নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

ইহা একটি হেল্প পুস্ট

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৫



ব্লগে যেই হারে অশান্তি শুরু হইছে, হেই লাইগ্যা অফলাইনে খালি কান্ডু কারখানা দেহি। চারিদিকে চুরি আর অফবাইদ। অর্ক ভাইয়্যের মত মোর এক লেহা এক সহব্লগার নিজের মনে কইরা ফেবুতে দিছিল। মুই কিছু মনে করি নাই। B-) হেতির কাছে ক্ষুমা চাইয়্যা চইল্যা আইছি। ওই দিকে মোর এক শুভাকাঙ্ক্ষী সাহারাতে কইলো মোর লেহা নাকি কার লগে হুবুহু মিল্লা গেছে। তারে অবশ্য ফেসবুকে কইছি প্রমাণ দেন, মুই লেহা বন্ধ কইরা দিমু। ভাব কিংবা প্রভাব থাকতে পারে। এইডা কোনূ ব্যাফার না।


তয় এহন মুই এতই কনফিউজ হইয়্যা গেলাম মুই ভাবতেয়াছি মোর লেহা গুলান কি মুই লেখছিলাম নাকি অন্য কেউ বা কেউ কেউ যুগ্ন ভাবে লেখছে। আফনেরা কেউ যদি আমার কোন লেহা পাইয়্যা থাকেন তাইলে মোরে আগে ভাগে জানাইবেন। চোরের জালায় লেখক চোর হইয়্যা যাইতাছে। চোর লেখক হইতাছে। ব্লগার চুরি করতাছে। চোরেরা ব্লগ ইউজ করতাছে। যুক্তি তর্ক আর প্রমাণ হইতেয়াছে। মুই কনফিউজ এর উপ্রে কুনফিউজ হইতেয়াছি।


প্লিগ হেল্প মি, ব্লগার ভাই ব্রেদার। :D

মন্তব্য ৬৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


অর্ক বেশী বেশী ক্যাচাল করছেন সামান্য, কিংবা অকারণে

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

নাগরিক কবি বলেছেন: তা সে করতেই পারে, যেহেতু লেখার মালিক সে। এটা নির্ভর করে ব্যক্তির উপর। কে কি করবে।

২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৩

বারাক ওসামা বিন পুতিন বলেছেন: ৩ মাস পর্যবেক্ষণ করার পরই যদি এহেন অবস্থা হয় তাহলে পর্যবেক্ষন ছাড়া সেফ সার্টিফিকেট দিলে তো রেডিও মুন্না হইয়া যাইব সামু ব্লগ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

নাগরিক কবি বলেছেন: ৩ দিন পর‍্যবেক্ষন করে আমি শুনছিলাম। সেখানে অবশ্য আমার ৩ মাস লাগছিলো। অনেকের ৩ দিনেই হইছে ;)

৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত। নয়তো লেখকেরা হতাশ হইয়া পড়িবেন।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪১

নাগরিক কবি বলেছেন: ইহা ওল্ড বিজনেস ;) চলবেই, চলুক না :) বিখ্যার হবার এটাই উপায়। :)

৪| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ধূর মোর লেহা কে চুরি করলো, না করলো, মুই তা কখনো ভাবি না কিন্তু মুই কারো লেখা চুরি করি না। ;)


মুই, এখন আছি হিরো আলমের মুভি ‘‘‘মার ছক্কা’’’ দেখার অপেক্ষায় । ;)

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

নাগরিক কবি বলেছেন: আফনে নাকি হিরু আলমের লগে ফেসবুকে সেল্ফি দিছেন ;)

