নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

জবাব চাই মাননীয় রাষ্ট্র

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭



একজন পুলিশ একজন ছাত্রের উপর মিছিলে টিয়ারশেল নিক্ষেপ করতে পারে। কিন্তু সেক্ষেত্রে কি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কোন নিয়ম নেই? ইচ্ছে করলেই ঠিক বিদ্রোহী ছাত্রের চোখকে নিশানা করে গুলি বর্ষণ করা যায়?

ছাত্ররা বরাবরই অপরাধী। কারণ তারা চায় কিছু অধিকার, কিছু চাওয়া যা তাদের পাপ্য।

ছেলেটি মিছিলে নেমেছিল কারণ সময় বয়ে যাচ্ছে। ঘরে বিধবা মা, সাবালক বোন। তাদের ভরণপোষণ এর দায়িত্ব এবার নিতে হবে। এক বেলা খেয়ে অন্য বেলা উপোষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থী সে। ওদিকে বয়সটাও বড্ড বেড়ে গেছে। সরকারি চাকুরীর ফর্মটা হয়ত আগামী বছর থেকে আর তুলতে পারবে না।

দোষ কার মাননীয় রাষ্ট্র ? বছরের পর বছর সেশনজট, পরীক্ষার সময় পিছিয়ে যাওয়া, ফলাফল বের হতে বিলম্ব। জবাব দিতে পারবেন আপনি?

জানি পারবেন না। বরংচ এসব আবুলেশ অন্ধকার ভেদ করার জন্য যারা রাজপথে স্লোগান দিচ্ছে তাদের চোখকে লক্ষ করে কালো বুট পরা দেশ রক্ষকের হাত থেকে দুটো করে বুলেট তাদের চোখে ঢুকিয়ে দিন। কিন্তু আপনি কি জানেন বুলেট চোখে যাবার পরেও অনেক গুলো কন্ঠ একসাথে আবারো চিৎকার করে উঠবে। এ চিৎকার মুক্তির চিৎকার, এ চিৎকার আর্তনাদ এর চিৎকার। শুনতে পাচ্ছেন ঠিক আপনার দরোজার কপাটে আঘাত দিচ্ছে শত শত চিৎকার। আপনার ঘুম কি ভাঙবে না মাননীয় রাষ্ট্র।

#save_our_students

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫

আখেনাটেন বলেছেন: ভয় বড় সংক্রামক জিনিস। এই ভয় থেকেই ভালো কিছু ঘটতে পারে অাবার চরম খারাপ কিছুও ঘটতে পারে। আমাদের দেশে খারাপটাই ঘটে চলেছে বছরের পর বছর ধরে। রাজা যায় রাজা অাসে। কিন্তু সব রাজাই এই ভয়ের সংস্কৃতির মাঝেই বসবাস করে।

রাজাদের এই ক্ষমতা হারানোর ভয়েই এই অরাজকতা যুগ যুগ থেকে। সহজে এর থেকে নিস্তার নেই।

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

নাগরিক কবি বলেছেন: কিন্তু আমরা মুক্তির পথ খুজছি। আজ না হোক কাল হয়ত আসবেই। আমরা আশাবাদী।

২| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

সনেট কবি বলেছেন: সহমত

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সনেট কবি। এটা কি আপনার পুরনো নিক? নাকি নাম চেঞ্জ করেছেন?

৩| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২২

চিটাগং এক্সপ্রেস বলেছেন: রাষ্ট্র তার ব্যর্থতা ঢাকতে চাইছে নানা অন্যায়ভাবে। এতে সে ভয়ানক সফল হচ্ছে । যার কারণে তার অপর দানবের অসুর ভর্তি করেছে।

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

নাগরিক কবি বলেছেন: আমাদের উচিত একটি সুস্থ রাষ্ট্রের জন্য একসাথে কথা বলা। আমরা সবার আগে একটি দেশ চাই। রাজনীতি আমি বুঝি না। আমি ভাত চাই, শিক্ষা চাই, চিকিৎসা চাই, বাঁচার মত বাঁচতে চাই।

