নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

SIM Re-Registration - একটি বাস্তব চিত্র।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩

মোবাইল ফোন কোম্পানিগুলোর কাস্টোমার কেয়ার সেন্টারের পাশাপাশি রাস্তার আশে-পাশে অনেক ফোন ফ্লেক্সিলোড/ ব্যালেন্স রিজার্জের দোকানে, ফুটপাথ/রাস্তায় ছাতা নিয়ে অনেক মৌসুমি ব্যবসায়ী সিম রি-রেজিস্ট্রেশন বা পুন:নিবন্ধন করছেন। মোবাইল সিম রি-রেজিস্ট্রেশন এ অনেক ঝক্কি পোহাতে হচ্ছে গ্রাহকদের। যতদূর জানি সিম রি-রেজিস্ট্রেশন একটি বিনামূল্যে করণীয় নির্দেশ। কিন্তু রাস্তা-ঘাটে সিম প্রতি ২০ টাকার মত গ্রাহকের কাছ থেকে রাখা হচ্ছে। এটা কেন? অনেকে বলবেন তারা কাজ করছে বিনিময়ে টাকা নিচ্ছে। কিন্তু আমার জানামতে টার্গেট ভিত্তিতে প্রত্যেক দোকানদার বা সিম পুন:নিবন্ধনের সাথে যুক্ত ব্যাক্তিরা টাকা পাচ্ছে সংশ্লিষ্ট অপারেটর থেকে। কিন্তু কাস্টমার কেয়ারের বাইরে এই হারে টাকা নেয়া কেন?

I think Money Matters and why should I give it away to someone while he's already getting a benefit from doing that.


চাকুরিজীবি লোকজন সময়ের অভাবে কাস্টোমার কেয়ার সেন্টারে যাওয়ার সময় পান না। কেননা, অধিকাংশ কাস্টোমার কেয়ার সেন্টার ১০-৫ টা খোলা থাকে। যার ফলে কোন কাস্টামার কেয়ারের সেবা পাওয়া অনেকটা দুরহ ব্যপার। সরকারি চাকুরিজীবি ও ব্যাংকারগণ তাও শনিবার পান, কিন্তু অন্যান্য বেসরকারি চাকুরিজীবিদের জন্য কাস্টামার কেয়ারের সেবা পাওয়া অনেকটা অমাবশ্যার চাঁদ দেখার সঙ্গে তুলনীয়।দেশে অনেক অশিক্ষিত/অসচেতন লোক আছেন, যারা নিজস্ব এলাকার কাস্টমার কেয়ার সেন্টারের অবস্থান জানেনা না। তাই এইসব স্থানীয় দোকান বা রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে সিম পুন:নিবন্ধন করতে যেয়ে সিম প্রতি ২০ টাকা করে অযথা খরচ করতে হচ্ছে।

আরেকটা বিষয় খেয়াল করলাম, অধিকাংশ ক্ষেত্রে সিম নিবন্ধনের ফরম এ শুধু ছবি আর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এটে আর মোবাইল নাম্বার লিখে এবং গ্রাহকের স্বাক্ষর রেখে দেয়া হচ্ছে। গ্রাহককে না দেয়া হচ্ছে কোন valied copy, যা অনেকাংশে এ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

আমি মোবাইল সিম রেজিস্ট্রেশনের পক্ষে। কিন্তু আমি মনে করি সরকারের উচিৎ ছিল, আরেকটু সময় দিয়ে, আরেকটু নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র মোবাইল কোম্পানির গ্রাহক সেবা কেন্দ্র থেকে সিম পুন:নিবন্ধনের কাজ করতে দেয়া। আশা করি জনগণ সচেতন হবেন।

ভয়ের বিষয় হচ্ছে - যা বাংলাদেশের ফুটপাথে একবার নামে তার মর্যাদা কতখানি থাকে?

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

. . বলেছেন: হুমম

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

মুচি বলেছেন: হুমম।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ লোড দিতে গিয় দেখলাম ৮০ ভাগ ফরমই খালি.. নাম ছবি ফিঙ্গারপ্রিন্ট আর সই রেখে ছেড়ে দিচ্ছে!!

