নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

মাতৃভাষা বাংলায় আবহাওয়া বিজ্ঞান চর্চা (পর্ব ২১): যেভাবে বুঝবেন আপনি প্রচণ্ড বজ্রপাত ঝুঁকিতে রয়েছেন

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩৬



যেভাবে বুঝবেন আপনি প্রচণ্ড বজ্রপাত ঝুঁকিতে রয়েছেন কিংবা অল্প সময়ের মধ্যে আপনার আশ-পাশে বজ্রপাত আঘাত করতে যাচ্ছে।

আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই সপ্তাহ থেকে বাংলাদেশে কলাবৈশাখি ঝড় শুরু হতে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কালবৈশাখী ঝড় এর কারণে বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় ঝুঁকি অনুভব করছে তা হলও তীব্র বজ্রপাত এর কারণে প্রতিবছর ৩০০ থেকে ৪০০ মানুষের মৃত্যু। আমার পূর্বের পোষ্ট থেকে জেনে নিতে পারেন ৪ প্রকারের বজ্রপাত সম্বন্ধে যার মধ্যে ২ টি হলও মেঘ থেকে ভূমিতে ও ভূমি থেকে মেঘের দিয়ে বজ্রপাত। কোন স্থানের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বে ভূমির পৃষ্ঠে ধনাত্মক কিংবা ঋনাত্ন চার্জ জমা হতে থাকে। মেঘের ও ভূ-পৃষ্ঠের যে স্থানে বেশি শক্তিশালী চার্জ জমা হয় সেই স্থানের চার্জ সাধারণ বিপরীত স্হানের অপেক্ষাকৃত দুর্বল চার্জকে নিজের দিকে আকর্ষন করে ও বজ্রপাত ঘটায়। সহজ ভাষায় বলতে হয় গ্রামের চৌধুরী সাহেবের আহবানে সাড়া দিয়ে দুর্বল মানুষটি চৌধুরী সাহেবের উঠানে উপস্থিত হয়।

যদি দেখেন যে মেঘলা আকাশের নিচে দাঁড়ানো অবস্হায় আপনার কিংবা আপনার পাশের মানুষটির মাথার চুল খাড়া হয়ে গেছে সংযুক্ত ছবির মানুষ দুইজনের মতো তবে বজ্রপাত থেকে প্রাণে বাঁচতে চাইলে চিতা-বাঘের গতিতে দৌড়ে নিরাপদ আশ্রয় নিতে হবে।

ছবি কৃতজ্ঞতা: আমেরিকার অবহাওয়া অধিদপ্তর

ছোটবেলায় অনেকেই পরীক্ষা করেছেন চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ে টেবিলের উপর রাখা কাগজের টুকরোর উপর ধরলে ছোট-ছোট কাগজের টুকরো চিরুনির দাঁতের দিকে আকর্ষিত হয় কারণ চুলের সাথে চিরুনির ঘর্ষণের ফলে চিরুনির দাঁতে স্থির বিদ্যুৎ বা অচল বিদ্যুৎ উৎপন্ন হয় যা কাগজে অবস্থিত বিপরীত মুখি চার্জকে আকর্ষণ করে ও কাগজের টুকরো চিরুনির দাঁতে জামা হয়। ঠিক একই প্রক্রিয়ায় মেঘের নিচে অবস্থিত শক্তিশালী বৈদ্যুতিক চার্জের প্রভাবে ভূ-পৃষ্টে জমা হওয়া বিপরীত মুখি চার্জকে নিজের দিকে টানতে থাকে ও ভূ-পৃষ্টে জামা হওয়া চার্জ মেঘের গোঁড়ার দিকে রওনা দেয়।

যেহেতু শুষ্ক বায়ু বিদ্যুৎ অপরিবাহী তাই ভূ-পৃষ্ঠে অবস্থিত চার্জ ভূ-পৃষ্ঠের উপর অবস্থিত পরিবাহী বস্তু খুঁজতে থাকে মেঘের কাছে পৌছানোর জন্য। প্রাকৃতিক ভাবে সবচেয়ে বড় গাছটি হলও সবচেয়ে বড় মই যে মই বেয়ে ভূ-পৃষ্ঠে অবস্থিত চার্জ সবচেয়ে কম সময়ে ও কম শক্তি ব্যয় করে মেঘের গোঁড়ায় পৌছাতে পারে। ঠিক একই কথা প্রযোজ্য খোলা মাঠে কাজ করা কৃষকের ক্ষেত্রে। একই কথা প্রযোজ্য ঝড়ের সময় খোলা স্কুল মাঠে বৃষ্টির পানিতে ফুটবল খেলা কিশোরদের ক্ষেত্রে। একই কথা প্রযোজ্য ঢাকার এলিট মেয়েদের স্কুলের বৃষ্টিতে জল-কেলী-রত মেয়েদের ক্ষেত্রে। এই প্রত্যেকটি সময়ই যে কোন সময় যে কেউ বজ্রপাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত কিংবা নিহতে হওয়ার সম্ভাবনা প্রবল।

hair raising before lightning strike

উপরে সংযুক লিংকের ভিডিওতে দেখুন সমুদ্রে জাহাজের উপর অবস্থানরত যাত্রীদের মাথার চুল আকাশের দিকে খাড়া হয়ে গেছে তাদের মাথার উপরে থাকা ঝড় পূর্ব মেঘের গোঁড়ায় অবস্থিত শক্তিশালী বৈদ্যুতিক চার্জের প্রভাবে। সংবাদে প্রকাশ যে এই ভিডিও ধারণ করার ১০ মিনিট পরেই শক্তিশালী বজ্রপাত আঘাত করে জাহাজটির উপর অবস্থিত বৈদ্যুতিক রডে।



