নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিক এর বাংলা ব্লগ

মেঘনা পাড়ের ছেলে

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত

মেঘনা পাড়ের ছেলে › বিস্তারিত পোস্টঃ

স্যাপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড - ইউভাল নোয়া হারারি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৫


ইউভাল নোয়া হারারি, হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের হিস্ট্রি বিষয়ের প্রফেসর এবং ডক্টরেট ডিগ্রিধারী। নিজের বিষয়ের উপর অসাধারন পান্ডিত্যের অধিকারী। তার লিখিত বই "স্যাপিয়েন্স - আ ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড" বা "মনুষ্যজাতির সংক্ষিপ্ত ইতিহাস" সম্প্রতি বিশ্বব্যাপি ব্যাপক আলোড়নতোলা বই। ৩০ টিরও বেশী ভাষায় এই বইটি অনুদিত হয়েছে। সুলিখিত ও প্রাঞ্জল এ বইটি অনুবাদ করার দুঃসাহস আমার নেই। আমি শুধুমাত্র বইটির প্রথমেই যে ইতিহাসের বাঁকগুলির উল্লেখ আছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি।

১৩.৫ বিলিয়ন বছর আগে : বস্তু ও শক্তির আবির্ভাব। ফিজিক্সের শুরু। অনু-পরমানুর আবির্ভাব। ক্যামিস্ট্রিরও শুরু।
৪.৫ বিলিয়ন বছর আগে : পৃথিবীর সৃষ্টি।
৩.৮ বিলিয়ন বছর আগে : জীবের উত্থান. বায়োলজির আবির্ভাব।
৬ মিলিয়ন বছর আগে : মানব ও শিম্পাঞ্জির একক মাতা।
২.৫ মিলিয়ন বছর আগে : মানব জাতির আবির্ভাব।
২ মিলিয়ন বছর আগে : মানবজাতি আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়ে। মানবজাতির বিভিন্ন প্রজাতির আবির্ভাব।
৫০০০০০ বছর আগে : ইউরোপ ও মধ্যএশিয়ায় নিয়নডার্থালদের আবির্ভাব।
৩০০০০০ বছর আগে : প্রাত্যহিক কাজে আগুনের আবিষ্কার।
২০০০০০ বছর আগে : পুর্ব আফ্রিকায় হোমো সেপিয়েন্সদের আবির্ভাব।
৭০০০০ বছর আগে : জ্ঞানের উম্মেষ। ভাষার উত্থান। হিস্ট্ররির শুরু। আফ্রিকা থেকে মানবপ্রজাতি হোমো স্যাপিয়েন্সদের ছড়িয়ে পড়া।
৪৫০০০ বছর আগে : মানবজাতির অস্ট্রেলিয়া জয়। অস্ট্রেলিয়ান প্রানিজগতের বিলুপ্তি।
৩০০০০ বছর আগে : নিয়নডার্থালদের বিলোপ।
১৬০০০ বছর আগে : মানবপ্রজাতির আমেরিকাতে বসতি স্থাপন। আমেরিকান প্রানিজগতের বিলুপ্তি।
১৩০০০ বছর আগে : হোমো ফ্লোরেসিয়েনসিসদের বিলুপ্তি। বেঁচে থাকা একমাত্র মনুষ্যপ্রজাতি হোমো সেপিয়েন্স।
১২০০০ বছর আগে : কৃষি বিপ্লব। চাষাবাদ ও পশুদের পোষমানানো ও স্থায়ী বসতি স্থাপন।
৫০০০ বছর আগে : প্রথম রাজ্যস্থাপন, লিপি ও মুদ্রার প্রচলন ও পলিথিস্টিক রিলিজিয়ন।
৪২৫০ বছর আগে : প্রথম রাজা - আক্কাদিয়ান এম্পায়ার অব সার্গন।
২৫০০ বছর আগে : কয়েনের আবিষ্কার - বৈশ্বিক মুদ্রা।পারস্যের রাজা কর্তৃক ইউনিভার্সেল পলিটিক্যাল অর্ডার জারী। ইন্ডিয়াতে বুদ্ধের মতবাদ।
২০০০ বছর আগে : চায়নাতে হান রাজত্ব, রোমান রাজত্ব ভুমধ্যসাগরীয় অঞ্চলে, খ্রিষ্টিয় মতবাদ।
১৪০০ বছর আগে : ইসলামের অাবির্ভাব।
৫০০ বছর আগে : বৈজ্ঞানিক বিপ্লব।মানবজাতি তার অজ্ঞতা বুঝতে পারে এবং অভূতপূর্ব ক্ষমতা অর্জন করতে শুরু করে। ইউরোপীয়রা সাগর-মহাসাগর ও আমেরিকা মহাদেশ বশীভুত করে।সমগ্র গ্রহ একটি একক ঐতিহাসিক
রঙ্গভূমি হয়ে উঠে। পুঁজিবাদের উত্থান।
২০০ বছর আগে : শিল্প বিপ্লব। 'পরিবার ও সমাজ' 'রাষ্ট্র ও বাজার' দ্বারা প্রতিস্থাপিত হয়। ব্যাপকভাবে উদ্ভিদ ও
প্রানীকূলের বিলুপ্তি।
বর্তমান : মানুষের পৃথিবীর গণ্ডি অতিক্রম। পারমানবিক অস্র মানবজাতির বেঁচে থাকাকে হুমকিতে ফেলে দিয়েছে। প্রাকৃতিক নির্বাচনের বদলে প্রাণীরা ক্রমবর্ধমানভাবে ইন্টেলিজেন্টলি চূড়ান্ত হচ্ছে।
ভবিষ্যত : ভবিষ্যতে জীবনধারা কি ইন্টেলিজেন্টলি ডিজাইন হবে ? হোমো সেপিয়েন্সরা কি সুপারহিউমেনদের দ্বারা প্রতিস্থাপিত হবে ?

