নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

ঘুম ভেঙে শিয়রে সরীসৃপ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:০৫



জনশ্রুতির তোয়াক্কা না করে সুখ
কিছুটা আমি মিশিয়ে ফেলেছি মনে

এটা তোমার জন্য অপচয় হবে
জানা ছিলনা
ক্ষতিপূরণের হিসেবে
তোমার দু'চোখে হতাশা ; তবু
তুমি জানো পাশাপাশি শুয়ে থেকে
হাতে তোমার হাত
হয়তো আরামদায়ক কিংবা নয়।

মনে হয় বহুদূর থেকে
ইথারে ভেসে আসা ভালবাসার আলিঙ্গনে জড়িয়ে আছ তুমি
আর অতিথি হয়ে আছি আমি।
ঘুম ভেঙে শিয়রে সরীসৃপ
তোমার -
আমার বাহু জড়িয়ে থাকো
না পাওয়া ভয় চোখে নির্ভর ঘুম- আর
আমি লুকিয়ে রাখি নিঃশ্বাসে বিষের বাতাস
তোমার প্রশান্তির আহ্লাদে।

ছবি: নেট

মন্তব্য ৭০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৭

বিজন রয় বলেছেন: প্রিয়া কি তবে বিষ মাখানো ছুরি? নাকি ভালবাসার গরল?
ছবিটি আৎকে ওঠার মতো!
+++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১

মৃদুল শ্রাবন বলেছেন: ভালবাসার অপর পিঠে যদি একটু গরল নাইবা থাকে তবে কি ভালবাসা জমে?

ধন্যবাদ নিবেন মন্তব্যের জন্য।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪১

অন্তঃপুরবাসিনী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
"আপনার যাযাবরের ব্লগ ব্লগের যাযাবর" পোষ্টটা খুব ভাল লেগেছিল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: আমার ব্লগে এসে মন্তব্যটি জানিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ।

ভাল থাকুন। শুভকামনা রইলো।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

আরজু পনি বলেছেন:

বাহবা দারুণ লাগলো পড়তে।

ছবিটা জটিল হইছে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ আপু।

ছবিটি নেট থেকেই নামানো। তবে বিশেষত্ব হল পুরা পোষ্টটি মোবাইলের মাধ্যমেই দেয়া। সামুতে যে মোবাইল থেকেও ছবি আপ্লোড দেয়া যায় আগে জানতাম না।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২

কালের সময় বলেছেন: ভালো লেগেছে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভাল লাগল। +++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: এত্তগুলো প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিরহী মনে কত কিইনা খেলা করে ;)

কবিতায় কি সাম্পানের নাইয়ার দীর্ঘ বিরহের ব্যাথা অবমুক্ত হলো ;)

+++++++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

মৃদুল শ্রাবন বলেছেন: দারুন বলেছেন ভাই।

মন সেতো বড্ড আজব জিনিস। কখন যে কিসে বিরহ আর কিসে সুখ সেটাই বুঝিনা।

এত্তগুলো প্লাসের জন্য ধন্যবাদ ভাই।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

জনৈক অচম ভুত বলেছেন: ছবি দেখে হাত-পা ঘু্রায়! :-&
কবিতা ভাল লেগেছে। :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: কবিতাখানা লেখার পরে নিজেরই মাথা ঘুরাচ্ছিল তাই একটা মাথা ঘুরানো ছবি খুঁজতে গিয়ে এটি পেলাম।

মন্তব্যের জন্য ধন্যবাদ নিবেন।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



শব্দটা কি তৈয়াক্কা, না তোয়াক্কা হবে ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: সত্যি বলতে বানান নিয়ে কনফিউজড ছিলাম। লজ্জার কথা বলতে দ্বিধা নেই। আমার খুব বানান ভুল হয়।

ঠিক করে নিলাম। ধন্যবাদ ভাই।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল কবিতা ।মূহুর্তেই শেষ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

মৃদুল শ্রাবন বলেছেন: হ্যা মূহুর্তেই শেষ। ভাল লাগাটা ঠোটের আগাতেই লেগে থাক।

ধন্যবাদ গ্রহন করুন।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বাহ্। দারুণ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: কি জানি কি ছাইপাশ লিখি। পড়তে আসার জন্য কৃতজ্ঞ। ভাল থাকবেন।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

উল্টা দূরবীন বলেছেন: দারুণ কবিতা।
তবে ছবি দেইখা মনে হইলো জানপাখি উড়াল মাইরবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ছবির কথাটা আর কি বলবো। নিজেও ভয় পাইছিলাম।
ভাল থাকুন।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

জেন রসি বলেছেন: আগলে রাখার ভালোবাসাময় যন্ত্রণা!

