নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বিধি রে- আমার নয়ন জোড়া শ্রাবণের নদী (গান)

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭



বিধি রে.... ও ও বিধি.....!!
আমার নয়ন জোড়া শ্রাবণের নদী....
বইছে নিরবধি।।
কেন বিধাতা চোখের ভিতর-
ভরলে এতো পানি....বইছে নিরবধি।
আমার নয়ন জোড়া শ্রাবণের নদী....
বইছে নিরবধি।।

শেঁউড়া হয়ে ভাসছি স্রোতে-
নাই ঠিকানা ঘর,
কূল হারা কলঙ্ক দিয়া-
করলো সবাই পর।।
অন্তর নামের যন্ত্র একখান
দিয়া বুকের ভিতর,
পিরিতের আগুন ধরাইয়া
নিলা না আর খবর।
সেই আগুনে এখন আমি
পুড়ছি দিন রজনী।
বইছে নিরবধি,
আমার নয়ন জোড়া শ্রাবণের নদী....
বইছে নিরবধি।।

অদৃশ্য এক হিয়া দিলা
দরদ ভইরা তাতে,
মায়ার ছলে সব হারাইলাম-
নিঃস্ব দুনিয়াতে।।
দুই চোখে সব ঝাপসা লাগে
অন্ধকার পৃথিবী,
বুঝল'না কেউ আমার ব্যথা-
নাই একজন দরদি।
দুঃখের কোঠায় লিখলে শুধু-
সুখের ঘরটা খালি।
বইছে নিরবধি,
আমার নয়ন জোড়া শ্রাবণের নদী....
বইছে নিরবধি।।
কেন বিধাতা চোখের ভিতর-
ভরলে এতো পানি...বইছে নিরবধি।
আমার নয়ন জোড়া শ্রাবণের নদী...
বইছে নিরবধি।।
বিধি রে.... ও ও বিধি....




আমি শিল্পী বা সুরকার নই, আমার লেখা গানগুলো নিজের সুরে গেয়ে রাখি নিজের তৈরি করা সুরের জানান দিতেই, যদি কারো মনে সামান্য ভালো লাগা জাগাতে পারে তবেই আমার আনন্দের ব্যাপার, চেষ্টার সার্থকতা, আমার অনুপ্রেরণা। বিরক্তিকর মনে করলে ক্ষমা করবেন নিজগুণে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আপনার লেখায় এলাম;
ভালোলাগা।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আশাকরি ভালো আছেন শ্রদ্ধেয় প্রিয় আপু, আমি প্রায় পাঁচমাস যাবত মানসিকভাবে খুবই বিপর্যস্ত সময় পার করেছি, তাই ফেসবুকে মাঝেমধ্যে থাকলেও নিয়মিত ছিলামনা কোথাও। এখন সমস্যার সমাধান হয়েছে আপনাদের দোয়ায়, চেষ্টা করবো প্রতিদিন অন্তত কিছু সময় আপনাদের মাঝে থাকতে। দোয়া রাখবেন আপু।

গানটি ভালো লাগছে জেনে আনন্দিত ও উৎসাহিত। প্রেরণা হয়ে থাকবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৮

বলেছেন: আহ!!

পরাণ আমর জুড়িয়ে গেলো



আমার লেখা একটিতপ সুর করার অনুরোধ রইলো।

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল ভাই। মন্তব্য পড়ে জুড়িয়ে গেল আমার অন্তর মন, অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে। দোয়া রাখবেন ভাই।

আমি ভাই, কোনটা কোন সুর তা জানিনা, কারণ আমি সুরকার নই ভাই, নিজের লেখা গানগুলো কোনরকম গাই নিজের মতো করে। সুর গান সম্পর্কে আমার কোন ধারণা বা শিক্ষা নাই।

আপনার লেখা দিয়েন, চেষ্টা করবো ভাই, যদি গানের মতো গাইতে পারি তো অনেক আনন্দিত হবো।

শুভকামনা জানবেন সবসময়

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম ভাই গানটি শুনেছেন জেনে, মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন আমার জন্য।

শুভকামনা আপনার জন্য সবসময়।
শুভ সন্ধ্যা

৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৯

প্রিয় কবিতা বলেছেন: ভালো লাগল

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি ভাই, সময় নষ্ট করে একবার শুনেছেন জেনে কৃতজ্ঞ রইলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১

নীলপরি বলেছেন: গানের নোটিফিকেশন পেয়েছি । শুনে নেবো । লিরিক ভালো লাগলো ।
+++++++++

শুভকামনা

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় আপুর মন্তব্য পেয়ে, গানটি একবার শুনবেন সেই নিমন্ত্রণ রইলো যদিও শুধুই সময় নষ্ট হবে তবুও আপনার অনুভূতি আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে। দোয়া রাখবেন আপু। অনেকগুলো প্লাস আমাকে অনুপ্রাণিত করবে।

শুভকামনা আপনার জন্য সবসময়।
শুভ সন্ধ্যা

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

সোহানী বলেছেন: তুমি কেন বিভিন্ন শিল্পী কিংবা প্রডিউসারদের সাথে যোগাযোগ করো না। তোমার লিখা, আবৃত্তি বা গান সত্যিই অসাধারন। তুমি চেস্টা করবো কোন ভালো পপুলার গায়ককে দিয়ে গাওয়াতে। দেখবা তুমি সুপারহিট.. তখনতো চিনবাই না ;)

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চিনবো আপু চিনবো, অবশ্যই চিনবো আপনাদের, আপনাদের উৎসাহ আমাকে সবসময় তাড়না দেয়, অনুপ্রাণিত করে, সেজন্যই আমি লিখতে চেষ্টা করি, আমার লেখা, গানগুলো সবই তো আপনাদের আন্তরিক উৎসাহদানের ফসল, এই প্রাপ্তি ভুলে যাবো আমি কি এতটা বিবেকহীন হতে পারবো কখনও! সম্ভব না কখনোই। সত্যি যদি কোনদিন আমার গান বা লেখা সেরকম পরিচিত পায় সেদিন সুন্দর করে সংযুক্তি করে দেবো সকল অনুপ্রেরণা ও কৃতিত্বের দাবীদার সামহোয়্যারইন ব্লগবাসী, পাক্কা।
দোয়া রাইখেন আপু।

আসলে আমার সেরকম পরিচিত কেউ নেই যার সাথে আমার লেখা গানগুলো চালিয়ে দেয়ার প্রস্তাব রাখতে পারি। তাছাড়া আমার চাকরির সময় শেষে তেমন একটা সময় থাকে না, আসলে অফিস থেকে ফিরে আর ঘুরতেই মন চায় না, তারপর অজানার উদ্দেশ্যে ঘুরতে তো একদমই মন চায় না। সব আল্লাহর উপর ছেড়ে দেয়া, তিনি যেদিন চাইবেন সেদিন আমি না চাইলেও সবই হবে।
দোয়া রাখবেন আপু।

আপনার মন্তব্যে রেখে যাওয়া প্রেরণা আমাকে উৎসাহিত মনোযোগী করবে আরও।

শুভকামনা জানবেন সবসময়,
শুভ সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.