নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

চোরাবালি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭



আড়মোড়া ভেঙে
শূন্যে মোমের প্রলেপ
কতটা গভীর
চোরাবালি হয়ে যেতে পারে
ইতিহাস
ভ্যাপসা স্মৃতির নীচে দগদগে ক্ষত।

ক্ষুধার্ত জঠরে না মানা সুর
রক্তের আহ্লাদে চুইয়ে নামে
বৃষ্টি
কোন মাংসপিন্ড নয়
পিপাসার্ত পথিকের সুখ
নিঃশ্বাস মনে রাখার
আয়োজন।

শুষ্কতা থেকে চৈত্রের শেষ
অপেক্ষা
তারপর এক বসন্ত পেরিয়ে
কাছে আসার গল্পে
ভারি হওয়া চোখের নীচে
কালো দাগ,
ভুলে যাওয়া
ভালবাসা নয়, সার বেঁধে
বিজনে।

এর থেকে ঘুমিয়ে থাকার গান
ক্লান্তির
আঁচলে বাঁধা; এখানের
বিষে নোনতা স্বাদ-
না জানা শ্রোতার
কল্পনায়
স্বপ্ন
কোমল স্পর্শের অপেক্ষায়।



ছবিঃ নেট

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: বাহ চমৎকার।
শুভ কামনা রইল কবি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা। ভাল থাকুন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

কল্লোল পথিক বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

ভাল থাকুন সবসময়।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লেগেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: আন্তরিক ধন্যবাদ নিবেন। ভাল থাকুন।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

জনৈক অচম ভুত বলেছেন: পড়তে ভাল লেগেছে। শুভকামনা রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: জেনে প্রেরনা পেলাম। ভাল থাকুন।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ভ্যাপসা আর মাংসপিণ্ড হবে।
শেষ প্যারাটা খুব সুন্দর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

মৃদুল শ্রাবন বলেছেন: থ্যাঙ্কু আপু। :(

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনার কবিতা লেখার হাত অনেক সুন্দর! দোয়া করি সেটা যেন পূর্বের ন্যায় চোরাবালিতে হারিয়ে না যায়!

চমৎকার কবিতায় প্রথম ভাল লাগা!
শুভ কামনা জানবেন!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

মৃদুল শ্রাবন বলেছেন: কবিতা নিয়েই থাকবো এমনটিই ইচ্ছে ছিল একসময়। কিন্তু সেই ইচ্ছেরা কিভাবে যেন হারিয়ে গেছে । মাঝে মাঝে সেই ইচ্ছেটাকে টেনে আনার চেষ্টা করি। দোয়া করবেন যেন ইচ্ছেটাকে আবার পূর্নরূপে জাগাতে পারি।





৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগল চোরাবালি, শব্দ শিল্প। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্চার ভাই।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকে দেখলেই প্রেরনা পাই অনেক।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: প্রথমে কঠিন লাগছিল, পরে ভালো লেগেছে। !:#P

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০১

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: মৃদুল শ্রাবন ,



সমুদ্রের ভেঙে ভেঙে পড়া ঢেউয়ের মতোই ছেঁড়াখোড়া মনে হলো কবিতাটি ।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০১

মৃদুল শ্রাবন বলেছেন: বাহ্‌ দারূণ মন্তব্য আপনার। ধন্যবাদ।

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অসাধারণ!

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে । চোরাবালি বেশ ডাকাতি !!

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০৪

মৃদুল শ্রাবন বলেছেন: আসলেই ডাকাতি!! না হলে কি কেউ আর ইচ্ছে করে চোরাবালিতে পড়ে? তাকে ফেলানো হয়।

ধন্যবাদ রইলো।

১৪| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৫১

ফেরদৌস প্রামানিক বলেছেন: শুরুটুকুই যে দারুণ লাগলো- আড়মোড়া ভেঙে
শূন্যে মোমের প্রলেপ
কতটা গভীর
চোরাবালি হয়ে যেতে পারে
ইতিহাস
ভ্যাপসা স্মৃতির নীচে দগদগে ক্ষত।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০৬

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান ভাল লাগা জানানোর জন্য।

১৫| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যাথা না থাকলে কেউ কবি হয় না। ;)

একরাশ ভালরাগা

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:২২

রাকু হাসান বলেছেন: আপনাদের কবিতা আমার আজ রাতের খোরাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.