নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমার আমি

০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:৫২



বাবা'র ঘরে যতদিন ছিলাম কোনদিন উপলব্ধি করিনি যে মেয়ে বলে অবজ্ঞা বা উপেক্ষা করা হয়েছে। বরং একটা ছেলেকে যেভাবে বড় করা হয় ঠিক সেভাবেই বড় হয়েছি। নিজের চিন্তা ও কর্মের স্বাধীনতা নিয়ে নিজের পা ফেলেছি কিন্তু তাই বলে স্বাধীনতার অপব্যবহার কখনও করিনি। তেমনি বিয়ের পরও আমি উপলব্ধি করিনি চারদেয়ালে গুমরে কাঁদে আমার নারী স্বত্ত্বা! যতটা স্বাধীনতা থাকলে একজন নারী প্রাণখুলে বাঁচতে পারে ঠিক তার চেয়ে বেশিই পেয়েছি।অনেকেই বলেন মেয়েদের স্বাধীনতা দিলে মেয়েরা সেটার অপব্যবহার করে কিন্তু আমি মনে করি স্বাধীনতা দিলেই সেটাকে মেয়েরা যত্ন করে এবং ভাবে যে মানুষটা আমাকে আমার মত করে বাঁচতে দিচ্ছে তার বিশ্বাসের অমর্যাদা করার আগে মৃত্যুই শ্রেয়---
নারী দিবসে শ্রদ্ধা ও ভালবাসা রইল আমার প্রিয় বাবা আর প্রিয় মানুষটি যার সাথে হেঁটে চলেছি দশটি বছর। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ দু'জন পুরুষ হলেন তারা।

আপনারাও ভেবে দেখুন না আপনার কন্যাটি কি বৈষম্যের শিকার হচ্ছে কিনা! ছেলেকে মেয়ের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন কিনা! ভেবে দেখুন আপনার স্ত্রীকে তার প্রাপ্য ভালবাসা,যত্ন এবং স্বাধীনতা ঠিকমত দিচ্ছেন কিনা! বেলাশেষে কি আপনার স্ত্রী চারদেয়ালের মাঝে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাগ্যের উপর অভিশাপ দিচ্ছে কিনা!

একজন মানুষ ভাবুন নারীকে। তার চিন্তা ও কর্মের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং সহযোগিতা করুন। দেখবেন জীবনের আকাশে খেলা করছে সত্যিই সোনাঝরা রোদ্দুর। জীবন একটাই তাই জীবনটাকে ভালবাসুন । নিজে ভাল থাকুন এবং পাশের মানুষটাকেও ভাল রাখুন।

মন্তব্য ১৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৫

রুদ্র জাহেদ বলেছেন: একজন মানুষ ভাবুন নারীকে। তার চিন্তা ও কর্মের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং সহযোগিতা করুন। দেখবেন জীবনের আকাশে খেলা করছে সত্যিই সোনাঝরা রোদ্দুর। জীবন একটাই তাই জীবনটাকে ভালবাসুন।নিজে ভাল থাকুন এবং পাশের মানুষটাকেও ভাল রাখুন।

পৃথিবীর সব মানুষ নির্মল আনন্দ নিয়ে বেঁচে থাকুক।সুন্দর শেয়ার

২| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৭

বিজন রয় বলেছেন: নারীকে মানুষই ভাবী।

সুন্দর লেখা।
++++

৩| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নারীর প্রতি অবজ্ঞা, অবহেলা ও বৈষম্যমূলক আচরণ যারা করেন, তারা ভুলে যান যে এই নারীর গর্ভেই তার জন্ম।

ধন্যবাদ নাসরিন।

৪| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন । ধন্যবাদ আপনাকে ।

৫| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

কুয়াশা অথবা আমি বলেছেন: নারীদের আগে নিজেদেরকেই মানুষ ভাবতে হবে। দুর্বল ভাব নিয়ে নিজেকে কেন্দ্রীভূত করে না রেখে সামনে এগিয়ে যেতে হবে।
ভালো থাকুন।

৬| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪১

সায়ান তানভি বলেছেন: একজন মানুষ ভাবুন নারীকে।

৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নারী শ্রেষ্ঠ , যেমন মা, বোন, বউ , জীবনের নানান বাকে চলে আসা বান্ধবী কয়জন সবাইকে শুভেচ্ছা সাতে আপনাকে ও ।ধন্যবাদ স্রষ্টাকে যে আপনাকে এই সুখটুকু দিয়েছেন আরো সুখে আপনাকে সু্ন্দর জীবন দান করে যেন।

