নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

রম্য = সামু ঈদ শপিং লাইভ!

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৫



দর্শক এই মূহুর্তে মঙ্গলগ্রহের হাওকাউ শপিং সেন্টারের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিঃ বদনা খান। তিনি আমাদের জানাবেন ঈদ শপিংয়ের সর্ব শেষ খবর। হ্যা মিঃ বদনা খান আপনি আমাকে শুনতে পারছেন? আপনি আমাদের জানান মঙ্গল গ্রহের হাওাকাউ শপিং সেন্টারের সর্ব শেষ কেনাকাটার কি খবর।
হ্যা টুসি আপনাকে ধন্যবাদ আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন মানুষে গিজগিজ করছে পুরা হাউকাউ শপিং সেন্টার।এখানে তিল ধারনের জায়গা নাই।
হ্যা মিঃ বদনা খান আমি দেখতে পারছি তিল ধারনের জায়গা নাই।তবে একটা কথা বদনা খান, আপনার মত এত্ত মোটা মানুষ ওখানে কি ভাবে ঠাই পেল?
হে হে হে আসলে আমি বলেছি এখানে তিল ধারনের ঠাই নাই তবে আমি তো এটা বলিনি যে এখানে আমার মত মোটা মানুষের ঠাই হবে না।
টুসি আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলব,ভাই আপনার নাম যদি একটু বলতেন,প্রামানিক। কি অদ্ভুদ নাম দেখছেন টুসি! তো ভাই আপনারে চেনা চেনা লাগছে আপনিকি সামু ব্লগের লেখক।সন্দেহ আছে? না সন্দেহ নাই চেহারা দেখেই বুঝছি। তা প্রামানিক ভাই আপনি এবার ঈদে কি কেনা কাটা করলেন?
আসলে এখানে শপিংয়ে আসছি সেই সকালে এখন সন্ধ্যা, জানেনই তো আমি ছড়া ভাল লিখি তাই বৌ কইছে তার জন্য একটি ছড়া শাড়ি কিনতে। সারা শাড়িতে বিভিন্ন ছড়া লেখা থাকবে আরকি। কিন্তু এখনও খুজে পেলাম না। কষ্ট করে এই মঙ্গল গ্রহে চলে আসছি একটা শাড়ির জন্য তাও পাইলাম না । শান্তি নাই শান্তি নাই মঙ্গলগ্রহেও শান্তি নাই। টুসি আপনি দেখতে পারছেন একজন ক্রেতা তার মনের মত পন্য কিনতে না পেরে কতটা হতাশ। আমারা আর হতাশা দেখতে চাই না। এখন আমি একজন দোকানদারের কাছে চলে যাব। দেখি তার দোকানে নতুন কি কালেকশন আছে।
এই যে ভাই আমি এই দোকানের মালিকের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম।জ্বী বলুন আমিই এই দোকানের মালিক। প্লিজ নামটা যদি একটু বলতেন।ধ্রুবক আলো।
আপনাকেও চেনা চেনা লাগতাছে তা ভাই কি সামুর লেখক? ওই আর কি লিখি মাঝে মাঝে ছাইপাশ। তা আপনার দোকানে কি কি নতুন কালেকশন আছে যদি একটু বলতেন,মেয়েদের জন্য আছে থ্রিপিস কাটাপ্পা-খাটাপ্পা-ঝাটাপ্পা-বাটাপ্পা।সবই তো দেখি টাপ্পা তা এই টাপ্পা ছাড়া কি অন্য কিছু নাই।
অন্য কিছু কি বলেন এই গুলাই তো এবার ঈদে ঝুমাইয়া চলতাছে। আর আপনাদের এই আজগুবি চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভাই বোন আপনারা সবাই আমার দোকানে আইসেন সব মালই ঝাক্কাস।
টুসি আপনি দেখছিলেন একজন দোকানদার বলছিলেন ঈদে কি কি নতুন কালেক শন আছে।আমার এখানে আরও একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি । আপু কি নাম আপনার? শায়মা। আরে আপনারেও তো চেনা চেনা লাগে। আপনি সামুর লেখক না। লিখি আরকি তয় সবই আকিবুকি। তা আপু ঈদে কি কেনাকাটা করলেন।কন কি এখন কিসের কেনাকাটা!ঈদের এখনও অনেক দিন বাকি এখন আসছি নতুন কি কালেকশন এসেছে সেটাই দেখতে। কেনাকাটা করব চাঁদরাতে।
টুসি আপনি দেখছিলেন একজন ক্রেতা কেনাকাটা করতে আসেননি তিনি এসেছেন শুধুমাত্র নতুন কি কালেকশন এসেছে সেটাই দেখতে।তিনি মুলত চাঁদ রাতে কেনাকাটা করতেই ভালবাসেন।
হ্যা মিঃ বদনা খান আমি দেখলাম ওখানে বেশির ভাগ ক্রেতা সামুর লেখকবৃন্দ। কারন কি তা যদি একটু বলতেন।
টুসি আমি এখানকার বিভিন্ন দোকানদারদের সাথে আগেই কথা বলে জেনেসি মঙ্গলগ্রহের এই হাউকাউ সপিং সেন্টারে শুধুমাত্র সামুর সম্মানিত লেখকবৃন্দর জন্য প্রতি কেনাকাটায় ৯০ পারসেন্ট পর্যন্ত ছাড়। আর তাই সামুর লেখকরাই এখানে বেশি।
টুসি আমি আবরও একজন ক্রেতার.....
বদনা খান আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ওখানে থাকুন প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগদান করব।
আমিদের সিনিয়র রিপোর্টার বদনাখান মঙ্গলগ্রহের হাউকাউ শপিং সেন্টার থেকে জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার সর্বশেষ খবর।
এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে....

