নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

অথচ তোমার সব বসন্ত দিন!

৩০ শে মে, ২০১৭ সকাল ১১:০৩





এলো চুল মেলে
এখনও কি বস খোলা বারন্দায়
তোমার মন বারান্দার করিডরে
এখনও কি আছে আমার বিচরন?


তোমার বদ্ধ ঘরে
খোলা জানালা দিয়ে
এক দমকা সতেজ বাতাস এলে
তুমি কি গন্ধ খুজে পাও আমার?


ওই দূর সুনীল আকাশকে
একটা ক্যানভাস বানিয়ে
মনের মাধুরী মিশিয়ে
তাতে আঁকো কি আমার ছবি?


তোমাকে হারিয়ে
আমার রাত গুলো
আর ভোর হয় না
অথচ তোমার সব বসন্ত দিন!


** জবা ফুলের ছবি তুলেছি আমি। স্যামসং জে ফাইভে।

মন্তব্য ৬৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: হারিয়ে খোঁজার দিন বারে বারে আসে।
কবিতায় সেই ফিসফাস শুনতে পেলাম।

৩০ শে মে, ২০১৭ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বিজন দা।

২| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি আর লেখা খুব সুন্দর
শুভকামনা ভাইয়ার জন্য

৩০ শে মে, ২০১৭ সকাল ১১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল ফাতেমা আপু।

৩| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:২৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: :(
কবিতা সম্পর্কে জ্ঞান ০০%।তাই কেমন হয়েছে বুঝতে পারছি না।
যাই হোক,কথাগুলো ভালো লেগেছে। :)

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আমি নিজে কবিতা টুকটাক লিখলেও কবিতা বরাবরই কম বুঝি।
কবিতার কথা গুলি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ফয়েজ ভাই।

৪| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৭

সিনবাদ জাহাজি বলেছেন: কবিতা এবং ছবি দুই টাই চমৎকার একদম হৃদয় ছোঁয়া।
:)
ভালো থাকুন

৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন সিনবাদ।

৫| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কথাগুলো। কবিতা ভালো হইছে। শেষের কথাগুলো বেশি ভালো লাগলো ভাই। +++++

৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৫২

মোস্তফা সোহেল বলেছেন: প্লাসে অনুপ্রানিত হলাম নয়ন ভাই। আপনাকে সবসময় পাশে পায় । তার জন্য কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।

৬| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
তোমাকে হারিয়ে
আমার রাত গুলো
আর ভোর হয় না
অথচ তোমার সব বসন্ত দিন!" - থাকনা সে বসন্তে বসন্তে!

শুভকামনা জানবেন ভাই।

৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসার মানুষ গুলো সবসময় ভাল থাকুক এটা আমিও চাই।
আবারও ধন্যবাদ নয়ন ভাই।শুভ কামনা আপনার জন্যও।

৭| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:২৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +++

৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।
আপনার আলোয় আলোকিত হোক সামু ব্লগ।

৮| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:১৫

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কথামালা। শুভকামনা। :``>>

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল আলভী ভাই।

৯| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:২৮

বে-খেয়াল বলেছেন: তোমার বদ্ধ ঘরে
খোলা জানালা দিয়ে
এক দমকা সতেজ বাতাস এলে
তুমি কি গন্ধ খুজে পাও আমার?

অসাধারন লেখায় ভালবাসা রইলো সাথে+++++++্

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা বে-খেয়াল।ভাল থাকবেন।

১০| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৬

নাদিম আহসান তুহিন বলেছেন: ছবিটা সুন্দর তুলেছে লিখেছেন ও চমৎকার

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:০২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ তুহিন ভাই।

১১| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নতুন নকিব বলেছেন:



অসম্ভব সুন্দর ফুল!

লেখাটাও অসাধারন!

ভাল থাকবেন ভাই।

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:০২

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন নকিব ভাই।

১২| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

জুনিয়ার ব্লগার বলেছেন:
খুব সুন্দর লিখেছে +

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:০৩

মোস্তফা সোহেল বলেছেন: প্লাসে অনুপ্রেরনা পেলাম। ধন্যবাদ জুনিয়র ব্লগার।

১৩| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছো। +।

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:০৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

১৪| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




কবিতায় অনেক কিছু জানতে চেয়েছেন । সে কারনেই আমারও মনে পড়ে গেলো মান্না দে'র এই গানটি ----

এখনও কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পুজার ফুল তুলে
পুজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে
জানতে ইচ্ছে করে ...........


