নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

কোথায় তুমি আমার সুবোধ মন!

১০ ই জুন, ২০১৭ দুপুর ২:২১



তোমাকে আমি খুঁজেছি
মাটির সোদা গন্ধের ভেতরে
শীতের সকালের সাদা কুয়াশায়
পাখির মিষ্টি সুরের গানে।

তোমাকে আমি খুঁজেছি
রাখালের বাঁশির মিষ্টি সুরে
হলদে সরিষা ফুলের ক্ষেতে
বটবৃক্ষের ছায়ায়।

তোমাকে আমি খুঁজেছি
গাঁয়ের মেঠো পথে
কৃষকের কুঁড়ে ঘরে
অবারিত জোছনা রাতে।

তোমাকে আমি খুঁজেছি
ঘরের চালে বেড়ে ওঠা কুমড়ো গাছের লতানো ডগায়
আউশ আর আমনের ক্ষেতে
প্রবাহমান নদীর বুকে
গভীর অরন্যর মাঝে
কোন দূর পাহাড়ের চুড়ায়।

তোমাকে আমি খুঁজেছি
কোন লাজুক কিশোরীর চোঁখে
গ্রাম্য বধূর সলাজ হাসিতে
পানকৌড়ির উড়ন্ত ডানায়।

তোমাকে আমি খুঁজেছি
কোন বালকের উড়ন্ত ঘুড়িতে
ঘুরন্ত লাটিমের মধ্যেখানে
গোল্লাছুটের আসরে ।

তোমাকে আমি খুঁজেছি
শরতের শুভ্র কাশ ফুলে
কোন ঝিলে ফুটে থাকা শাপলায়
বর্ষার রিম ঝিম শব্দতে।

কোথায় তুমি আমার সুবোধ মন
তুমি ধরা দাও আমার কাছে।

মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬

স্বতু সাঁই বলেছেন: হায় রে মন,
কেমন করে চিনি তোরে
তুই আমার আপন জন।।

১০ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের মনের মাঝে আরেকটা মন আছে সেই মন শোনেনা কোন বারন।
ধন্যবাদ স্বতু সাঁই।

২| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৭

বিজন রয় বলেছেন: প্রকৃতির কাছে হৃদয়ের খুঁজেফেরা। এমন কবিতা পড়লে অবশ্যই মন নিষ্পাপ হয়।

খুজেছি বানানটি খুঁজেছি হবে।

১০ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বিজন দা। বানানটি ঠিক করে দিয়েছি।

৩| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:৫০

স্বতু সাঁই বলেছেন: তাহলে কি মানুষের দুইটা মন?

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: আমার তো তাই মনে হয় । মানুষের দুইটা মন।
আমার একটি কবিতার লাইন বলি-
আমার মনের মাঝে আছে আরেকটি মন
সেই মন শোনেনা
আমারও বারন।

ধন্যবাদ আবারও মন্তব্যের জন্য।

৪| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।

৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৬

স্বতু সাঁই বলেছেন: তাহলে আসল মনটা থাকে কোথায়?

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আসল মনটা যে কোথায় থাকে বলতে পারবনা ।

৬| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৯

স্পর্শ বিন্দু বলেছেন: কবিতারে প্যারা প্যারা করে দ্যান। দেখতে ভালো লাগবে।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২০

মোস্তফা সোহেল বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।

৭| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর এক খানি কবিতা, পাঠে মন মুগ্ধকর +++++



১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনার এত্ত গুলা প্লাস পেয়ে আমি খুবই খুশি । ধন্যবাদ ধ্রুবক আলো।

৮| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৩

ধ্রুবক আলো বলেছেন: ৬/৮ লাইন পর পর একটু স্পেস রাখলে আরও বেশি আকর্ষণীয় লাগতো।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৯

মোস্তফা সোহেল বলেছেন: স্পেস দিয়ে দিয়েছি। পরামর্শের জন্য আরও একবার ধন্যবাদ।

৯| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬

ওমেরা বলেছেন: আমনার মন এত জায়গায় খুঁজলে কি ভাবে হবে ! আপনার মন মনের ভিতরই ঘুমিয়ে আছে শুধু তাকে জাগিয়ে তুলুন ।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