৮| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

সকাল রয় বলেছেন: :)

৯| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লাগলো লেখা । নারীকে সন্মান শ্রদ্ধা করতে ভাবতে হবে কেন! একে অপরের মূল্যায়ন করলেই তো পারিবারিক জীবন সত্যিকার জীবন্ত হয়, নয়তো জীবাশ্ম হয়ে রয় ।

১০| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ভাল লেগেছে আপনার লেখা আপু।

নারীকে যোগ্য সন্মান দেয়া পুরুষের জন্য একটা চ্যালেঞ্জ। বিশেষ করে আমাদের পুরুষ শাশিত সমাজে আমরা ছোট বেলা থেকে দেখে আসছি নারীকে আলাদা করে নারী করে রাখা হচ্ছে। আমি হয়তো আমার সঙ্গীকে সব ক্ষেত্রে তার যোগ্য সন্মান দিচ্ছি কিন্তু দিনের শেষে দেখা যাবে কোন একজায়গায় তার কাছ থেকে পুরুষ হবার সুবিধা চেয়ে বসে আছি। প্রগতিশীল পুরুষের জন্যও এটা একটা চ্যালেঞ্জ।



অনেকদিন পরে আবার ব্লগে নিয়মিত হচ্ছেন দেখে ভাল লাগছে। আপনার কবিতা মিস করি।

১১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কোন নারী বৈষম্যের স্বীকার না হোক ।

নারী পুরুষ সবাই বৈষম্যহীন পৃথিবীর বাসিন্দা হোক ।

১২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৬

আমিই মিসির আলী বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটা।

১৩| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

নুরএমডিচৌধূরী বলেছেন: বাবা'র ঘরে যতদিন ছিলাম কোনদিন উপলব্ধি করিনি যে মেয়ে বলে অবজ্ঞা বা উপেক্ষা করা হয়েছে। বরং একটা ছেলেকে যেভাবে বড় করা হয় ঠিক সেভাবেই বড় হয়েছি। নিজের চিন্তা ও কর্মের স্বাধীনতা নিয়ে নিজের পা ফেলেছি কিন্তু তাই বলে স্বাধীনতার অপব্যবহার কখনও করিনি। তেমনি বিয়ের পরও আমি উপলব্ধি করিনি চারদেয়ালে গুমরে কাঁদে আমার নারী স্বত্ত্বা! যতটা স্বাধীনতা থাকলে একজন নারী প্রাণখুলে বাঁচতে পারে ঠিক তার চেয়ে বেশিই পেয়েছি।অনেকেই বলেন মেয়েদের স্বাধীনতা দিলে মেয়েরা সেটার অপব্যবহার করে কিন্তু আমি মনে করি স্বাধীনতা দিলেই সেটাকে মেয়েরা যত্ন করে এবং ভাবে যে মানুষটা আমাকে আমার মত করে বাঁচতে দিচ্ছে তার বিশ্বাসের অমর্যাদা করার আগে মৃত্যুই শ্রেয়---
নারী দিবসে শ্রদ্ধা ও ভালবাসা রইল আমার প্রিয় বাবা আর প্রিয় মানুষটি যার সাথে হেঁটে চলেছি দশটি বছর। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ দু'জন পুরুষ হলেন তারা।

ভাল লাগা সব টুকু লিখাতে-------+++++++++
নারী পুরুষ সবাই বৈষম্যহীন পৃথিবীর বাসিন্দা হোক ।

আপনারাও ভেবে দেখুন না আপনার কন্যাটি কি বৈষম্যের শিকার হচ্ছে কিনা! ছেলেকে মেয়ের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন কিনা! ভেবে দেখুন আপনার স্ত্রীকে তার প্রাপ্য ভালবাসা,যত্ন এবং স্বাধীনতা ঠিকমত দিচ্ছেন কিনা! বেলাশেষে কি আপনার স্ত্রী চারদেয়ালের মাঝে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাগ্যের উপর অভিশাপ দিচ্ছে কিনা!

একজন মানুষ ভাবুন নারীকে। তার চিন্তা ও কর্মের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং সহযোগিতা করুন। দেখবেন জীবনের আকাশে খেলা করছে সত্যিই সোনাঝরা রোদ্দুর। জীবন একটাই তাই জীবনটাকে ভালবাসুন । নিজে ভাল থাকুন এবং পাশের মানুষটাকেও ভাল রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.