নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রং

আসাদ ইসলাম নয়ন

লেখক ও পরিচালক ।

আসাদ ইসলাম নয়ন › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ এর চেতনা কি ?

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

রবিন্দ্রনাথ বাঙ্গালী জাতিয়তাবাদ তৈরি করেন। নজরুল আধুনিক বাঙ্গালী মুসলিম সমাজ তৈরি করেন । বঙ্গবন্ধু সেই গঠিত হওয়া বাঙ্গালী সমাজকে স্বাধীন ভূখন্ড দেন । বরিন্দ্রনাথ,নজরুল ও মুজিব এরা প্রত্যেকের তাদের সময়ে কাজের জন্য সমালোচিত হয়েছেন কিন্তু সংখ্যাগরিষ্টের দারা একটা সময় পর ঠিকই পুরস্কৃত হয়েছেন । তার মানে কাজ করলে মানুষ সমালোচিত হবেই ।
যাই হোক যা বলছিলাম,নজরুলের চেতনায় ছিলো মুলত ১৯৭১ এর চেতনা । যেটাকে ১৯৭৫ পর মুছে ফেলা হয় । ৭৫ এর পর নজরুল আর উগ্র মৌলবাদ এককরে উদ্ভট একটা চেতনা আবিস্কার করা হয় এবং ৭১ এর চেতনাকে হিন্দুত্ববাদ বানানো হয় । যেটা ৭১ এ পাকিস্থান বলতো । ১৯৯৬ এ আওয়ামীলীগ এই হিন্দুত্ববাদেই চলে (আমার মতে),ভুলটা তখন আওয়ামীলীগ ধরতে পারেনি । আমরা বলতে পারি ৭৫ এর পরের উদ্ভট চেতনাতেই ২০০৮ পর্যন্ত দেশ চলে । এর পর ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে । এতো লম্বা সময় এই ২ চেতনায় দেশ চলার মুল কারন ১৯৭১ এর ১৪ ডিসেম্বর বুদ্ধীজীবি হত্যা ও ১৯৭৫ এ জাতীয় নেতাদের হত্যা । এই হত্যাকান্ড গুলোর জন্যেই মুলত ভুলটা ধরিয়ে দেবার আর কাউকে রাখে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.