মোস্তফা সোহেল বলেছেন: তাও হতে পারে দেখি চেষ্টা করে ঘুম ভাঙাতে পারি কিনা। ধন্যবাদ ওমেরা।

১০| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

নাগরিক কবি বলেছেন: খোজা খুঁজি বাদ দেন মিয়া ভাই ;) আংকেল এর নাম্বার দেন ব্যবস্থা করতাছি B-) কবিতা সুন্দর হইছে তবে। 8-|

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: তাইলে ব্যবস্থা করেন। আঙ্কেলের নাম্বার লাগবেনা। আমার নাম্বার দিয়ে দিব। ব্যবস্থা হইলে আমারেই ডাইরেক্ট কল দিয়েন।

১১| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

স্বতু সাঁই বলেছেন: সত্যি আমরা কতো নির্বোধ নিজের মনটার খবর জানি না। বিজ্ঞানীরা বলে কোথায় কোথায় গেলো!! অথচ তারা তাদের মনে খোঁজটা আজও দিতে পারলো না। ভাবি তাই, মানুষ না দেখা আল্লাহ তরে জীবন দিয়ে দেয়, অথচ মরার আগে সে তার মনটারে দেখলো না!! আসলেই আমরা কতই নির্বোধ।

তবে আপনার মনের ভিতরের মনটা মনে হয় শয়তান, তাই না? শয়তান ছাড়া তো অবাধ্য কেউ হতে পারে না?

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনি কি আমার সাথে প‌্যাচাল পাড়তে এসেছেন। যদি তাই হয় তবে দুঃখিত।
আমি ব্লগে কারও সাথে প‌্যাচাল পাড়তে আসিনি। আর আপনি আমার কথাকে কোন অর্থে ধরেছেন জানিনা।
ভাল থাকুন।

১২| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৭

স্বতু সাঁই বলেছেন: আমি আপনার মত জানার চেষ্টা করছি, মনটা কোথায় কোন অবস্থানে আছে। আর আপনি সেটাকে প্যাচাল বলছেন? সত্যি সত্যিই আপনার সন্দেহে আমি ভীষণ কষ্ট পেলাম। আমাদের সকলের সীমাবদ্ধতা আছে, এটা আমরা সকলেই জানি। এই সীমাবদ্ধতা দূর করতে হলে তো জানার বিকল্প নেই। আর জানতে হলেএকে অপরের সহযোগীতার প্রয়োজন আছে। কিন্তু আপনি সহযোগীতার হাত একেবারেই টেনে নিলেন। সত্যিই কষ্টকর।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:০২

মোস্তফা সোহেল বলেছেন: তবে আপনার মনের ভিতরের মনটা মনে হয় শয়তান, তাই না? শয়তান ছাড়া তো অবাধ্য কেউ হতে পারে না?
এই কথা গুলি আপনি আমাকে কেন বললেন বললে খুশি হতাম।
আমি ভাই খুবই কম জানি। আর আমি নিছক কবিতা লিখেছি। মন নিয়ে থিসিস করে কোন লেখা লিখিনি। তাই এখানে সিরিয়াস হওয়ার কোন কারন নেই।
ভুলবশত আপনাকে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চাইছি।
ভাল থাকুন।

১৩| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


পংক্তিগুলো ছন্দে ও কথায় সুপাঠ্য হয়েছে

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ গাজী ভাই।

১৪| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৯

স্বতু সাঁই বলেছেন: আপনি কম জানেন, নাকি বেশী জানেন সেটা কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই নি। একজনের সাথে আলোচনা করতে করতে অনেক জানা হয়ে যায়। আমি সেই আলোচনাই শুরু করতে চেয়েছিলাম। কিন্তু আলোচনা যদি মাঝ পথে বন্ধ হয়ে যায়, তাহলে জানার আর কিছুই থাকে না এবং দুজনের মাঝে বন্ধুত্ব গড়ে উঠে না। এই কদিনে ব্লগে খুব ভালো করে বুঝলাম, সবাই যেন আতঙ্কের মধ্যে আছে। কে কখন কাকে আক্রমণ করে এরই আতঙ্ক সবার মাঝে। তাই দলে দলে বিভক্ত হয়ে আছে গোটা ব্লগ। কেউ ইসলামীপন্থী, কেউ বিশ্বাসীপন্থী, কেউ অবিশ্বাসীপন্থী, কেউ সর্বজানাপন্থী। তাই কেউ মানবপন্থী আর হতে পারছে না। আসলে আমিও মানুষ রে ভাই, তাই সারাক্ষন মানুষেরই সন্ধান করি।


মানুষ ভজিলে রে মন,
পাবি খুঁজে আপনজন!!