৫| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪১

ঝানডু বাম বলেছেন: সামু ব্লগের মডারেটর দের আমি চিনি না তবে আশা করবো উনারা আমার প্রতিটি মন্তব্যই ব্লগার অর্কের পোষ্ট থেকে দেখে নিবেন। ওমেরা প্রথমেই বলে দিতে পারতো যে উনিই আফরা, আবার উনিই সাইয়ারা। আবার উনিই ওমেরা। উনি সেটা না করে বলেছে যে, আফরা যদি বলে তবেই সে মেনে নিবে। সে তো প্রথমেই বলতে পারতো চুপচাপ মজা না দেখে। আর অপর দিকে ওমেরার হয়ে আঁকবার মন্তব্য দিয়ে যাচ্ছিলেন। তাহলে এসবের মানে কি বুঝায়? একই পোষ্ট টুডে ব্লগেও যদি হুবহু অন্য নামে থাকে আর এইদিকে ওমেরা বলেছেন তার শুধুই একটা নিক তবে আমরা কি বুঝে নিব। আমি তাকে বার বার বলেছি যে আপনি আজ সকালেই কেন আপনার ১৩ টা পোষ্ট ডিলিট করলেন? কিন্ত উনি উত্তর দিবেই না। তাহলে কি বুঝে নিব যে সেই ১৩ টা পোষ্ট কপি করা ছিল যেটা কিনা উনি আজই সকালে ডিলিট করেছেন!!
আঁকবার আপনাকে নিয়ে আমার কোন সমস্যা নেই কিন্ত আপনি কাল থেকে যেভাবে ওমেরার প্রতিনিধি হয়ে কাজ করছেন তাতে কি ভেবে নিব? আফরার আইডিটা খোলা হয়েছে প্রায় ৩ বছর আগে এবং আপনারটাও তাই। সব চেয়ে মজার বিষয় হলো, ওমেরাই যে আফরা সেটা অন্যরা কেউই জানতোনা এই ব্লগে কিন্ত শুধুমাত্র আপনিই জানতেন। তাও আবার ওমেরা ডিক্লিয়ার করাই আগেই শুধু আপনিই জানতেন। তাহলে কি ভেবে নিব বলেন? কারও যদি আরো ডিটেইলস এ জানতে হয় তবে ব্লগার অর্কের পোষ্টের কমেন্ট গুলো পড়বেন।
দু:খিত ব্লগার অর্কের পোষ্টে সাধু আর চলিত ভাষা ব্যবহারের জন্য।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৪

নাগরিক কবি বলেছেন: মডুরা অলরেডি দেখেছে ;)

বাকিটা হুজুরে আকবর পাক ভালো জানে :)

৬| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

পরিব্রাজক২০১৫ বলেছেন: @চাদগাজী ---- আপনার সবলেখাই নিউজপেপার থেকে কপি করে একটু আধটু এদিক সেদিক প্যাচিয়ে কিছুটা ঘষা দিয়ে পোস্ট দেওয়া। তাই আপনি অর্ক সাহেবের কষ্ট বুঝবেন না। একখানি সলিড লেখা প্রসব করতে কতখানি প্রসব কষ্ট ভোগ করতে হয় এটা আপনার বোধগম্য কখনোই । অর্ক সাহেবের প্রসব কষ্ট তীব্র তাই তিনি তার লেখা ও সেই সাথে সকল চোর কে সাবধান করে দিতেছেন অনেক ভদ্র ভাষায়। অহেতুক মন্তব্য করে ক্যাচাল আপনি বাধাইতেছেন । সাবধান হয়ে যান ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

নাগরিক কবি বলেছেন: হাহাহায়া, আপনি কিন্তু ওপের থ্রেড দিচ্ছেন মিয়া ভাই। গাজী ভাই আফনের নামে মামলা করিবে ;)
।আর হ্যাঁ, একটা নতুন প্রেম করা যেমন কষ্ট একটা কবিতা লেখা তেমনি কষ্ট। প্রেমিকা হাত বদল হয়ে যায় সাথে কবিতা ও :)

তাই, বি কুল। নতুন প্রেম করুণ, নতুন করে প্রেমে পড়ুন ;)

৭| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
বড়ভাই, আমার দুঃখের বিষয় আমার কবিতা কেউ কখনো চুরি করলো না । :( একটা সুন্দর কবিতা লিখে দেন তো । ব্লগে পোষ্ট দেই আর চোর ধরি ।। ;)

আমার ফেসবুক আইডি নাই, আমি একটা সাধু পোলা ! তবে মিথ্যা কথা মাঝে, মাঝে বলি ।। :( ভাবছি, এখন ব্লগে একটা সেলফি দিমু !! ;)

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

নাগরিক কবি বলেছেন: হাহাহায়া, লগে আমার পিক এড কইরা দিয়েন ;)

৮| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

পরিব্রাজক২০১৫ বলেছেন: বোধগম্য কখনোই হবেনা।
হবেনা মিসিং হইছিলো ---শরি

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬

নাগরিক কবি বলেছেন: আমি বুঝিয়াছি টাইপো হইয়্যাছিলো :)

