নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

দুটি প্রেমের কবিতা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬



এক.

নির্জন কিংবা জনাকীর্ণ ফুটপাতে হাটা যাবে
কিংবা মোহনীয় পৃথিবীকে পিছে ফেলে দূর
তেপান্তরে চোখ রেখে বলা যাবে
বলা যাবে এই বুকে হাত রেখে।

ঝিরঝিরে ভাললাগা বুকে পুষে
ফাগুনের পড়ন্ত বিকেল
নতজানু মন থেকে দানাবাঁধা স্বপ্ন হাতে নিয়ে
সিক্ত হৃদয়ে সম্মোহনী গান
জানি তুমি শুনবে-

জানি বুঝবে খুব আনমনে দিগ্বলয়ে
হারিয়ে যাবার এখনই সময়।


দুই.

মনের অজান্তে এক গোপন সুখ- মনের কাছাকাছি
আজো রয়ে গেছে; তাই
মাঝ নিশীতে আমার ঘুম ভেঙে
পোড়ো বাড়ীটার কথা মনে পড়ে নিঃশ্বাস
খুব সহজ মনে হয়- মনে হয়
বুক ভরা বাতাস
আর সেই কার্নিশ ধরে তুমি
বাতাসে চুলের ঘ্রাণ
বুক ভরা ভাললাগা- পাশাপাশি।



ছবিঃ গুগল

মন্তব্য ৫৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটা ভাল লেগেছে| দ্বিতীয়টা মোটামুটি

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

মোটামুটি হওয়াতে পারলেও কবি সার্থক।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগ।


দুটি কবিতাই ভাল লেগেছে।


নির্জন কিংবা জনাকীর্ণ ফুটপাতে হাটা যাবে
কিংবা মোহনীয় পৃথিবীকে পিছে ফেলে দূর
তেপান্তরে চোখ রেখে বলা যাবে
বলা যাবে এই বুকে হাত রেখে।



কি বলা যাবে তা না বলা ই কি কবিতার বিশেসত্ব ???



ভাল থাকুন নিরন্তন......

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন: এই কথা বলা লাগে না ইমতিয়াজ ভাই। এটা শুধু চোখে চোখ রেখে বলবো মনে করলেই হয়।



সবসময় আপনাকে পাশে পাবার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
ভাল থাকবেন।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

আমি সৈকত বলছি বলেছেন: প্রথমটা বেশ ভালো লেগেছে :)

শুভ কামনা রইলো আরো পাবো আশা রাখি

ভালো থাকবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

মৃদুল শ্রাবন বলেছেন: বেশী ভাল এবং কম ভালো পাশাপাশি চললে পরস্পরের পথচলা সুন্দর হয়। তাই একটা ভাল কবিতার সাথে একটা কম ভাল কবিতা জুড়ে দিলাম। হয়তো তাদের কেমেষ্ট্রী তাদেরকে একসাথে চলতে পথ দেখাবে।

ভাল থাকবেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

অনেক অনেক শুভকামনা রইলো।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে দুটিই ভাল লেগেছে
সুন্দর ও সাবলীল

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

মৃদুল শ্রাবন বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: প্রথমটা বেশ সুন্দর। ভালো থাকবেন কবি :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দুটো কবিতাই অনবদ্য।

আবেগের বহিঃপ্রকাশ ভালো লেগেছে।
+++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: দুটো কবিতাই অনবদ্য।


দারুন অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: দুটি ছোট্ট চিত্রকল্পের উপর কবিতা দুটি রচিত। সাবলীল পঙক্তিমালা কিন্তু প্রেমের স্পর্শটা বেশ দৃঢ় অথচ কোমল। ভালো লাগলো মৃদুল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: দুটি কবিতা দুটি ভিন্ন সময়ের অনুভূতি নিয়ে লিখেছি।
আপনার বিশ্লেষণ ঠিক আছে।
বরাবরের মতো ভাল লাগছে আপনার মন্তব্য।

ভাল থাকবেন।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: দুইটিই চমৎকার হয়েছে। ৪র্থ ভাল লাগা।


