নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সোনার খাঁচা ও সোনার মেয়ে

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩



তুমি দেখতেই পাওনা আমার আকাশটা
যেখানটায় ঘিরে থাকে কেবল মন খারাপের মেঘ
অভিমানী গোপন কান্না'র বৃষ্টি; এক খরস্রোতা নদী বয়ে যায়
দূর থেকে দূর......

কোন এক মেলায় বিক্রি হয়ে গিয়েছিলাম
যেখানে মাথার চুল থেকে শুরু করে
পায়ের নখের প্রদর্শনী চলে; নিলামে চড়ে আগুনঝরা রূপ!
সেই থেকে আমি এখন নতশিরে শুধু হুকুমের দাস
একদিন প্রাণ খুলে নিঃশ্বাস নেবার স্বপ্নে বিভোর ছিলাম
অথচ কি অবলীলায় সেই স্বপ্ন বিলীন আজ!

“স্বাধীনতা” সেটা আবার কি? এর স্বাদ কেমন?
জানিনে আমি; দেখিওনি
তবে সোনার খাঁচা দেখেছি; জেনেছি কি যত্ন করে তুমি
আমার সবুজ স্বপ্নের পালকগুলো কেটে ফেলো!
চাপা আর্তনাদ আর দীর্ঘ নিঃশ্বাস
কে শুনেছে কবে কোনকালে!

দ্যাখো আজ তবে, সোনার খাঁচা থেকে
কেমন চুইয়ে চুইয়ে পড়ছে পৃথিবীর বুকে রক্তিম আলতা
রাঙ্গিয়েছি আমার পুরো শরীর
আরও রাঙিয়েছি শেকল দেয়া নগ্ন দুটি পা!

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: তুমি দেখতেই পাওনা আমার আকাশটা
যেখানটায় ঘিরে থাকে কেবল মন খারাপের মেঘ
অভিমানী গোপন কান্না'র বৃষ্টি; এক খরস্রোতা নদী বয়ে যায়
দূর থেকে দূর.....

এই মেয়েলী কষ্ট কে বোঝে কেবল কবিরা ছাড়া!
এত সুন্দর কবিতায় বেশী কথা বলতে নেই।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। ভাল থাকুন

২| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কবি।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক।

৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: বেশ দুঃসহ যন্ত্রণা রয়েছে কবিতা মধ্যে । সামাজিক জীবনের আড়ালে থাকা নগ্ন রূপ । সেখানে কত স্বপ্ন নৃশংসতায় ঝরে পড়ে তার খেয়াল কে রাখে ! সমাজপতিরাও যে এর গোলাম ।

কবিতা ভাল লেগেছে । শব্দ বিন্যাস চমৎকার ।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে--ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩

শ. ম. দীদার বলেছেন: 'কোন এক মেলায় বিক্রি হয়ে গিয়েছিলাম'

'কেমন চুইয়ে চুইয়ে পড়ছে পৃথিবীর বুকে রক্তিম আলতা'

চমৎকার।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকা হোক

৫| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন।

৬| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

সুমন কর বলেছেন: স্বাধীনতার জন্য অার্তনাত ....কবিতা ভালো লেগেছে।

+।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন

৭| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কোন এক মেলায় বিক্রি হয়ে গিয়েছিলাম


দারুণ। +

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ নিন।

৮| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মুসাফির নামা বলেছেন: দ্যাখো আজ তবে, সোনার খাঁচা থেকে
কেমন চুইয়ে চুইয়ে পড়ছে পৃথিবীর বুকে রক্তিম আলতা
রাঙ্গিয়েছি আমার পুরো শরীর
আরও রাঙিয়েছি শেকল দেয়া নগ্ন দুটি পা!
অসাধারণ+বেদনার নোনতা জল

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

৯| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পরুষতান্ত্রিক এই ঘুনে ধরা সমাজের চিত্র যথার্ত ফুটে ওঠেছে। অনেক ভাল লাগল কবিতা। অনেকগুলো ++++++ প্লাস দিলাম।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

১০| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সারা কবিতায় ভাল লাগা রেখে গেলাম --- দারুন ---দারুন কবিতা

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপুনি। ভাল থাকুন

১১| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরুটা খুবই চমৎকার হয়েছে।
কবিতার শরীর বেয়ে কষ্ট চুইয়ে চুইয়ে পড়ছে। ভালো লেগেছে।
মাত্র দুটি শব্দের "আত্মপরিচয়" (অভিষেকহীন অভিসারিকা) ভালো লেগেছে।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন--পরিচয়ে কিবা আসে যায়
কর্মেই যদি বেঁচে থাকা যায়

১২| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: বিষন্ন কবিতায় ভালোলাগা

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

১৩| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: শুভেচ্ছা ----

১৪| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৯

অগ্নি কল্লোল বলেছেন: অসাধারণ।।

১৫| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকা হোক

১৬| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

আবু শাকিল বলেছেন: অনেক দিন বাদে আপনার কবিতা পাইলাম।
আমি বরাবর কবিতার ভক্ত।
কবিতায় দারুন ভাল লাগা রেখে গেলাম।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: কেন ফেবুতেতো মাঝে মাঝে দেই। পড়েন না বুঝি!!

যাক ধন্যবাদ ব্লগে পড়েছেন বলে। ভাল থাকুন

১৭| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৮| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

তাসলিমা আক্তার বলেছেন: খুব ভালো লেগেছে। সারা কবিতা জুরে হাহাকার কান্না। শেষে প্রতিবাদ নিজের জীবন দিয়ে। নারীর জীবনের একটি চেনা রুপ। কিন্তু কেন। মরে না গিয়ে বাঁচতে শেখা যায়না!!

শুভেচ্ছা।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু। হয়ত অনেকে বাঁচে আবার কেউ মরে গিয়ে বাঁচে ।
আপনাকেও শুভেচ্ছা

১৯| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৯

শামছুল ইসলাম বলেছেন: চাপা আর্তনাদটা যেন শুনতে পাচ্ছিঃ

//“স্বাধীনতা” সেটা আবার কি? এর স্বাদ কেমন?
জানিনে আমি; দেখিওনি
তবে সোনার খাঁচা দেখেছি; জেনেছি কি যত্ন করে তুমি
আমার সবুজ স্বপ্নের পালকগুলো কেটে ফেলো!
চাপা আর্তনাদ আর দীর্ঘ নিঃশ্বাস
কে শুনেছে কবে কোনকালে!//


ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.