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


টাইম-লাইনে মিল আছে; পড়া দরকার

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বইটা দারুন, একবার শুরু করলে শেষ না করে পারবেন না

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ৬ মিলিয়ন বছর আগে : মানব ও শিম্পাঞ্জির একক মাতা।

পিতা একক ছিল নাকি, আদি মাতা তার বর মানব ও ‍শিম্পাঞ্জির সাথে বহুগামিতায় লিপ্ত হয়েছিলেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কঠিন প্রশ্ন। ৬ মিলিয়ন বছর আগে আসলেই কি ঘটেছিলো কে সঠিকভাবে বলতে পারে ? তবে বইটা অনেক ইলাবোরেট। সময় পেলে পড়ে দেখতে পারেন। খারাপ লাগবেনা। ভালো থাকুন নিরন্তর।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

আবু মুছা আল আজাদ বলেছেন: লেখাটি ভালই
ইতিহাস বা টাইমলাইনের মিল আছে

বাট ইনি দেখছি( ইউভাল নোয়া হারারি নতুন) ডারউইনের আবির্ভাব
ডারউইন যা কিছু বাদ রাখছিলেন তা তিনি পুরন করতে চাচ্ছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: লেখাটি মৌলিক নয়। অনুবাদের চেষ্টা মাত্র। ডারউইন আর হারারির কাজের ক্ষেত্র সম্পুর্ন ভিন্ন। হারারি ইতিহাসের ছিঁড়ে যাওয়া সুতোগুলিকে জোড়া দেবার চেষ্টা করেছেন মাত্র। কতটুকু পেরেছেন তা সময় বলবে......

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬

আখেনাটেন বলেছেন: বইটি পড়া উপভোগ্য হবে মনে হ্য়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই যথেষ্ট উপভোগ্য ছিলো/হবে :D

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

হাসান মাহবুব বলেছেন: দাম কত? কয় পৃষ্ঠা? :-<

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: গতবছর নিউমার্কেটে অনেক খুঁজে একটা মাত্র দোকানে পাই। অনেক ঝুলাঝুলি করে ৭০০ টাকায় কিনি পেপারব্যাক এডিশন। ৪৯৮ পৃষ্ঠা। দুঃখের বিষয় কয়েক দিন আগে নীলক্ষেতের ফুটপাথ থেকে মাত্র ২৫০ টাকায় এই লেখকের "হোমো দিউস, আ ব্রিফ হিস্ট্রি অব টুমরো" কিনি ২৫০ টাকায়, তখন সেখানে "স্যাফিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অব ম্যানকাইন্ড" পাই মাত্র ৩০০ টাকায়।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

