নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

তোমার আমার অসভ্যতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

তুমি



উত্তপ্ত শরীর নিয়ে আমি বহুক্ষণ ঠিক সেই বেদীটির পাশে-

চুপচাপ; রৌদ্র করোটিতে আমার স্নাত মুখ দেখে

তুমিই হঠাৎ বলে ফেললে 'কি অসভ্য সুন্দর'।

শুনে আমার অসভ্যতা করে সমস্ত সুন্দরকে বিলিয়ে দিতে মন চাইলো।



পাশ দিয়ে দু'ফালি পথ - কিছুদুর যেতে না যেতেই

জংলা বন দু'পাশ থেকে ঘিরে ধরে-

তার মাঝ দিয়েই কিছু দুরে নদী - নিথর

ঢেউহীন অথচ কোন লালসা নেই

জানি তবু আমি সেখানেই কোন একদিন

শীতল করে ফেলবো আমার উত্তপ্ত শরীর।





আমি



বুকের ভেতর শন শন শব্দ-

অলুলায়িত ললনার হৃদয়ের সমস্ত নিংড়ানো জল

প্রচণ্ড আক্রোশে এদিকে ধাবমান-

কিংবা প্রলয়-



ল্যাম্পপোষ্টের আলোয় আমার সমস্ত ঘর অন্ধকার

বিগত কয়েক হাজার সন্ধ্যায় বসে বসে

যে সকল রাতকে শীতল বানিয়েছি

আমার সম্মুখে প্রলয় হয়ে সব

ভাসিয়ে নেবার আক্রোশ কিংবা ভালবাসা।





অসভ্যতা



বুকের ভেতর ধারাল শুড় ঢুকিয়ে আকন্ঠ পান করে নিই

জমে থাকা সমস্ত ব্যাথা- ভনভনিয়ে গিয়ে বসি

আগাগোড়া রক্তে মোড়ানো বেদীটার পাশে

সেখান থেকে নদীর কিনারে-

তারপর ভক করে উগরে দিই সবটুকু-

আহ্‌ !! আমি যে নতুন মানুষ !!

মন্তব্য ৪৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

নিলু বলেছেন: লিখে যান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

মৃদুল শ্রাবন বলেছেন: প্রথম মন্তব্যে ধন্যবাদ। শুভকামনা।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩

নেক্সাস বলেছেন: তুমি আর অসভ্যতা বেশ ভাল লেগেছে। এক কথায় দারুন লিখেছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

মৃদুল শ্রাবন বলেছেন: ভাল লাগল আপনার কমপ্লিমেন্ট পেয়ে।

ভাল থাকবেন, পাশে থাকবেন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: উত্তপ্ত শরীর নিয়ে আমি বহুক্ষণ ঠিক সেই বেদীটির পাশে-
চুপচাপ; রৌদ্র করোটিতে আমার স্নাত মুখ দেখে
তুমিই হঠাৎ বলে ফেললে 'কি অসভ্য সুন্দর'।
শুনে আমার অসভ্যতা করে সমস্ত সুন্দরকে বিলিয়ে দিতে মন চাইলো।


লাইনগুলো ভালো লাগলো ।

শুভেচ্ছ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন নাজমুল ভাই।

শুভকামনা রইলো।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

আবু শাকিল বলেছেন: তিনটা কবিতাই চমৎকার ।

ভাল লেগেছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

মৃদুল শ্রাবন বলেছেন: তিনটি কবিতা মিলেই একটি কবিতা।

পাঠে ও মন্তব্যে ধন্যবাদ শাকিল ভাই।

বই মেলায় আসবেন?

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

কালের সময় বলেছেন: ভালো লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০১

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন সেলিম ভাই।

শুভকামনা রইলো।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:







একসাথে তিন-তিনটি কবিতা....!!!
সবগুলোই সুন্দর। প্রথমটি বেশি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ মঈনুল ভাই।

কবিতা তিনটি একটা কবিতারই তিনটি পার্ট। প্রথমে একটা সম্পর্কে মেয়েটার অভিব্যাক্তির কথা বলা হয়েছে, দ্বিতীয়টাতে ছেলেটার এবং পরিশেষ যা হয় সেটা বলেছি। তবে এখানে একটু পরাবাস্তবতা টেনে এনেছি শেষে। যার কারণে তাদের মিলনে রোমান্টিকতার বদলে একটু অতিপ্রাকৃতিক ভ্যাম্পায়ার টাইপ ভালবাসা ফুটে উঠেছে।

ভাল থাকবেন।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা +

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন পরিবেশ বন্ধু।

আপনার ও আপনার বইয়ের জন্য শুভকামনা।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

সুমন কর বলেছেন: ৪ নং মন্তব্যের উত্তরে বলেছেন, তিনটি মিলিয়েই একটি কবিতা।

একটি কিংবা তিনটি প্রতিটি চমৎকার হয়েছে। অন্য রকমের স্বাদ পেলাম।

৪র্থ ভাল লাগা।




অ.ট.: অাপনার অাগের পোস্টটি সরিয়ে নেবার কারণ কি? ফেবুতেও জানাতে পারেন। কিংবা জানাবার দরকার নেই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন সুমন দা। অনেক গ্যাপ নিয়ে ব্লগে কবিতা পোষ্ট করেছি। কোন একজনের ছায়া কাটানোর জন্যই এই গ্যাপ। নতুন লেখাগুলোতে কারো ছায়া আছে কিনা জানাবেন।



