নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধতার খোজে...

০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৯








ইচ্ছে করেই অনেক দিন কোন শুদ্ধতা খুজিনি
যখন নতুন একটা দিন আসে
আর যখন সন্ধ্যা নামে
বিষন্নতা ভর করতে চাই এই মনে।
চেষ্টা করছি নিজের মত থাকতে
খুব সহজে হবেনা কারন
অনেক আগেই প্রভাবিত আমি আর পাচজন দ্বারা।
কাউকে মন থেকে সরিয়ে দিতে চাইলেই কি
আর মন থেকে সরিয়ে দেওয়া যায়?
তবে চেষ্টা করলে তো সম্ভব সবই।
আমার অন্তর দৃষ্টিতে যারা ছিল এখন তারা
আমার জীবনে কোন অধ্যায়ই নয়।
নতুন করে নিজের মতই বাচতে চাইছি
বেচে থাকা যতটা না কঠিন
তার চেয়ে অনেক বেশি কঠিন
নিজের মত বেচে থাকা।
আবার আমি শুদ্ধতা খুজছি
নিজের মত বাচতে চাইলে
অতটুকু আবশ্যিক।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২১

স্বতু সাঁই বলেছেন: আমার জীবনটা আমার কই?!
আমি তো সারাক্ষন দাস হয়ে রই।
দাসের নাই নিজস্ব কোন অনুভূতি
আছে স্বপ্নভঙ্গ আর বিচ্যুতি।
দাস সকলের শুদ্ধতার কথা ভাবে,
এভাবেই একদিন সে মরে যাবে।

০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২১

স্বতু সাঁই বলেছেন: আমার জীবনটা আমার কই?!
আমি তো সারাক্ষন দাস হয়ে রই।
দাসের নাই নিজস্ব কোন অনুভূতি
আছে স্বপ্নভঙ্গ আর বিচ্যুতি।
দাস সকলের শুদ্ধতার কথা ভাবে,
এভাবেই একদিন সে মরে যাবে।

৩| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২১

ধ্রুবক আলো বলেছেন: বেচে থাকা যতটা না কঠিন
তার চেয়ে অনেক বেশি কঠিন
নিজের মত বেচে থাকা।

আসলেই মানুষ আমরা নিজের মত করে কখনো বাঁচতে পারি না...!!!!

০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক তাই ধ্রবক আলো। নিজের মত কেউই বাচতে পারেনা।

৪| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লাগলো +++

০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেচে থাকা যতটা না কঠিন
তার চেয়ে অনেক বেশি কঠিন
নিজের মত বেচে থাকা।
আবার আমি শুদ্ধতা খুজছি ...

শুদ্ধতার স্নানে ষূচি হোক নতুন পথচলা নিজের মতো করে :)

++++

০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৮

মোস্তফা সোহেল বলেছেন: নিজের মত কি পারব চলতে?
মন্তব্য ও পাঠে অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।

৬| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

৭| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:০০

কুঁড়ের_বাদশা বলেছেন:
জীবনে এতো হাতাশ কেনরে ভাই ? আপনার জীবন যে কত সুন্দর তা যদি আপনি জানতে, তাহলে আর বলতেন না আপনার জীবনে কোন অধ্যায় নেই । :( যাহোক,এখন থেকে কি আছে আর কি নেই এ নিয়ে পড়ে না থেকে , জীবনকে উপভোগ করতে শিখুন ।

শুভ কামনা রইল ।

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:২৭

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বাদশা ভাই।
সত্যি ছোট এই জীবনটাকে যতটুকু পারা যায় উপভোগ করাই ভাল।

৮| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: নিজের মত বেঁচে থাকা সত্যি কঠিন ;)

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই কঠিন । ধন্যবাদ সেলিম ভাই।

৯| ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো বলেছেন ভাই। মুগ্ধতা রইল আপনার অনুভবে।

আমিও নিজের মতো চলতে চেষ্টা করছি, দোআ করবেন ভাই।

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: কেমন আছেন নয়ন ভাই? কয়েক দিন দেখিনি ব্লগে।
দোয়া করি ভাই আপনার মনের আশা পূরন হোক। আমার জন্যও দোয়া করবেন।

১০| ১০ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮

নীলপরি বলেছেন: তার চেয়ে অনেক বেশি কঠিন
নিজের মত বেচে থাকা।


দারুন লিখেছেন । ভালো লাগলো । ++

১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।

১১| ১০ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগলো +++

১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।

১২| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চার তারিখ রাত্রে ই-মেইল সেটিং অপশনে সিকিউরিটি জোরদার করতে চেয়েছিলাম। ভালোই করেছিলাম, কিন্তু অজ্ঞতা কারণে শেষে ডিবাইস ফরমেট করে ফেলি, ভাবছিলাম ফরমেট করলে তো ভালই, কিন্তু, আমার মোবাইল ডিবাইস বন্ধ হয়ে যায়! মোবাইল ডাটা সার্ভিস ডিসকানেক্ট হয়ে যায়। পরে স্যামপনি কেয়ারে যাই, অল্প সময়েই ফ্রি ডিবাইস ঠিক করে দেয় গতকাল। গতকাল দৌড়ে ছিলাম, (বাড়ি গিয়েছিলাম আসছি আরকি) তাই আর ব্লগে আসিনি। আজই ব্লগে লগইন হয়েছি। খুব টেনশনে ছিলাম ভাই, আল্লাহ্ অল্পতেই সারিয়ে দিয়েছেন। শুকরিয়া।

ভালো লাগলো ভাই আপনার খেয়াল রাখায়। কৃতজ্ঞতা রইল ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময় আপনার জন্য।

১০ ই জুন, ২০১৭ দুপুর ২:০২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্রতিও অনেক ভালবাসা নয়ন ভাই।

১৩| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর কবিতা+

কেমন আছেন ?

১০ ই জুন, ২০১৭ দুপুর ২:০১

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহর রহমতে ভালই। আপনি কেমন আছেন শাহরিয়ার ভাই?

১৪| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: জি আমি ভাল আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.