নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মম বিকশিত করো/ অন্তরতর হে/ নির্মল করো, উজ্জ্বল করো,/ সুন্দর কর হে

মহান অতন্দ্র

কবিতার মত মেয়ে

মহান অতন্দ্র › বিস্তারিত পোস্টঃ

বিরতি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০

সব্যসাচীরা এদিক ওদিক দু’কুল সামলাতে পারেন। আমার সেরকম কোন গুন নেই। লিখতে গেলেই আমি যেন কেমন, লেখার মধ্যে বাস করে ফেলি। হয়ত প্রফেসর ক্লাসে পড়াচ্ছেন, জিগ্যেস করছেন, ইজ এভ্রিথিং ক্লিয়ার? সবার মাথা দুলছে। আমিও দুলছি । “ ইয়েস এভ্রিথিং ইজ ক্লিয়ার”।

আসলে নাথিং ইজ ক্লিয়ার। আমার দুলন্ত মাথা হয়ত তখন কোন গল্পের চরিত্র স্থির করছে।

সবে একটা বই লিখেছি আমি। একটা বই লিখলে তাকে কখনও লেখক বলা যায় না। বই আজকাল অনেকেই লেখে। তবে লিখতে যেয়ে একটা জিনিষ বুঝেছি, খুব সামান্য কিছু লিখতে হলেও অনেকটা পড়তে হয়। একটা বই যেন অনেকটা স্থায়ী ধনুকের মত। যার তীর একবার ছুড়লে আর কখনও ফিরিয়ে আনা যায় না। তাই একটা বই প্রকাশের আগে বারবার দেখতে হয় ভুল কিছু লিখে ফেলিনি তো, বিভ্রান্তিকর কিছু নয়তো? কারন ছাপা হয়ে গেলে তা আর রদ বদল করার সুযোগ থাকে না।

আমেরিকা নিয়ে যখন ব্লগে লিখতাম, রোজকার জীবনে যা দেখতাম, তাই ই লেখা হত। কিন্তু বই প্রকাশ ব্যাপারটা যখন আসল, তখন বারবার ইন্টারনেটে তথ্যগুলো ঝালিয়ে নিতে হল। মনগড়া কিছু লিখে ফেলিনি তো! এভাবেই যেন লেখার সাথে আমার অনেকটা বসবাস হয়ে গেল।

আমরা যারা বই পড়ি, আনন্দ পাবার জন্য পড়ি। এই আনন্দ যে শুধু গল্পের বই পড়লেই পাওয়া যায়, একথা সঠিক নয়। পাঠ্য পুস্তক পড়েও অনেকসময় গভীর আনন্দ পাওয়া যায়। স্কুলে কলেজে অনেকেই দেখবেন অংক বিজ্ঞানের বইগুলো পড়ে অনেক ভাল গল্পের বইয়ের চেয়ে অনেক বেশি আনন্দ পেয়েছেন। বিতৃষ্ণা যে কখন জাগে নি, সে কথা অস্বীকার করছি না।

আমি এবার পাঠ্য পুস্তক থেকে গভীর আনন্দ নেব ভেবেছি। তাই একটা বিরতি নেব। বইটি প্রাপ্তিস্থান সেকারনেই আরেকবার জানিয়ে দিচ্ছি।
লেখালেখির জগতে আমার সবে হামাগুড়ি। বইটি পড়ে অনেকেরই হয়ত ভাল লাগেনি। আমার মন খারাপ হবে ভেবে হয়ত পাঠ প্রতিক্রিয়া জানান নি। কিন্তু অনেকেই আবার জানিয়েছেন, আমাকে লিখেছেন। কত ক্ষুদ্রতা কত অসংখ্য দুর্বলতা আমার, তবুও আপনাদের সবার কথায় মনে হয়েছে, আপনারাও যেন সেদিন ডাকোটার নিঃসঙ্গ রাস্তায় আমার সাথে হেঁটেছেন। অনেকেই বলেছেন, “মেয়ে তুমি আরও লেখো”