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:০৫

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: হাওকাউ শপিং, মিঃ বদনা খান, নামটা দিলেন খুব সুন্দর B-)

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:২৪

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আমরার চ্যানেল গুলারে মাঝে মাঝে বান্দইরা থাপ্পর দিতে মুঞ্চায়! ;)

দারুন রম্যে ++++

৯০% অফ!!!! আগে কইবেন না! জলদি একটা টিকেট বুকিং দেন মঙ্গলের! প্রামানিকদা ছড়া শাড়ি আরেক পিস পাই নাকি দেখি ;)
হা হা হা হা

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় কন কি আগে বুকিং দেন নাই।এখনতো আর চান্স পাইবেন না ভাই।
প্রামানিক ভাইরে ফোন দেন ছড়া শাড়ি পাইলে আপনার জন্যও একখান আনতে কইয়েন।

৩| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:১৪

কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার এই রকম রম্য লেখার অপরাধে, কিছু সময় পর আপনার খবর লাইভ টেলিকাস্ট হবে। B:-) কারণ, এই ব্লগে বেশির ভাগ ব্লগার সাংবাদিক । হা,হা,হা.... মিঃ বদনা খান =p~ =p~ =p~

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ভয় পাইছি। আমি মঙ্গলগ্রহে চইলা যামু।

৪| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:২৩

শায়মা বলেছেন: টুসি আপনি দেখছিলেন একজন দোকানদার বলছিলেন ঈদে কি কি নতুন কালেক শন আছে।আমার এখানে আরও একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি । আপু কি নাম আপনার? শায়মা। আরে আপনারেও তো চেনা চেনা লাগে। আপনি সামুর লেখক না। লিখি আরকি তয় সবই আকিবুকি। তা আপু ঈদে কি কেনাকাটা করলেন।কন কি এখন কিসের কেনাকাটা!ঈদের এখনও অনেক দিন বাকি এখন আসছি নতুন কি কালেকশন এসেছে সেটাই দেখতে। কেনাকাটা করব চাঁদরাতে।
টুসি আপনি দেখছিলেন একজন ক্রেতা কেনাকাটা করতে আসেননি তিনি এসেছেন শুধুমাত্র নতুন কি কালেকশন এসেছে সেটাই দেখতে।তিনি মুলত চাঁদ রাতে কেনাকাটা করতেই ভালবাসেন।


