নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

বীরাঙ্গনা

২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৪২





সোডিয়াম আলোয় পিচঢালা রাজপথ চিকচিক
একগঙ্গা নক্ষত্রের ঢেউ এ চারপাশ প্রেমময়।
শহরতলীর মানুষ গুলো সব ঘুমিয়ে কত!
ঘুমন্ত পৃথিবীর জাগ্রত রূপ ; রাস্তার পিচে থ্যাতলানো ইতিহাস।


অসনাক্ত লাশ নিয়ে আর কত ঘুরবে বলো
তারচেয়ে প্রেমিকার ঠোটে একাধিক চুমু খাও।
তার গলার হাড় হয়ে ঝুলে যাও
নূপুরনিক্বণ হয়ে হয়ে বাজনা বাজাও।
তোমাকে ওখানেই শোভা পায়
তবে তোমার প্রেমিকা কোথায়?


ঐ দ্যাখো, দ্যাখো দ্যাখো -
একটি লাশকে আলিঙ্গন করছে সে,
ঢেকে দিয়েছে মুখের আদল তার চুলের অন্ধকারে
বুকের বল্কলে ধরেছে চেপে, তোমার প্রেমিকা।
ঐ দ্যাখো অন্য পুরুষের প্রণয়ের তাপে গলে যাচ্ছে,
তাও আবার মৃত মানুষ।


কী? কী ভাবছো? পারবে তুমি?
তুমিতো হাতের বালার যোগ্য নও,
নূপুরের আশেপাশে এসো নাকো তুমি
অক্ষম পুরুষের চেয়ে সক্ষম শব অনেক ভাল।


ঐ দ্যাখো বাংলার অসানক্ত লাশের মিছিল এসেছে আজ
দ্যাখো -দ্যাখো, চিনতে পারছো,
ঠিক মাঝখানটায় তোমার প্রেমিকা ; বীরাঙ্গনা।



বি:দ্র ; যারা কবিতা চুরি করবেন তারা হেলাল হাফিজের যার যেখানে যায়গা কবিতার শেষ লাইন পড়ে নিয়েন
ব্লগ কিন্তু পুরাই গরম এহন।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আগের দিন বলেছিলাম আপনি যা লেখেন তাই কবিতা হয়ে যায়।
কবিতা যে অসাধারন লেখেন তার বড় পরিচয় আজ এই কবিতার মাধ্যমে দিলেন।
অনেকের ভাল ভাল লেখা দেখে ভাবি, কি ভাবে তারা লেখে । সত্যি বলতে কি মনে হিংসেও আসে ইস উনার মত করে ভাল যদি আমিও লিখতে পারতাম।
তবে আপনার চেয়ে আমি ভাল লিখতে পারি । কি ভাবে? ওই আরকি শুনতে চেয়ে লজ্জা দিবেন না বোঝেন নাই কিভাবে? কেন চুরি করে।
থাক ফালতু কথা।
কবিতা আমি টুকটাক লিখলেও কবিতা খুবই কমা বুঝি। আর কোন কবিতা পড়ে মনে যে অনুভুতি আসে তা লিখে প্রকাশ করা আমার কাছে খুবই কষ্টের কাজ।
আপনার এই কবিতা পড়ে মনে এক ধরনের প্রশান্তি পেয়েছি। তার জন্য কবি সাহেবকে একটি ধন্যবাদ না দিয়ে পারছিনা।
আর আপনার কবিতা মিস করতে চাই না তাই আপনাকে অনুসারিতদের দলে নিলাম।
ভাল থাকুন অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
ব্লগে আবার তেল মারামারিও আছে। দয়া করে আামাকে এদের দলে ফেলবেন না। অনিয়মিত ভাবে আট বছর আছি এই ব্লগে।

২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৫৭

নাগরিক কবি বলেছেন: হাহাহহা :) । সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে সত্যি কথা বলতে ভেবে চিন্তে আমি লিখি না। যা মনে আসে তাই লিখি। এই আরকি। :) ভাল থাকবেন। সব কিছুর জন্য আবারো ধন্যবাদ। :)

২| ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৫৭

ওমেরা বলেছেন: এই শুনেন কবি ভাইয়া আমি না আপনাদের কবিতা পড়ে পড়ে একটু একটু কবিতার বুঝতে শুরু করেছি এই যেমন ধরেন আপনার আজকের কবিতাটা বুঝতে পারেছি ।

চুরি- টুরি করব না গালাগালি করিয়েন ভাইয়া ।

আমার ধারনা ছিল ব্লগে সব শিক্ষিত আর ভদ্র লোকজন কিন্ত ঘুব হতাশ হচ্ছি ।

ধন্যবাদ ভাইয়া ।

২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:০১

নাগরিক কবি বলেছেন: শুনুন আপু - কবিতা বুঝতে যাওয়া কিন্তু পাগলামি। ইহা কিন্তু সত্যি কথা।


ব্লগ একটা উন্মুক্ত প্লাটফরম, এখানে অনেক রকমের মানুষ আছে। সবার মধ্যেই ভাল খারাপ বিদ্যমান। আর কথা হচ্ছে দুটো হাড়ি পাশাপাশি রাখলে টাক খাবেই। তবুও আমাদের সহনশীল হতে হবে। মন ও মানসিকতার উন্নয়ন, তাছাড়াও যা আরো গুরুত্ব পূর্ণ তা হচ্ছে হিংসা পরিহার করে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তোলা। :)

৩| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:০৬

মানবী বলেছেন: সুন্দর সময়পোযোগি কবিতা।
দুর্ভাগ্যক্রমে এখনও প্রতিদিন বীরাঙ্গনাদের লাশের মিছিল...




হেলাল হাফিজকে নিয়ে টানাটানি কেনো!!! /:)

ধন্যবাদ নাগরিক কবি।

২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:০৯

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা। টানাটানি কেনো করেছি তা আপনি একটু পরেই বুজতে পারবেন। ধন্যবাদ। আমি আপনার আরেকটি মন্তব্যের অপেক্ষায় রহিলাম :)


ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। :)

৪| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:১৭

মানবী বলেছেন: আপনার মন্তব্যের কিচ্ছু বুঝি নাই।

ছোট, বন্ধুসম ইত্যাদি পড়ে ভাবলাম বুঝাবুঝির প্রয়োজন নেই, আপনি বিব্রত যেনো না হন তাই দ্রুত ডিলিট করে দিয়েছি আপনার মন্তব্য।

কবি হেলাল হাফিজের নামটা আমার কাছে একটা অনিভূতির মতো[link||view this link] তাই জানতে চেয়েছিলাম।

যাই হোক বাদ দিন ভাইয়া, হ্যাপি ব্লগিং।

২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:২১

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ, সব কিছু বাদ দেওয়াই উত্তম। হেলাল হাফিজ আমারো প্রিয় তালিকার একজন। আপনার পোস্ট টি একটু পরে পড়বো। এখন একটু মাইনকার চিপায় আটকাইছি। :)

আবারো ধন্যবাদ আপু
ভাল থাকুন সতত। :)

৫| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

মানবী বলেছেন: পড়তে হবেনা, শুধু জানিয়ে রাখা অনুভূতি কেনো বলেছি।



যাই হোক, ঝামেলা থেকে উদ্ধার পান শিঘ্রী শুভকামনা রইলো।

২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:৩০

নাগরিক কবি বলেছেন: আমিতো কোন ঝামেলায় নেই। আমি হলাম আলভোলা মানুষ। দিন আনি দিন খাই। :) শুধু কবিতা চুরি হয়ে গেলে মনে কষ্ট লাগে, এই আরকি। :(

আবারো ধন্যবাদ :) ভাল থাকুন।

৬| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১

ধ্রুবক আলো বলেছেন: কবি ভাই, অসাধারণ হইছে কবিতা খানি, মনোমুগ্ধকর। মোস্তফা সোহেল ভাইয়ের কথাখানিও খুব ভালো লাগলো।
আসলেই আপনি সেরা মানের লেখা লিখেন। অনেক অভিনন্দন, ও শুভ কামনা।