ব্লগারদের প্রতি অনুরোধ, নিজেদের পরিচিত মানুষদের কে কালবৈশাখী ঝড়ের সময় খোলা মা ঠে বৃষ্টিতে ভেজে কিংবা ফুটবল খেলা থেকে বিরত থাকতে। একই সাথে কৃষকদের বলুন মাথার চুল আকাশে দিকে খাঁড়া হলে প্রাণ বাঁচাতে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে।


মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২০

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োচিত পোস্টের জন্য ধন্যবাদ। প্লাস এবং প্রিয়তে।

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জুলভার্ন ভাই, আপনাকে ধন্যবাদ ভালোলাগা জানানোর জন্য।

২| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: আমাদের স্কুলে প্লাস্টিক বা রাবারের তৈরী গ্রীন গ্রাস কার্পেটিং করার পর থেকেই বাচ্চাদের গায়ে লোহার গেইটে বা মাইকের গায়ে স্টাটিক চার্জের মত টাস করে শক লাগে। এটা আর্থিং করে অনেকবার চেষ্টা করা হয়েছে থামাতে। কিন্তু কোনোভাবেই থামে না।

কালবৈশাখী ঝড়ে আবার এটা এমন বজ্রপাতের সৃষ্টি করে কিনা কে জানে?

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপু, বিষয়টি আসলে পর্যবেক্ষনের দাবি রাখে। আমাকে জানাইয়েন আপনার স্কুলের পর্যবেক্ষনে কি পাওয়া যায় তা।

৩| ১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৩১

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ!

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।

৪| ১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১৯

জাদিদ বলেছেন: ইয়ে মানে পলাশ ভাই, আমাদের মত যারা চুল সংকটে ভুগছে তাদের কি হবে? #:-S

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি আগেই কইছিলাম নোয়াখালির মানুষ থাকলে ওয়াজ করবো না হে হে হে

জাদিদ ভাই, ইমানে কইতাছি, এই ব্যাপারটা আমিও চিন্তা করেছি গতকাল যে আবুল হায়াতের কি হবে যদি খোলা মেঘাচ্ছন্ন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকে।

৫| ১৪ ই মার্চ, ২০২৩ রাত ৯:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মাথায় একেবারেই চুল না থাকলে কী করব ?

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এই প্রশ্নের উত্তর জানতে সামু ব্লগের মডু জাদিদ ভাইকে কালবৈশাখি ঝড়ের সময় সংসদ ভবনের ছাদে দাঁড় করাইয়া ক্যামেরা নিয়ে ন্যাম ভবনের জানালায় অপেক্ষা করতে হবে হে হে হে

৬| ১৪ ই মার্চ, ২০২৩ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: আকাশ কালো হতে শুরু করলে আমি বাইরে বের হবো না।
চুলে তেল দিলে কিন্তু চুল নেতিয়ে থাকে। খাড়া হবে না।

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
রাজীব ভাই, দেখা গলো মাথার চুল খাঁড়া না হয়ে অন্য স্হানের চুল খাঁড়া হয়ে গেছে হে হে হে =p~

৭| ১৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:১৩

অপু তানভীর বলেছেন: সকাল থেকে আজকে মেঘ ডাকা শুরু করেছে । আপনার এই ব্যাপারটা মাথায় থাকলো ।

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
অপু ভাই, আপকো ইয়েমে বাল হেয় কি নেহি হ্যায় মডু ভাই কি তারা =p~

৮| ১৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০১

রানার ব্লগ বলেছেন: জাদিদ বলেছেন: ইয়ে মানে পলাশ ভাই, আমাদের মত যারা চুল সংকটে ভুগছে তাদের কি হবে?

মাথায় আর্থিং লাগিয়ে ঘুড়ে বেড়াতে হবে।

আজ অফিসে আসার পথে ধুমধাম বজ্রপাত হচ্ছিলো ঠিক তখনি আপনার এই পোস্টের কথা মনে পরে গেলো । আমার নজর সবার মাথার দিকে শিকারি কুকুরের মতো ঘুড়তে লাগলো আর মাঝে মাঝে নিজের বেঁচে যাওয়া কিছু চুলের হাত বুলিয়ে দেখছিলাম উহা উত্তেজিত কিনা।

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:১৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার মন্তব্য পড়ে হাঁসতে-হাঁসতে আমি শেষ =p~

৯| ১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: আমার মাথায় প্রচুর আছে । চাইলে মডু সাবকে কিছু ধার দিতাম পারি ! :D

১০| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৮:১০

সোহানী বলেছেন: জাদিদ বলেছেন: ইয়ে মানে পলাশ ভাই, আমাদের মত যারা চুল সংকটে ভুগছে তাদের কি হবে?

লেখক বলেছেন: আমি আগেই কইছিলাম নোয়াখালির মানুষ থাকলে ওয়াজ করবো না হে হে হে

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ১৭ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২২

মুদ্‌দাকির বলেছেন: মনে হচ্ছে চুল আবার বড় করতে হবে!

১২| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৩

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: নিজেকে নিরাপদ অনুভব করছি। অন্যদেরকেও নিরাপদ করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.