নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| চাতক দুচোখ ||

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯



স্নিগ্ধ সকালের নির্মল কোমল বায়ু'র বেগ খুব;
দিগন্তের পথে পথে-
নিঃস্বতা আর শূন্যতা ঘেরা-
রাত্রির কান্নার সাক্ষ্য দেয়া দুব্বা ঘাসে-
শিশির বিন্দুর মতই দু’চোখে স্বচ্ছ হৃদয়ের প্রতিচ্ছবি;
গোধূলী রাঙা সন্ধ্যার কূলে রঙধনু'র রঙে হয় রঙিন।

মেঘ'হীন পূর্ণিমা-রাতের আকাশে জ্যোৎস্না ছড়ানো-
ঝলমলে ওই চাঁদমুখ দেখবো বলেই-
কাল থেকে মহা-কালের পথ পেরিয়ে পরিশ্রান্ত,
ক্লান্ত পথিকের মতই তোমার উঠোনে- চাতক দুচোখ;
বড্ড কাঙ্খিত দেখবো তোমার সাথে স্বর্ণালী প্রভাত,
দেখবো সুন্দর আলোকোজ্জ্বল নিষ্পাপ পৃথিবী...।

তপ্ত সীসার মতো করবেনা শ্রবনে আঘাত-
কোনো অত্যাচারিত শোষিতের বুকফাটা আর্তনাদ।
বাতাসে ভেসে আসবেনা আর কোন লাশের গন্ধ,
দেখবো না জাতি-বদ এর কোনো উদ্যোত তরোয়াল।
সন্ত্রাসীদের ছোঁড়া বুলেটের শব্দে-
বিদ্যুতের খুঁটি হতে পালিয়ে যাবে না কাক-পক্ষীগুলো,
মাথার উপর কিচিরমিচির কা কা শব্দে জানিয়ে যাবে-
হয়ে গেছে ঠিক বিষাদিতা কাল রাত্রির শেষ।

দেখবো আম-কাঁঠালের বাগানে কাঠবিড়ালির ছোটাছুটি,
লাঙ্গল কাঁধে গরু নিয়ে চলছে কৃষক মাঠের পথ ধরে।
নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসা মুসল্লিদের-
সশ্রদ্ধ সালাম দিয়ে এগিয়ে যাবো দুজন ওই পূবের পথে,
দেখবো ঢেউ খেলে যাওয়া সোনালী ফসলের মাঠ।

ভেসে আসবে কাছে-দূরের বাড়িগুলো থেকে-
সচেতন মা'দের কণ্ঠে সুমিষ্ট শাসনের সুর,
দুষ্টু মিষ্টি ছেলেটিকে দেয়া পড়তে বসার তাগিদ-
'কই'রে ছোটন- উঠ বাবা, হাতমুখ ধুয়ে পড়তে বোস;
উঠ বাবা- জলদি উঠ,
তোকে যে বাবা অনেক বড় হতে হবে,
ভালো করে পড়তে হবে তোকে, মনে রাখিস-
লেখাপড়া করে উজ্জ্বল করতে হবে দেশের মুখ'।



ছবিটি গুগল সার্চ করে পাওয়া, কৃতজ্ঞতা বাংলার রূপ-প্রকৃতি
২৮-০১-২০১৯'ইং, শেরপুর।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

জাহিদ অনিক বলেছেন:
একটি দেশ একটি পিতা একটি পতাকা তাকিয়ে আছে কবিতার দিকে-- কবির দিকে, কবি তাকিয়ে তার কবিতার শব্দের দিকে।
ভালোলেগেছে কবিতার কথা,
শুভেচ্ছা ও ভালোলাগা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির মন্তব্য আমার মনের সংকোচ সংশয় লজ্জা ভয় সবই দূর করে দিল, গতরাতে এটি সহ মোট তিনটি কবিতা লিখেছি, ঘুমাইনি এখন অবধি, রাতে ঘুমানোর চেষ্টা করিনি আর সারাদিন সুযোগ হলো না। দুটি গতকাল পোস্ট করেছি আর এটি আজ। কিন্তু দেখেন কি দুর্ভাগ্য লোখাটির কেবল ফলো হচ্ছে কিন্তু মন্তব্য করার মতো কারোরই মন মত হলো না, "ল" হয়তো ভুল করে লাইক দিয়ে বিপদে পড়ে গেছে, যদি ফেরত নেয়া যেতো তাহলে সেও ফেরত নিয়ে যেতো হয়তো। আমি অনেক্ষণ এদিক সেদিক মন্তব্য করে পোস্ট পড়ে নিজের পোস্টে এসে দেখি মন্তব্য নেই ফেলোয়ার বাড়ছে, কেমন যেন অপরাধবোধ কাজ করতে লাগলো মনে। ইনস্ট্রাতে পোস্ট করে কিছুক্ষণ পর ফেসবুক ঘুরে আসলাম ব্লগে একই অবস্থা লগআউট হয়ে লিঙ্ক কপি করে ফেসবুকে পেষ্ট দিলাম দেখি কি যেন ইরর দেখাচ্ছে, হচ্ছে না, আবার ব্লগে এসে লগইন হলাম যে দেখি এডিট করে ঘটনা কি! দেখি আপনার মন্তব্য, এডিট করার প্রয়োজন হারালো আপনার প্রতি উত্তর লিখতে শুরু করলাম।

