নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নিভৃতে থাকুক জমানো যত ক্ষোভ!

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮



উচ্ছ্বাসের জোয়ারে ভাস; চোখের দৃষ্টি মেলে দ্যাখোনা তুমি
নারীগ্রাস তোমার রন্ধ্রে রন্ধ্রে কতটা আদিম হিংস্রতার রেখা বুনে যায়!
সুখের অন্তর্বাস খুলে ফেলেছে এই নগরী
নিস্তব্ধ শীতের রাতে নিবিড় রমনী দাঁড়িয়ে থাকে আকাশের তলে; প্রেম খোঁজে সে
নির্লোভ প্রেম! তোমার বুকে জাগাতে চেয়েছে সে সবুজ প্রেম!

জীর্ণ পাতা'র মতো পড়ে থাকে সে
তুমি দলিত করো তাকে বার বার, অজস্রবার!
ফিরে যায় আজও রাতের ট্রেন হাসি কান্না সাথে করে
ফিরেনা শুধু সে- ফিরতে পারেনা সেই নিবিড় রমনী!

অবহেলার বৃষ্টি! আর কত অবহেলার বৃষ্টিতে ভেজাবে আঁচল?
জেনো কিন্তু তুমি! তোমার বিদায় বেলা
ফেলবেনা সে এক ফোঁটা চোখের জল! নিভৃতে থাকুক জমানো যত ক্ষোভ!

মন্তব্য ৪৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

এম এ কাশেম বলেছেন: দারূন কবি
নাসরিনের কবিতায় খোচা একটু থাকবেই

শুভেচ্ছা কবি।

১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: আরে কাশেম ভাই যে
অনেক দিন পর
হা হা হা খোঁচা দেই বুঝি!!!

আপনার জন্যও শুভেচ্ছা।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪

এনামুল রেজা বলেছেন: বিষাদে মুগ্ধতা..

ভাল লাগলো।

১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।
ভাল থাকবেন

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

নুর ইসলাম রফিক বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

ডি মুন বলেছেন:
নিভৃতে থাকুক জমানো যত ক্ষোভ!

গতদিন একটা পোস্টে পড়লাম ক্ষোভ জমিয়ে রাখতে নেই, কষ্ট বাড়ে :) :)

সুন্দর কবিতা
+++

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মুন

ব্যক্তিগতভাবে কিন্তু আমি এর উল্টো। রাগ, ক্ষোভ, কষ্ট কোন কিছুই জমিয়ে রাখতে পারিনা, যতক্ষন না এসব বের করতে পারি ততক্ষন আমি স্বাভাবিক হতে পারিনা।

আর কবিতায় সেটা আলাদা বিষয়।

ভাল থাকুন।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

আবু শাকিল বলেছেন: চমৎকার :)

অবহেলার বৃষ্টি! আর কত অবহেলার বৃষ্টিতে ভেজাবে আঁচল?

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

হামিদ আহসান বলেছেন: শব্দ চয়ন আর বুনন বেশ দৃষ্টি কেড়েছে। সব মিলিয়ে ভাল লাগা রেখে গেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে হামিদ ভাই।
ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
ভাল থাকবেন।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা+

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু
ভাল থাকুন অনেক।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার লিখেছেন আপু।


কবিতায় ৪ নং ভালো লাগা।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় পাঠক
ভাল থাকা হোক। শুভেচ্ছা

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালোবাসার পরিবর্তে যেখানে প্রত্যাখ্যাত হয়, অবহেলিত হয় চোখের জলে করুণা করার অর্থও সেখানে বিফলে যায়। ক্ষোভ দেখানোর মতো মন মানসিকতাও তখন না থাকারই কথা। সুন্দর চিত্রকল্পকে চমৎকার শব্দবুনন আর গুছানো পঙক্তিতে ফুটিয়ে তুলেছ। অনেক দিন পর তোমার কবিতা পড়লাম। ভালো লিখেছ নাসরিন। অনেক ভালো লাগলো। নিরন্তর শুভ কামনা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া লেখাটি পড়ে মূল্যবান মন্তব্যের জন্য।
আর পাশে পেয়ে ভাল লাগছে।

কি হয়েছে জান? অনেক দিন নিয়মিত লিখতে পারছি না কিন্তু যখন লেখাটি নিয়ে বসলাম কেন জানি সামনে আগাতে পারছিলামনা। যাক দুদিন ধরে লেখাটির সমাপ্তি টানলাম।

বুঝলাম লেখার পেছেনে কিছু সময় দিতে হবে নয়ত আগ্রহ মরে যাবে।

ভাল থেকো ---আপু ও দীপ্ত'র জন্য শুভেচ্ছা ও ভালবাসা

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব খুব ভালোলাগলো! আমার কাছে কবিতার মতোই রহস্যময় লাগে কবিতার মন্তব্য, তাই ভালো লাগাতেই আমার প্রকাশ থেমে থাকে ...