দূরের পথযাত্রী বলেছেন: বেশ ভালো বই। জ্যারেড ডায়মন্ডের মতো লেখার স্টাইল। ইনি জ্যারেড ডায়মন্ড দ্বারা প্রভাবিতও।এই বইটির বাংলা অনুবাদ করেছেন আশফাক আহমেদ নামের একজন। তার ফেসবুক আইডিতে নোট আকারে আছে চ্যাপ্টার ওয়াইজ অনুবাদ। 'মানুষের গল্প" শিরোনামে।আর এর পরের বই হচ্ছে ''Homo Deus: A Brief History of Tomorrow"।সেটাও দারুন এক বই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: জ্যারেড ডায়মন্ডের কোন লিখা সরাসরি পড়িনি, তবে ছুটোছাটা উনার লেখার আলোচনা, সমালোচনা, কোটেশন, ক্লিপ পড়েছি। তাই বিস্তারিত বলতে পারছিনা। হ্যাঁ আশফাক আহমেদের কয়েকটা খন্ড ফেসবুকেই পড়েছি, উনিও যথেষ্ট উন্নতমানের অনুবাদক। পরের বই হোমা দিউস ই এখন পড়ছি, আর ভাবছি কেনো আরও দু এক জেনারেশন পরে জন্ম নিলাম না........

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

সাহিদা সুলতানা শাহী বলেছেন: খুব ভাল পোষ্ট। বইটি পড়লে অনেক কিছু জানা যাবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: থেম্কু

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৪

চিন্তক মাস্টারদা বলেছেন: উনি ত ডারুইনবাদদের মতের কথা উল্লেখ করেন না! তাহলে কি আবারো প্রমাণ হল এগুলো মিথ্যারঝুড়ি

১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হারারি কোন নতুন মতবাদ বা গবেষণাকর্ম প্রকাশ করেননি, উনি নির্মোহভাবে শুধুমাত্র ইতিহাস বর্ণণা করেছেন। আশাকরি বুঝতে পেরেছেন।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ভাবুক কবি বলেছেন: তথ্যবহুল অনেককিছুই।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বইটা পড়ে দেখুন , অনেক চিন্তার খোরাক পাবেন।

১০| ১০ ই মার্চ, ২০১৭ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



বই মেলায়, কোন বই টই পেয়েছেন?

১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেককককককককককক বই পেয়েছি, কিন্তু কিনেছি খুবই কম। প্রফেশনাল কারনে সময় খুবই কম পাই, তাই ব্লগে খুবই কম আসি। তবে আপনার প্রতিটি পোস্ট পড়ি।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:১০

উদাসী স্বপ্ন বলেছেন: অনুবাদ বাইরায় নাই? এত কঠিন ইংলিশ পড়তে সমস্যা। নেটে ইংলিশ পড়তে কস্ট লাগে

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আশফাক আহমেদ নামে একজন ফেবুতে উনার আইডিতে লিখছেন, খুবই ভালমানের অনুবাদ। তবে বই আকারে দেখিনি। ইংরেজীতে পড়তে আসলেই সমস্যা, তবে বাজে অনুবাদের চাইতে অনেক ভাল। পড়ে ফেলুন অনেক ভাল লাগবে।

১২| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:১১

চানাচুর বলেছেন: বৈজ্ঞানিক ইতিহাস #:-S

২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:৩৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আরে এই পোষ্টে কাকে দেখছি :) ? আমাদের চানাচুরমনি না?

হ্যাঁ, মানুষের ছিঁড়ে যাওয়া ইতিহাসের মালাকে দারুন মুন্সীয়ানায় জোড়া লাগানোর কঠিন প্রচেষ্টা..... দারুন একটা বই পড়ে দেখুন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.