নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন এক বড় মহাজন

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

মুনযুর-ই-মুর্শিদ

মুনযুর-ই-মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

CV তৈরি খুব কঠিন কাজ B:-) :-< :||

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:০৫

CV বা curriculum vitae লাগবে আপনার। প্রথম বাঁধা আগে কখনও লেখা হয় নি।দ্বিতীয়ত (ব্যক্তিগত তথ্য,শিক্ষা,অভিজ্ঞতা) কোন অংশের পরে কোন অংশ লিখবো তাতে সন্দেহ আছে বা মনে নেই।কিংবা প্রতিভাগে কি কি তথ্য দেয়া যায় তা মনে নেই।


এসব সমস্যার সমাধানে আমরা Google Resume Builder ব্যবহার করতে পারি।

আপনার গুগল account এ লগইন করে Google Resume Builder এ প্রবেশ করুন।


দ্বিতীয় ধাপে Resume Builder আপনার গুগলের এ একসেস চাইবে।অনুমতি দিন।


এবার ক্রিয়েট রিজিউম এ ক্লিক করুনঃ


পরের ধাপে প্রথমেই আসবে কন্টাক্ট ইনফোঃ


প্রয়োজনীয় তথ্য দিয়ে পরের ধাপে যান।

পরের ধাপে আছে অবজেকটিভঃ


এরপরে আসবে work experience পূরণের ছকঃ


পরের ধাপে পাবেন Education সংক্রান্ত তথ্য পূরণের ছকঃ


এডুকেশনের পরে Skills অপশন আছে।

ক্রমান্বয়ে পাবেন ভাষা দক্ষতা, আগ্রহ, সংযুক্তি, রেফারেন্স সংক্রান্ত তথ্য পূরণের ছক।

সবশেষে save & choose template ক্লিক করুন।

template select করে বুঝে নিন আপনার CV ।

এই পদ্ধতি ছাড়াও সরাসরি Google Docs এ লগইন করে টেমপ্লেট সিলেক্ট করে CV তৈরি করতে পারবেন।

গুগল যদি কঠিন মনে হয় তবে bdjobs.com এ যেয়ে সাইটে দেয়া CV টেমপ্লেট পূরণ করে ডাউনলোড করে নিন।

এরপরেও কি বলবেন CV লেখা কঠিন!

https://resumebuilder.withgoogle.com/#null
https://www.google.com/docs/about/
http://www.bdjobs.com/

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৪

তারেক ভূঁঞা বলেছেন: খুব সহজে বুঝতে পারছি ।

২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: জি দেরিতে হলেও জেনে খুশি হলাম।

২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:০৪

অশ্রুকারিগর বলেছেন: ধন্যবাদ। স্টুডেন্টদের জন্য ইউরোপাস ফরম্যাটের সিভি আরেকটা সুন্দর এবং এক্সেপ্টেড সব জায়গায়।

এখান থেকে বানাতে পারেন Click This Link

২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: দেরিতে হলেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.