কবিতা ভালো লেগেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: এক কথায় দারুন সারমর্ম।

আমার ব্লগে প্রথম আসার শুভেচ্ছা আপনাকে।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: শিরোণামটা তো ডেঞ্জারাস? তবে ভিতরের লেখা গুলোর মধ্যে বেশ আবেগ ফুটে উঠেছে।
পড়তে অনেক ভাল লেগেছে!

অঃ টঃ- "নিঃশ্বাস শব্দটার মাঝ থেকে (:) ক্লোন চিহ্নটা উঠিয়ে (ঃ) বিস্বর্গ চিহ্নটা বসিয়ে দিলে ভাল হতো!

ভাল থাকবেন!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: অফটপিকটাই অন টপিক হিসেবে নিলাম। কি বোর্ড সংক্রান্ত প্রবলেমে ভুগতেছি বেশ কিছুদিন ধরে। রিদ্মিকে বিসর্গ লেখা যায়না নাকি আমি পারিনা বুঝতে পারছিনা। তাই কোলন দিয়েই কাজ সারছিলাম। পরে অবশ্য অভ্র দিয়ে ঠিক করে নিয়েছি।

অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ভালো লাগলো। ভোর ৫ টায় পোস্টাইছেন কবিতা! আশা করি ভোরের ঐ বাতাসে প্রিয়জনকে মিস করার যে অনুভূতি সেটা খুব নিখাঁদ হয়।
ভালো থাকবেন মৃদুল ভাই

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

মৃদুল শ্রাবন বলেছেন: ঠিকই বলেছেন আপু। আজ অনেকদিন পরে ভোরের বাতাস গায়ে মাখলাম। কখনো হয়েছে ভোরেই ঘুমুতে গেছি। সেই ভোর দেখাটা অন্যরকম। আর রাতে ঘুমিয়ে সকালে উঠে ভোর দেখাটা অন্যরকম। মনটা শ্রান্ত হয়ে যায় একদম।

আর হ্যা কবিতাটা ইন্সট্যান্ট লিখেই পোষ্ট করা।

ধন্যবাদ ও শুভকামনা নিবেন।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর , আমি মুগ্ধ শব্দের খেলায়। অনেক অনেক ভাল লাগা জানবেন ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

মৃদুল শ্রাবন বলেছেন: দারুণ অনুপ্রেরণাদায়ক মন্তব্য।

আন্তরিক ধন্যবাদ নিবেন।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

গেম চেঞ্জার বলেছেন: মনকে আলোড়িত করার মতো একটি কাব্য। আবেশিত হলাম। (+)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার মন্তব্যে পুলকিত হলাম। খুশি লাগছে অনেক।

শুভেচ্ছা রইলো।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। ছিমছাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর মন্তব্য ভাই। ধন্যবাদ।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

তার আর পর নেই… বলেছেন: পড়তে ভালো লেগেছে +

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

নেক্সাস বলেছেন: ভালবাসা বুঝিনা। তবে কবিতা ভাল হয়েছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

মৃদুল শ্রাবন বলেছেন: কবি ভালবাসা জানেনা!!! এও কি হয়?

আপনাকে দেখে অনেক ভাললাগছে প্রিয় নেক্সাস ভাই।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অতি চমৎকার হয়েছে ভাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ নিবেন।

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

আবু শাকিল বলেছেন: ডি মুন ভাই কইছে- ছ্যাকা খাইলে কবিতা আসে ।আগে ছ্যাকা খান তারপর কবিতা । ও মৃদুল দা আপনি আরামে বসবাস করতেছেন-সরল গরল ভালবাসার চিপায় পড়লেন কেম্নে ??
গ্রামে ঘুম না আসার ফসল সম্ভবত এই কবিতা =p~ =p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

মৃদুল শ্রাবন বলেছেন: ডি মুন ভাই ঠিকই কইছে। ছ্যাকা না খাইলে কবিতা আসেনা। অনেকদিন কবিতা লিখিনা তাই একটা কবিতা লেখার জন্য ছ্যাকার আয়োজন করিয়াছিলাম। সেই কাহিনীটাও বিস্তর। সে কথা নিয়া একখানা গল্প লেখা যাইবে। কিন্তু সমস্যা হইলো আমি আবার গল্প লিখতে জানিনা।