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনি কিন্তু আমার প্রশ্ন এড়িয়ে উত্তর দিলেন। যায় হোক মানুষ খুজতে থাকুন। পেলেও পেয়ে যেতে পারেন।
দয়া করে আর কথা না বাড়াই। একটি লেখায় দু একটি কমেন্টই যথেষ্ট।

১৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মনে প্রাণে কিছু একটা খুঁজে বেড়াচ্ছেন, তা বুঝা গেলো। তবে...
খুঁজিতে খুঁজিতে কবিতার ছন্দে ছন্দে মাটি-মানুষ-প্রকৃতির অপরূপ বর্ণনা পাঠে মুগ্ধ হয়েছি।

শুভেচ্ছা রইল।

১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা মনারুজ্জামান ভাই।

১৬| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সহজসরল ভঙ্গিমায় খুব সুন্দর প্রকাশ করেছেন মনে তাড়না। ভালো লাগলো ভাই।
খুব সুন্দর কথামালায় সাজিয়েছেন, উপলক্ষ্য গুলোও দারুণ সেট করেছেন। মুগ্ধতা রইল ভাই। ++++++

১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ নয়ন ভাই।

১৭| ১০ ই জুন, ২০১৭ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




মন, বাড়ীর কাছে এক আরশীনগর; চোখ মেলে একদিনও দেখা হয়নি যারে ।

১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: নিজের মনটা আমাদের এই এক জনমে আর দেখা হবে না হয় তো। ধন্যবাদ ভাইয়া।

১৮| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:৩১

জাহিদ অনিক বলেছেন: পাবেন না , বৃথাই খুঁজে যাচ্ছেন । পন্ডশ্রম ।

১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫০

মোস্তফা সোহেল বলেছেন: তারপরও কিন্তু অনেকেই এই পন্ডশ্রম করেই যাচ্ছে। ধন্যবাদ জাহিদ অনিক।

১৯| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাগল মন, মনরে
মন কেন এত খুঁজে মরে ;)

ভাললাগার কাব্য :)

++++

১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।

২০| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫১

মোস্তফা সোহেল বলেছেন: সুমন দা অনেক ধন্যবাদ।

২১| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:১২

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সুস্দর কবিতা, ভালো লাগলো। ++++++

১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আরিফ ভাই।

২২| ১১ ই জুন, ২০১৭ ভোর ৬:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: সরল, সাবলীল লেখনীতে সুন্দর কবিতা! ভালো লাগল।
শুভকামনা!

১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল সামু পাগলা।

২৩| ১১ ই জুন, ২০১৭ সকাল ৭:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর

১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। অনেক দিন কিন্তু আপনি কবিতা লেখেন না?

২৪| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৪২

নতুন নকিব বলেছেন:



ভালো লাগা অনি:শেষ।

১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ নকিব ভাই। কেমন আছেন?

২৫| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৯

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। সকল দিক থেকে শুকরিয়া। আপনি কেমন, প্রিয় ভাই?

১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহর রহমতে আমিও অনেক ভাল আছি ভাই।

২৬| ১১ ই জুন, ২০১৭ সকাল ১০:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া

১১ ই জুন, ২০১৭ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফাতেমা আপু।

২৭| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:০১

স্বতু সাঁই বলেছেন: "তবে আপনার মনের ভিতরের মনটা মনে হয় শয়তান, তাই না? শয়তান ছাড়া তো অবাধ্য কেউ হতে পারে না?
এই কথা গুলি আপনি আমাকে কেন বললেন বললে খুশি হতাম।"

প্রথমে বলে নিই, আমি আপনাকে শয়তান বলি নি। শয়তান বলেছি আপনার দ্বিতীয় মনটাকে।

উত্তর তো আপনার কাছেই ছিলো, সে কারনে আমি উত্তর দেই নি। কারণ আপনি আমার মন্তব্যের উত্তরে আপনার কবিতাংশ কোট করে দিয়েছিলেন। যেখান থেকে আমার প্রশ্নের উদ্ভব এবং সেখানেই আমার প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে।

