নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

যেমনি ছিলাম আগে

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫



যখন নীরব, নিঝুম রাত্রির গভীরতা বাড়ে ধীরেধীরে,
নিকষকালো আঁধারের চাদরে ঢাকা আমার চারিদিক;
অন্ধকার ছাপিয়ে একটা দুটি তারা জ্বলে ঐ আকাশে,
ঝলসান হৃদয়ের গন্ধে মাতাল ছোটে চলি দিক্বিদিক।

মাটির বুকচেরা রোদ্দুর, ডাহুকীর চিৎকারে কাঁপে বুক,
বিরহতাপে পাথর অন্তর ধূপের ধোঁয়ার মত উঁড়ছে মন;
ঘুরেছি দ্বারেদ্বারে সন্ধ্যা সাজে কোথাও মিলেনি আশ্রয়,
মিলেনি শান্তি পারিনি হতে ল্যাম্পপোষ্টের মতো স্থির!

অশাসনীয় হৃদয়ের অস্বস্তিকর সময় যাচ্ছে কেটে দিনযামিনী,
মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়ানো আমার ভবঘুরে  জীবনব্যাপী;
নিঃসঙ্গতা আর একাকীত্বে গড়া আমি ধূমকেতু নক্ষত্রপতি,
জ্বলছি শূন্যময় রাতের আকাশে সহস্রাধিক বছর নীরবচারী।

কত আকুতি, মিনতি ভরা নয়নে তৃষ্ণার্ত নিবেদন কতজনে,
কেউ বোঝেনি, বলেনি পথিক এসো স্বপ্নে মোর ঘুমো-ঘরে;
যুগের পথে চলেছি একাই তবুও দিন যায় রাত্রি আসে-ফিরে,
নির্ঘুম সকাল হইনা অবাক নিজ দেখে যেমনি ছিলাম আগে।



মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ....লিখছো

সুন্দর থাকো

১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম মন্তব্য পেয়ে। আমার আগামী দিনগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে প্রশংসাটুকু।


কৃতজ্ঞতা জানবেন। সুস্থ সুন্দর হোক আপনার আগামী দিনগুলি।
শুভকামনা সবসময়।

২| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২০

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লিখেছেন। ভালো লাগলো।

১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম মন্তব্যে, শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয়।

৩| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

তোমার জন্য মিনতি বলেছেন: বরাবরের মতোই ভালো লিখেছেন, ভালো লাগলো একাকীত্ব ভরা কথা মালা

শুভকামনা রইল

১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম বরাবরের মতোই পাশে পেয়ে।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৪| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

অতঃপর হৃদয় বলেছেন: কত আকুতি, মিনতি ভরা নয়নে তৃষ্ণার্ত নিবেদন কতজনে,
কেউ বোঝেনি, বলেনি পথিক এসো স্বপ্নে মোর ঘুমো-ঘরে;
যুগের পথে চলেছি একাই তবুও দিন যায় রাত্রি আসে-ফিরে,
নির্ঘুম সকাল হইনা অবাক নিজ দেখে যেমনি ছিলাম আগে।


অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো। সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা আর শ্রদ্ধা সবসময় আন্তরিক ভালোবাসায় আমাকে উৎসাহ প্রেরণা দেওয়ার জন্য।
সময় ব্যয় করে এতবড় মন্তব্য রেখে যাওয়া যে আন্তরিকতারই প্রকাশ। প্রেরণা হয়েই থাকবেন সবসময়।

শুভকামনা রইল, ভালোবাসা সবসময়।

৫| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

শূন্যনীড় বলেছেন:
খুব সুন্দর লিখেছেন,


অশাসনীয় হৃদয়ের অস্বস্তিকর সময় যাচ্ছে কেটে দিনযামিনী,
মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়ানো আমার ভবঘুরে জীবনব্যাপী;
নিঃসঙ্গতা আর একাকীত্বে গড়া আমি ধূমকেতু নক্ষত্রপতি,
জ্বলছি শূন্যময় রাতের আকাশে সহস্রাধিক বছর নীরবচারী।" খুব কঠিন কথামালায় সাজিয়েছেন। ঘোর একাকীত্বের প্রকাশ।

খুব ভালো লিখেছেন প্রিয় কবি। বরাবরের মতো আজও ঢোকে মুগ্ধতা নিয়ে ফিরছি।
শুভকামনা সবসময়।

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল মন্তব্যে। আপনাদের আন্তরিক উৎসাহই আমার প্রেরণা।

শুভেচ্ছা জানবেন, শুভকামনা সবসময়

৬| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



অনেক বেদনা লুকিয়ে আছে পংক্তিগুলোতে; শুধু কবি নয়, পাঠকও নীলকন্ঠ হয়ে যাবে একদিন!