হ্যাঁ, এখন জাহাজ-সমুদ্র থেকে ভিন্ন কিছু পাচ্ছি। ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: ভিন্নতা না হলে কি চলবে সুমন দা??? (চেষ্টা করছি কোন ছায়ায় না জড়াতে)।

সবসময় পাশে এসে ভাললাগা জানানোর জন্য ধন্যবাদ নিবেন।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: মনের অজান্তে এক গোপন সুখ- মনের কাছাকাছি
আজো রয়ে গেছে; তাই
মাঝ নিশীতে আমার ঘুম ভেঙে
পোড়ো বাড়ীটার কথা মনে পড়ে নিঃশ্বাস
খুব সহজ মনে হয়- মনে হয়
বুক ভরা বাতাস
আর সেই কার্নিশ ধরে তুমি
বাতাসে চুলের ঘ্রাণ
বুক ভরা ভাললাগা- পাশাপাশি।


শুভেচ্ছা কবি

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার মন্তব্যে ভাললাগা জানবেন।

কৃতজ্ঞতা।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:







নিয়মিত কবিতা পেয়ে ভালো লাগছে....
কবিতা নামের মধ্যেই একটা ভালো-লাগা জড়িয়ে আছে।

দু'টোই ভালো লেগেছে। মনে হচ্ছে প্রথমটি বুঝেছি বেশি।

কবিতা সম্পর্কে খুব বেশি আমি বলতে পারি না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ মইমুল ভাই।

আমি নিজেও কবিতা সম্পর্কে খুব বেশী ভাল বুঝি না। কলম ধরে চোখ বুঝে থাকি, কি সব জানি লেখা হয়। লোকে দেখি আবার সেগুলোকে কবিতা বলে।

আপনি না বুঝেই যে সুন্দর সুন্দর মন্তব্য দেন বুঝলে না জানি কি কঠিন বিশ্লেষণ টাই করতেন। সেক্ষেত্রে আমার জন্য না বোঝা পাঠকই ভাল। যেহেতু আমি ফাঁকিবাজ কবি। :P

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২

জেন রসি বলেছেন: মনের অজান্তে এক গোপন সুখ- মনের কাছাকাছি
আজো রয়ে গেছে; তাই
মাঝ নিশীতে আমার ঘুম ভেঙে
পোড়ো বাড়ীটার কথা মনে পড়ে নিঃশ্বাস

ভালো লাগল :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: মনের অজান্তে এক গোপন সুখ- মনের কাছাকাছি
আজো রয়ে গেছে; তাই
মাঝ নিশীতে আমার ঘুম ভেঙে
পোড়ো বাড়ীটার কথা মনে পড়ে নিঃশ্বাস
খুব সহজ মনে হয়


আপনার কোট করা লাইন গুলো নিচের লাইনটা ছাড়া অসম্পূর্ণ।

এমনিতে আমার সময়টা ভাল যায় না। ভারী নিঃশ্বাসে চলমান জীবন যেন অসহ্য। শুধু যখন তোমাকে কাছে পাবার দিনগুলো মনে হয় তখনই একটু হালকা হতে পারি। বস্তুত প্রেমের কবিতার অন্তরালে এটি একটি বিরহের কবিতা।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১২

ডি মুন বলেছেন:
দ্বিতীয়টার চেয়ে প্রথমটা আমার বেশি ভালো লেগেছে।

+++++

হারিয়ে যাবার এখনই সময়। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫

মৃদুল শ্রাবন বলেছেন: জ্বী হ্যা কিন্তু এই সময়টা এখন আপনার জন্য না।

আপনি হারিয়ে গেলে অটোগ্রাফ দেবে কে শুনি? :)

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৬

জাফরুল মবীন বলেছেন: সহজাত কবি মনের সার্থক কবিতা!

ভাল লাগল বেশ :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

মৃদুল শ্রাবন বলেছেন:
সহজাত কবি মনের সার্থক কবিতা!

