নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

কিউপিডের শূন্য জার্নাল - ১

২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:২৪

খুব বেশি নিজের কাছ থেকে পালিয়ে যেতে ইচ্ছে করে,
আমি একা বেঁচে আছি, মস্তিষ্কে কে যেন মাঝে মাঝে,
খুব মিহি কন্ঠে ডেকে ওঠে, প্রিয়নাম, গ্রাস করে তীব্র ব্যাথা,
মনে হয় আগুন ধরিয়ে দেই, জ্বলে যাক, উচ্ছিষ্ট হৃদপিন্ড।
-
-
উড়িয়ে দেই, উড়ে যাক ছাই, নাটাই সুতোহীন ঘুড়ি হয়ে,
নাগরিক কার্নিশে ভালোবাসা, মিথ্যের অবিনাশ শক্তিক্ষয়,
বালিকার ঠোঁট প্রকাশ করে দিয়েছে সেই সত্যির দিনলিপি,
শুনতে চাইনি, জানি, জানতাম, তারপরও জানতে চাইনা।
-
-
আমি মানুষ, আমি দেবতা কিউপিড , কালের যাত্রায় দেখেছি,
পিরামিড, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া, সিন্ধু, নীল নদ,
দেখেছি, চৈনিক মহাপ্রাচীরের নামে দূরত্বের দেয়াল তুলে দিয়েছে,
আমি ওরিসিস, দেবী অর্চনা করেছি, হে আইসিস, মন্ত্রপাঠে শুদ্ধ
উচ্চারণ, চন্দন সুগন্ধী, কি কম ছিল, প্রার্থনায়, প্রত্যাখাত হয়েছি,
নাহ, আজ আর পারবো না, আমি ক্লান্ত, আজ নিঃশ্বাস স্তব্ধ হয়,
আমি ঘুমাতে চাই, আমি নিদ্রা যাবো, আইসিস খুঁজেনি ওরিসিসকে,
জানি তুমিও ভুলে যাবে, সিঁদুর রক্তে রাঙ্গানো অতীতের খেলা ভেবে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৩ শে মে, ২০১৫ রাত ১০:৫৯

কিউপিড রিটার্নস বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:৫৬

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।

২৩ শে মে, ২০১৫ রাত ১১:০০

কিউপিড রিটার্নস বলেছেন: ধন্যবাদ। এক কবিতায় মিশরীয় সভ্যতা, প্রেম, বর্তমান, গ্রীক সভ্যতা, চৈনিক সব ডেকে এনে দিলাম। :)

৩| ২৩ শে মে, ২০১৫ রাত ৯:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন দারুন!! চমৎকার লিখছেন ভাই। :)

২৩ শে মে, ২০১৫ রাত ১১:০০

কিউপিড রিটার্নস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.