আমার এক অদ্ভুত পাঠক আছে, পেশায় রিটায়ার্ড ন্যাভাল আর্কিটেক্ট। বয়স জানি না, আন্দাজ ৬০ এর কাছাকাছি। এই অদ্ভুত পাঠকটি প্রতিটি লেখার পর আমাকে ইমেইল করেন। খুশি করার জন্য উনি শুধু প্রশংসাই করেন না, অনেক ভুলও ধরিয়ে দেন। এই অসম্ভব, বিনয়ী, বই পড়ুয়া পাঠক আমার ভক্ত কিনা সে কথায় যাব না, তবে আমি তার ভক্ত হয়ে গেছি। পাঠক অনেকসময় আমাকে মজার অনেক কিছু লিখে পাঠিয়েছেন। সে গল্প না হয় আর একদিন তার অনুমতি নিয়ে বলা যাবে।
ভাল থাকবেন।

প্রাপ্তি স্থান (ঢাকা বই মেলা ) : স্টল ১৩-১৪, জ্যোতিপ্রকাশ, সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গন
প্রাপ্তি স্থান (খুলনা বই মেলা ) : স্টল ৭, প্রকাশনীঃ বাংলাদেশ রাইটার্স গিল্ড, পাবলিক লাইব্রেরী
মুল্যঃ ১৫০ টাকা।
http://rokomari.com/book/94709

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

সোহান ফয়সাল খান বলেছেন: বইটি কিনতে হবে :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: বইয়ে ভুল থাকলেও কিন্তু সংশোধনের সুযোগ আছে। নূতন মুদ্রণে সেটা করে নেয়া যায়। তবে পাঠকের হাতে যেগুলো চলে যায়, সেটা আর সম্ভব হয়ে উঠে না।
বিরতি নিতে চাচ্ছেন নিতে পারেন। কোন অসুবিধা নাই। তবে সেটা লেখা প্রকাশের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা উচিৎ। লেখালেখিতে বিরতি না নেয়াই ভালো। টুকটাক লিখে যাওয়া উচিৎ যেকোনো লেখকের। নতুবা বিরতির পর নূতন করে আবার লেখায় ফিরে আসতে মন নাও চাইতে পারে।
যে পাঠকের ভক্ত, তার কথা শুনার অপেক্ষায় রইলাম।
শুভ কামনা রইলো মহান অতন্দ্র।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

মহান অতন্দ্র বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ বিদ্রোহী বাঙালি। বিরতি আর নেওয়া হল কই। পণ করিলাম যেন পণ ভাঙিবার জন্যই।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২১

জাফরুল মবীন বলেছেন: তবে লিখতে যেয়ে একটা জিনিষ বুঝেছি, খুব সামান্য কিছু লিখতে হলেও অনেকটা পড়তে হয়।

পাঠ্য পুস্তক পড়েও অনেকসময় গভীর আনন্দ পাওয়া যায়।

-কথা দু’টো বিশেষভাবে ভাল লাগল।

ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

মহান অতন্দ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার অনুপ্রেরণা পূর্ণ মন্তব্য আমাকে বারবার ঋণী করে দিচ্ছে। ভাল থাকবেন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

অঘ্রান অভ্রু বলেছেন: ভালো লাগলো।
অনেক অনেক শুভকামনা :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

দীপংকর চন্দ বলেছেন: অভিজ্ঞতার বয়ানে সাবলীলতার উপস্থিতি।

শুভকামনা জানবেন মহান অতন্দ্র। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

মহান অতন্দ্র বলেছেন: শুভকামনা আপনাকেও দীপংকর দা ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

আবু শাকিল বলেছেন: লিখে যান।

সাথেই আছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

মুহাম্মাদ শরিফ হোসাইন বলেছেন: এক কপি কিনে নিবো,ভেবেছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

মহান অতন্দ্র বলেছেন: পড়ে দুর্বলতা গুলো জানিয়েন, জানবার অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.