নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

। কার্তুজ ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬





আমার ঠোঁট হয়তো ছুঁতে পারবেনা তোমার ঠোঁট জানি,
উড়ন্ত চুম্বন ভাসতে থাকবে হয়ত আমাদের সমদূরত্বের ভেতর ।
মাউন্ট এলবারিস অথবা ভিসুভিয়াসের আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ
হয়তো আমার বুকের ভেতর স্থান করে নেবে ,
যার কিঞ্চিৎ অনুভূতিও হয়তো পৌঁছবেনা তোমার কাছে জানি।
আমাকে দেখে হয়তো তোমার অনুভূতিগুলো উপহাস করতে থাকবে ,
হয়ত বাড়ন্ত হবে দেয়ালের ওপারে দাঁড়িয়ে
ক্ষতবিক্ষত করতে অপেক্ষায় থাকা তোমার ঘৃণার কার্তুজ ।
তবু বিষাদের নাম হবোনা ,
বেঁচে থাকার দৌড়ে কল্পনায় ভেসে কাল্পনিক মানুষ হবো ।
রৌদ্রের প্রখরতায় হয়ত শুকিয়ে যাবে পাতাদের শব্দ
হয়ত গাছেদের নাম হারিয়ে যাবে স্থল জলজ থেকে,
কিন্তু তোমাকে নিয়ে চিন্তেগুলো আমার ক্রমাগত বাড়তে থাকবে ।
আমার হাত বাড়ানো সুখ তোমার কাছে উড়ে যাবে
প্রতিটি আলোর বিভ্রমে তোমার উপস্থিতি থাকবে ।
শুন্যতা উড়ে আসবে তোমার কাছে থেকে আমার কাছে ,
সাদাকালো মেঘে কুয়াশার চাদুরে জড়িয়ে বিদায় নেবো ।
শুধু চাইবো, পাখা ঝাপটানো পাখির ডানার বিকেল তোমাকে ছুঁয়ে যাক ,
দুঃখ যেন তোমার বাসার ঠিকানা খুঁজে না পায় ।



মন্তব্য ৪৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ভাই

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: তবু ভালো থাকুক তুমি, তোমার মত করে । সুন্দর ভাবের প্রকাশ । শুভেচ্ছা

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) ভাই

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কল্লোল পথিক ভাই

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

সুমন কর বলেছেন: শুধু চাইবো, পাখা ঝাপটানো পাখির ডানার বিকেল তোমাকে ছুঁয়ে যাক ,
দুঃখ যেন তোমার বাসার ঠিকানা খুঁজে না পায় ।


ভালো লাগা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল সুমন কর ভাই

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

কিবরিয়াবেলাল বলেছেন: প্রতিটি উপমাই মন ছুঁয়ে যায় ।ভাল লাগল ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কিবরিয়াবেলাল ভাই

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা| অনন্য

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ভাই

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: কিল্লিগা যে মুভি বাদ দিয়া কবিতা লেখুইন! তাও আবার কঠিন! |-)

পিলাস!

কবিতাটা অনেক সুন্দর। ভাবের প্রকাশটা চমৎকার লাগলো।
পড়ার সময় কবিতার আমিটাকে মনে হচ্ছিল - ঐটা আমিই।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ভাই

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটায় অনেক অনেক ভালো লাগা। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ভাই

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার কবিতায় মুগ্ধতা +++

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ভাই

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

দুঃখ যেন তোমার বাসার ঠিকানা খুঁজে না পায় ।

শুভকামনা জানবেন অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ভাই

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪

সুলতানা রহমান বলেছেন: কবিতা ভাল্লাগছে, কিন্তু প্রথম অংশটি বেশিই যেন শরীরী । +

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল সুলতানা রহমান

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//তবু বিষাদের নাম হবোনা ,
বেঁচে থাকার দৌড়ে কল্পনায় ভেসে কাল্পনিক মানুষ হবো।//


কবি ভালো লেগেছে............. :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল মাঈনউদ্দিন মইনুল ভাই

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

টোকাই রাজা বলেছেন: খুব সুন্দর কবিতা ভাল লাগল।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল টোকাই রাজা

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

শামছুল ইসলাম বলেছেন: ঘৃণার কার্তুজে বিদ্ধ হবোঃ

//আমাকে দেখে হয়তো তোমার অনুভূতিগুলো উপহাস করতে থাকবে ,
হয়ত বাড়ন্ত হবে দেয়ালের ওপারে দাঁড়িয়ে
ক্ষতবিক্ষত করতে অপেক্ষায় থাকা তোমার ঘৃণার কার্তুজ । //


তবুও তোমায় বিষাদে জড়াবোনা....

//তবু বিষাদের নাম হবোনা ,
বেঁচে থাকার দৌড়ে কল্পনায় ভেসে কাল্পনিক মানুষ হবো ।//



সুন্দর অভিব্যক্তি !!!

ভাল থাকুন। সবসময়।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল শামছুল ইসলাম

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল হাসান মাহবুব ভাই

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা!
+++

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল রুদ্র জাহেদ ভাই

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: চরম

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

কিরমানী লিটন বলেছেন: অনেক গভীরে ছুঁয়ে গেলো- অনবদ্য ভালোলাগায় ...
নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় নাজমুল হাসান মজুমদার ভাইয়া ।।

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কিরমানী লিটন ভাই

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এত ঘৃণা আর এত ভালোবাসা!
কবিতায় রইলো ভালোলাগা। শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

২২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ কবিতা !!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.