আমি তো ভেবেছিলাম একেবারেই খেত জাতীয় কিছু লিখে ফেলেছি, মনে মনে ডিলিট করারও সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম এবার! এর মধ্যে আপনার মন্তব্য আমাকে আবারো স্থির করে দিল কবি! আনন্দিত হলাম, উৎসাহিতও অনেক, কৃতজ্ঞতায় ভরে উঠলো মন আপনার প্রতি।

শুভকামনা জানবেন সবসময় প্রিয় কবি সুপ্রিয় ভাই।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২

নষ্টজীবন® বলেছেন: আপনার ইদানিং কবিতাগুলো লাইন ক্রস করে ভিন্ন দিকে চলে যাচ্ছে, এই দিকটিই অবশ্য ভালো দিক মনে হয় আমার।
খুব ভালো লাগলো কবিতাটি ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, চেষ্টা করছি ভিন্ন কিছু লেখার, তবে কিছুই বুঝে উঠি না কি হয়, আপনার প্রশংসা পেয়ে ভালো লাগলো, প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

ডঃ এম এ আলী বলেছেন: দেশাত্ববোধক ভাল একটি কবিতা ।
একজন দেশ প্রেমিকের মনের কথাগুলিই সহজ সরলভাবে উঠে এসেছে কবিতায় ।
একজন কবির চিন্তা চেতনায়, ভাবে ও প্রকাশে বৈচিত্রতা থাকাটাই স্বাভাবিক ।
সমাজের সকল কিছুই একজন সচেতন কবিকে ভাবায় ।
কখনো সে ডুবে যায় স্বাসত প্রেমের অতলে , কখনো বা বিচরন করে
সংঘাতময় বিশ্ব চরাচরে , এর সকল কিছুই ফুটে উঠে কবির লেখনিতে ।

যাহোক, এই কবিতাটির বিষয়ে আরো একটু মনযোগী হয়ে এর দুই একটি শব্দ
নিয়ে পুণ ভাবনার অবকাশ থাকলে মনে হয় ভাল হবে ,যথা প্রথম চরণে বায়ুর স্রোত
এর বদলে বায়ুর বেগ বলা বেশী সংগত হবে কেননা স্রোত শব্দটি পানি বা জলের সাথে
মানায় বেশী । কবিতাটি কয়েকটি স্তবকে ভাগ করে নিলে এর প্রকাশশৈলী সুন্দর ও
পাঠে সহজ হবে বলে মনে হয় ।


শুভেচ্ছা রইল ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভাগা কপলে নাকি সয় না কখনোই সুখ, আমিও ঠিক তেমনই যেন! এত সুন্দর করে রেখে গেছেন স্নেহ ভালোবাসা ভরা অমিয় বাণী গুলো, প্রতিটি শব্দজোড়ে জেগে আছে কইনা আন্তরিকতা, অথচ আমি এই ভালোবাসা দেখতেই দেরি করে ফেললাম অনেক!! দুঃখিত শ্রদ্ধেয় প্রিয়, আপনার আন্তরিক মন্তব্য ও পরামর্শের প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে দেরি করে ফেললাম।

আপনার পরামর্শ সবসময়ই আমার জন্য আশীর্বাদ স্বরূপ মনে করি আমি, তাই আপনার মন্তব্য পড়ে আগে আপনার কথামতো এডিট করার চেষ্টা করেছি প্রয়োজনীয় ভেবেই। জানিনা কতটা ভালো করতে পেরেছি, তবে চেষ্টা করেছি একটু ভালো,ভালোভাবে উপস্থাপন করতে।

আমি বায়ুর স্রোত দেয়ার পিছনে মনের যুক্তি ছিল যে, যেহেতু কুয়াশা ঘেরা দৃশ্যত বায়ুর ধারা, তাই স্রোত ব্যবহার করেছিলাম। তবে আপনার সুপরামর্শ আমাকে সেটা পাল্টানোর তাগিদ দিলো, তাই পাল্টিয়েই ফেললাম, সথে কয়েকটি স্তবকে ভাগও করে রাখলাম। লাইনগুলো সবই পরের কথাগুলোর সাথে সম্পূরক তাই ভাগ না করেই রেখেছিলাম। সেটাও এডিট করে নিলাম শ্রদ্ধেয় প্রিয়।
আপনার এমন সুপরামর্শে সবসময় আমার শ্রদ্ধা আর ভালোবাসা রাখি।
আপনার এই আন্তরিকতা আর স্নেহময় প্রশংসা যেন আশীর্বাদ হয়ে থাকে আমর সে-ই প্রত্যাশা সবসময়।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দরফ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রইল। মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।


