নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমার বড্ড ঘুম পাচ্ছে!

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১



অসম্মানের কালি মেখে আমার শরীরে
কি করে তুমি আবার ভালোবাসার গল্প বলো!
শব্দমালা'র তীক্ষ্ণতায় ভারী হয়ে উঠে বাক্য
কতোটা ভারী তা কি তুমি জানো?
নাকি ভেবেছো বোধহীন এক প্রাণে
কতটুকু আর ধূলো জমে!


আমার রাত জাগা, তোমার জুয়ার আসর
ক'টা যেনো বাজে ঘড়িতে!
আমি প্রার্থনায় নত হই, তবুও তুমি খামচে ধরে পড়ে থাকো তোমারই বৃত্তে!
আচ্ছা, মারিজুয়ানায় কি আমার থেকেও বেশি নেশা পাও? যেখানে তুমি বুঁদ হয়ে চিৎকার করে বলো
"ভালোবাসো - ভালোবাসো- ভালোবাসো"

যেতে পারি কিন্তু কেনো যাবো?
যে হাত দিয়ে তুমি আমায় প্রহার করো
যে হাত দিয়ে নেশার ঘোরে সোহাগ করো
সে হাত আমি কুচিকুচি করে তোমার প্রিয় পেয়ালায় সাজিয়েছি! তুমি নির্বাক কেনো?
ইস্ কতোদিন স্বপ্নঘুম ঘুমাইনি!
আমার বড্ড ঘুম পাচ্ছে………



মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:




আর্তনাদে ঘেঁষা দীর্ঘশ্বাস প্রবল। পরম প্রিয়জন হওয়ার কথা ছিলো যার সে হলো পরম পিশাচ। যে ঘর হওয়ার কথা ছিলো স্বপ্ন সে হলো দুঃস্বপ্ন।
কবিতায় অনুভব জাগায়। ভাল লেগেছে।

২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

অনেক দিন পর পোস্ট করলেন।
নিয়মিত হওয়া যায় না??

৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০

এডওয়ার্ড মায়া বলেছেন: রাত জাগার কবিতার সেই দিন।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫১

সাদা মনের মানুষ বলেছেন: নতুন পোষ্ট দেন আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.