নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

এই শহর আজ নষ্টদের অধিকারে চলে গেছে - ২

১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

এই শহরে,
প্রতিটি বিকেলে কবিদের হত্যা করা হয়,
গিলোটিনে কাটা পড়ে হাত, পান্ডুলিপিগুলো উড়ে ছাই হয়ে।
এই শহরে,
রাতের পর রাত, ধর্ষিতা হয় নারী, বিবাহ বৈধতায়,
ভালোবাসা নয়, কামসুখ যেখানে অগ্রাধিকার পেয়ে বসে।

এই শহরে,
নাগরিকতা জ্যামে বসে ঘর্মাক্ত চুপচুপ হয়,
চাকরীর নামে যেখানে কিনে নেয়া হয় শ্রম, মালিকানার অপব্যবহারে।
এই শহরে,
প্রতিদিন নারী শ্রমিকরা শিকার হয়, উচ্চমহলের যৌনলালসার,
কর্পোরেট বসেরা সেখানে অর্থের বিনময়ে শরীর কিনে নিতে চায়।

এই শহরে,
পানপাত্রগুলো ভরে ওঠে, নেশাগ্রস্থ সুরায়,
তারুণ্য যেখানে আগুন গিলে খায়, সুখ খোঁজে ইয়াবার ধোঁয়ায়,
এই শহরে,
যেখানে প্রেমের নামে, লিটনের ফ্লাটগুলো সাক্ষী হয় নগ্নতার,
পুরুষের আচড়ে কামড়ে ছিন্ন হয় তরুণীর অক্ষত যোনিদেশ।

এই শহরে,
আমি বহিরাগত, তোমাদের মাঝে আমি অবধারিত কবির মৃতদেহ,
সত্যহীন মিথ্যেবাদীদের ভিড়ে আমি তোমার কোন এক পুরনো প্রেমিক।

এই শহর,
নষ্টদের ফুটপাথে আবার হারিয়ে যাওয়ার শেষ সুযোগ।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লেগেছে!

১৫ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৪

কিউপিড রিটার্নস বলেছেন: ধন্যবাদ, খুব বেশি ভালো লাগল।

২| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:২০

জেন রসি বলেছেন: এই শহরে,
আমি বহিরাগত, তোমাদের মাঝে আমি অবধারিত কবির মৃতদেহ,
সত্যহীন মিথ্যেবাদীদের ভিড়ে আমি তোমার কোন এক পুরনো প্রেমিক।

চমৎকার।

১৫ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৫

কিউপিড রিটার্নস বলেছেন: আপনার মত নয়, আপনার লেখাগুলো সাবলীল কিন্তু অনেক বেশী তাৎপর্যপূর্ণ। আমারগুলো বোকাসোকা। :(

৩| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৫

সুফিয়া বলেছেন: খুব ভালো লেগেছে। এই শহরটা যেন অনেকটাই এরকম।

৪| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: চমৎকার।

৫| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: এই শহরে কথাটা একটু কম আসলে ভালো হইতো হয়তো। কবিতা অসাধারন হইছে। ব্যাপক ভালোলাগা...

৬| ১৫ ই জুন, ২০১৫ রাত ১০:৪৩

রিকি বলেছেন: শহরটার আসল চেহারার কাব্যিক উপস্থাপনে অনেক অনেক ভালো লাগা রইল.. সামনে আরও কিছুর অপেক্ষায় রইলাম :)

৭| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

শিরোনামহীনভক্ত দিহান বলেছেন: অনেক ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.