ব্লগ কিন্তু পুরাই গরম এহন। কবি হেলাল হাফিজের শেষের লাইন নিয়ে আমার মন্তব্য ব্র্যাকেটে ;)

(চোরদের জন্য উপযুক্ত লাইন)

২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩

নাগরিক কবি বলেছেন: হাহাহাহহা। এই যে ভাল লেগেছে আপনাদের এতেই আমার সার্থকতা। হয়ত কোন একদিন চলে যাব। থেকে যাবে শুধু আমার কিছু সৃষ্টি যার সাথে আপনাদের এই ভালবাসা গুলো। :)

ভাল থাকুন
ধন্যবাদ।

৭| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৮

ধ্রুবক আলো বলেছেন: মানুষ চলে যায়, থেকে তার কর্ম, গুন।

শুভেচ্ছা নিরন্তর। ভালো থাকুন কবি।

২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:৫০

নাগরিক কবি বলেছেন: আপনিও ভাল থাকুন। :) আবারো ধন্যবাদ। সময় করে লাঞ্চে আসিয়েন ;)

৮| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলেই চমৎকার হয়েছে।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ বাবু ভাই। ভাল থাকুন। :)

৯| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
এতো সুন্দর কবিতা লিখছেন কেরে, হুম সময় ঘনিয়ে আসছে নাগরিক কবির নাগরিত্ব বাতিল হওয়ার । ;)

২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:২১

নাগরিক কবি বলেছেন: হাহাহহাহা। তাইলে আপনের টা নিয়ে নিবো ;)

১০| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার নাম এমনিতেই কবির ! B-)

২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:২৬

নাগরিক কবি বলেছেন: জয় গুরু আইলো টিস্যু, হইলো ইস্যু :)

১১| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম , কয়ডা লাইক আর কমেন্টর জন্য ব্লগিং, সেখানে মাঠ যে গরম ! ;) তাতে ভদ্রতা বজায় রাখা ভাল ।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৫

নাগরিক কবি বলেছেন: আপনি হয়ত জানেন কিনা জানি না আমি লাইক কমেন্ট ফেরি করি না। যার লেখা ভাল লাগে তা কে তাই বলি। যদি কোথাও খারাপ লাগে তাও সরাসরি বলি। সে যদি সামুর মডুও হয়, সেক্ষেত্রেও একই কথা বলবো।

১২| ২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: বীরাঙ্গনাদের কথা মনে করিয়ে দিলেন।মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দিলেন ।

২৪ শে মে, ২০১৭ রাত ৯:৩৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। মনে করিয়ে দিলাম কেনো বলছেন, এগুলো তো আমাদের সবসময়ই মনে থাকে।

১৩| ২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৪ শে মে, ২০১৭ রাত ৯:৩৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ পরী আপু। ভাল থাকুন।

১৪| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এক কথায় অসাধারণ!! শ্রদ্ধা রইল কবির কবিত্বের সত্তায়।

শুভকামনা আপনার জন্য।

২৪ শে মে, ২০১৭ রাত ১০:২৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই। :) ভাল থাকুন সতত। :)

১৫| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনোমুগ্ধকর

২৪ শে মে, ২০১৭ রাত ১০:৩২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সনেট কবি :)

১৬| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৫

কল্লোল পথিক বলেছেন:


বেশ!বেশ হয়েছে কবি।

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৯

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৭| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৬

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৯

নাগরিক কবি বলেছেন: আচ্ছা বুবু রেখে দিলাম :)

১৮| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:



জাতির কবিতা ও বক্তৃতায় ছিল ও আছে বীরাঙ্গনারা; জাতি তাঁদের সাথে ছিলো না

২৫ শে মে, ২০১৭ রাত ১২:৩২

নাগরিক কবি বলেছেন: এটাই দুঃখজনক। :( ধন্যবাদ গাজী ভাই

১৯| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৩২

উম্মে সায়মা বলেছেন: ভালো লিখেছেন কবি সাহেব। আপনার কবিতার থিমগুলো খুব পছন্দ হয়। শুভকামনা।

