নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| আজ সকালে ||

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৫


আজ সকালে হবে কি সেই সূর্য দেখা
অনেক আশা স্বপ্ন সে যে মন বাসনা।
ইচ্ছে সকল হচ্ছে জড়ো তাকে ঘিরেই
আসবে কি সে আলোর মতো সুনয়না।

চন্দ্র হয়ে মনের ঘরে যে রইছে গাঁথা
সূর্যের মতো তাপ ছড়ায় সে অপরূপা।
আমার যতো গল্প কথা তাকে নিয়েই
মনের রাজ্যে রাণী সে যে আমি রাজা।

দেখে তারে অন্ধকারেও পাই যে দিশা
স্বর্গ যেন আমার কাছে তার ভালোবাসা।
অমৃত সুখ লাগে যেনো তার ছোঁয়াতেই
বিষাদে ভরে সুখের ভুবন তাকে ছাড়া।

নিশিত জেগে স্বপ্ন সাজাই ঘরেই একা
প্রভাত সুরুজ দেখবো নিয়ে প্রিয়তমা।
শিশির ভেজা ঘাস পাড়িব খালি পায়েই
স্বপন কথা বলে তারে ঘুচবে নীরবতা।

(ছবিটি গুগলি থেকে পাওয়া)

মন্তব্য ৫২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসা ভাই। প্রেরণা পেলাম প্রশংসিত হয়ে।

শুভকামনা সবসময়। শুভেচ্ছা রইল।

২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:০২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। অনেক অনেক প্রেরণা পেলাম।
শুভকামনা সবসময়।

৩| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:১৪

তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাল লাগলো +++++

২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই। সবসময় পাশে থাকায় কৃতজ্ঞতা রইল। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়।

৪| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:২৫

তোমার জন্য মিনতি বলেছেন: "
আজ সকালে হবে কি সেই সূর্য দেখা
অনেক আশা স্বপ্ন সে যে মন বাসনা।
ইচ্ছে সকল হচ্ছে জড়ো তাকে ঘিরেই
আসবে কি সে আলোর মতো সুনয়না।" পুরো কবিতাই ভালো লেগেছে। এইটুকু বেশি ভালো লাগলো। সুনয়নার দেখা মিলুক প্রত্যাশা রইল।

প্রতিউত্তরে মুগ্ধতা ভাই।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দ্বিতীয় বার এসে সুন্দর মন্তব্য দিয়ে অনেক অনেক উৎসাহিত করলেন ভাই। আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা রইল।

আমার সুনয়না আসবে না ভাই!!!
শুভকামনা জানবেন সবসময়।

৫| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৩২

তোমার জন্য মিনতি বলেছেন: কেন কেন ভাই!!! সুনয়না আসবেনা কেন ?

২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার সুনয়না আমার সীমানা ছাড়িয়ে চলেগেছে বহুদূরে!!!

এখন সুখে আছি নতুন জীবনে, বৌ ছেলে নিয়ে। দোআ করবেন ভাই।
শুভকামনা রইল।

৬| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


পড়তে ভালো লেগেছে

২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এটুকু প্রশংসাই আমার জন্য অনেক প্রেরণার।

শুভকামনা আপনার জন্য।

৭| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৯

তোমার জন্য মিনতি বলেছেন: সমস্যা নেই, নতুন জীবনে সুখী থাকেন। শুভকামনা সবসময়। আল্লাহ আপনার মঙ্গল করুক।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই।

ভালোবাসা নিরন্তর। শুভকামনা।

৮| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৫১

শূন্যনীড় বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবি। অনেকদিন পর আপনার কবিতা পেলাম।

কবিতায় লাইক +++++

২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা পাইলাম মন্তব্যে। কৃতজ্ঞতা জানবেন ভাই।

হ্যা ভাই, বেশকিছু দিন যাবত একটু টেনশনে আছি। তাই কবিতা লেখা হয় নি একয়দিন।
আর কিছুদিন পর আবারও নিয়মিত হবো ইনশাল্লাহ্। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২১

অতৃপ্তনয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। ভালো লাগলো পড়ে, কবিতায় লাইক +++++

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম মন্তব্যে। ভালোবাসা নিরন্তর।

শুভকামনা সবসময়।

১০| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৮

শূন্যনীড় বলেছেন: দোআ রইল ভাই, আল্লাহ আপনাকে চিন্তামুক্ত রাখুক
শুভকামনা সবসময়।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা সবসময়।

১১| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৩

নতুন নকিব বলেছেন:



কিসের টেনশন, কবিবর!

কবিতার শব্দ হারিয়ে খুঁজে হয়রান, না কি অন্য কিছু!!