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে আসার জন্য।

রাত যখন গভীর হয় আর জেগে থাকি, তখন কষ্টগুলোও জেগে ওঠে ভাই। গত রাত তিনটায় লেখা এটি।

আপনার মন্তব্য আমার মনের সাথে মিলে গেছে, তবে নীলকণ্ঠের ব্যাপারে অনিশ্চিত।

অনেক অনেক শুভকামনা জানবেন।

৭| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++++

বেশ ভালো লাগলো, এই কবিতা অন্যধাচের ছিল, আমার তাই মনে হলো।
শুভ কামনা

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে ধন্য হলো আমার রাত গভীরের এই নগণ্য লেখাটি। অনেক অনুপ্রাণিত হলাম মন্তব্য পেয়ে। প্লাসগুলো আমার প্রেরণা হয়ে থাকুক।

ভালো লাগা জেনে অনেক আত্মবিশ্বাস বেড়ে গেলো ভাই। একটু অন্যধাচের লেখার ইচ্ছা ছিল, কিছুটা হয়েছে তা আপনার মন্তব্য পড়েই বোঝতে পারছি।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই। শুভকামনা সবসময়।

৮| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ধ্রুবক আলো বলেছেন: মিলেনি শান্তি পারিনি হতে ল্যাম্পপোষ্টের মতো স্থির!

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, কিছুসময় খুব অস্থির সময় পার করি! তখন সবকিছু কেমন জেনে অস্বস্তিকর মনে হয়।

বাস্তবিক জীবন কিন্তু আমার অনেকটাই স্থির, ঠিক শেওড়া পড়া পুকুরের পানির মতোই নীরব, ঢেউহীন। কিন্তু আমার মানসিক অবস্থা বেশিরভাগ সময়ই অস্থিরতা ঘিরে থাকে। অতীত ভবিষ্যৎ বর্তমান কোথাও যেন স্থিরতা মিলেনা আমার ভাবনায়! বড্ড অস্বস্তিকর হয়ে ওঠে সময়। কিছু পাওয়ার তৃষ্ণা, কিছু হারানোর বেদনা, বাস্তবতা মিলে দুর্বিষহ হয়ে ওঠে জীবনটা।

আপনার আন্তরিক উৎসাহ আমাকে সবসময় আত্মবিশ্বাসী ও প্রেরণা দিয়ে যায় ভাই। আমার অনুপ্রেরণার উৎস আপনাদের এই আন্তরিক ভালোবাসাই।
অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই। শুভকামনা সবসময়।

৯| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০

অতৃপ্তনয়ন বলেছেন: কবিতাটি মনে হলো একেবারে মনের পুরোটা দিয়েই লিখেছেন। অনেক মুগ্ধতা রইল ভাই। প্রিয়তে থাকুক আপনার মনের কথাগুলো

৮নং মন্তব্যের প্রতিউত্তরে মনের কথাগুলোই বলেছেন মনে হলো। এইরকম চিন্তাভাবনা থেকে বের হয়ে আসাই ভালো ভাই। বাস্তবতা নিয়ে কিছু লিখতে থাকেন যেমনি হোক, একসময় ঠিকই ভালো হওয়া শুরু করবে দেখবেন।

অনেক শুভকামনা আপনার জন্য।

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে। প্রেরণা আর সাহস দুটোই পেয়েছি ভাই। সবসময় আপনার এমন আন্তরিক উৎসাহই আমাকে অনুপ্রাণিত করে নতুন কিছু লেখার।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ভাই।


হ্যা ভাই, ৮নং এর প্রতিউত্তর আমার মনের কথাই বলেছি। আমি তেমন অস্থিরতায় সবসময় ডুবে থাকি না, আমার বাস্তব জীবন খু্বই স্থির। কেবল চিন্তাভাবনার জগতটাই ভিন্ন। এই চিন্তাভাবনা কেবল লেখার সময়ের জন্যই।
অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। চেষ্টা করবো। আন্তরিকতায় কৃতজ্ঞতা রইল।
শুভকামনা সবসময়।