শুভকামনা আপনার জন্য সবসময়

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম, প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা আমার।

শুভকামনা জানবেন সবসময়।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

তারেক ফাহিম বলেছেন: দেশ প্রেমের ছাপ স্পষ্ট কবিতায়।

পাঠে ভালোলাগা, প্রিয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়া ও মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময় সুপ্রিয় ভাই।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। ++

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয়'র প্রশংসা আমাকে আনন্দিত করেছে, অনুপ্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা আমার।

শুভকামনা আপনার জন্য সবসময়

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

শিখা রহমান বলেছেন: কবিতাটা মন ছুঁয়ে গেলো। দৃশ্যকল্পগুলো সেই চিরচেনা বাংলার।

খুব ভালো লেগেছে কবিতাটা। শুভকামনা কবি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন আপু, এমন চকচকে ঝলমলেই দেখবার সাধ আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ'কে।

মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন,
দোয়া রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে এই প্রত্যাশা রাখলাম।

শুভকামনা জানবেন সবসময়

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

হাবিব বলেছেন: সবার মনেই জাগ্রত হোক দেশ প্রেম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম মনের ভিতরকার কথা বলেছেন সুপ্রিয় কবি ভাই, তেমনই কাম্য সদা।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় কবি।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

পবন সরকার বলেছেন: চমৎকার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম পবন দাদা, প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
আশীর্বাদ করবেন দাদা।

শুভকামনা আপনার জন্য সবসময়

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১

ডঃ এম এ আলী বলেছেন: এডিট ভাল লেগেছে , ধন্যবাদ । কবিগুরু বলেছেন কবিতায় ভাবনাটুকু কবির নীজের , ভাবনা প্রকাশের ভাষাটুকু হতে হবে সাধারণ মানুষের বা পাঠকের । তাই কবিতায় কোন গুঢ়তা না রেখে হতে তা হবে অতি সাধারণ পরিচিত শ্বদমালায় রচিত কথামালা । কবির মনের ভাব নিজের মধ্যে ধারণ করে পাঠক কখনো কবিতা পাঠ করেনা। কবিতার কথামালা পাঠককে নিয়ে যাবে তার নিজস্ব ভাবনার লোকে, তবেই না কবিতাটি হবে কালজয়ী।
শুভেচ্ছা রইল

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারও এসে এত সুন্দর সুপরামর্শে শ্রদ্ধা ভালোবাসার সাথে কৃতজ্ঞতা মন থেকে। আপনার বলে যাওয়া কথাগুলো মনে রাখবো শ্রদ্ধা আসনে। চেষ্টা করে যাবো সাধারণ শব্দের মালা গাঁথতে, মনে রাখবো পাঠক কখনো ডিকশনারি খুলে পড়তে বসে না। আপনার এমন আন্তরিক আশীর্বাদপুষ্ট পরামর্শ থেকে যেন বঞ্চিত না হই কখনো এমনটাই প্রত্যাশা রাখি।


মনে হয় খুব একটা কঠিন শব্দের ব্যবহার করিনি লেখাটিতে।
কঠিন শব্দ আমি পারি না সেজন্য অনেক সময় নিজের অজ্ঞতাকে তিরস্কার জানাই অন্যের লেখা পড়ে। আপনার মন্তব্য পড়ে সেই সংকোচেবোধ দূর হবে এবার। আসলে আমার অজ্ঞ মগজে কঠিন শব্দের খোঁজ পাওয়াই মুশকিল মনে হয় আমার কাছে।
লেখাটিতে মা-দের দেশপ্রেমিক হওয়ার আহ্বান রাখতে চেয়েছিলাম, সেজন্যই শেষ করেছি গ্রামবাংলার মায়েদের মিষ্টি শাসনের সুপরিচিত কথাগুলো দিয়ে। দায়িত্বশীল দেশপ্রেমিক মায়েরা সবক্ষেত্রেই দেশের মঙ্গল কামনা করে থাকেন বলেই মনে হয় আমার। অনেক কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ বুঝাতে চেয়েছি শিক্ষাকে, সর্বোপরি বাংলার উঠোনে বড়োই কাঙ্ক্ষিত হৃদয়ে প্রতীক্ষিত চোখদুটো দেখবে বিশ্বলোকে- মানবতায় পূর্ণ ঝলমলে গৌরবোজ্জ্বল নিজ দেশ ও দেশপ্রেমিক কোমল স্বচ্ছ হৃদয়ের মানুষ।

শ্রদ্ধা ও ভালোবাসা সদা সুস্থতা কামনায় শুভকামনা আপনার জন্য সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.