নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট থাকতে পছনদো করি

নাঈম ফয়সাল নয়ন

সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা বলার চেষ্টা করি

নাঈম ফয়সাল নয়ন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু ক্রেতা

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১


দেখছো আমি
কেমন করে
যাচ্ছি নিভে
তিলে তিলে?

ইচ্ছে পোষন
করছে কবর
এই আমাকে
ফেলবে গিলে!!

স্মৃতি গুলো
সাক্ষী আছে
তুমি আমার
কিযে ছিলে।

খুজতে গেলে
ঠিক মিলে যায়
আকাশের ওই
ধুসর নীলে।

ঝাপসা হয়ে
যাচ্ছে সবই
ঠোঁট লাগানো
ঘাড়ের তিলে।

নাভি টাতেও
মুখ চুবালে
হাসতে তুমি
খিল খিলিয়ে।

হাতির ঝিলের
সেই আঙিনায়
প্রেম শিখিয়ে
আমায় দিলে,

সেই তুমি আজ
বাদ দিয়ে লাজ
জান টা আমার
কেড়ে নিলে !!

কেড়ে নিলে
সুখ গুলো মোর
নাক ডুবিয়ে
তোমার চুলে

বুঝেছ আজ
প্রেম করেছ
আমার সাথে
ভিষণ ভুলে !!

আজকে তুমি
সব ভুলেছ
আমি একা
হাতির ঝিলে...

ঠিক সেখানেই
ঠাঁই দাড়িয়ে
মৃত্যুকে আজ
নেবই কিনে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্য।

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: চুলে নাক ডোবাবেন ডেবান!!!

ভীষণ ভুল করবেন করেন!!!

তয় মৃত্যু না কিনলেই কি নয়!!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: হাহা জিও

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: মৃত্যুকে কিনতে হবেনা জনাব মৃত্যু সময়মত এসে হাজির হবে।

ভালই লাগলো।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অশেষ ধন্যবাদ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

বিষাদ সময় বলেছেন: চমৎকার ছড়া , ভাল লাগলো।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অশেষ ধন্যবাদ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

করুণাধারা বলেছেন: চমৎকার! লিখতে থাকুন, ভাল থাকুন।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্য। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.