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

যুগল শব্দ বলেছেন:
ঘুম ভেঙে শিয়রে সরীসৃপ
তোমার -
আমার বাহু জড়িয়ে থাকো
না পাওয়া ভয় চোখে নির্ভর ঘুম



ছোট ছোট কয়েকটি লাইন তবে, আলোড়িত করে দেবার মতো। ++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার মন্তব্যে অনেক ভাললাগছে।

ভাল থাকুন আনন্দে থাকুন।

শুভকামনা সবসময়।

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "আমি লুকিয়ে রাখি নিঃশ্বাসে বিষের বাতাস
তোমার প্রশান্তির আহ্লাদে।"

অনেক ভাললাগা জানবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

তাসলিমা আক্তার বলেছেন: কবিতায় গভীর আবেগ। মনের মানুষের নৈকট্য যেমন মধুর বিরহটাও কিন্তু মন্দ না। কবিতা ভালো লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

মৃদুল শ্রাবন বলেছেন: ভালবাসার মানুষের সাথে নৈকট্য ও বিরহ দুটিই প্রেমের এপিঠ-ওপিঠ।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: মৃদুল শ্রাবন ,




কবি লুকিয়ে রেখেছে বিষের বাতাস তার নিঃশ্বাসে। আর শিয়রের সরীসৃপ হয়ে কেউ তার বাহু জড়িয়ে থাকে ।
কবিতার এই ভাবটি নিয়ে ভাবতে ভাবতেই গুনগুন করে আমার মন গেয়ে উঠলো --
তোমার নিঃশ্বাসে বিষ ছিলো
আমি বিশ্বাস করিনি ...............


সুন্দর কবিতা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য। এখানে কবি নিজেই সরীসৃপ হয়ে শুয়ে আছে প্রিয়তমার পাশে, কিন্তু প্রিয়তমা সেটা জানে না, সে গভীর নির্ভাবনায় কবির বাহু জড়িয়ে শুয়ে আছে। ;) ঘটনাটা কিন্তু এমন ও হতে পারে।।

ভালথাকুন আহমেদ জী এস ভাই। আপনার মন্তব্যে শ্রান্ত হলাম, ভাল লাগছে।

২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

অশোক বলেছেন: দারুণ লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

প্রবাসী পাঠক বলেছেন: আমার অবস্থা নেক্সাস ভাইয়ের বিপরীত। কবিতা বুঝি না তবে ভালোবাসার কথাগুলো ভালো লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন: ভালবাসার কথা আপনার মতো আপনি বুঝবেন না সে কি হয়? হাজার হলেও ভালবাসা বলে কথা !!!!


অনেক ধন্যবাদ প্রবাসী ভাই।

৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইথারে ভেসে আসা ভালবাসার আলিঙ্গনে জড়িয়ে আছ তুমি
আর অতিথি হয়ে আছি আমি।
ঘুম ভেঙে শিয়রে সরীসৃপ
তোমার -

সুন্দর লাইন। বেস্ট চারটে লাইন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালথাকবেন মন্তব্যের জন্য। শুভকামনা রইলো।

৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাহ!! চমৎকার। :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ ভাই।

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫০

ডি মুন বলেছেন: কবিতাপাঠে আনন্দিত হলাম।

অনেকদিন পর আপনার কবিতা পড়লাম মৃদুল ভাই।

আছেন তো ভালো ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

মৃদুল শ্রাবন বলেছেন: মুন ভাই ভাল আছি। অনেক দিন কবিতা থেকে দুরে ছিলাম। লেখালেখিটা ধরে রাখতে পারছিনা কেন জানি। জং ধরা হাতে লিখছি, কি হয়েছে জানিনা। আপনার উপস্থিতিত ভল লাগছে।

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

নীলসাধু বলেছেন: চমৎকার।
শুভেচ্ছা রইল সুপ্রিয় মৃদুল শ্রাবন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নীলসাধু ভাই। আপনার মন্তব্য পেয়ে প্রেরণা পেলাম।

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

কথাকথিকেথিকথন বলেছেন: নিঃশ্বাসে বিষের বাতাস... প্রশান্তির আহ্লাদে !! কী ভয়ংকর !

দারুণ লেগেছে কবিতা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

মৃদুল শ্রাবন বলেছেন: ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.