নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমি কিরে আর পাবো ক্ষমা

২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৫


করছো কেন মন বড়াই মিছে
সবকিছু'তেই নিজের ভেবে।
নিজের মন একবার চিনো'না
ভবের মোহ আর'তো রবে'না।।

আসবার কালে আসছি একা
যাইবার কালেও যাবো একা।
কিসের বড়াই করছো'রে মন
কিছুই তোমার আপন হবে না।।

মিথ্যে মায়ায় রইলাম পড়ে
আপন মনকে আঁড়াল করে।
জাত বেজাতের দোহাই দিয়া
মানুষকে মানুষ না ভাবিয়া।।

অহংকারে রইল বিবেক হারা
চোখেই দেখো অন্তরে কভু না।
বোধ বিচারে মারছিলাম তালা
বাহির দেখেই রই আত্ম ভুলা।।

ভেদ বিচ্ছেদ এর জাল বুনিতে
ভাবি সেরা আমি সবার থেকে।
সকাল দুপুর সন্ধ্যায় করি প্রার্থনা
আমি কিরে আর পাবো ক্ষমা!!

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:১২

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত হবো ভাই আপনার উচ্ছসিত প্রশংসায়। প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।

২| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪১

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই। ভালো লাগা রইল।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত হয়েছি। সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা রইল।

৩| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে +++

২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকুক প্লাস গুলো।

শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।

৪| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৯

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগে নি ভাই

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য আমার ভালো লেগেছে ভাই। আরও ভালো লাগতো উপকৃত হতাম ভালো না লাগার কারণটা উল্লেখ করে গেলে। নিজেকে কিছুটা শুধরাতে পারতাম।

শুভেচ্ছা ও ভালোবাসা রইর ভাই।

৫| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৬

শেয়াল বলেছেন: ভালই লাগিচ্চে B-)

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পণ্ডিত মামুর কাছে ভালো লাগিচ্চে জেনে স্বস্তি পাইলাম।

শুভ সকাল মামু। ভালোবাসা জানবেন।

৬| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১:২৬

উম্মে সায়মা বলেছেন: সুন্দর লিখেছেন :)

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল।

৭| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:১০

অতৃপ্তনয়ন বলেছেন: ভাল লাগলো মোটামুটিরকম

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা রইল। ভালোবাসা জানবেন।
শুভকামনা রইল।

৮| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: ভোলো হয়েছে!:)

২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আগমনে ধন্য হয়েছি ভাই। এটুকুই আমার প্রেরণা হয়ে থাকবে।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

৯| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো হয়েছে, তবে কথামালা সাজানোর ক্ষেত্রে আরও মনোনিবেশ করতে হবে।
শুভ কামনা রইলো

২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জ্বি ভাই, ঠিক ধরেছেন। আমার মনোযোগ একটু কমই ছিল। দুদিন ধরে ছোট ভাইটি হার্ডের রোগে হাসপাতালে ভর্তি। মনটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই মনে বারবার কেমন যেন চিন্তা আসছে। কোনরকম লিখেছিলাম এটুকু। দোআ করবেন ভাই।

অনেক অনেক শুভকামনা রইল।

১০| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা রইল।

১১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: দোয়া করি আল্লাহ আপনার ভাইকে খুব দ্রুত সুস্থতা দান করুক।
আল্লাহ ভরসা দুশ্চিন্তা করবেন না।

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞ ভাই। আপনাদের দোআয় আল্লাহর রহমতে ভাই এখন মোটামুটি সুস্থ। এখন ঢাকা পিজি তে নিয়ে গিয়ে পূর্ণ চিকিৎসা করার চিন্তা করছি। ডাক্তাররা বলছে হার্ড ব্লক নাকি। দুইটি রিং নাকি লাগাতে হবে। দেখি পিজিতে নিয়ে সেখানেও পরীক্ষা করার পর ব্যবস্থা করবো।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

১২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:৫১

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন ভাল লাগল পাঠে ।
একটি কবিতা পাঠে
আরেকটি গীতি কবিতার
কটি কথা মনে পড়ে যায় ।

শোনো মুমিন মুসলমান
করি আমি নিবেদন
এই দুনিয়া ফানা হবে
কিছুই রবেনা ।

ইস্রাফিল ফেরেশতা যখন
শিঙগাতে একখান ফুঁদিবে
তামাম জাহান উড়ে যাবে
তখন কিছুই রবেনা ।

তাই সবাই মিলে
নামাজ রোজা
কায়েম রাখ
ঝপ খোদার নাম ।

অনেক শুভেচ্ছা রইল ।

২৬ শে মার্চ, ২০১৭ রাত ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগার একটা গজল মনে করিয়ে দিলেন হে প্রিয় শ্রদ্ধেয়। অভিনন্দন ও শুভেচ্ছা।
শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।

১৩| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল আপু। পিছনের পোষ্টে এসে সুন্দর মন্তব্য করায় আমি অনেক আনন্দিত আপু।

শুভকামনা রইল, ভালোবাসা সবসময়।

১৪| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে সময়ের অভাবে অনেক পোস্ট পড়ার সময় হয়ে উঠে না ভাইয়া

কত পোস্ট চাপা পড়ে যায় আর পড়া হয় না।

জানোই তো আমি বড্ড ব্যস্ত মানুষ-অফিস বাচ্চা সংসার স্কুল লেখালেখি সব মিলিয়ে খুব করুণ অবস্থা

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, সময়ের বড্ড অভাব আমারও। একটা ছোটখাটো সরকারি চাকরি করি। যেটুকু সময় পাই তা নেটেই পার করি। আর, আপনার তো অফিস বাড়ি ব্লগ সবই সামলাতে হয়। আপনি পারেনও সবকিছু সামলে নিতে। শ্রদ্ধা বেড়ে যায় আপু ভাবতেই।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সবসময়।
আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুক সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.