নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন এক বড় মহাজন

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

মুনযুর-ই-মুর্শিদ

মুনযুর-ই-মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

আপনাদের মনে আছে বাংলাদেশের প্রথম মহিলা বিমান প্রশিক্ষক ফারিয়া লারার কথা

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৯



জন্মঃ১৬ই এপ্রিল ১৯৭০, রাত ১২-৪০, বৃহস্পতিবার।

মা প্রখ্যাত কথাশিল্পী ও বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক সেলিনা হোসেন।

বাবা বাংলাদেশ বিমানের কর্মকর্তা আনোয়ার হোসেন খান।

লারা উদয়ন বিদ্যালয়, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কিছুদিন সাপ্তাহিক সময় পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করে। ১৯৭৯ সালে ফিলিপস বাংলাদেশ পুরস্কার ও ১৯৮০ সালে নিপ্পন টেলিভিশন নেটওয়ার্ক আয়োজিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পায়। এছাড়া ১৯৮৪ সালে ভারতের শঙ্কর আন্তর্জাতিক পুরস্কার ও বাংলাদেশ টেলিভিশনের ১৯৭৮ সালের নতুনকুঁড়ি প্রতিযোগিতায় ছবি আঁকা ও উপস্থিত বক্তৃতায় পুরস্কার লাভ করে।

১৫ই সেপ্টেম্বর ১৯৯৬ সালে লারা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কাছ থেকে প্রাইভেট পাইলটের লাইসেন্স অর্জন করেন। ১৯৯৮ সালের ১৯শে মার্চ লারা বাণিজ্যিক পাইলট লাইসেন্স লাভ করেন। এরপরই তিনি পাইলটদের প্রশিক্ষক হওয়ার প্রশিক্ষণ নেন। তিনি বাংলাদেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক। পাইলট হতে ইচ্ছুক শিক্ষাথীদের ক্লাশ নেওয়ার পাশাপাশি উড্ডয়নের প্রশিক্ষণ নিতে শুরু করেন। পঞ্চাশ ঘন্টার এই প্রশিক্ষণের শেষ দিনটি ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ সালে বিমান দুর্ঘটনার সম্মুখীন হন।

মৃত্যুঃবিমান দুর্ঘটনায় ১৯৯৮সালের ২৭শে সেপ্টেম্বর ।বরিশাল থেকে ঢাকায় ফেরার পর পোস্তগোলা এলাকায় সেসনা-১৫০ বিমানের কো পাইলট সহ তিনি নিহত হন।

সশ্রদ্ধ সালাম ফারিয়া লারার প্রতি।আমরা চাই আরো ফারিয়া বাংলাদেশ বিমানে যোগদান করে শঙ্খচিল হয়ে উড়ে বেড়াক বাংলার আকাশে।

দৈনিক ইত্তেফাক

wikipedia.org

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬

আমি অপদার্থ বলেছেন: ভাল পোষ্ট +++++++++

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫

†kL Av‡bvqvi বলেছেন: কুনটা কার
সোবি বুযহা গেলো না

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

শাহেদ খান বলেছেন: দূর্ঘটনার পর টিভি-নিউজে তার নাম শুনেছিলাম মনে পড়ে। আর কিছুই জানতাম না। আজ জানলাম, এক প্রতিভাবান তারুণ্য'কে হারিয়েছিলাম আমরা।

তার প্রতি সম্মান রইল।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: হ্যা একজন প্রতিভাবান বৈমানিক হারিয়েছি আমরা।

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++


ভালো পোস্ট!

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পর ফারিয়া লারাকে মনে করিয়ে দিলেন। অনেক কষ্ট পেয়েছিলাম উনার জন্য। উনার পরিবারের জন্য।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: কষ্টগুলো প্রেরণা হয়ে থাকুক

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২১

শহুরে আগন্তুক বলেছেন: ওনার ব্যাপারে জানতাম না । আল্লাহ্‌ ওনাকে বেহেশত নসিব করুন ,আমিন ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২১

শহুরে আগন্তুক বলেছেন: ওনার ব্যাপারে জানতাম না । আল্লাহ্‌ ওনাকে বেহেশত নসিব করুন ,আমিন ।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন:
আমীন

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লারার কথা মনে পড়ে। সশ্রদ্ধ সালাম ফারিয়া লারার প্রতি।আমরা চাই আরো ফারিয়া বাংলাদেশ বিমানে যোগদান করে শঙ্খচিল হয়ে উড়ে বেড়াক বাংলার আকাশে।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: সশ্রদ্ধ সালাম উনার প্রতি

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

আমিনুর রহমান বলেছেন:




মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ফারিয়া লারার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

মহামহোপাধ্যায় বলেছেন: শ্রদ্ধা রইল এই অগ্রপথিকের প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.