১০| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২১

আখেনাটেন বলেছেন: মাটির বুকচেরা রোদ্দুর, ডাহুকীর চিৎকারে কাঁপে বুক,
বিরহতাপে পাথর অন্তর ধূপের ধোঁয়ার মত উঁড়ছে মন;
ঘুরেছি দ্বারেদ্বারে সন্ধ্যা সাজে কোথাও মিলেনি আশ্রয়,
মিলেনি শান্তি পারিনি হতে ল্যাম্পপোষ্টের মতো স্থির!
---ভালোলাগা...

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার ব্লগবাড়িতে। সুস্বাগত জানাই।

ভালো লাগা জেনে অনেক অনুপ্রেরণা পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা রইল ভাই।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে প্রিয় কবি। অনেক অনেক শুভ কামনা থাকল।

১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম প্রিয় কবি'র কাছে প্রশংসা পেয়ে।

শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়। শুভকামনা রইল ভাই।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৫

ভাবনা ২ বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল পাঠে ।

১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা রইল। মন্তব্যে পেয়ে ধন্য হলাম।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:০৭

ডঃ এম এ আলী বলেছেন:


সুন্দর লিখেছেন নয়ন, কবিতায় মুগ্ধ
মাটির বুকচেরা রোদ্দুর, ডাহুকীর চিৎকারে কাঁপে বুক,
বিরহতাপে পাথর অন্তর ধূপের ধোঁয়ার মত উঁড়ছে মন;
ঘুরেছি দ্বারেদ্বারে সন্ধ্যা সাজে কোথাও মিলেনি আশ্রয়,
মিলেনি শান্তি পারিনি হতে ল্যাম্পপোষ্টের মতো স্থির!


শুভেচ্ছা রইল ।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা ভাই আপনাকে পেয়ে। অনেক সাহসী হলাম প্রশংসিত হয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।


শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়। শুভকামনা।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০২

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। শেষের চার লাইনতো সেই রকম সুন্দর।
নয়ন ভাই হিংসে করব কিন্তু আপনাকে।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, হিংসে থাকাটা ভালো। আমি কিন্তু আপনাদের দেখেই শিখছি ধীরেধীরে। আপনাদের লেখাই আমার প্রেরণার উৎস।
সবসময় আপনাদের আন্তরিক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে ভাই। আমি সাহস আর আত্মবিশ্বাস পাই আপনাদের থেকেই।

অনেক অনেক ভালোবাসা জানবেন প্রিয় সোহেল ভাই। আপনিও কিন্তু অসাধারণ লিখেন। আমি সবসময় আপনার লেখায় মুগ্ধতা পাই।

শুভকামনা জানবেন ভাই। দোআ করবেন।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সাথে একদিন দেখা করতে চাই ভাই। যদি কোন দিন যশোরের দিকে আসেন জানাবেন।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই যদি সেদিকে কোনদিন যাই তো দেখা করতে চেষ্টা করবো। জানাবো আপনাকে অবশ্যই। আমি একবারই গিয়েছিলাম যশোর। ছিলাম মাত্র একদিন একরাত। তারপর ফকির হাট উপজেলায় ছিলাম প্রায় পঁচিশ দিনের মতো। আর যাওয়া হয়নি।

যদি শেরপুর জেলার দিকে কোনদিন আসেন তবে অবশ্যই জানাবেন, আমি দেখা করবো ভাই।
পৃথিবী গোল, হলেও হতে পারে কোনদিন দেখা। আশা থাকলো।

শুভকামনা রইল ভাই।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৬

কানিজ ফাতেমা বলেছেন: // পারিনি হতে ল্যাম্পপোষ্টের মতো স্থির! //
......... স্থির না হলেও চমৎকার একটি কবিতা তো হয়েছে ।

অশেষ শুভ কামনা রইল ।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা আপনার মন্তব্য পেয়ে। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে আপু। প্রেরণা হয়ে থাকবেন।