২৫ শে মে, ২০১৭ রাত ১২:৩৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সায়মা আপু :)। আপনার জন্য ও শুভকামনা

২০| ২৫ শে মে, ২০১৭ ভোর ৬:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী বলেছেন:

জাতির কবিতা ও বক্তৃতায় ছিল ও আছে বীরাঙ্গনারা; জাতি তাঁদের সাথে ছিলো না


গাজী সাহেবের কথা কষ্টের হলেও সত্য।


চমৎকার কবিতা; শুভকামনা রইলো।।

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:০৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ হাবিবী ভাই। ভাল থাকুন সর্বদা

২১| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মোস্তফা ভাইয়ের কথায় সহমত

সুন্দর লিখো বেশ লিখো ইশ তোমার মতো করে লিখতে পারতাম যদি :(

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:১২

নাগরিক কবি বলেছেন: hahhahaha শিখামু মাসিক বেতন দেওন লাইগবো বুঝি ;)

২২| ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বইনের কাছে বেতন চাও
আফসোস বিরাট আফসোস হে বালক

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:০৪

নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহহা কেউ মেরে পেলাও আমাকে। ঘড়ি হাড়ি শূন্য থালা। বোন আমার বড়লোক ওয়ালা ;)

২৩| ২৭ শে মে, ২০১৭ রাত ১:৪৩

চানাচুর বলেছেন: ভয়ানক :-/

২৭ শে মে, ২০১৭ রাত ২:৩৮

নাগরিক কবি বলেছেন: কেনো আপু :(

২৪| ২৭ শে মে, ২০১৭ সকাল ১০:৪৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
নতুন কবিতা কই, কবি ? 8-|

কবি সাহেব, আপনি কেমন আছেন ?

২৭ শে মে, ২০১৭ সকাল ১১:০৮

নাগরিক কবি বলেছেন: আমি ভাল আছি। আপনি কেমন আছেন? :) নতুন কবিতা আসিতেছে। :)

২৫| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:১৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আমার থাকা ! এখন থেকে ব্লগে নিয়মিত থাকার চেষ্টা করব।


কবিতা কবে আসিতেছে ? ;)

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:০২

নাগরিক কবি বলেছেন: দেখি কবে ডেলিভারি দেওয়া যায় ;) তবে অতিশীঘ্র :)। আপনার বাড়ি গিয়েছিলাম। বিষণ্ণ হয়ে ফিরে এসেছি :(

২৬| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

সিনবাদ জাহাজি বলেছেন: অক্ষম পুরুষের চেয়ে সক্ষম শব অনেক ভাল

সত্যিই তাই।
অনেক ভালো লাগা কবিতায়
+++

২৭ শে মে, ২০১৭ দুপুর ২:০২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ জাহাজি ভাই। ভাল থাকুন :) সর্বদা :)

২৭| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
কেন বিষণ্ণ হয়ে ফিরেছেন ? আর ভাবছি এখন থেকে ও বাড়ী পরিত্যক্ত ঘোষণা করব ! আর ওখানে যাব না, আমি ও বাড়ীতে খানিক হতাশ, তাই এ সিদ্ধান্ত । :(

২৭ শে মে, ২০১৭ দুপুর ২:০৩

নাগরিক কবি বলেছেন: তাহলে???? নতুন নিক আসবে নাকি?

২৮| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৩৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
না, এটাই মাঝে মাঝে লগ ইন করে, প্রিয় মুখ দেখব । 8-|

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৪০

নাগরিক কবি বলেছেন: আচ্ছা :)

২৯| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৬

বে-খেয়াল বলেছেন: অসনাক্ত লাশ নিয়ে আর কত ঘুরবে বলো
তারচেয়ে প্রেমিকার ঠোটে একাধিক চুমু খাও
অসাধারন অসাধারন নাগরিক কবি, লেখায় ভাললাগা রইলো।

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ বেখায়ালী ভাই, ভাল থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.