নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

আমার মনের ভেতর বাস করে আরেকটা মন!

১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:১৭

১/ আমারও কিছু না বলা গল্প আছে
বিষন্ন এ বেলায়
ভাসিয়ে দেব তা না হয়
ওই দূর মেঘের ভেলায়।

২/ আমি সখ্যতা করি
সবুজ ঘাসের সাথে
মন চাইলে সপ্ন দেখি
ঘাসের বুকে মাথা রেখে।

৩/ অজস্র প্রদীপ শিখার আলোয়
আমি কেমন অন্ধকারে ডুবে থাকি
একটা স্পর্শের অপেক্ষায়
কতটা প্রহর আমি ব্যকুল হয়ে আছি
তাকি জানে আমার সপ্নেরা?

৪/ এখানে কোন বিষন্নতা নেই
নেই মন খারাপের কারন
হৃদয়ের যত কথা খুলে বল
তোমায় কে করেছে বারন।

৫/ আজকাল মন উদাস হলে
আমি হারায় এই প্রকৃতিতে
আমার মনের ভেতরে বাস করে আরেকটা মন
সেই মন শোনেনা আমারও বারন।

৬/ এসো এই সবুজের বুকে
এই সবুজের মেলায় হারিয়ে যেতে যেতে
অনেক কথা বলব তোমায় সঙ্গোপনে।

৭/ বুকের জমা অভিমান
সব উড়িয়ে দিলাম বাতাসে
আামি এক শুদ্ধ বালক।

৮/ এক বসন্ততে কি হয় আরেক বসন্ত
মনের সব কথা লুকিয়ে চুরিয়ে
তবুও কি কিছু ঢেকে রাখা যায়
চারিপাশে এ ভিশন মনকাড়া প্রকৃতি আমিও স্তবদ্ধ নির্বাক।

৯/ কাছে এসো
আজ বলব তোমায় খুলে
মনের যত কথা
হোক তা এলো মেলো

১০/ চারপাশে আধার নেমে এলে
আমি আর আলো খুজিনা
নক্ষত্ররা তার আলোয় পথ দেখায়
তবুও সে পথের দিশা মেলা বড় ভার।


১১/ আজ ইচ্ছে করেই
কিছু ভুল করতে চাই
বাড়িয়ে দেওয়া ওই তোমার দুহাত
না ধরেই একা থাকতে চাই।

১২/ কিছু কথা বলি ফুলের সাথে
কিছু কথা সবুজ পাতার সাথে
কিছু কথা সবুজ ঘাসের সাথে
কিছু কথা বলি এই অপরুপ প্রকৃতির সাথে।


১৩/ এসো কাছে নেবে কিছু রং
ভাব কি এত
কর কেন এত ঢং।

মন্তব্য ৫৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: ছবিতে এটা কি আমাদের সোহেল ভাই, নি ক্যান !! B-)



ভাইজানের দেখি সুরুত মাশাল্লাহ !

১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: নিজের লেখায় নিজেই মডেল হইতে লজ্জা লাগে । তয় আছি মনে হয় একখানে।

২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৫

শায়মা বলেছেন: হা হা মডেল ভাইয়া ! :P

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: এইডা কিন্তু মিছা কথা আপু। আমি মোটেও মডেল না। কবিতা গুলো কেমন হলো বললেনা কিন্তু?

৩| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০০

সুমন কর বলেছেন: কিছু ভালো লাগল।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

৪| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কোন সমস্যা নেই। নিজের কবিতায় নিজেই মডেল হবেন । আর আমরা বুড়া হয়ে গেছি তো, তাই ব্লগে ছবি দিতে লজ্জা লাগে । B-)

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: আমিও বুড়া হইয়া গেছি শাহরিয়ার ভাই।
তয় কিছু মানুষ কিন্তু বুড়া হইলে বেশি সুন্দর হয়।

৫| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৭

নাগরিক কবি বলেছেন: না, মডেল পছন্দ হয়নি B-) তবে অনুকাব্য পছন্দ হয়েছে ;)

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২১

মোস্তফা সোহেল বলেছেন: যাক কিছু তো একটা পছন্দ করছেন।

৬| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.. তাই নাকি বলেন কি !!!

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২২

মোস্তফা সোহেল বলেছেন: হয়, জানেনা বুঝি?

৭| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবি গুলো সুন্দর দিয়েছেন ভাই, কথাগুলোও চমৎকার লিখেছেন। অনেক ভালো লাগলো প্রিয় ভাইয়ের সাথে পরিচিত হয়ে।
৯ নং ছবিটি হেভি হয়েছে ভাই।

১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই। ভাল থাকুন নিরন্তন।

৮| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ ও ৬ নং ছবি ও অনু কথন ভাল লেগেছে।

১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।

৯| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:০৩

ধ্রুবক আলো বলেছেন: কয়েকটা একটু দুর্বল হয়ে গেছে, আর গুলো ভালো লাগলো। ++

১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।

১০| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:০৩

নাদিম আহসান তুহিন বলেছেন: আরে বাহ বাহ

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই।

১১| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১২

গেম চেঞ্জার বলেছেন: নায়কডা কিডা? :P

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ১২ নং ছবির নায়কডা হইল আমি!

