নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, “সুখে থেকো”

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬



“সুখে থেকো”
___এম, আর তালুকদার

যখন তুমি থাকবে সুখে
দুলবে সুখের ডালে,
সুখের ছোয়ায় চিরতরে
থেকো আমায় ভুলে।

চলার পথে হোঁচট খেয়ে
চোখে যদি জল আসে!
তাকিয়ে দেখ চিরকালই
আছি তোমার পাশে।

কথাদিলাম, কোন দিনও
চাইবনা ভাগ সুখের,
চিরকালই থাকবো আমি
বন্ধু হয়ে দুঃখের।

ভালবাসা চাইনি আমি
ভালবাসতে দিও,
মঙ্গল প্রদীপ জ্বেলে দিব
হাতে তুলে নিও।

জীবন সঙ্গী নাইবা হলাম
বন্ধু হয়ে থেকো।
দোয়াকরি, সারা জীবন
সুখের ছবি আঁক।








২০১৪ সালে লিখেছিলাম, ডাইরিটা কাছে নেই তাই কাব্য লেখার প্রকৃত দিন তারিখ সময় উল্লেখ করতে পারলাম না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০২

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! দারুন।
শেষ চার লাইন হোক আমাদের পাথেয়।
শুভেচ্ছা রইল।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২২

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.