৯| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০১

স্বপ্ন কুহক বলেছেন: চাদগাজীর মাথা কিছুটা আউলা মনে হয়। নিজে হুদাই ক্যাচাল কইরা অর্ক রে দোষ দেয়।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

নাগরিক কবি বলেছেন: আমাদের ব্লগে একজন রাজনীতিবিদ ব্লগারের পিছনে আফনেরা সবাই লাগলেন কেনূ। ;)

১০| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০২

শাহরিয়ার কবীর বলেছেন: বড়ভাই, লন সেলফি !! :( অশেষ কৃতজ্ঞাতা জানবেন, আপনার লগে সেলফি তুলার সুযোগ করে দেওয়া জন্য । =p~




০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

নাগরিক কবি বলেছেন: তা ঠিক আছে, তয় মোর নিচের পাডির দাত কোম্বে গেছে :(

১১| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

স্বপ্ন কুহক বলেছেন: লাগিয়াছি কারন ইহা একটি রাজনৈতিক সরযনতর =p~

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

নাগরিক কবি বলেছেন: হাহাহা, তাইলে ভরসা রাখুন গাজী ভাইয়ের উপ্রে :) ;)

১২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

স্বপ্ন কুহক বলেছেন: ভরসার কুহানে থাহে? ঠিহানা কি?
সরযনতর আবার হইবো নাতো !!

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

নাগরিক কবি বলেছেন: হাহাহায়া, হেইডা তো মুই জানি না। কাক্কু জানে ;)

১৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
বড়ভাই হুনলাম, দাঁতের ডাক্তার নাকি আনহেরে নিচের দাঁত তুলে দিয়েছে !! :P =p~

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

নাগরিক কবি বলেছেন: হাহাহা, গোফূন কতা কে কইলো ;)

১৪| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

শায়মা বলেছেন: হা হা দেরীতে বাসায় ফিরেছি এবং ভাবছিলাম ঘুমাই যাই তাড়াতাড়ি। কিন্তু এই পোস্ট পড়ে আর এর আগের আরও কিছু পোস্ট পড়ে না হেসে আর পারলাম না আর তাই হা হা টা জানাতে লগ করেই ফেল্লাম ভাইয়ু!!!!!! :P

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহহাহাহাহা :) ;) :) বিনুদুন। ব্যাফুক বিনুদোন ;)

১৫| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

ধ্রুবক আলো বলেছেন: তার জন্যেই কবিতা পোষ্ট করা বন্ধ করে দিছি!!

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:০৪

নাগরিক কবি বলেছেন: আমি ও লেখালেখি পোস্ট করা বন্ধ রাখছি :)

১৬| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৫১

ধ্রুবক আলো বলেছেন: ফেসবুকে এক বড় ভাই লেখা কপি পেষ্ট কইরা সমানে লাইক আর কমেন্ট পাইতাছে দেইখা দুখে কাইত হয়ে গেলাম।
একটু ইঙ্গিত দিলাম যে, লেখাটা পরিচিত লাগে! তার উত্তর তুমি কিয়া লেখার কি বুঝ !!
বলেন কি বলবো এখন!?

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:০৮

নাগরিক কবি বলেছেন: এই বিড়ম্বনার কথা আর কইয়েন না। এক বড় ভাই তার আপন বড় ভাই আমার লেখা চুরি কইরা পোস্ট দেয়। :( তার উপর সাহারা তে তো একজনে আমারে খুব সুন্দর উপদেশ দিয়া গেলো। কি আর কইতাম। কইলাম লেখা দেন আমি প্রমান করি কার লেখা, কবে আমি কোথায় পোস্ট করছি, সময় মিলায় দেখবেন। যদি প্রমান হয় আমার লেখা না, তবে আমি আমার নাম দিয়া চালাইছি, ক্ষমা চাইবো ও ওই মুহূর্ত থেকে লেখালেখি বন্ধ করে দিবো।

ব্লগে আর লিখতে ইচ্ছা করে না। সব শালা চোর ভিজিটর। বা** ব্লগ ম্লগ ছাইড়া দিতে মূঞ্চায়