"মোস্তফা সোহেল বলেছেন: আমার তো তাই মনে হয় । মানুষের দুইটা মন।
আমার একটি কবিতার লাইন বলি-
আমার মনের মাঝে আছে আরেকটি মন
সেই মন শোনেনা
আমারও বারন।"

অবাধ্যতাকে আল্লাহ কোরানে শয়তান বলে উল্লেখ করেছে। যেহেতু আপনার দ্বিতীয় মনটা আপনার অবাধ্য সেহেতু আপনার দ্বিতীয় মনটাকে শয়তান বলেছি।

কবি হয়ে এতো অল্প বুঝলে চলবে না দাদা। কবিরা আধ্যাত্মিক হয়ে থাকে। তারা সত্তার সাথে কথা বলে, আর কবিতা লিখে। দাদা কবিতা লিখা এত সহজ কাজ নয়। কবিতা লিখার আগে মনকে চিনতে হয়। মন না চিনে মনের কথা কি করে লিখা যায়?! আগে মনটাকে চিনুন তারপরেই সবার মনকে চিনতে পারবেন। তখনই না হবে সকলের জন্য কবিতা রচনা। সকল মনের প্রতিফলন যদি কবিতায় না থাকে তাহলে সেটা কি কবিতা হয়?! কবিতা লিখার আগে বিখ্যাত কবিদের কবিতা পাঠ করতে হয়। তারা কিভাবে বিষয়বস্তু নির্বাচন করে, বিষয়বস্তুর উপর কিভাবে পঙক্তিগুলোকে সাজায়, ছন্দের মিলন কিভাবে ঘটায়, উপমা ব্যবহারে কেমন রূপক গড়ে, মাত্রা কিভাবে রক্ষা করে ইত্যাদি নিয়ে গবেষণা করতে হয়। তারপরে হয়তো কিছু কিছু কবিতা আসলেও আসতে পারে। তবে মনকে না চিনে বিখ্যাত কবিদের কবিতা পড়ে পাঠক ও আবৃতিকার হওয়া যেতে পারে, কিন্তু কবি হওয়া সম্ভব না।

মানুষ ভজিলে রে মন,
পাবি খুঁজে আপনজন!!

১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আমি শখের বশত টুকটাক লেখালেখি করি মাত্র। তবে আমি নিজেকে লেখক মনে করিনা। আর আমার মনের ভেতরে যে মন আছে সে যে খারাপ কিছু করে আপনি জানলেন কি করে?আল্লাহ তো কোরানে অনুমান করতেও নিষেধ করেছেন।
আমি আগেও বলেছি ফালতু ক্যাচাল করতে চাইনা ভাই । দয়া করে আর কথা বাড়াবেন না।
ভাল থাকুন।

২৮| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কোথায় তুমি আমার সুবোধ মন
তুমি ধরা দাও আমার কাছে।


সুবোধ মনটা বরাবরই খুব অবোধ ও অবুঝের কাজ করে। তার একদণ্ড ফুরসত নেই, একদণ্ড সে স্থির থাকে না কোথাও।

সুন্দর লিখেছেন। শুভেচ্ছা।

১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

২৯| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: মন কোথায় হারায় কে জানে
মন কার নিয়ন্ত্রণে কে জানে ?

১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৩০| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:০৮

তোমার জন্য মিনতি বলেছেন: সুন্দর কবিতা দিয়েছেন ভাই ++++++

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩১| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা

১২ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।

৩২| ১২ ই জুন, ২০১৭ সকাল ৯:৫২

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১২ ই জুন, ২০১৭ দুপুর ১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।

৩৩| ১২ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৫

জুন বলেছেন: মোস্তফা সোহেল সুবোধ মনকে খুজে বেড়ানোর আকুতিভরা কবিতায় অনেক অনেক ভালোলাগা রইলো ।
+

১২ ই জুন, ২০১৭ দুপুর ১:১৭

মোস্তফা সোহেল বলেছেন: ব্যস্ততার মাঝেও সময় করে কবিতা খানি পড়ার জন্য অনেক ধন্যবাদ জুনাপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.