ছবিটি সুন্দর হয়েছে কবিতাটির মতোই ।

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:০৬

মোস্তফা সোহেল বলেছেন: আহমেদ জীএস ভাইয়া, মনে হয় কিছু দিন খুবই ব্যস্ত ছিলেন?
যার কারনে ব্লগে একেবারে দেখিই নি।
আশা করি ভাল আছেন। আপনার সুন্দর মন্তব্য অনেক ভাল লাগল ভাইয়া।

১৫| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবিটা এবং কবিতা দু’টোই খুব সুন্দর হয়েছে প্রিয় কবি।

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:০৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফরিদ ভাই।

১৬| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪১

সাইফুল ফরিদপুর বলেছেন: Opraptir majhei sukh.

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:০৮

মোস্তফা সোহেল বলেছেন: হয়তো তাই! ধন্যবাদ সাইফুল ভাই।

১৭| ৩১ শে মে, ২০১৭ রাত ২:৪৯

শূন্য-০ বলেছেন: কবিতা ছবি দুই সুন্দর +++++

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:০৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ শূন্য।

১৮| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:০৯

নীলপরি বলেছেন: ছবি ও কবিতা দুটোই অনবদ্য লাগলো।
++++

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:১৯

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি।

১৯| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:১৭

নূরএমডিচৌধূরী বলেছেন: এলো চুল মেলে
এখনও কি বস খোলা বারন্দায়
তোমার মন বারান্দার করিডরে
এখনও কি আছে আমার বিচরন?
অনেক সুন্দর +++++
খুব সুন্দর হয়েছে প্রিয় কবি
ভাল থাকা হোক

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন ভাই।

২০| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।

২১| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কেমন আছেন ভাইসাব ?

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: এই তো আল্লাহর রহমতে ভালই আছি। আপনি কেমন আছেন ভাই?

২২| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
জি, আমি ভালো আছি !!

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনি ভাল আছেন জেনে ভাল লাগল ।
আল্লাহ আপনাকে সব সময় ভাল রাখুন এই দোয়াই করি।

২৩| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি দোয়া আপনিও ভালো থাকুন । সবসময় ......

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ আমাদের সকলকে ভাল রাখুন।

২৪| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:০৬

শাহারিয়ার ইমন বলেছেন:
তোমাকে হারিয়ে
আমার রাত গুলো
আর ভোর হয় না
অথচ তোমার সব বসন্ত দিন


ভাল লাগল ।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ইমন ভাই।

২৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, রাগ কমলে ঘুরে আসবেন একবার, নিমন্ত্রণ রইল।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: রাগারাগির কি আছে নয়ন ভাই?
অনেক ভালবাসা রইল ভাই আপনার জন্য।

২৬| ৩১ শে মে, ২০১৭ দুপুর ২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম মনের মতো বলেছেন ভাই। কৃতজ্ঞতা জানবেন।

আমিও রাগ পোষে রাখি না। ভুল মানুষের জীবনেরই অংশ, এমনটাই মনে করি।

আবারও কৃতজ্ঞতা জানিয়ে গেলাম ভাই।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৬

মোস্তফা সোহেল বলেছেন: আমার একটি গোপন কথা আপনাকে বলি নয়ন ভাই, আমি যাদের ভালবাসি বা আমার কাছের যারা তাদের উপর আমি কেন জানি রাগ করতে পারিনা।
তবে খারাপ দিকটা হল অভিমান হয় খুব।

২৭| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


আমি যাদের ভালবাসি বা আমার কাছের যারা তাদের উপর আমি কেন জানি রাগ করতে পারিনা।
তবে খারাপ দিকটা হল অভিমান হয় খুব।
মনে কথা বলেছেন ভাই। শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মনের কথা তাহলে বলেই দিলাম নয়ন ভাই।

২৮| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

প্রথমকথা বলেছেন: ওই দূর সুনীল আকাশকে
একটা ক্যানভাস বানিয়ে
মনের মাধুরী মিশিয়ে
তাতে আঁকো কি আমার ছবি?

খুব সুন্দর লিখেছেন। ভাললাগা জানবেন।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্য ও অনেক শুভ কামনা রইল।ধন্যবাদ।

২৯| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:০৩

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: খুব সুন্দর লিখেছেন

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৩০| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:১১

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:০৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই।

৩১| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:১২

ভ্রমরের ডানা বলেছেন:
ছবিটি খুব ভাল লাগল। কিছু মনে করবেন না মোস্তফা সোহেল, কবিতার পরিধি আরো বাড়ালে ভাল হত!

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:১০

মোস্তফা সোহেল বলেছেন: পরামরর্শের জন্য ধন্যবাদ ভ্রমরের ডানা।
হয়তো কবিতাটির পরিধি আরও বাড়াতে পারতাম।
মনে হয় আমি একটু তাড়াহুড়ো বেশি করি।

৩২| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

ভালোলাগা +

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ বাবু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.