১৭| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:২৪

মোস্তফা সোহেল বলেছেন: আসল লেখকদের মনে ওই একটাই দুঃখ তার লেখা চুরি হয়।
কয় মাস আগে একটা কবিতা পোষ্ট দিলাম তিনদিন পরেই দেখি সেটা সামুতেই এরেক জন পোষ্ট দিছে।
কন কেমন লাগে। রিপোর্ট করছিলাম পরে কি হইছে আর দেখি নাই।
হায় হায় কোনখানে শান্তি নাই।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

নাগরিক কবি বলেছেন: আসেন মনের সুখে গান গাই :)

১৮| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩০

ঝানডু বাম বলেছেন: ওমেরা আফা খালি খালিই আমার মন্তব্য ডিলিট করে দেন। তাই এখানেই দিলাম।। :)

আরে ওমেরা, এত কথা বলতে পারছেন অথচ কাল থেকে কতবার জিজ্ঞাসা করলাম যে আপনি কেন গতকালইইইই ১৩ টা পোষ্ট ডিলিট করলেন সেটার উত্তর দিতে পারলেন না???? এখানেই তো চুরি ধরা পড়ে যায়।

ব্লগার অর্ক সঠিক বলেছেন। সঠিক উত্তর যখনি দিতে পারেন না তখনই আপনি বলা শুরু করেন যে, আমি এই নিয়ে আর কথা বলতে চাই না, আমি উত্তর দিতে বাধ্য না.। ব্লা ব্লা ব্লা..।
সৎ স্বীকারাক্তির সৎ সাহস নেই।

সকল ব্লগার রা উনাকে একটু বলুন, উনি যেন আমার প্রশ্নটার উত্তর দেয়।
" উনি গতকাল সকালেই কেন ১৩ টি পোষ্ট ডিলিট করে ফেললেন??????????????????"





আঁকবার, যে কিনা ২০১৪ সালের ৪ঠা মে সর্বশেষ পোষ্ট দিয়েছিল সেই ব্যক্তি আপনার জন্য গতকালই কেন পোষ্ট দিলেন??????

আঁকবার যে কিনা শুধু আপনার পোষ্টে মন্তব্য করার জন্যই লগইন করে তাকে কি ভেবে নিব??????????

আঁকবার মাঝে মাঝে শুধু নিজের অস্বিত্ব যেন প্রশ্নবিদ্ধ না হয় তাই ৪/৫ টা মন্তব্য বাকীদেরও করে।

আঁকবার যার ৩ বছর ৯ মাসের ব্লগিং জীবনে প্রিয়তে শুধুই আপনার একটা পোষ্ট রেখেছেন!!!!!!!!

যে কিনা লগইনই করেন না সহজে সে কিনা আপনার জন্য পুরো ২ টা দিন টানা লগইন থেকে অর্কের পোষ্টে মন্তব্য করেছেন শুধুইইইই আপনার জন্যে!!!!!

উনিই একমাত্র ব্যক্তি যে কিনা আপনি বলার আগেইইই জানতো যে আপনিই বহুনামের নিকের অধিকারি!!!!!!

এখন শুধু বলেন যে, কেন আপনি গতকালই ১৩ টা পোষ্ট ডিলিট করলেন?????

আপনি নাকি ভেঙ্গে পরার মেয়ে না, খাড়ায় থাকার মেয়ে তবে চুরি করে সকাল সকাল পোষ্ট ডিলিট করলেন কেন???????

যারা আপনাকে মেয়ে বলে সহমর্মিতা জানাচ্ছে তাদের বলতে চাই- কিছু মেয়ে আছে যারা ৫০ টা বাজে পুরুষের চেয়েও ভয়ংকর।
আপনি তাদের মধ্যেই পরেন।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

নাগরিক কবি বলেছেন: যাই হোক, আপনি আমার ব্লগটারে কি ওমেরা আফার ব্লগ মনে কইরা পুস্টাইতাছেন ;)

১৯| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১

সনেট কবি বলেছেন: আহারে মনে বেদনা জন্ম নিতেছে। কবির কষ্টের জিনিস চোরে চুরি করে কবিকেই চোর বানানোর ষড়যন্ত্র চলছে। এটা এক কথায় জঘণ্য।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

নাগরিক কবি বলেছেন: আসিতেছে নতুন ছবি, কবি কেনূ চূর :)

