি কি উপহার দিলেন ভাইয়াকে?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

মহান অতন্দ্র বলেছেন: আমিও কিছু দেয়নি :P

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪

ইমরান আশফাক বলেছেন: আজ চার বৎসরের বিবাহিত জীবনের প্রথম দিকে আমি ও ঐরকমই ছিলাম।

তবে গতকাল সন্ধায় পর অফিস থেকে বাসায় ফিরার পথে আমি খুলনার ফুল মার্কেটে যেয়ে দেখি অবরোধের কারনে ফুল সাপ্লাই খুব কম। যা আছে তাও খুব কাড়াকাড়ি করে কিনতে হচ্ছে, অধিকাংশই পাপড়ি ঝরানো আর ন্যাতানো। যাই হোক ওখান থেকে মোটামুটি দেখেশুনে প্রায় ১৫ গুন দাম বেশী দিয়ে একটি গোলাপ কিনলাম। বাসায় ফিরে হাসিমূখে (আসলে হবে দাত কেলিয়ে) ওকে ফুলটা দেয়ার সময় দেখি যে আরও কয়েকটি পাপড়ি ঝরে গেছে। সংগে ছোটখাট একটা উপহারও ছিলো। কিন্তু সেও খুবই আনন্দচিত্তে ঐ পাপড়ি ঝরানো ফুলটিই খুব যত্ন সহকারে ফুলদানীতে রাখলো এবং আমার জন্য সাপ্রাইজ হিসাবে স্পেশাল নাস্তা আনলো (ম্যাকারনী, আরাবিয়ান স্টাইলে রান্না)।

তবে এই দিনে তাকে নিয়ে ঘুরতে যেতে পারেনি তার শাররিক অসুবিধার কারনে (বুঝে নিন)।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

মহান অতন্দ্র বলেছেন: অভিনন্দন অভিনন্দন । আপনাদের ভালবাসার ফসল ফলতে শুরু করেছে। ফসল ভালভাবে ঘরে আসুক। অনেক শুভ কামনা ও দোয়া রইলো ।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

আবু শাকিল বলেছেন: ভাইয়া ত দেখছি আপনাকে কিছু না কিছু দেয় ,সেটা কাঁচের বয়ম হোক আর যাই হোক। =p~ =p~

আপনি কি দিলেন ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

মহান অতন্দ্র বলেছেন: আমি কিছুই দেয়নি। খালি খানা - পিনা

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫

আদম_ বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহা...........মজারু।
আমার অনাহারে থাকা শদ্বক্ষুধা বহু দিন পর গিলে গিলে খাবার মতো একটি লেখার সন্ধার পেলো। আপনার লেখার হাত আছে। সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন: সরেস বর্ননা...খুব ভাল লেগেছে।

দু'জনের জন্যেই অনেক শুভ কামনা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ ।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

সোহানী বলেছেন: হাহাহাহা........ অাপনার সহিত অামার কেন যাবতীয় বিবাহিত প্রেমীকের যুগলের কিঞ্চিত মিল অাছে বৈকি..... তবে অামার ক্ষেত্রে সেটা অনেক বছরই স্থায়ী ছিল... ইদানিং উনি ফুল থেকে কাচের বৈয়াম এর প্রতি অাগ্রহী হয়ে উঠেছে.... বয়স বলে কথা... হাহাহা। অার প্রথম ভ্যালেন্টাইন ডে এর দেয়া সেই ৭ পাথরের অাংটিটা দেখাই বাট মুখে কিছু বলিনা কিন্তু অভাগা কিছুই বুঝে না........... :(( :(( :(( :(( :(( :(( :(( ..