যেই লাউ সেই কদ..
ফাকতালে হয়রানী জনগণের সরকারের গচ্চ কোটি কোটি টাকা!!!!!!!!!!!!!!

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

মুচি বলেছেন: লাউ আর কদুতেই আটকে গেলাম আমরা। কি আর করা, আবারো অব্যবস্থাপনা।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

বিবেক ও সত্য বলেছেন: +++++++্

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মুচি বলেছেন: /:)

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

জনৈক অচম ভুত বলেছেন: সঠিক পরিকল্পনার অভাব।
ফাকতালে অযথা আমাদের আঙ্গুল নিয়ে টানাটানি। /:)

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২১

মুচি বলেছেন: আঙুল ধরে টান দিলেও কথা ছিল, তা-না আঙুলের ছম্প লইয়া.......। :-0

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

মহা সমন্বয় বলেছেন: যেই লাউ সেই কদুই হবে। এত তাড়াতাড়ির কি হল? আমি মনে করি সময় নিয়ে শুধু মাত্র কাষ্টমার কেয়ার থেকেই সীম নিবন্ধণ করতে দেয়া উচিৎ। এসব ফুটপাতের দোকানদারদের কোন ভরসা নেই। কোন না কোন দূর্ণিতি এরা করবেই।

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

মুচি বলেছেন: তারাহুরা করার কারণে কাস্টোমার কেয়ারেই ঠিকমত সিল-ছাপ্পর দেয় নাই, আবার ফুটপাথ !! কি আর করার, আমরা জাতিই দুর্নীতিবাজ। |-)

৬| ০১ লা মে, ২০১৬ রাত ১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২০ টাকা ব্যপার না। মানুষ সিনেমার টিকেট, ট্রেনের টিকেটের জন্য আরো বেশী খরচ করে...

০১ লা মে, ২০১৬ রাত ৩:৩৪

মুচি বলেছেন: ভাই ব্যপার না, কিন্তু আমি কেন কোন কারনবিহীন তাকে টাকা দিব। যেখানে সরকার থেকে বারবার বলা হচ্ছে বিনামূল্যে...। আমি কেন অনৈতিক টাকা দিব। সিনেমার টিকেট, ট্রেনের টিকেট তো আর মাগনা না।

আপনার-আমার কাছে হয়তো ২০ টাকা ব্যপার না। কিন্তু যে লোকের দৈনিক আয় ২০০/৩০০ টাকা তার ২/৩ টা সিম রি-রেজিস্ট্রেশন করতে ৪০/৬০ টাকা চলে যাচ্ছে- মানে ২/১ কেজি চালের দাম।

এইসব রাস্তা-ঘাটে সাধারনত এই সব লোকেরাই যাচ্ছে তাদের সিম নিবন্ধন করতে, কেননা কাস্টোমার কেয়ার এরা চিনেন না, অথবা যেতে ভয় পান।
ধন্যবাদ।

৭| ০১ লা মে, ২০১৬ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


সরকার সঠিকভাবে অপারেটরদের জন্য নিয়ম চালু না করে, কাজ দিয়ে দিয়েছে।

০১ লা মে, ২০১৬ বিকাল ৩:২৫

মুচি বলেছেন: সেটাই সমস্যা। আমরা জাতিই হুজুগে মাতি।

রাস্তা-ঘাটে যেখানে সেখানে করে কোটি কোটি সিম এর কাজ করলে ভুলতো হবেই। অনিয়মও হচ্ছে।

তারপরও উদ্যোগটা ভালো ছিল। কিন্তু আরো প্রস্তুতির দরকার ছিল।

৮| ০২ রা মে, ২০১৬ রাত ১০:৩৭

কাক রূপ কবি বলেছেন: যা একবার ফুটপাতে নামে তার মর্যাদা বলে আসলেই আর কিছু রয় না।

০৩ রা মে, ২০১৬ রাত ১২:০৮

মুচি বলেছেন: কথা সত্য এবং শঙ্কাজনক।

৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:২৭

অন্য পুরুষ বলেছেন: হায়রে ব্যবস্থাপনা!

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৩৬

মুচি বলেছেন: X( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.