২০| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪

ঝানডু বাম বলেছেন: ওমেরা আপা আমার মন্তব্যটা আনুমানিক ১০ বার ডিলিট করেছেন। আগামীতেও করবেন।
কিন্ত সত্যি উত্তরটা দেবার সৎ সাহস পাচ্ছেন না।
হাহাহা হাসি পেলুম।:) :) :)

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫

নাগরিক কবি বলেছেন: আমি ওমেরে আফারে বলে দিবো আফনার মইন্তব্য যেনো আরো ২০ বার ডিলেট করা হয় :)

২১| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৯

বিজন রয় বলেছেন: নিজে ভাল হলে সবই ভাল।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫

নাগরিক কবি বলেছেন: ১০১% সহমত :)

২২| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২২

ইঞ্জিন সাবের আসল চেহারা বাইর হয়া গেছেগা বলেছেন: এসে গেছে ! এসে গেছে !! জলিল সাবের ম্যানসিস্টার বেদ্যালয় থেকে প্রমিত ইংরাজি উচ্চারণ ।

এখন থেকে ইংরেজিতে ফেইক বা ফেক (fake) বলা যাবে না । বলতে হবে " ফ্যাক"। ফাক কইলেও চালায় দেওন যাইব ।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭

নাগরিক কবি বলেছেন: হ, ঠিক ই কইছেন ইঞ্জিনিয়ার সাহেব ;) তা আফনে কার ফ্যাক :)

২৩| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ শেষ পর্যন্ত তুমিও শুরু করলা

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭

নাগরিক কবি বলেছেন: মুই কিচ্ছি ;)

২৪| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজব আবারো সেই কাল ফিরে এলো, একসময় ব্লগে ক্যাচার চলতো বহুত। তবে সমস্যা নাই চালাইয়া যান। কত বড় বড় মাথা এই ব্লগে ব্লগায়, তাদের লিখা থেকে কত শত শত লাইন চুরি যায়! তাতে কি যাদের বড় দিল তাদের কোন মাথা ব্যাথা নাই। সময় আপনাকেও একদিন বড় লিখকের আসনে বসাবে। অপেক্ষা করুণ অার দেখুন ধর্য্যের ফল তিতে না মিঠে।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯

নাগরিক কবি বলেছেন: মোর লেহা যহন মুই পুস্টাইলাই তহন ওইডা পাবলিক সম্পত্তি, যার ইচ্ছা ঘরে লইয়্যা যান। মোর কূণূ সমূস্যা নাই। হেইয়্যা এইরাম লেহা মুই আরো লেখতে পারি :)

২৫| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১

ঝানডু বাম বলেছেন: আমাদের ওমেরার ডাই হার্ড আঁকবার গতকাল ওমেরার হয়ে পোষ্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি আর ওমেরা নাকি এক নিক নয়।কিন্তু আজ আবার কি মনে পোষ্টটি ডিলিট করে দিলেন????? হতভাগা জানতে চায়।

সনেট ভাই, ছবি আপু আর বিজন ভাই, কানিজ রিনা----- যারা ওমেরাকে সাপোর্ট ও উৎসাহ দিচ্ছেন তাদের বলছি:

আপনারা ওমেরাকে শুধুই আমার প্রশ্নের যথাযথ উত্তর দিতে বলেন। তাহলেই সব মিটে যায়।
উনি কেন গতকাল সকালেইইইই উনার ১৩ টা পোষ্ট উনার ব্লগ থেকে ডিলিট করলেন???????????

আঁকবার তার পোষ্টি হাইড করেছেন। কেন?? উনার কি এখন আর ব্লগ কতৃপক্ষের সহায়তার দরকার নেই????

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

নাগরিক কবি বলেছেন: কি যে হইতাছে ব্লগে বুঝবার পারতাছি না। আমি এক কাম করি ৩০ টা ঘুমের ট্যাবলেট খাইয়্যা ঘুম পাড়ি :) এইডা ভাল সলুশন ;)

২৬| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

নাগরিক কবি বলেছেন: :(

২৭| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

কাছের-মানুষ বলেছেন: ব্লগ অস্থির মনে হচ্ছে ! একটু ধৈর্য এবং সহনশীল হলে সংঘাত এড়ানো যায়! চুরির ব্যাপারে বলব এটা অমার্জনীয় অপরাধ! চোর যেই হোক প্রমাণিত হলে তার প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে।

সবার মাথা গরম হয়ে আছে। শান্ত হোন সবাই ।

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ, ধৈর্য ধরতে হবে।

২৮| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বহুদিন পর আবাহনি-মোহামেডান ম্যাচ দেখতেছি!!
জমজমাট!

