নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছন্দানুবর্তী নদীর ছন্দপতন

১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৭





ছন্দানুবর্তী নদী আজ দায়ভারে বড্ড পরিশ্রান্ত

পথ চেয়ে আছে বিনিদ্র আঁখি

বিস্তীর্ন পথ অস্পষ্ট মনে হয়

বিক্ষিপ্ত ভাবনাগুলো নিয়তির যাতাকলে পিষ্ট

দুরূহ হয়ে উঠেছে জীবনবোধ।



কুসুমাস্তীর্ন গালিচায় বিছায়েছে লাঞ্ছনার কাঁটা

কাল স্রোতে বহমান প্রণয়ের সুর

নিমিষেই গতিপথ পাল্টায়।

বাস্তবের কাছে বিবর্জিত হতে চায়

অনঘ আত্মার নিষ্কলঙ্ক প্রেম।



স্বজনের বুলিতে মতিভ্রম দেশান্তরী যুবকের মন

প্রাধান্য পায় পুঁজিপতি সমাজে

অর্থের তীব্র প্রতিযোগিতা।

পেছনে পড়ে থাকে বিনি-সুঁতায় গাঁথা

প্রণয়ের সোনালী অতীত।



সকল পাত্রেই ঢেলেছে নিজেকে

জলাঞ্জলি দিয়েছিল আঁচল ভরা সুখ

নিকুঞ্জ সাজিয়েছিল নিপূণভাবে

উপলব্দি কেই বা করেছে

বা করতে চেয়েছে!!!!



নিগৃহীত হয়েছে বার-বার

দুর্ব্যবহার নিত্যসঙ্গী করে দুর্বিষহ জীবন

নাম উঠেছে সেই নিপীড়িতদের দলে।

দেয়ালে পিঠ ঠেঁকেছে কতবার

অভিযোগে আঙ্গুল তবু উঠেনি।



নমনীয়তাকে দুর্বলতা ভাবার ব্যাধি

ব্যবচ্ছেদ করা সাধ্য কার !!



ছন্দানুবর্তী নদীটি আজও দিনগুনে

প্রতীক্ষার অবসানে !!!!!

92

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১১

মাহবুবুল আজাদ বলেছেন: দারুন ! আপনিতো দেখি চমৎকার লেখেন। আমি মুগ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.