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ অনেক দিন পর আমার কোন পোষ্টে আপনার এমন উচ্ছ্বাসিত কমেন্ট পেলাম। বেশ ভাল লাগছে আপনার এমন মন্তব্যটুকু পেয়ে।

ধন্যবাদ জানবেন অনেক।ভাল থাকা হোক

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৩

বেলায়েত মাছুম বলেছেন: সবুজ প্রেম কিংবা অবহেলার বৃষ্টি।

ভাল লাগা রইল।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে,ভাল থাকবেন।

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অবহেলার বৃষ্টি! আর কত অবহেলার বৃষ্টিতে ভেজাবে আঁচল?
জেনো কিন্তু তুমি! তোমার বিদায় বেলা

দূর্দান্ত +

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে সেলিম ভাই ।

ভাল থাকুন ।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

তুষার কাব্য বলেছেন: বড্ড পোড়ায় অবহেলার বৃষ্টি..


ভালো থাকুক কবিতা ভালো থাকুক কবি...

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

নাসরিন চৌধুরী বলেছেন: হুম বড্ড পোড়ায়!!

আমি ভাল আছি। কবিতার সে ভাল নাই।

মন্তব্য পইড়া হাসতাসি
ধন্যবাদ জানবেন

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন:


উচ্ছ্বাসের জোয়ারে ভাস; চোখের দৃষ্টি মেলে দ্যাখোনা তুমি




হ্যা এমন ই তো হয়, এটা আমাদের অন্ধত্ব।
আমরা পরোয়া করিনা
মৃত্যুর পরে কে চোখের জল ফেলল আর কে ফেলল না।
হা হা হা।

যেখানে বুনো উল্লাস আমাদের ভেতরের ক্ষতকে
ঢেকে রাখতে সাহায্য করে
সেখানে তোমাদের ঐ নির্লোভ(তোমরা বল) প্রেমের প্রয়োজন নেই। বিস্তীর্ণ বালুর বুক বুটের তলার দলিত করার জন্য
হাতে একটা কাঁচের বোতলই যথেষ্ট।
তোমরা চেয়ে থাক চোখের পাতা নাচিয়ে বুকের ক্ষত'র ওপর
বিষের মলম লাগানোর জন্য আমরা তোমাদের কাছেই
বারবার ফিরে আসবো। কিন্তু
ক্ষতের ওপর ভালবাসার প্রলেপ লাগিয়ে
তার ওপর তোমরা আবার ক্ষত তৈরি কর।
তার চেয়ে এই ভাল।
বুনো উল্লাস- কষ্টকে পেছেন ফেলে
ছেড়ে যাওয়া ট্রেনে পরের স্টেশনে চলে যাই।




(এটি একটা বিপরীত কবিতা লেখার চেষ্টা মাত্র, কোন ভাবেই আপনার অনুভুতির সাথে বিতর্ক তৈরীর জন্য নয়)

আপনার কবিতায় অনেক ভাললাগা।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: হ্যা এমন ই তো হয়, এটা আমাদের অন্ধত্ব।
আমরা পরোয়া করিনা
মৃত্যুর পরে কে চোখের জল ফেলল আর কে ফেলল না।
হা হা হা।

পরোয়া করেননা ? হারাইলে বুঝবেন যে কি ছিল সে আপনার জীবনে? আর আপনিই নিজেই যদি হারাইয়া যান তাইলে কিন্তু সে শোধ নিলেও নিতে পারে----হা হা হা মজা করলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: যেখানে বুনো উল্লাস আমাদের ভেতরের ক্ষতকে
ঢেকে রাখতে সাহায্য করে
সেখানে তোমাদের ঐ নির্লোভ(তোমরা বল) প্রেমের প্রয়োজন নেই। বিস্তীর্ণ বালুর বুক বুটের তলার দলিত করার জন্য
হাতে একটা কাঁচের বোতলই যথেষ্ট।
তোমরা চেয়ে থাক চোখের পাতা নাচিয়ে বুকের ক্ষত'র ওপর
বিষের মলম লাগানোর জন্য আমরা তোমাদের কাছেই
বারবার ফিরে আসবো। কিন্তু
ক্ষতের ওপর ভালবাসার প্রলেপ লাগিয়ে
তার ওপর তোমরা আবার ক্ষত তৈরি কর।
তার চেয়ে এই ভাল।
বুনো উল্লাস- কষ্টকে পেছেন ফেলে
ছেড়ে যাওয়া ট্রেনে পরের স্টেশনে চলে যাই।