গ্যালারীতে বইসে আছি... ইমোটিকন ঠোটে ঝুলাইয়া ;)

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নাগরিক কবি বলেছেন: আমারে একটা বিড়ি দিবেন ;)

২৯| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ঝানডু বাম বলেছেন: কানিজ রিনা বলেছেন: অর্ক প্রথমে ওমেরাকে অপমান করতে চায়
নাই। বলেছিল আমার কবিতার কয়েক লাইন
ওমেরার কবিতায় এসেছে। অথচ ঝান্ডু এসে
গড়বড় করে দিয়েছে। আফরা সাইয়ারা ওমেরা
একই লেখিকা ব্লগ চেঞ্জে নাম পরিবর্তন
করেছে প্রথমেই ওমেরা খোলসা করে বললে
এতটা অপমান সুচক কথা উঠে আসতো না।
যাই হোক ওমেরা তোমার জয় হয়েছে প্রথমে
আমি তোমাকে ভুল বুঝলেও ওমেরই আফরা
দেখে হতবাক হয়েছি। এবং তোমার পাশে
দাড়িয়েছি। আমি অনুমান করছি নিক পরিবর্তন
নাম পরিবর্তন অনেকেই ব্লগে বদনাম কুড়িয়েছে। তুমি হয়ত সেই দিধা দন্দে
আফরাই ওমেরা বলতে সময় নিয়েছ বলে
আমার ধারনা।
হা হা তোমার লেখা তুমি চুরি করেছ সঁতুসাঁই
কথাটা বেশ বলেছেন।
অতি ধৈর্যের সাথে সবার উত্তরে ভদ্রতাই
তোমার শিক্ষার উপহার পেয়েছ।
এদিকে ঝাড্ডু বোকার মত বার বার তোমাকে
নির্লজ্জ চোর ডেকে ব্লগে নিজের একটা বোনকে অপমান করে নিজেকে চালাক
পরিচয় দিয়েছে। অর্ক এরপর ওমেরার লেখায়
প্রমান পাবে কোথায় ভুল আছে।
সবাই ভুলবুঝাবুঝি বাদ দিয়ে আবার লেখায়
মনযোগ রাখলে সবাই খুশি। ধন্যবাদ ওমরা।


ওমেরা যে অর্কের পোষ্টের কিছু লাইন কপি করে ফেইসবুকে দিয়েছে সেটাও তো চুরি। কিন্ত ওমেরা বলেছেন----- "কিছু লাইন নাকি কপি করা যেতেই পারে"
কিন্ত ওমেরা এতই চুরি করেছে যে ভুলেই গেছে, একটা লাইন কপি করাও চুরি।

কানিজ রিনা এত বুঝেছেন অথচ চোর যে ১৩ টা পোষ্ট ধরা খাওয়ার ভয়ে সকাল সকাল ডিলিট মারলো সেটা বুঝলেন না। ওমেরার আবার সৎ সাহস ও নেই সেটা স্বীকার করার। ছি: কি নির্লজ্জ মেয়ে রে বাবা!! এখন আবার সবার পোষ্টে মিষ্টি মিষ্টি মন্তব্য করে বেড়াচ্ছে সব কিছু নরমাল করার জন্য। ওমেরা অতি চালাক একটা মেয়ে। অল্প বয়সেই নিজেকে অনেক পন্ডিত মনে করে নিজেকে। একটা প্রশ্নের উত্তর দেয়ার যোগ্যতা নেই সে আবার বেসরমের মত মন্তব্য করে বেড়ায়। এতই যখন নিজেকে স্বামীর জন্য বরাদ্দ করে রেখেছো তাহলে পরপুরুষের সাথে এত পুতুপুতু করো কেন? তোমার প্রতি কোন পুরুষের বিন্দু মাত্র আগ্রহও যে একটা পাপ সেটা জানেন না???
যাই হোক, এই নির্লজ্জের মুখোশ খোলার দরকার ছিল। যারা বুঝার তারা ঠিকই বুঝেছেন। যারা বুঝেনাই তারা চোখ থাকতেও অন্ধ।