কবিদের টেনশন থাকতে হয়!!!

ভাল থাকবেন।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ভাই।
টেনশন একটু বেশিই ছিল এ কয়দিন। ছোট ভাইকে নিয়ে। এখন একটু সুস্থ, এবারের মতো বিপদমুক্ত।

শুভকামনা সবসময়

১২| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল নয়ন ভাই।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত প্রিয় ভাইয়ের আগমনে।
ভালো লাগা জেনে প্রেরণা পেলাম ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৩| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!!!!

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সু-স্বগতম আমার প্রিয় আপুকে। প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে খুউব আনন্দিত ও উৎসাহিত। প্রেরণা হয়ে থাকবেন আপু।

শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
শুভেচ্ছা রইল আমার জন্মদিনের।

১৪| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩০

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা রইল ভাই।
প্রশংসাটুকু প্রেরণা হয়ে থাকবে ভাই।
শুভকামনা রইল।

১৫| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: ভাল!


তবে আরো ভালো ও করা যেত !:)

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই হতো হয়তো। বেশ কয়েকদিন পর লেখতে চেয়েছিলাম গতরাতে। দোআ করবেন ভাই।

শুভেচ্ছা জানবেন।

১৬| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আারো লিখে যাও ভাইয়া
শুভ কামনা

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম আপু আপনার আগমনে। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনগুলিতে। দোআ করবেন আপু।

শুভেচ্ছা রইল আপু, ভালোবাসা জানবেন সবসময়।

১৭| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪

খায়রুল আহসান বলেছেন: দেখে তারে অন্ধকারেও পাই যে দিশা
স্বর্গ যেন আমার কাছে তার ভালোবাসা।
অমৃত সুখ লাগে যেনো তার ছোঁয়াতেই
বিষাদে ভরে সুখের ভুবন তাকে ছাড়া
-- এতটা গভীর আবেগ অনুভূতি দিয়ে ভালবাসা প্রকাশ করতে পারে বুঝি শুধু কবিরাই!
কবিতা ভাল লেগেছে। + +

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি। অনেক অনেক প্রেরণা পেলাম মন্তব্যে। আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে আগামীর পথে।

হ্যা স্যার, কবিদের ভুবনের সীমানা অসীম, ভালোবাসা আর কষ্টের পরিধিও সুবিস্তৃত। আপনার কবিতা গুলো পড়তে পড়তে আমি কল্পনায় ভাসতে থাকি যেন। দোআ করবেন স্যার, আমিও যেন পাঠককে কল্পনায় ভাসাতে পারি।

অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন প্রিয় কবি।
শুভকামনা সবসময়।

১৮| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪

জুন বলেছেন: আজ সকাল থেকেই আকাশ মুখ গোমড়া করে আছে । ঘন্টাখানেক আগেই ঝিরঝিরে এক বৃষ্টি এসে ধুইয়ে দিয়ে গেলো আকাশের দেয়ালে লেগে থাকা যত কালিমা । তেমনি আপনার সুন্দর কবিতাটি পড়ে মন আমার নির্ভার হয়ে উঠলো । সত্যের পথে থাকার এক অসীম আনন্দ ভাসিয়ে নিয়ে গেলো সব দু:খ। আপনিও তেমনি ভাসিয়ে দিন আপনার সকল কষ্টকে ।
অনেক অনেক ভালোলাগা কবিতায় নয়ন ।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই শ্রদ্ধা আর অনেক অনেক ভালোবাসা জানাই প্রিয় আপুকে। আমার সামান্য লেখাটাকে এত সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করে যাওয়ায় কৃতজ্ঞতা রইলো আপু। অনেক অনেক প্রেরণা পেলাম আপু। আমার আগামী পথে অনুপ্রাণিত করবে আপনার এই অসাধারণ কথাগুলো।
আপনার দোআ আমার সবসময় কাম্য।

শুভকামনা রইল আপু। আল্লাহ্ আপনার মঙ্গল করুক সবসময়।

১৯| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ভাল হয়েছে ভাইয়া

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই। আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে আগামীর পথে।

শুভেচ্ছা রইল ভাই, শুভকামনা সবসময়

২০| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো । ++++

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে অনেক অনুপ্রাণিত হলাম আপু। প্লাস গুলো প্রেরণা হয়ে থাকবে আপু।