আপনার যে কটি লেখা পড়েছি তার মধ্যে আমার মনে হয় এলেখাটি আপনার বেষ্ট একটি লেখা। ব্লগে পোষ্ট আকারে দিয়ে দিন। খুব সুন্দর লিখেছেন। আরে না বিতর্ক হবে কেন? প্রত্যেকেই তার নিজের চেতনায় লিখে---আপনার বা আমার ক্ষেত্রেও তাই।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫

এহসান সাবির বলেছেন: নারীগ্রাস তোমার রন্ধ্রে রন্ধ্রে কতটা আদিম হিংস্রতার রেখা বুনে যায়!

নিস্তব্ধ শীতের রাতে নিবিড় রমনী দাঁড়িয়ে থাকে আকাশের তলে; প্রেম খোঁজে সে
নির্লোভ প্রেম!

তোমার বিদায় বেলা ফেলবেনা সে এক ফোঁটা চোখের জল! - সত্যিই??


শুভেচ্ছা।

১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

নাসরিন চৌধুরী বলেছেন: তোমার বিদায় বেলা ফেলবেনা সে এক ফোঁটা চোখের জল! - সত্যিই??


হা হা হা জানিনাত এইটা আমার নিজের কথা না--কবিতার প্রেমিকার কথা ।

ধন্যবাদ আপনাকে সাবির। ভাল থাকুন।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ!!!
অবহেলার বৃষ্টি আরো ঝরতে দিন :!>

মৃদুল শ্রাবণের পাল্টা পাল্টি কবিতাটাও ভালো লাগলো। :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন স্নিগ্ধ শোভন

ভাল লেগেছে জেনে ভাল লাগল শুভেচ্ছা

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অবহেলার বৃষ্টি কিংবা ক্ষোভের মেঘ অপসৃত হোক!

কবিতায় ভালোলাগা রইল। কেমন আছেন কবি ? ++

১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: হুম অপসৃত হোক

আমি ভাল আছি। আপনি কেমন আছেন?

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

ভাল থাকুন

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

কলমের কালি শেষ বলেছেন: এতো কঠিন অভিমান করলে চলে !!... ইয়াহু !! এই কবিতা পুরোটাই বুইঝা ফালাইছি !! তাই কবিতায় অজস্র ভালোলাগা !!! কোন চরণগুলো বেশি ভালো লাগছে তা বুঝতে পারছি না ! তাই সরি ! #:-S B-) B-)

সিরিয়াস দুঃখের বিষয়, আমি কবিতা লেখা ভুলে গেছি !... :( :((

ভালো থাকুন প্রিয় । :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২১

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা এই কবিতা বুঝেছেন অন্যগুলো কি তবে বুঝতেননা?

ভাল লেগেছে জেনে খুশি হলাম। কাঠিন্য কমিয়ে দিতে চেষ্টা করছি,


আপনি কেন কবিতা লেখা ভুলে গেছেন? লিখুন মনের মাধুরী মিশিয়ে----আছি কিন্তু আমরা আশে পাশেই--নিয়মিত হতে পারছিনা কিন্তু চেষ্টা করছি।

আপনিও ভাল থাকুন প্রিয়

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই। ভাল থাকুন

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

নেক্সাস বলেছেন: একেই বলে কবিতা..যেমন শব্দ তেমন বুনন

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: আপনি বরাবরই আপনার মন্তব্যে উৎসাহিত করে যান
বেশ ভাল লাগে সেটা অস্বীকার করার উপায় নাই
ভাল থাকুন----অনেক ধন্যবাদ জানবেন।

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

সুমন কর বলেছেন: বহেলার বৃষ্টি! আর কত অবহেলার বৃষ্টিতে ভেজাবে আঁচল?
জেনো কিন্তু তুমি! তোমার বিদায় বেলা
ফেলবেনা সে এক ফোঁটা চোখের জল! নিভৃতে থাকুক জমানো যত ক্ষোভ!

চমৎকার কবিতায় +।

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।
ভাল থাকবেন

২২| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

মাহমুদ০০৭ বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম ।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই লেখাটি পড়ার জন্য।
ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.