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

নাগরিক কবি বলেছেন: ব্যাফারটা নিয়া সিএনএন চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক কালু মিয়া কাম করতাছে :) অফেক্ষা করুণ

৩০| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

কানিজ রিনা বলেছেন: বালা হইছে ওমেরা,ঝান্ডু অর্ক আফরার লেহা
নহল কইরা বড়ই ক্ষ্যাতির উপরে উঠছে।
এরফর ওমেরার লেহা দিলে তুমরা টেলিস্কোপ
দুর্বীন লাগাইয়া ধরিও কার লেহা নহল মারিচে।

এনিয়ে ব্লগে ক্যাচাল নাকরাই শ্রেয় তাতে
তোমাদের সম্মান কমবে বৈ বাড়বে না।
লালন, রবিঠাকুর নজরুলের লেখা তারা
জীবিত অবস্থায় অনেকে তাদের লেখা নকল
করেছে। কিন্তু তাদের কি এসে গেছে।

নাগরিক কবির লেখায় অনেকের মন্তব্যে বেশ
হাসতে হাসতে আবার জান্ডুর নিয়ে পড়লাম
বুঝাতে। ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

নাগরিক কবি বলেছেন: কে কার লেহা চুরি করে আফা হেইডা লইয়্যা আমার কুনু মাতা ব্যথা নাই :) এক কবির লেখা চুরি করলেও সে হাজারটা কবিতার জন্ম দিতে পারে আমি তাতে বিশ্বাস করি। কিন্তু একজন চোর শুধু চুরিই করতে পারবে কিন্তু সে চার লাইন লিখতে পারবে না। আর যদি পারেও তাতে প্রাণ থাকবে না।

আমি তা বিশ্বাস করি। আমার পোস্টটি ব্যক্তিগত পোস্ট এখানে আমি ওমেরা কিংবা অর্ক কাউকেই ছোট করে কিছু বলিনি। আর প্রতিটি মন্তব্যের আমি যথেষ্ট কেয়ারফুললি উত্তর দিয়েছি, যাতে করে কারো ব্যক্তিত্ব হানি না হয়। আপনি হয়ত ব্যাপার টা বুঝেছেন আপু।

৩১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

ঝানডু বাম বলেছেন: আমাদের ওমেরা মনি, সরি আফরা মনি, সরি সাইয়ারা মনি কানিজ রিনার মন্তব্যের প্রতিউত্তরে বলেছেন উনার নাকি কোন ফেইসবুক আইডি নেই। হাহাহা!!!!
আরে নির্লজ্জ মেয়ে, এতদিন তো আপনিই বলেছেন যে আপনার নাকি ওমেরা ব্যতীত অন্য কোন নিকের শাখা নেই। ধরা খাওয়ার পর আফরা, সাইয়ারা বার হয়েছে।আঁকবার নামের নিক থেকে নিজের পোষ্টে নিজেই মন্তব্য দিত মন্তব্য বাড়ানোর জন্য।লজ্জা লজ্জা।
অর্ক ভাই মহৎ যে সে আপনাকে লজ্জার হাত থেকে বাঁচাতে চেয়েছিল।কিন্ত আপনি এতটাই বেশরম যে ভয়ে ১৩ টা পোষ্টও ডিলিট করেছেন।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

নাগরিক কবি বলেছেন: আচ্ছা ঝান্ডু বাম, আফনে আমারে কেনূ বলিতেছেন এগুলা :) মুই কি মডু নাকি ;)

৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৪১

উম্মে সায়মা বলেছেন: =p~ =p~

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৪

নাগরিক কবি বলেছেন: :) ;)

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২

অপরিচিত মানব শুণ্য বলেছেন: মনে হয় ভারত পাকিস্তান ম্যাচ চলতাছে...

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

নাগরিক কবি বলেছেন: দেখুন খেলা :)

৩৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫২

মানিজার বলেছেন: এঞ=জিন সাবের কেলা শ্যাষ অইবার আগে আরেক্টা কেলা শ্যাষ অই যাইতি আসে =p~

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:০০

নাগরিক কবি বলেছেন: হাহাহাহহায়া :) এত খেলা কেমতে দেখাম ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.