ভুল!!!!!!!!!!!!!!!!!!! ভুল!!!!!!!!!!!!!!!!! ১০০% ভুল!!!!!!!!!!!!!!!!!!!!!! X((

আমি মোটেও চাঁদরাতের জন্য কিছুই বাকী রাখিনা। হায় হায় তাইলে ম্যাচিং জুতা, জ্যুয়েলারী, পারফিউম, কসমেটিকস এসব কেমনে হবে!!!!!!!! B:-) আমি তো ৩০ দিনই শপিং যাই। কেনাকাটা যা খুশী হোক ঈদের আনন্দ, মানুষ আর ঝলমলে দোকানপাট, জিনিসপাতি আমি তো সেই ছোট্টবেলায় হারিয়ে যাই! :)

তোমার টুসি ফাঁকিবাজ!!! মিছা কথা বলছে!!!!! :(

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: টুসি মিছা কথা কইসে না আপনি লাইভ দেইখ্যা মিছা কথা কইছেন?

৫| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৩

শায়মা বলেছেন: আসলে টুসি যাহা করিয়াছে তাহা মিথ্যা ষড়যন্ত্র। টুসি যাহাকে শায়মা বলিয়াছে সে আমিই নই! আমার জড়ুয়া বহিন তাইতো টুসিমনি টাসকি খেয়ে ভুলভাল আওড়েছে! :(

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: শায়মাপুর জমজ বোন আছে! যাক অবশেষে তবে জানা গেল।

৬| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৫

রাফিন জয় বলেছেন: সব ভাল লেখক গুলারে ভাল মত পচাইছেন! ;)

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: পচাইলাম কেমনেরে ভাই । এটা যাষ্ট রম্য।

৭| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৩

শায়মা বলেছেন: আছে তো ! আরও কয়েকটা আছে। :P

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: প্রমান না দিলে বিশ্বাস করমু না।

৮| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: রম্য পইড়া বড়ই চিন্তায় আছি, বিদ্রোহী ভৃগুর মন্তব্য নজর কাড়ল, দেখি এখন কি করা যায়।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১০

মোস্তফা সোহেল বলেছেন: চিন্তা ভাবনা কইরা কাজ কইরেন ভাইয়া।

৯| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৫

সামিয়া বলেছেন: সুন্দর রম্য ।।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সামিয়া আপু।

১০| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৮

সুমন কর বলেছেন: মঙ্গলগ্রহের এই হাউকাউ সপিং সেন্টারে শুধুমাত্র সামুর সম্মানিত লেখকবৃন্দর জন্য প্রতি কেনাকাটায় ৯০ পারসেন্ট পর্যন্ত ছাড়। আর তাই সামুর লেখকরাই এখানে বেশি। ----- হাহাহাহা......

রম্য ভালো লাগল। +।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ সুমন দা।

১১| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: গল্পে দোকানের মালিক বানিয়ে দিলেন হা হা হা B-)
রম্য বেশ মজা পেলাম, আরো একটু সংযোজন করলে আরও ভালো হত, আবার লিখবেন ঈদের আগে আরও ব্লগার যোগ করে দিবেন।
এখানে কথা এক খান ভালো বলেছেন, ওই আর কি লিখি মাঝে মাঝে ছাইপাশ। ;)

খুব ভালো লাগলো, অভিনন্দন।

১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আসলে লেখার জন্য যথেষ্ট সময় পাইনা। এটা অফিসে বসেই লিখেছি। লেখার ভেতরে তাড়াহুড়ো তো ছিলই । অনেকর নাম দিতে চেয়েছিলাম আর সাথে মজার মজার ডায়লগ। কিন্তু সময়ের কারনে আর হয়তো হবে না।

১২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫৩

ধ্রুবক আলো বলেছেন: @সালাউদ্দিন শাহরিয়া ভাই,,

সোহেল ভাইয়ের লেখায় নতুনত্ব থাকেই।

১৩| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

শাহ্জাদা আল- হাবীব বলেছেন: হা হা।খুব ভাল লেগেছে।

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:০১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: বেশ মজার হয়েছে আপনার এ রম্য রচনা। আরও কিছু চেনামুখের সাক্ষাৎকার পেলে আরো ভাল লাগতো।

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১১

মোস্তফা সোহেল বলেছেন: সময়ের অভাবে তা হয়নি ভাইয়া । পরে সময় পেলে লিখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.