আপনার আন্তরিক দোআয় শ্রদ্ধা রাখছি আপু। আপনার জন্যও অশেষ শুভকামনা। সুন্দর সুস্থ থাকুন সবসময়।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই মন থেকেই বলেছি , আপনার সাথে দেখা করতে চাই । ব্লগিং করতে গিয়ে কোন দিন কারও ব্যাক্তি গত বিষয়ে জানার চেষ্টা করিনি। কিম্বা কারও সাথে ঘনিষ্টও হওয়ার চেষ্টা করেছি। আপনি আপনার জীবনের কথা এই ব্লগে শেয়ার করেন। আপনার জীবনের কিছু বিষয় জানার পরে আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায়। তাই আপনার সাথে দেখা করা কথা বলার একটা টান অনুভব করছি মন থেকে। সময় থাকলে চলে আসতাম আপনার সাথে দেখা করতে। আপনি বললে একদিন সময় করে আসতেও পারি। কিন্তু ভাই আমি একটি এনজিওতে জব করি তাই হয়তো এত সহজেই সময় করে উঠতে পারব না।
একটু আগে একটা লেখা দিয়েছি, আমার দেখা টাক মাথার সুন্দর মানুষ গুলো। আপনি পড়লে খুশি হব।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধতা জানবেন ভাই। আপনার মনের কথা শুনে আমি সত্যিই খুব টান বোঝতে পারছি।
সময় বড় হিসেবের ভাই। আমার এমনই একটা চাকরি যেখানে আমার প্রতিটি মিনিট ঘন্টা বাঁধা। আমি ২৪ ঘন্টায় এক ঘন্টাও মুক্ত নই। কেবল যদি ছুটি কাটাই তো সে সময়টুকু আমার ব্যক্তিগত থাকে। অনেক অনেক ভালো লাগলো ভাই, আপনার আন্তরিক ভালোবাসা জেনে। যদি সময় কোনদিন দেখা হতেও পারে আল্লাহ্ চাহেন তো।

অবশ্যই পড়ে আসবো ভাই। আপনার লেখাগুলো আমার কাছে সবসময় ভালো লাগে।
ভালোবাসা জানবেন ভাই সবসময়।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে ভাল লাগা ।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবি কথাসাহিত্যিক ভাইয়ের আগমনেই আমার ব্লগবাড়ি ধন্য হয়েছে। প্রশংসাটুকু প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলিতে।


অনেক অনেক শ্রদ্ধা জানবেন, শুভকামনা সবসময়।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি কবীর ভাইয়ের আগমন আমার জন্য সবসময় প্রেরণার।

অনেক অনেক ভালোবাসা পাইলাম ভাই। প্রেরণা হয়েই থাকবেন।
শুভকামনা রইল ভাই।

২০| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১

সোনামণি বলেছেন: সুন্দর লিখেছেন।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন আমার ব্লগবাড়িতে।

প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইল।

২১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: আমার এমনই একটা চাকরি যেখানে আমার প্রতিটি মিনিট ঘন্টা বাঁধা। আমি ২৪ ঘন্টায় এক ঘন্টাও মুক্ত নই।

তাহলে ব্লগে এত সময় দেন কিভাবে??
প্রায় প্রতিদিন আপনি নতুন পোস্ট দেন।

আমরা তো কিছুই বুঝি না!!!!!!

মোস্তফা আপনার সাথে দেখা করতে চায়, তাকে সময় দিন, আমিও সেই অনুরোধ করছি।

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাঁধা আছি বলতে নিজস্ব এরিয়াভুক্ত। মুক্তই থাকি নিজ এরিয়াতে, তবে মন চাইলেই এরিয়ার বাহির যেতে পারিনা। নিজের এরিয়াতে বলতে গেলে মুক্তই থাকি। সেজন্যই লেখার সুযোগ পাই। তাছাড়া কাজের ফাঁকেফাঁকে মোবাইলে একদু লাইন লেখাই যায়, তাই জড়ো হয়ে হয়ে যাচ্ছে দাদা।

মোস্তফা ভাইয়ের সাথে দেখা করতে আমার আশা রাখি, যদি কখনো সুযোগ তারও হয়।

মন্তব্য পেয়ে আনন্দিত হলাম দাদা, শুভকামনা সবসময়।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে নয়ন ভাই।বিশেষ করে শেষ চার চরণ।শুভ কামনা.....

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম আপু। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।

শুভকামনা রইল সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.