নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরে গেলে মেঘ হতো যমুনার জল...

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

আব্দুল্লাহ আল মুক্তািদর

'If Stavrogin believes,he does not think he believes. If he does not believe ,he does not think he does not believe.'-The Possesed

আব্দুল্লাহ আল মুক্তািদর › বিস্তারিত পোস্টঃ

দ্য লোনলি রোমান্টিক ইন দ্য ক্রাউড

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩



এই দুনিয়া দারুণ বজ্রপাতের
এই পৃথিবী প্রচণ্ড পাথরের
অখণ্ড এই গ্রহ জুড়ে
নরম ঘাসের অজস্র মাঠ
শিউলি, ড্যাফোডিল, নার্গিস, বকুল
শত সহস্র ফুল

মানুষের দুইটা কাজ ভিন্ন আর সবই তুচ্ছ। এক, শিল্প, কাব্য, রহস্য, প্রেরণা, স্বপ্ন আর জাদুর সন্ধান এবং অতঃপর জয়গান। দুই, শিল্পবিমুখতা, কাব্যহীনতা, প্রতারণা, বিদ্বেষ, বিভেদ আর অতি স্বার্থপরতার আবিষ্কার ও পরবর্তী প্রতিবাদ। এই দুই কাজই কেবল ইচ্ছা করে করতে হয়। বাকি যত কাজ সব হয়ে যায়। করতে চাইতে হয়না। কাজ দু'টি আপাত দৃষ্টিতে বিপরীত মনে হলেও বিরোধী নয়। বরং পরিপূরক।

এই কাজগুলো কেবল এই গ্রহের তুলনামুলক সংবেদনশীল মানুষেরা করে থাকে।

ইদানিং দেখা যাচ্ছে যারা দ্বিতীয় কর্মটি সচরাচর করে , তাদের ধারণা কেবল তারাই একমাত্র কাজের কাজ করছে। প্রথম কর্মের কর্মীরা অযথা জীবন, সময় কাটাচ্ছে। মাঝে মাঝে আবার প্রথম কাজের লোকেরা পরের লোকেদের সম্পর্কেও একই রকম ভাবে অথবা বলে। ফলে লাভবান অন্য আরেকটি দল, অন্য ধরণের কাজে যারা ব্যস্ত। সেই অন্য কাজ আর তৃতীয় দলভুক্ত কর্মীকে আমার বিশ্বাস উপরোক্ত দুই পক্ষই সমানভাবে খারাপ বাসে।

বলতে চাইছি, আপনার কাজ আপনি করুন। কারণ সেই কাজে আপনি সাবলীল। দোষী মানুষের দোষ ধরা 'ভালো' কাজ, জরুরী। কিন্তু সবাই সেই কাজে আপনার মতোন স্বতঃস্ফূর্ত হতে পারবে না। দরকারও নাই। কিছু মানুষকে থাকতে দিন 'সুন্দরে'র সন্ধানে।

কিছু মুখকে অবুঝ, সবুজ হাসতে দিন। মুগ্ধ চোখের কিছু মানুষ আজীবন মুগ্ধ করুক আমাদের সমস্ত মন।


জোছনার পৃথিবীতে বন্যার ঢল
আকাশের রোদ ছোঁয়া মেঘ অমন উদাস
ঘন-বন-বৃষ্টি থেকে গলে
মাটির কোলে
ঝ'রে পড়ুক
বিষণ্ণ সুখ-সমুদ্দুর !





ছবি: মকবুল ফিদা হুসেনের 'মাদার তেরেসা'

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.