নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, “শূণ্যতা”

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪




“শূণ্যতা”
____এম, আর, তালুকদার

আমার ডাকে ঘুম ভাঙেনা
ঘুমাওনি যার ডাকে,
দিবা নিশি সে কি তোমার
হৃদ মাঝারে থাকে !?

ভাঙা হৃদয় জোড়া দিয়ে
আঁকলাম যাহার ছবি,
সে কি বুকে টেনে নিয়ে
রাখবে আমার দাবি !

শেষ ঠিকানায় একলা বসে
ভাবি কত কথা,
কেহ জানেনা এই অন্তরে
কত জমেছে ব্যাথা।

সকল ব্যাথা পুজি করে
ছেড়ে যাব ধরা
প্রভুর কাছে যেতে হবে
কেহ পাবেনা ছাড়া।

ভয় পেওনা, প্রভুর কাছে
সুধাবনা এই কথা
শূন্য পরে থাকুক আমার
সকল সুখের পাতা।




#কাব্য #লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ১৯-২০ ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ, ০৩-০৪ মার্চ খ্রিষ্টাব্দ, বিকাল ৪:৫৭ মিনিট।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার সেই পোষ্ট গেল কোথায়?

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

এম আর তালুকদার বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ আমার উপর তাদের ক্ষমতা প্রয়োগ করে আমার পোস্ট মুছে দিয়েছে। এমন ঘৃন্য আচরন আশা করি নাই। চিন্তা করতেছি আমার অন্য ব্লগ গুলোতে সামহোয়্যার ইন ব্লগের শ্লোগানের আড়ালে লুকানো এহেন হিংসাত্বক রূপের কথা যাহির করবো। জানিনা সামহোয়্যার ইন ব্লগ আমার সাথে আরো কিরুপ আচরন করবে! তবে আপনাদের কাছে অনুরোধ রইল সামহোয়্যার ইন ব্লগের এমন রুপ পরিবর্তন না হলে যে যে উপায়ে পারেন এদের বিরুদ্ধে প্রতিবাদ দরকার হলে প্রতিরোধ গড়ে তুলুন। হয়তো সামহোয়্যার ইন ব্লগের শ্লোগান বদলাবে নয়তো তাদের মুখোশ বদলাবে।

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭

এম আর তালুকদার বলেছেন: সামু কতৃপক্ষ মুছে দিয়েছে। তাহাদের সমালোচনা বোধহয় তাহারা সহিতে পারেনা। ধন্যবাদ।

২| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ভাল হয়েছে।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫

এম আর তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৬

বিদ্যুৎ বলেছেন: খুব সুন্দর হয়েছে। বস্তুনিষ্ঠ এবং মানুষের মনের কথা আপনার কবিতায় ফুটে উঠেছে। শুভ কামনা রইল।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫

এম আর তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.