দারুণ মন্তব্যের জন্য ধন্যবাদ মবীন ভাই।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: দুইটা কবিতাই ভালো লেগেছে মৃদুল ভাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

মৃদুল শ্রাবন বলেছেন: অবিবাহিত মানুষের প্রেমের কবিতা ভাল লাগবে না এটা কোন কথা?? ভাল তো লাগতেই হবে। :-P

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

ডি মুন বলেছেন: আমি হারিয়ে গেলেও ক্ষতি নাই, আরেকজন আছে না। আমাদের প্রিয় পাগলা মাহমুদ ভাই :) অটোগ্রাফ ফটোগ্রাফ যা লাগে উনি দেবেন।

আমি ভালোবেসে হারিয়ে যেতে চাই :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

মৃদুল শ্রাবন বলেছেন: আপনি হারিয়ে গেলে ফাঁদ থেকে বাঁচার পথ কে দেখাবে? মাহমুদ ভাই তো একা একা মজা লুটবে?? নতুন লেখকের কত্তো নতুন ভক্ত !!! কত্তো সুন্দরীরা আসবে অটোগ্রাফ নিতে !!!!

আর হ্যা যদি সত্যিই হারিয়ে যেতেই চান তবে আমার সাথে যোগাযোগ করিয়েন। জাহাজে করে অজানা এক দ্বীপে নামিয়ে দিয়ে আসবো। :-B

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

সোহানী বলেছেন: আরে দারুনতো................... ++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: থ্যাঙ্কু আপু :) :)

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

অপ্রকাশিত কাব্য বলেছেন: অনেক ভালো লাগা জানবেন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ গ্রহণ করুন।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

একলা ফড়িং বলেছেন: কবিতা ও ছবি সবই সুন্দর।


+++


হারিয়ে যাবার এখনই সময়! তবুও হারিয়ে যাওয়া হয় না কিংবা যায় না...


১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: হারিয়ে যাওয়া এমন কিছু না। একদিন অজানা ট্রেনে করে বেরিয়ে পড়লেই হল।

ধন্যবাদ রইলো।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

বিদগ্ধ বলেছেন: দু’টি কবিতায় দু’টি বিড়ালের একটি ছবি, লেখেছেন এক কবি.....

ছবি ও কবিতা উভয়ই ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

মৃদুল শ্রাবন বলেছেন: শুভেচ্ছা আপনাকে। আপনার ব্লগ যাত্রা শুরু হোক।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

মায়াবী ছায়া বলেছেন: বাহ।। খুব সুন্দর।।

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ রইলো আপনার জন্য। ভাল থাকুন।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

জুন বলেছেন: নিশীতে আমার ঘুম ভেঙে
পোড়ো বাড়ীটার কথা মনে পড়ে
খুব সহজ মনে হয়- মনে হয়
বুক ভরা বাতাস
আর সেই কার্নিশ ধরে তুমি

৮ নং প্লাস মৃদুল :)

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর স্মৃতিগুলো সবসময় সামনে এগিয়ে যেতে সাহায্য করে আপু।

২৪| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫১

শায়মা বলেছেন: দারুন প্রেম কাব্য।

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ আপু।

অনেক পরে রিপ্লে দিতে আসলাম। কেমন আছ তুমি?

২৫| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: প্রেমের কাব্যে কালো আর ধলো বিড়াল এক করে দিলেন । বাস্তবে এমন হলে দারুন ভাল হত।

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: বিড়াল দুটো এত্ত কিউট, আলাদা করতে পারলাম না।

কিন্তু বাস্তবের নিয়ন্ত্রন আমাদের হাতে থাকে না সেলিম ভাই।

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার আগামী সুন্দর হোক।

ভাল থাকুন।

২৭| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৬

নষ্ট অতীত বলেছেন: চমতকার :)

২৮| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
ফাগুনের পড়ন্ত বিকেল
নতজানু মন থেকে দানাবাঁধা স্বপ্ন হাতে নিয়ে
সিক্ত হৃদয়ে সম্মোহনী গান
জানি তুমি শুনবে-


মারহাবা মারহাবা !

২৯| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জাহাজি ভাই আমার, কোথায় এখন? ডুব দিলে কিন্তু খেলব না :( অতিদ্রুত দেখা চাই, কেমন?

৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার প্রেমকাব্য

৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: এমনিতেই রোমান্টিকতা ভুগতিছি। খুঁজে খুঁজে একি পড়লাম! দুটো কাব্যেই মুগ্ধতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.