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ আপু :(

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

মাঘের নীল আকাশ বলেছেন: আসলেই সত্য। আমার বউয়ের সাথেও এমনি ঘটেছে যে... :| :| :|

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

মহান অতন্দ্র বলেছেন: আহারে। কেন আপনারা এত বদলে যান :P

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

হাসান মাহবুব বলেছেন: কালকে রাতে ঘুম আসছিলো না। পুরোনো মেসেজ চেক করছিলাম। সে কি রসে টইটম্বুর আবেগে মাখামাখি সব মেসেজ! আর বিয়ের পর, এটা আনতে হবে, ওটা আনো, ডাক্তারের সিরিয়াল নিতে হবে ইত্যাদি। কীভাবে যে বদলগুলো এলো বুঝতেই পারলাম না!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

মহান অতন্দ্র বলেছেন: সময় সময়। সময় সবই বদলে দেয় ভাইয়া। তবে প্রত্যেকটি স্টেজে আবার আলাদা মজা আছে। একটা সময় দেখবেন বলছেন গিন্নী কত কি চাইতো। এখন কিছুই বলে না।

ভাল থাকুক আপনি ও আপনার পরিবার। শুভ কামনা।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

শায়মা বলেছেন: হা হা আপুনি!!! হাসতে হাসতে মরলাম !!!!!!!!

বয়াম টয়াম যাই বলো তাই বলে শেষে এসে আমাে ভাইয়ার হাড়ি হাঁটে ভেঙ্গে দিলে!!!!!!


হা হা হা

:P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

মহান অতন্দ্র বলেছেন: :P

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

শায়মা বলেছেন: আপুনি আমি তোমাকে অনেক রান্না শিখায় দেবো ওকে???????:) :) :)


আর বিস্বাদ খেতে হবেনা।:)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

মহান অতন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ আপু। রেসিপি দিয়েন।

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

দিশেহারা আমি বলেছেন: =p~ =p~ =p~

প্রেম,ভালবাসা বলে কিছু নেই।
আসলে প্রেম শব্দটার সঠিক অর্থ হওয়া উচিৎ থার্মোমিটার ( শরীর অথবা পরিবেশ পরিস্থিতির তাপমাত্রা নির্ধারক) :P
বোকারা এর নাম দিয়েছে প্রেম, ভালবাসা B-)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার গবেষণা :P খূব ভাল বলেছেন। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

যোগী বলেছেন:
হা হা হা আজব জগতের নিয়ম !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

মহান অতন্দ্র বলেছেন: :(

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

যোগী বলেছেন:
খারাপ লাগছে আপনার জন্য শুভোকামনা কাজে লাগেনি, আপনার তৃষ্ণার ফেব্রুয়ারি তৃষ্ণা মেটালো না:P

আই হোপ নেক্সট টাইম ইউ উইল গেট এ্যাভ্রিথিং ব্যাক। B-) B-)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

মহান অতন্দ্র বলেছেন: আপনার শুভ কামনা যেন কাজে লাগে :) অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!

মজা পেলাম কিন্তু এমনটা হবার কারন কি? কোনও প্রতিষেধ নাই?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

মহান অতন্দ্র বলেছেন: না কোনই প্রতিষেধক নেই। মজার ব্যাপার হল এ রোগে রোগের সাথে বসবাস করেও একটা মজা আছে। বিয়ে করুন , রোগী হন আর আপনিও মজা পান :P

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১

অবিবাহিত ছেলে বলেছেন: বিয়ে করেছি চারমাস ।
কেমন যেন লাগছে হাসফাস ।
আগে ছিলাম একা ,
ঘুরতাম পথে পথে সোজা আর বাকাঁ ।
জানিনা বউ আমার তন্দ্রার মতো ,
অনুযোগ করছে কিনা অন্যকোন পোস্টে ।
তবুও ফুল আমি তাকে দিয়েছি কাল ,
যদিও জোগাড় করেছি বড় কষ্টে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার কবিতা। শুভ কামনা আপনাদের জন্য।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