অটঃ আগের কবিতাটা এডিট করতে গিয়ে অসাবধানতায় মুছে গেছে। আপনি ব্যাপারটা নোটিশ করেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে সাধারণ একটি কবিতা হওয়ায় আর সেটি রিপোষ্ট করিনি। পরে আবার অন্য একটা কবিতার সাথে সংযুক্তি দিয়ে প্রকাশ করবো।

ভাল থাকবেন সবসময়।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দগুলো সুন্দর। ঝঙ্কারে টঙ্কারে ঝরনার মতন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

মৃদুল শ্রাবন বলেছেন:

শব্দগুলো সুন্দর। ঝঙ্কারে টঙ্কারে ঝরনার মতন।

বাহ্‌ খুব সুন্দর মন্তব্য তো।

ভাল থাকবেন।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১১

জেন রসি বলেছেন: ল্যাম্পপোষ্টের আলোয় আমার সমস্ত ঘর অন্ধকার
বিগত কয়েক হাজার সন্ধ্যায় বসে বসে
যে সকল রাতকে শীতল বানিয়েছি
আমার সম্মুখে প্রলয় হয়ে সব
ভাসিয়ে নেবার আক্রোশ কিংবা ভালবাসা।

ভালো লাগল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

মুহাম্মদ নোমান উদ্দিন বলেছেন: ভাল লাগল.....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ নিবেন।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

কলমের কালি শেষ বলেছেন: কবিতাগুলো মনোমুগ্ধকর ! +++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ নিবেন।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা জানবেন অনেক ভাই।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো।


ভাল থাকবেন কবি।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

অক্টোপাস পল বলেছেন: চমৎকার!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ রইলো।

ভাল থাকবেন।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৮

রোদেলা বলেছেন: তিনে মিলে এক গুচ্ছ-অন্যরকম স্বাদ পেলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

মৃদুল শ্রাবন বলেছেন: ভাল লাগলো আপনার মন্তব্যে।

ভাল থাকবেন।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রায়শ্চিত্ত বিহীন কোন পাপ কোন ভাবে মুছে ফেললেও তা আবার কলুষিত করবে মনকে। শুদ্ধ হওয়ার বদলে হয়তো আরও হিংস্রই হয়ে উঠবে। তবে এটাও ঠিক স্বীকারোক্তি সাপেক্ষে আত্ম দহনের ফলে যদি কোন পাপ উগড়ে ফেলা যায়, সেটা আর ফিরে আসার পথ খুঁজে পায় না। তবে তাই হোক।
আপনার এর আগের কবিতাটিও পড়েছিলাম। কিন্তু কোন উপযুক্ত মন্তব্য সাজাতে পারি নাই বলে মন্তব্যও করা হয় নাই। কিন্তু বারবার আপনার লেখা পড়ার পরও মন্তব্য না করাটা আমার ভিতর দায়িত্বহীনতার পরিচয় হয়ে উঠছে। তাই কিছু একটা বলার জন্যই কিছু বললাম।
কিন্তু আপনি ভালো লিখেছেন। কবিতায় কঠিন শব্দের দাপট নাই। কিন্তু সহজ শব্দেও গভীর দর্শন প্রকাশ করা যায়। যা আপনি করে দেখাচ্ছেন। পঙক্তি বিন্যাসেও যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছেন। পরাবাস্তবতার অন্তরালে বাস্তবতাকেই তুলে ধরার চেষ্টা সত্যিই প্রশংসনীয়। খুব ভালো লাগলো মৃদুল শ্রাবণ। আপনাকে অনুসরণে নিলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

মৃদুল শ্রাবন বলেছেন: আপনাকে সবসময় দেখি সবার পোষ্টের সুন্দর সুন্দর মন্তব্যে করতে। একটা পোষ্ট পড়ে শুধু হাজিরা দেবার জন্য মন্তব্য না করে গঠনশীল বিশ্লেষণ করার জন্য আপনার একটা খ্যাতি ইতিমধ্যে তৈরি হয়েছে। এটাকেই হয়তো দ্বায়িত্বশীল ব্লগিং বলে।

শুভকামনা রইলো আপনার জন্য।

ভাল থাকবেন সবসময়। আপনাকেও অনুসরণে নিলাম। আপনার ব্লগে গেছিলাম। অনেক সুন্দর সুন্দর ছোট গল্প অনুগল্প লিখেছেন। সময় নিয়ে পড়ে মন্তব্য জানাবো।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

সোহানী বলেছেন: হুম দারুনতো.............

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ আপু।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

ইমতিয়াজ ১৩ বলেছেন: চমৎকার আপনাদের অসভ্যতা ।



লেখায় +

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

মৃদুল শ্রাবন বলেছেন: বেস্ট কমেন্টস অব দ্যা পোষ্ট। হা হা হা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মৃদুল শ্রাবন বলেছেন: বেস্ট কমেন্টস অব দ্যা পোষ্ট। হা হা হা

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি নদীকে দেখি আরও দূর থেকে,
ভালোলাগা জানবেন শ্রাবন। ++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০২

মৃদুল শ্রাবন বলেছেন: দুর থেকে দেখাই ভাল। কাছে গেলেই যত বিপত্তি।

ধন্যবাদ নিবেন স্বপ্নচারী গ্রানমা।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৮

নষ্ট অতীত বলেছেন: বাহ্ মুগ্ধ হলাম :)

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

রুদ্র জাহেদ বলেছেন: তিনটাই দারুণ।খুব ভালো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.