নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন এক বড় মহাজন

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

মুনযুর-ই-মুর্শিদ

মুনযুর-ই-মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

টানেলে বসবাস

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭



ক্রিস্টিনার বয়স ১৯ বছর৷ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বসবাসরত আরো অনেক গৃহহীন তরুণের মতো তিনিও মাদকাসক্ত৷ ভাই-বোনদের সঙ্গে ভূগর্ভস্থ টানেলে বসবাস করেন ক্রিস্টিন৷ তাঁর কথায়, এভাবে বসবাস অত্যন্ত কঠিন৷ নিজেকে পরিষ্কার করার মতো পানি নেই সেখানে৷ মাঝেমাঝে খাবারও থাকে না৷ বুখারেস্টের অবস্থানরত ছয় হাজার গৃহহীনের মধ্যে এক হাজারই শিশু৷





বুখারেস্টের মাটির নীচে থাকা টানেলের মধ্যে নিজের বসবাসের জায়গাটুকু খানিকটা গুছিয়েও নিয়েছেন কেউ কেউ৷ বিদ্যুৎ নেই সেখানে৷ তাই কারিনা মোম জ্বেলে আলোর ব্যবস্থা করেন৷ অনেক গৃহহীন শিশু এতিম খানায় বড় হয়েছে৷ এরপর একসময় সেখান থেকে পালিয়ে গিয়ে বেছে নিয়েছে মাটির নীচে বসবাসের জীবন৷ এসব টানেল মূলত শহরের হিটিং ব্যবস্থা চালু রাখতে, এবং ময়লা পানি সরিয়ে নিতে ব্যবহার করা হয়৷





রুমানিয়ার কমিউনিস্ট যুগের একনায়ক নিকোলা চাওশেস্কু গর্ভনাশ নিষিদ্ধ করেছিলেন৷ তাই তখন এতিমখানার সংখ্যা বাড়ানো হয়েছিল৷ কিন্তু কমিউনিস্ট যুগ শেষ হওয়ার পর নব্বইয়ের দশকে এতিমখানাগুলোর অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে৷ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পাওয়ায় অনেক শিশু এতিমখানা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়৷







২০ বছরে পা দেয়া রেমুস একা থাকতে পছন্দ করেন৷ বুখারেস্টের কেন্দ্রস্থলে একটি টানেলে বাস তাঁর৷ মোটামুটি পা ছড়িয়ে থাকার মতো একটি জায়গা পেয়েছেন তিনি৷ তবে তাঁর আবাসের পাশেই রয়েছে হিটিং সিস্টেম৷ তাই শীতকালে বেশি কষ্ট হয় না৷





রোমানিয়ায় বিপ্লবে ২৫ বছর পর এক গৃহহীন, মাদকাসক্ত তরুণ প্রজন্ম এখন রাস্তায় ঘুরছে, যাদের বাসস্থান মাটির নীচে৷ ১৯ বছর বয়সি মোনা সন্তানসম্ভাবা৷ এটা তার দ্বিতীয় সন্তান৷ প্রথম সন্তান এবং ছেলেবন্ধুকে নিয়ে টানেলে বসবাস করেন তিনি৷



www.dw.de

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছবিগুলো দেখতে পাইলাম না।

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: কেন যে দেখতে পাচ্ছেন না ঠিক বুঝতে পারছি না।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.