নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

শিহরিত হই বিস্ময়ে

২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৫



তিলতিল করে ক্ষুদ্র থেকে সিন্ধুতে পরিণত হওয়া
বাঙালি জাতির ইতিহাসের-
একটা গৌরব বরাবরই দখলদারী ছিল,
বীর জাতি হিসেবে ছিলো বিশ্বের বুকে পরিচিতি।
সেই বীর জাতি-
কালের জাতাকলে দীর্ঘদিন প্রায়শ্চিত্ত করেছে-
কাল থেকে কাল পরাধীনতার শিকলে বাঁধা পড়ে;
অপরের গোলামী করে শোধ করেছে
নিজেদের বেঈমানীর কুফল,
ধীরে ধীরে মিলিয়ে গিয়েছিল গৌরব বীরত্বের।
বহুকাল,
বহুপ্রাণের বিনিময় আবারো ফিরে সেই গৌরব-
স্বাধীনতা আর সার্বভৌম রাষ্ট্রের সাথে;
সে ছিলো এক মহান নেতার গুণ-নেতৃত্বের।
বর্বর পাক-জাতির হত্যাযজ্ঞ আর ধ্বংসাবশেষ
শূন্য থেকে শুরু হয় পথচলা আলোর দিকে-
সে ছিল হাজার বছরের শ্রেষ্ঠ নেতৃত্ব।
যে মহান নেতৃত্ব ও নেতার নাম
শ্রদ্ধা ভরে ভালোবাসায় স্মরণ করে ইতিহাস-
'ইতিহাসের মহানায়ক-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'।
যাঁর নেতৃত্বগুণে বাংলার সাত কোটি প্রাণে
ধ্বনিত হয় একই প্রতিধ্বনি-
শ্রদ্ধা আর ভালোবাসার স্বাক্ষর রেখে গেলেন-
ত্রিশলক্ষ শহীদের প্রাণ!
আমরা পেলাম স্বাধীন রাষ্ট্র- মুক্তির স্বাদ।

সেই ঐক্য সেই দৃঢ় প্রতিজ্ঞা-
সেই বলিষ্ঠ প্রতিবাদী ধ্বনি প্রতিধ্বনি-
শুনি না আর কোন হৃদয়ের,
ভাসে না দক্ষিণা হাওয়ায় সেইদিন থেকে;
যেদিন থেকে অকৃতজ্ঞতার চরম রূপ-
দেখিয়েছিলাম আমরা!
যেদিন-
যিনি নিজের সমস্ত জীবন
আমাদের চিন্তায় পার করে গেছেন,
পৃথিবীর বুকে একটা অবহেলিত জাতির জন্য-
একটা নির্দিষ্ট নিজস্ব সার্বভৌম দেশ এনে দিলেন;
যাঁর নেতৃত্বে আমরা পেয়েছিলাম একতা-
বীরত্বের মহা গৌরব,
তাঁকেই খুন করেছিলাম আমরা!
সেদিন থেকেই অন্ধকারে ডুবে গেছে
আমাদের আলো, শ্রদ্ধা-ভক্তি-বিশ্বাস;
হারিয়েছি প্রতিবাদী অন্তর, অহংকার-সত্যের।
শিহরিত হই বিস্ময়ে- কতটা অকৃতজ্ঞ হলে-
কোন জাতি খুন করতে পারে জাতিরপিতা!!


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৪

এস এম ইসমাঈল বলেছেন:

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ আপনার পঙক্তি গুলো, শ্রদ্ধা ও ভালোবাসা পঙক্তি গুলোতে আমার সবসময়।

ধন্যবাদ ভাই আমার সামান্য লেখায় আপনার বিখ্যাত পঙক্তি গুলো রেখে যাওয়ার জন্য।

শুভকামনা জানবেন সবসময়

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর। খুব সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লেখাটি আজ রাতেই লিখেছি এবং অনেক দুটার মধ্যেও ভোর বেলায় পোস্ট করেই দিয়েছি, তবুও মনে সংশয় সংকোচ বা একপ্রকার লজ্জা কাজ করছিল, সেজন্য ব্লগে আসিইনি অনেক্ষণ, মনে হচ্ছিল না জানি কার তীক্ষ্ণ কথার ফেরে পড়তে হয়। আপনার প্রশংসা আমার মনের সকল সংকোচ সংশয় লজ্জা ভয় দূর করে দিল ভাই, আনন্দিত হলাম আপনার প্রশংসা পেয়ে, অনেকটা উৎসাহিতও।
দোয়া রাখবেন সুপ্রিয় লেখক কথাসাহিত্যিক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:


মাড়কসার বাচ্চারা মা'কে কেয়ে ফেলে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাঁচলাম আপনার কাছে রেখাটি অখাদ্য কুখাদ্য বা সেরকম কিছু হয়নি দেখে।লেখাটি আজ রাতেই লিখেছি এবং অনেক দুটার মধ্যেও ভোর বেলায় পোস্ট করেই দিয়েছি, তবুও মনে সংশয় সংকোচ বা একপ্রকার লজ্জা কাজ করছিল, সেজন্য ব্লগে আসিইনি অনেক্ষণ, মনে হচ্ছিল না জানি কার তীক্ষ্ণ কথার ফেরে পড়তে হয়। আপনার সম্মতিসূচক মন্তব্য আমার মনের সকল সংকোচ সংশয় লজ্জা ভয় দূর করে দিল শ্রদ্ধেয়, অনেকটা উৎসাহিতও হরাম।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

সেই অকৃতজ্ঞতার প্রায়শ্চিত্ত আরও বেশি করতে হতো যদি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এদেশে না আসতেন, তাহলে বাঙালির দুঃখের সীমানা থাকতোনা পরিমাপ করার মতো।

আমাদের দেশে এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহসী কোন যুবক নেই, সত্যের অহংকার করার মতো কেউ নেই।
আমরা সবাই ব্যক্তি চিন্তায় ব্যস্ত, সমাজ দেশ মানুষের চিন্তা করার মতো মানুষের বড্ড অভাব।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয় প্রিয়।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

নজসু বলেছেন:




শ্রদ্ধা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি আমার জাতিরপাতার প্রতি,
মন্তব্য রেখে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন ভাই,

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০২

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনবদ্য।।শুভকামনা।।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা আর উৎসাহ পেলাম ভাই, অনুপ্রাণিত হবো নতুন লেখায়।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

নীলপরি বলেছেন: ভাবনাকে জাগ্রত করার মতো কবিতা । ভালো লিখেছেন ।
+++++

শুভকামনা

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি আপুর প্রশংসা সত্যি আমার জন্য অনেক প্রেরণার উৎস, অনেক উৎসাহিত করলেন আপু লেখাটির প্রশংসায়। প্রেরণা হয়ে থাকবেন। প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
দোয়া রাখবেন সুপ্রিয় আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

আকতার আর হোসাইন বলেছেন: +++++++

আসলেই...

আমরা বাঙ্গালীদের মতো বেঈমান জাতি নাই...

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই, অনেক আনন্দিত হলাম, মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।

হ্যা ভাই, আমাদের বেঈমানীর কথা স্মরণ হলে বড্ড লজ্জিত, অসহায় মনে হনে হয় নিজেকে।

শুভকামনা জানবেন সবসময়

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

আরোগ্য বলেছেন: চমৎকার। এই ধরনের কবিতা চালিয়ে যান। শুভ কামনা করি।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.