১২| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৩

গেম চেঞ্জার বলেছেন: তবে আপনার পোস্টটা ভালই লাগল! :)

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হইলাম গেমু ভাই।

১৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: ছন্দে ছন্দে অসাধারণ সব ছবির সমাহার।

১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আকতার ভাই।

১৪| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতাগুলো

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফাতেমা আপু।

১৫| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫

নীলপরি বলেছেন: কিছু কথা বলি এই অপরুপ প্রকৃতির সাথে। --

জায়টা খুব সুন্দর । আর কবিতাগুলোও ভালো লাগলো । ++

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১১

মোস্তফা সোহেল বলেছেন: জায়গাটি আসলেই অনেক সুন্দর। ধন্যবাদ নীলপরি।

১৬| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৭

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ছবি, কবি ও কবিতা সবই ভালো লেগেছে। বিশেষ করে জবা ফুলটা বেশী ভালো লাগছে।

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১২

মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মনিরুজ্জামান ভাই।

১৭| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: ছবি-কবি-হবি সব একসাথে পেলাম।

একটি কাব্য-ছাব্য পোস্ট।
++++

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:০১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ বিজন দা।

১৮| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

প্রথমকথা বলেছেন: শুরু যাই হোক সমাপ্তি খুব সুন্দর হয়েছে। খুব গোছালো লেখা। কবিকে ধন্যবাদ। ছবি বেশি দিয়েছো মনে হয় তবে ছবির লোকেশান গুলো খুব সুন্দর।

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:০২

মোস্তফা সোহেল বলেছেন: একটু তাড়াহুড়ো করে ফেলেছি যার কারনে এমন অবস্থা। অনেক ধন্যবাদ প্রথম কথা।

১৯| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ও ছবি উভয়ই খুব ভাল লেগেছে ।
আসন্ন ঈদের শুভেচ্ছা রইল ।

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:০০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আলী ভাই।

২০| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২৪

নাগরিক কবি বলেছেন: ঈদ মুবারক :)

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:০১

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি। আপনাকেও বাসি ঈদ মুবারক।

২১| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫১

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:০১

মোস্তফা সোহেল বলেছেন: মনে করে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ।

২২| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক ভাই।

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:০৪

মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও আপনাকেও ঈদের শুভেচ্ছা নয়ন ভাই।

২৩| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:২১

সারাফাত রাজ বলেছেন: ঈদ কেমন কাটালেন?

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:০৫

মোস্তফা সোহেল বলেছেন: এই তো ভালই । ঘুরাঘুরি করেই দিন শেষ।

২৪| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ৭:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ছবির পরিমাণ কম হলো ভালোহতো।

অনিন্দ্য
ছবির পরিমাণ কম হলো ভালোহতো।

অনিন্দ্য

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ বাবু ভাই।

২৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:১৭

কাবিল বলেছেন: অনুকাব্য ও চবি মিলে ভালই লাগলো।

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: পড়েছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ কাবিল ভাই।

২৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯

জুন বলেছেন: কবিতাগুলো তো ছবির সাথে মিলিয়ে দারুন হয়েছে । তবে আমিও শায়মার মত বলতে চেয়েছিলাম আরেহ এই পিচ্চু ভাইউই কি আমাদের মোস্তফা সোহেল নাকি ! পরে গেমের মন্তব্যের উত্তরে দেখে নিলাম আসল কবি সাহেবকে :)
ভালোলাগা রইলো ।
+

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: সময় সুযোগ করে যে আমার ব্লগে আসেন তার জন্য কৃতজ্ঞতা আপু। নিজেকে আর আড়াল করে রাখলাম না। তাই আমি কোনটা বলে দিলাম।
অনেক ভাল থাকুন জুনাপু।

২৭| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

খায়রুল আহসান বলেছেন: ৭ নম্বরটা বেশ ভাল হয়েছে
"বুকের জমা অভিমান
সব উড়িয়ে দিলাম বাতাসে
আামি এক শুদ্ধ বালক" - অভিমান ভুলে কর্তব্যের প্রতি মনোনিবেশ করাই শ্রেয়ঃ!
তবে আমার ব্যক্তিগত অভিমত, অনু কবিতার সংখ্যাটা বেশী হয়ে গেছে। একসাথে ৫/৬ টা দিলে ভাল হতো। অপর একটি শিরোনামে বাকী ৬/৭ টা।

০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

মোস্তফা সোহেল বলেছেন: মনে থাকবে ভাইয়া আপনার কথা। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.