নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু লেখার চেষ্টা

মজিদুল হক মুনির

কিছু লেখার চেষ্টা

মজিদুল হক মুনির › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকার শুরু

১১ ই মার্চ, ২০১৬ রাত ১:৫২

অল্প কিছুক্ষণ পর আত্মহত্যা করবে শিহাব। গলার ফাঁস তৈরি । সে দেয়ালে চক দিয়ে লিখছে –
আমার মা নেই
আমার বাবা নেই
আমার ভাই নেই
আমার বোন নেই
আমার কেউ নেই
কাউকে আঁকড়ে ধরে বেঁচে থাকার মত কেউ নাই আমার
আমার বেঁচে থাকার কোন উদ্দেশ্য নেই
তাই আমি চলে যাচ্ছি

আসলেই শিহাবের কেউ নেই । এক রোড এক্সিডেন্টে মারা যায় তার বাবা মা ভাই বোন। ভাগ্যক্রমে সে বেচে যায় । কিন্তু আজ আর বেঁচে থাকার কোন কারন সে দেখচে না । কার জন্য সে বেঁচে থাকবে। মা বাবার স্মৃতি তাকে বড় কষ্ট দেয়। তাকে আর কেউ বড় আপুর মত বকুনি দেয় না। তার ভাই আর তার সাথে ঝগড়া করে না। তাই সে চলে যাবে এ পৃথিবী থেকে । সে ধীর পায়ে এগিয়ে গেল টুলটার দিকে। তুলে উঠল । গলায় ফাঁস তা পড়ল । এখন শুধু পা দিয়ে ধাক্কা দিয়ে টুলটা ফেলে দিলেই সে চলে যাবে মা বাবার কাছে। মা বাবার কথা খুব মনে পড়ছে। বাবা বলত – শিহাব দেখ কত মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারচে না। তোকে ডাক্তার হয়ে বিনা পয়সায় মানুসের সেবা করে হবে। মা বলত, বাবা শিহাব তুই বড় হয়ে আমার বাতের ব্যাথার চিকিৎসা । ডাক্তারকে কতগুলো করে টাকা দিতে হয়। শিহাব চিন্তা করল
- আমি যদি না থাকি তাহলে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে কে?
সাথে সাথে দড়ির ফাঁসটা গলা থেকে খুলে ফেলল। বেশ জোর গলায় বলল
- বাবা মায়ের জন্যই আমাকে বাঁচতে হবে। বাঁচতে হবে তাদের স্বপ্ন পূরণের জন্য।
টুল থেকে নেমে পড়ল শিহাব। দেয়ালের কাছে গিয়ে লেখা গুলো মুছে দিল। তারপর চক হাত নিয়ে দেয়ালে লিখল-
মা বাবার স্বপ্নের জন্য , স্মৃতির জন্য আমি বাঁচব ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.