৪| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

সনেট কবি বলেছেন: প্রিয় কবি এটা আমার নতুন নিক, পুরোনো নিকও আছে। এ নিকে শুধু সনেট পোষ্ট করব ভাবছি।

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০

নাগরিক কবি বলেছেন: মাত্র এই নিক থেকে ঘুরে আসলাম। এটা একটা ভাল বুদ্ধি, সনেট এর জন্য আলাদা একটি নিক, মন্দ নয়। শুভকামনা

৫| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮

মোস্তফা সোহেল বলেছেন: জানস উত্তর দিমু না তয় প্রশ্ন করলি ক্যান।
সাহস কত্ত বড় রাষ্টরে প্রশ্ন করে। এই জন্যই তো এই জনগনের কিছুই হইলনা।

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩১

নাগরিক কবি বলেছেন: কিন্তু আমি প্রশ্ন করবো, বার বার করবো। ঘুরে ফিরে যুগে যুগে প্রতিবার এসে আপনাকে প্রশ্ন করবো।

৬| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

ফেল কড়ি মাখ তেল বলেছেন: এছাড়া আমাদের সনেট কবির আরো কিছু নিক আছে, যেমন টমাটো, টুনটুনি, ঝুনঝুনি এইগুলি এই দুটি আইডিকে আলোচিত অয়াতায় যেতে সাহায্য করবে।

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৪

নাগরিক কবি বলেছেন: এসব বিতর্কে যেয়ে কি লাভ বলুন ভাই। ঘরে আমার ভাত নেই, মাথার উপর একটি ছাদ নেই, শিশুটি পরে আছে ঢাকা মেডিকেল এর বারান্দায়। কার কত নিক, তা নিয়ে মাতামাতি করাটা একটা লেইম ব্যাপার যখন আমাদের আশে পাশে এভাব, এত ক্ষুধা, আর এত অসামঞ্জস্যতা। আসুন না সবাই মিলে সেগুলোর সমাধান করি আগে।

৭| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


ভোটের আগে রাস্তায় নামার সময় ভাবার দরকার ছিল। কিসের জন্য রাস্তায় নামতে হয়, সেটাকে মেপে দেখার দরকার ছিলো; বাংলাদেশে বাস করে, পুলিশকে না বুঝতে পারলে অনেক ক্ষতিপুরণ দেয়ার কথা

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৪

নাগরিক কবি বলেছেন: ভোট আমরা যাকেই দেই না কেনো, স্বাধীনতার পর থেকে আমরা কি পেলাম?

৮| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

কাউয়ার জাত বলেছেন: রাষ্ট্র কি জবাব দেবে?
সকালে একজন কবিতা লিখেছেন "কবিতা চুদির ভাই"

রাষ্ট্রের সম্পর্কে বলতে গেলে এর চেয়ে খারাপ কথা বলতে হবে। তথাপি এদেশের মানুষের জন্য এটাই প্রযোজ্য!

কোটা বিরোধী আন্দোলন ছিলো সাধারণ ছাত্রদের স্বার্থে। কিন্তু আক্রমণ করল ছাত্রলীগ। ওদের অধিকাংশেরই কোটা ছিল না। কিন্তু পদ-পদবীর লোভ ছিল।

প্রাইভেট ভার্সিটির ছাত্ররা ভ্যাট বিরোধী আন্দোলন করল। পাবলিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিদ্রূপের নজরে দেখল। কারণ ওদের ভ্যাট দিতে হবে না।

এখন আন্দোলন করে ঢাবির অধিভূক্ত কলেজের ছাত্ররা। ঢাবির ক্যাম্পাসের ছাত্রদের মধ্যে এদের প্রতি ন্যূনতম সহানুভূতি কি আছে?

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৭

নাগরিক কবি বলেছেন: আমরা একটা বিভাজন সৃষ্টি করে ফেলেছি। আমি পাবলিকের ছাত্র, তুমি ন্যাশনাল, সে প্রাইভেট, তার উপর আরো কত শাখাপ্রশাখা। আমি মনে করি এসব মুভমেন্ট এ যাস্ট একটাই কন্ঠ হওয়া উচিৎ " আমরা শিক্ষার্থী "

৯| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


১৯৪৮ সাল থেকে চলে আসা বেশীর ভাগ ছাত্র আন্দোলন ছিল অপ্রয়োজনীয় ও মুল ভাবনার বাহিরে, ননসেন্স!

