নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রং

আসাদ ইসলাম নয়ন

লেখক ও পরিচালক ।

আসাদ ইসলাম নয়ন › বিস্তারিত পোস্টঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-২০১৬

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ঘনিয়ে এলো,আজ থেকে প্রচারনা বন্ধ । যে কোনো ঝামেলায় নিরাপত্তা বাহিনীকে গুলির নির্দেশ দেয়া হয়েছে নির্বাচনের প্রায় ৩০ ঘন্টা আগে । যদিও এটা শুধু নির্বাচনের দিন বহাল থাকবে । তাতে কি নিরাপদে ভোট দেয়ার জন্য সবার যে প্রস্তুতি সেটা তৈরিতে এতো আগে ঘোষনা কাজে দিবে । কে জিতবে তা আমি বলবনা । তবে আইভি আপা জিতুক এটা আমি না শুধু পুরো নারায়ণগঞ্জ আওয়ামীলীগ চাইছে । এখানেই আইভি আপা এগিয়ে আছেন সাখাওয়াত থেকে (বিএনপির তৈমুর সরব হয় নাই সেভাবে) । আইভি আপা সদ্য বিদায়ী মেয়র । সুতরাং তিনি গত পাচঁ বছর দায়ীত্ব পালনের জন্য হলেও জনগনের কাছে ছিলেন । জনগনের কাছে যাবার যে পর্বটা সাখাওয়াত শুরু করেছেন নমিনেশন পেয়ে । সাখাওয়াত সাহেবের মূল পরিচিতি আসে ৭খুন মামলার আইনজীবি হিসেবে । বিএনপি তৈমুরকে না দিয়ে নমিনেশন সাখাওয়াতকে দেবার পিছনে মুল কারন ছিলো সম্ভবত জনগনকে এটা বোঝানো যে আওয়ামীলীগ সন্ত্রাস করছে নারায়ণগঞ্জে । কিন্তু সেটা ধোপে টেকেনি মূলতো দুটি কারনে । এক: এই মামলা সুষ্ঠভাবে শেষ করতে সরকারের আন্তরিক চেষ্টা ও দুই: নিরাপদে এইবারের নির্বাচনের প্রচার শেষ হওয়া। এখন ভোটটা নিরাপদে হলেই হয় । অপেক্ষায় আছি আইভি আপার জয়ের।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.