তুষার কাব্য বলেছেন: হাহাহা দারুন লাগলো অভিজ্ঞতার গল্প :D

ভালো থাকা হোক সবসময়।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

অন্ধকার ছায়াপথ বলেছেন: আমার গার্লফ্রেন্ড কে ফুল দিয়েছি....সারপ্রাইজ হিসেবে এসারের ল্যাপটপ দিয়েছি কোর-আই সেভেন...ডিনার করেছি...কিন্তু তার পরও সে খুশি না....কারন তার বান্ধবীর বয়ফ্রেন্ড তার বান্ধবীকে রুপার পায়েল দিয়েছে....কেনার সময় টেনশনে ছিলাম সারপ্রাইজটা পেয়ে সে খুশি হবে কিনা.....উল্লেখ্য আমাদের ৫ বছরের সম্পর্ক....আমি একজন ব্যাংকার তাই সময় বের করতে পারি না...এর কি উপায়...আপু শিখিয়ে দিন.....কোন সময়ে কোনটা পেলে খুশি হবে সে....পরবর্তীতে আমার সুবিধে হবে...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪২

মহান অতন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার গার্লফ্রেন্ড ও আপনি দুজনকেই শুভ কামনা। ভাল থাকুন আপনারা ।

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

মাঘের নীল আকাশ বলেছেন: @অন্ধকার ছায়াপথঃ সারপ্রাইজ হিসেবে এসারের ল্যাপটপ দিয়েছি কোর-আই সেভেন...ডিনার করেছি...কিন্তু তার পরও সে খুশি না...

আপনি ল্যাপটপের দাম দিয়ে ৫০ টা পায়েল কিনতে পারতেন =p~ =p~ =p~ =p~ =p~ =p~
অবশ্য তাতেও উনি খুশি হতেন কী না সন্দেহ থেকে যায় :P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৩

মহান অতন্দ্র বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

আরমিন বলেছেন: সবারই এক কাহিনী দেখা যায়! আমি তো কান্নাকাটি করেও আমার জামাইকে দিয়ে একটা ফুল কিনাইতে পারি না ! :(( :((

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৫

মহান অতন্দ্র বলেছেন: :(( :(( :((

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ফুল কিনে অযথা পয়সা নষ্ট না করাই শ্রেয় ।তার চেয়ে কাচের বয়াম গুরুত্বপূর্ণ । অনেক জ্ঞানী জীবনসঙ্গী পেয়েছেন । গাধা টাইপ কেউ হলে ফুলে ফুলে ভরিয়ে দিত আপনাকে ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৬

মহান অতন্দ্র বলেছেন: অনেক জ্ঞানী জীবনসঙ্গী পেয়েছেন =p~ =p~ =p~

২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

মেহেরুন বলেছেন: লেখক বলেছেন: সময় সময়। সময় সবই বদলে দেয় ভাইয়া। তবে প্রত্যেকটি স্টেজে আবার আলাদা মজা আছে। একটা সময় দেখবেন বলছেন গিন্নী কত কি চাইতো। এখন কিছুই বলে না। সহমত!!!



১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৮

মহান অতন্দ্র বলেছেন: সহমত । অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ।

২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

আমি ইহতিব বলেছেন: এমনই হয় আপু :((

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৯

মহান অতন্দ্র বলেছেন: সেটাই বুঝলাম। অনেক ধন্যবাদ আপু । শুভ কামনা রইল ।

২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৯

তিথীডোর বলেছেন: এবারের ভ্যালেন্টাইনে সে ছিল নিউ ইয়র্কে আর আমি সুদূর সান ফ্রান্সিসকো তে :( আমি ঝলমলে চমৎকার উষ্ন আবহাওয়ায়, আর ও ছেলেমেয়ে নিয়ে হীমশীতল বরফ বেস্টিত হয়ে :!> পরিস্থিতির কারনে এই সাময়িক বিচ্ছেদ....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

মহান অতন্দ্র বলেছেন: আহারে। বিচ্ছেদ ক্ষণস্থায়ী হোক। ভাল থাকুন আপনারা।

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ফিলিং বিয়ের পরে প্রেম বলে কিছু নেই কিছু নেই কিছু নেই............ :P :P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৬

মহান অতন্দ্র বলেছেন: :( :(( :( :((

৩১| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

ইচ্ছের ঘুড়ি বলেছেন: লিখাটা অনেক মজার ছিল, এই কারণেই বিয়ে করতে ভয় লাগে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.