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৯

নাগরিক কবি বলেছেন: এই কথাটি কিন্তু গাজী ভাই আপনি আপনার নিজস্ব চিন্তা থেকে বললেন। কোন আন্দোলনই নিছক কিছু গন জমায়ের নয়। সব কিছুরই কিছু না কিছু উপযোগিতা ছিল। তাই তো আন্দোলন। হয়ত তেমন ভাবে সফল হয়নি।

১০| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আহারে.।.।.।
ভিডিওটি দেখলাম। সবাই দৌড়ে গেল, কিন্তু এই ছেলেটি গেল না। তখন এক পুলিশ রাবার বুলেট চালিয়ে দিল।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৬

নাগরিক কবি বলেছেন: হাহাকার নয়, চিৎকার করুণ

১১| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৮

উম্মে সায়মা বলেছেন: :| এই দেশের ব্যাপারে দিন হতাশা বাড়ছে....

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২০

নাগরিক কবি বলেছেন: :( হতাশা দিয়ে কি করবেন? বরংচ চিৎকার করুন

১২| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ চিৎকার মুক্তির চিৎকার, এ চিৎকার আর্তনাদ এর চিৎকার। শুনতে পাচ্ছেন ঠিক আপনার দরোজার কপাটে আঘাত দিচ্ছে শত শত চিৎকার।
আমাদের ঘুম কি ভাঙবে না!!?????

জাগো বাহে, কুনঠে সবাই!!!!!!!!!!!!!!!!!!!!

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২১

নাগরিক কবি বলেছেন: ঘুমোচ্ছে সবাই ভৃগু ভাই

১৩| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮

মুন্না৩৮ বলেছেন: তলাহীন ঝুড়িতে আপনি যতই লাথ্থি মারেন ঝুড়ির তলারতো কিছুই হবেনা উল্টো আপনার পা মচকাবে।

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৪

নাগরিক কবি বলেছেন: মচকাতে মচকাতে একদিন ঠিকই তাদের সজ্ঞান আসবে

১৪| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাষা জানা নেই...

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৪

নাগরিক কবি বলেছেন: খুঁজে দেখুন দাদা, ভাষা খুঁজে পাবেন

১৫| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আপনার এই চিৎকারের জবাব পাওয়া যাবে কি?

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৫

নাগরিক কবি বলেছেন: আজ না হয়, কাল হয়ত পাবো।

১৬| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬

পদ্মপুকুর বলেছেন: এই দেশ হয়ত চক্ষুষ্মান মানুষ চায় না..

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

নাগরিক কবি বলেছেন: হতে পারে। তাহলে কন্ঠের কি হবে?

১৭| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

রাতু০১ বলেছেন: আমাদের নিয়েই তো রাষ্ট্র,আর বেশিরভাগ লোকই অন্ধ। এর থেকে আর কি আশা করবেন।

২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

নাগরিক কবি বলেছেন: আমাদের উচিৎ এগুলো থেকে বেরিয়া আসা। ধন্যবাদ ভাই

১৮| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫২

Salim700 বলেছেন: আমরা জাতি হিসেবে চরম ব্যর্থ। আমরা চিনিনা নেতৃত্ব কি...? রাজনীতি কি...? রাষ্ট্রের সবচেয়ে সোনার ছেলে কোনটি...? কারা দেশের উন্নতি চায়...? আর কারা দেশ প্রেমিক...?? কাদের ক্ষমতায় নেব..? স্বতন্ত্র কোন ব্যক্তিকে প্রধান মন্ত্রী পদে নিতে পারছিনা কেন...?? এই সব মৌলিক প্রশ্ন জাতি যতদিন বুঝবেনা,,, ততদিন সফলতার মুখ দেখা অসম্ভব।।।

২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নাগরিক কবি বলেছেন: আমরা যতদিন না এইসব ক্যাপিটালিজম থেকে বেরিয়ে আসতে পারব আমাদের উন্নতি হবে না। ধন্যবাদ ভাই, ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.