শুভেচ্ছা রইল, শুভকামনা সবসময়।

২১| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,



সুন্দর ।
কবিতাটি এই সত্যটাই যেন ঝিরঝিরে বৃষ্টির মতো বলে গেছে --- "আমার যতো গল্প কথা তাকে নিয়েই " । অন্ধকারের গল্প ।
সে কারনেই সকালটা গেলকাল থেকে ডেকে ডেকে মেঘ জড়ো করেছে সূর্যটাকে ঢেকে দেবে বলে । নইলে যে " বিষাদে ভরে সুখের ভুবন তাকে ছাড়া " হয়ে উঠবে । এই মেঘলা সকাল পেরিয়ে সন্ধ্যের এই অন্ধকারেও তার দেখা পেয়ে তাই নির্ভার হয় মন । মনে হয় দূর থেকে কাছে, মনের কাছে এসেছে সে ! তাতেই বৃষ্টির মতো ভেসে যায় যতো লুকিয়ে রাখা কষ্টগুলো ।
এবার অবারিত সূর্য আসুক কবির মন বাসনা পূর্ণ করে ।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি শ্রদ্ধেয় কবির প্রতি। আপনার মন্তব্য সবসময় আমাকে বাড়তি সাহস দিয়ে যায় ভাই। আপনার আন্তরিক মন্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে ভাই। আরও ভালো করার প্রেরণা পাই আপনার থেকে। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই। সূর্য ছাড়া যেমন পৃথিবী বিষাদময়, তেমনি আপনাদের মতো শ্রদ্ধেয় বড় ভাইদের মন্তব্য ছাড়া আমার মতো নতুনদের সব লেখাই বিষাদময় অপূর্ণ। দোআ করবেন ভাই, যেনো আপনাদের স্নেহ ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি।

শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই, ভালোবাসা সবসময়।

২২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন +

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভাই। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে আগামীর পথে।

শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই। ভালোবাসা সবসময়।

২৩| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫১

ধ্রুবক আলো বলেছেন: আপনার ভাই কেমন আছে এখন?

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের দোআয় আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো আছে ছোট ভাই। এবারের মতো চিন্তামুক্ত বলছে ডাক্তাররা। এখন ঢাকা হার্ড ফাউন্ডেশনে ভর্তি আছে। সঙ্গে বড় ভাই আছে। ভাবছি, মোটামুটি সুস্থ হয়ে ওঠলে মাদ্রাজ নিয়ে যেতে। মুরুব্বীরা তেমনই পরামর্শ দিচ্ছেন।

অনেক অনেক ভালো লাগলো ভাই আপনার আন্তরিক খুঁজ খবর নেয়ায়। শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

২৪| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল নয়ন ভাই। ভাল আছেন?
কি হয়েছে আপনার ভাই। তাইতো বলি নয়ন ভাই কোথায় আছে কোন খবর নাই! যাই হোক আপনার ভাই তাড়াতাড়ি সুস্থ্য হয়ে যাউক।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই। প্রেরণা পেলাম। শুভেচ্ছা রইল।

সুজন ভাই, আমার ছোট ভাই মনির হঠাৎ করে বুকে ব্যথা ওঠে। আমরা তিন ভাইয়ের মধ্যে আমি ও আমার বড় জন চাকরির খাতির অন্য জেলায় থাকি। ছোট ভাইটি বাড়িতে থেকেই রেজিস্ট্রি অফিসে চাকরি করে। তো সেদিন বুকের ব্যথায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে মধ্যরাতে। সকালে ময়মনসিংহ রেফার্ট করে। সেখানে নেওয়ার পর জানতে পারি তার হার্ড ব্লক। ময়মনসিংহ এক সপ্তাহ চিকিৎসা করে একটু সুস্থ হলে ২৬ তারিখ ঢাকায় নেওয়া হয়। বর্তমানে ঢাকায় আছে। এখন মোটামুটি সুস্থ। সবার পরামর্শ মাদ্রাজ নিয়ে রিং লাগানো। এখন কি করে।

এর জন্য ব্লগে প্রায় দশদিন যাবত অনিয়মিত। আড্ডা ঘরে আর ঢোকা হয়নি। আপনাকে পেয়ে ভালই হলো। দোআ করবেন ভাই। ছোট ভাইটি যেন আল্লাহর রহমতে পুরোপুরিভাবে সুস্থ হতে পারে।

আন্তরিকতায় কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা রইল।

২৫| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:১১

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে....

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম আপু। প্রশংসাটুকু অনুপ্রাণিত করবে আমাকে সামনের দিনে।

শুভকামনা রইল।

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব সুন্দর

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল অনেক পুরনো পোষ্টে এসে মন্তব্য রেখে যাওয়ায়।
ভালোবাসা জানবেন।
শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.